Dr. Sabikun Nahar

Dr. Sabikun Nahar ইনফার্টিলিটি নয় সাবফার্টিলিটিতে বিশ্বাস করি। গাইনি ও ফার্টিলিটি চিকিৎসায় পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
(11)

26/07/2025

ম্যাডাম, স্বামী বিদেশ থাকে। দেশে আসব। এমন ঔষধ দিবেন যেনো বাচ্চা হয়। এমনিতে স্বামী কাছে থাকে না তার উপর লোকজন কথা শোনায়। আর ভাল্লাগে না।

সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা শুধু উসিলা মাত্র।
26/07/2025

সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা শুধু উসিলা মাত্র।

25/07/2025

Its about PCOS! এই রোগে মাসিক হতে চায় না। বাচ্চা ও হতে চায় না। কেনো?

 #যাপিত_জীবনঃশুক্রবার। ছুটির দিন। সারা সপ্তাহের কাজের পর একটু হাত-পা ছড়িয়ে ঘুমানোর দিন। তবে আমাদের পরিবারে শুক্রবার মানে...
25/07/2025

#যাপিত_জীবনঃ

শুক্রবার। ছুটির দিন। সারা সপ্তাহের কাজের পর একটু হাত-পা ছড়িয়ে ঘুমানোর দিন। তবে আমাদের পরিবারে শুক্রবার মানে আমার সাপ্তাহিক চেম্বারের দিন।
সেদিন আমি আমার এলাকায় যাই। শুকরিয়া জেনারেল হাসপাতালে দিনমান রোগী দেখি, ডেলিভারি করি, দাওয়াই লিখি আর টুকটুক গল্প করি। ডাক্তার রোগী যখন একই একসেন্টে একই টোনে কথা বলে তখন দারুণ ব্যপার হয়! যারা জানে তারা তো জানেই আমি তাদের এলাকার, যারা জানে না তারা অবাক হয়। ওমা, ডাক্তর দেহি আমগো মতো কতা কয়! আমাগো এলাকার মানু নাকি! আমাকে তাদের বলে রিলেট করে। আমার ভালো লাগে। ইনফ্যাক্ট আমি তো তাদেরই।

শুক্রবার মানে আমার শিকড়ে ফেরার দিন। মা, মাটি ও মানুষের স্বাস্থ্যের প্রতি একটা দায়বদ্ধতার দিন। কখনো কখনো সময় পেলে মাকে দেখতে যাই। কখনো কখনো মা মা গন্ধ নিয়ে ভাইবোনরা দেখতে আসে। সাথে নিয়ে আসে ঝুড়ি ভর্তি ভালোবাসা আর বিগত জীবনের ফেলে আসা সৌরভ। মন ভরে যায়।

বাসায় রেখে যাওয়া বর্তমান আমি আমার খোঁজ নেয় নিয়ম করে। বড়ো পুত্র অহন ঠিক রুটিন মাফিক ফোন দেবে খাওয়ার আগে। মা, লাঞ্চ করেছো? এখনো খাওনি? খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আমরা জামাত পড়ে এসেছি। এখন খাবো। আবার সন্ধ্যায় একটা ফোন দিবে। মা, রওনা দিয়েছো? আচ্ছা সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ তরকারি গরম করেছি। গাছে পানি দিয়েছি। বাবা মিহনের অংশটুকুতে দিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা চা করেছিলো। আমরা সবাই বিকালের নাস্তা করেছি। চিন্তা করো না।

এখানে উল্লেখ, রান্নার খালা সেই সকালে রান্না করে দিয়ে যায়। দুপুরে খাবার পর লেফট ওভার গরম করে রাখতে হয়। সেই দায়িত্ব এবং বাকিসব ঘরকন্না তাহারা মিলেমিশে পালন করেন। ফিরতে দেরী হলে অহন রাতের ভাতটাও ফুটিয়ে রাখে। কখনো কখনো তাহারা সারপ্রাইজ পার্টির আয়োজন করে। কিছু না জানিয়ে আমার আস্তানায় হানা দেয়। এই ছবিটি তেমনি এক দিনের।

আমরা মনেকরি ছেলের কাজ মেয়ের কাজ বলে আলাদা কোনো ব্যপার নেই। উই আর ফ্যামিলি। সংসারে আমাদের সকলের দায়িত্ব আছে। আমরা মিলেমিশে সেই দায়িত্বটুকু পালন করি। হয়তোবা নিক্তির হিসাবে চুলচেড়া পরিপাটি হয়না। না হোক। হু কেয়ার্স!

বিঃদ্রঃ - তিন বছর আগের লেখা। তখন আমরা কত্তো ছোট্ট ছিলাম!

