13/10/2025
#খামের_আলাপনঃ
কেমন আছেন মেম? আল্লাহর অশেষ রহমতে আমি মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। আমার সর্বশেষ মাসিক সেপ্টেম্বর ১১। গত কয়েকদিন , ব্রেস্ট অনেক ভারি আর সেনসিটিভ ছিলো তাই আজ সকালে টেস্ট করেছি। আলহামদুলিল্লাহ, ফলাফল পজিটিভ এসেছে। আমার বাসা কুষ্টিয়াতে এখন আমার যাওয়া তো সম্ভব হচ্ছে না। দয়া করে জানাবেন এখন আমি কি ওষুধ খাব? আপনার পরামর্শ ছাড়া আমি কিছুই করব না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনি আমাকে অনেক মোটিভেট করেন মেম। আল্লাহ এর রহমত আমি আবার মা হব ইনশাআল্লাহ ❤️❤️।
: ভয় পাচ্ছি মেম এর আগে দুইবার মিস ক্যারেজ হয়েছিল। এখন কি করনীয় আমাকে দয়া করে জানাবেন মেম। এখন আমার তলপেটে মেন্স হওয়ার মতো ব্যথা হচ্ছে। এখন আমার কি করনীয় প্লিজ ম্যাম জানাবেন।
***
অভিনন্দন। ফলিক ঔষধ চলবে। দুই সপ্তাহ পর ফলোআপে আসবেন। না আসতে পারলে নিকটস্থ একজন ভালো গাইনি বিশেষজ্ঞ দেখাতে পারেন। সাবধানে থাকবেন। শুভকামনা রইল।
©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।
#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা - ১২০৭
(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)
#সময়- শনিবার, রবি, মঙ্গল ও বুধবার
বিকাল #পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত। রাত এগারোটার পর রোগী এন্ট্রি বন্ধ।
#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।
#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।
#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780