23/07/2025

#খামের_আলাপনঃ
(আপনাদের চিঠি)

আসসালামুয়ালাইকুম ম্যাম, আমি সাফিয়া আক্তার পূরবী (ছদ্মনাম)। আপনার একজন নতুন পেশেন্ট। তিন মাস আগে আপনাকে দেখিয়েছি। আমার বয়স ২৫। বিয়ে হয়েছে ৩ বছর+। বাচ্চা হচ্ছে না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমাদের পারিবারিকভাবে বিয়ে। সেই আমাকে পছন্দ করে বিয়ে করেছিল কিন্তু সে বিয়ের শুরু থেকেই পরকীয়ায় আসক্ত। সে হয়তো আমাকে ভালবাসেনা। বাসলে কৌশল চেইঞ্জ করে করে আমাকে বার বার ঠকাইতে পারতো না। এজন্য তাকে হারানোর ভয় কাজ করে।আমি তাকে হারাতে চাই না আবার তার জীবনটা নষ্ট ও করতে চাইনা। এই দুর্ভোগের মধ্য আবার আমার বাচ্চা হচ্ছে না। এদিকে শাশুড়ি অসুস্থ। সে খুব শীঘ্রই নাতি দেখতে চায়। আমার সব সময় অপরাধী লাগে। মনে হয় আমার জন্য তাদের সুন্দর জীবন থমকে আছে, নষ্ট হচ্ছে। একটা বাচ্চা না হলে আমার সংসারটা শেষ হয়ে যাবে। মনে হয় বাচ্চার জন্য দিন দিন সবার মাথার বোঝা হয়ে যাচ্ছি। আমার চকলেট সিস্ট, AMH লো। লেপারস্কপি করলে amh কমে যায় নাকি? এমতাবস্থায় কী করতে পারি? আমার কি বাচ্চা হবে না? রিপোর্ট দেখানোর সময় আমাকে নিয়ে যায়নি। কিছুদিন পর আপনার কাছে যাবো। সাথে সে থাকবে তাই গোপনীয়তা রক্ষার জন্য এখানে শেয়ার করলাম। আমার জন্য কিছু একটা করেন ম্যাম। আমার সংসারটা রক্ষা করেন।

***
তোমার চিঠি পড়ে বুঝতে পারছি তুমি কীসের ভেতর দিয়ে যাচ্ছ। পুরো চিঠিতে তোমার বিষাদময় জীবন ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই বিষাদ আমাকেও আক্রান্ত করেছে। সংসার সন্তান তো একা একা করা যায় না। তাহলে বাচ্চা না হওয়াকে তোমার একার দায় ভাবছ কেনো? বাচ্চা তো স্বামী স্ত্রী দুজনের সমন্বিত ভালোবাসার ফসল। সো বাচ্চা না হওয়ার দায় দুজনেরই সমান। একা একা দায় নেয়ার সাবানা সিন্ড্রোম থেকে বেরিয়ে আসো। আর হ্যাঁ গবেষণা বলে আমরা যাকে আগলে রাখতে চাই সে আরও বেশি দূরে চলে যায়। কাজেই অন্যের মনোযোগ আকর্ষণের চেয়ে নিজের গুরুত্ব বাড়ানোর দিকে মনোযাগী হওয়া বেশি জরুরি। নিজের যে দিকটা বেশি প্রিয় সেদিকে ফোকাস কর। যে কাজে দক্ষতা আছে তা শানিত কর। আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করলে আরও ভালো। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আমরা নিজেকে নিজে ছেড়ে যেতে পারি না। সো নিজেকে ভালোবাসার বিকল্প নেই। আর হ্যাঁ শুধুমাত্র খাওয়া, ঘুমানো, বাচ্চা পয়দা করার জন্য মানুষের জন্ম হয়নি। আমি বিশ্বাস করি এরচেয়েও বড় কিছুর জন্য মানুষের জন্ম। কাজেই এসব নিয়ে মন খারাপ করবে না। তাছাড়া বাচ্চা হবেই না এমন কথা তো কোথাও লেখা নেই। অসংখ্য মানুষ চকোলেট সিস্ট, লো AMH নিয়ে গর্ভধারণ করছে। তাছাড়া আধুনিক বিশ্বে টেকনোলজি এত এগিয়েছে যে, একটা না হোক আরেকটা পদ্ধতি সাহায্য করছে। সেসব হেলপ নিতে পার। বিং স্ট্রং। তবে বাচ্চাই যদি সংসার রক্ষার নিয়ামক হত তাহলে বাচ্চাকাচ্চা সমৃদ্ধ পরিবারে ডিভোর্স হত না। তা তো নয়। সো সেদিকটাও ভেবে দেখবে। আশাকরি নতুন শিশুর আলোয় আলোকিত হবে তোমার ঘর। ভালো থেকো। শুভকামনা রইল।

ইতি
Dr. Sabikun Nahar

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

 #মাইলস্টোন_ট্রেজেডি #আসুন_একটু_সেন্সিবল_হইপোড়া রোগীদের প্রতি প্রেম দেখাতে দলবলসহ হাসপাতালে যাইয়েন্না প্লিজ। এতে ওই নিভু...
22/07/2025

#মাইলস্টোন_ট্রেজেডি
#আসুন_একটু_সেন্সিবল_হই

পোড়া রোগীদের প্রতি প্রেম দেখাতে দলবলসহ হাসপাতালে যাইয়েন্না প্লিজ। এতে ওই নিভু নিভু প্রাণে
যেটুকু বাঁচার আশা আছে ইনফেকশন ছড়িয়ে সেটুকুর ও পাইন মারা সারা হবে। এতই যদি প্রেম থাকে শোঅফ বাদ দিয়ে সিস্টেম পরিবর্তন করুন যাতে হরেদরে এমনে কেউ না ম*রে। আর হ্যাঁ এদেশের চিকিৎসকরা চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। দয়া করে তাদের কাজটা তাদেরই করতে দিন। কাজ শেষে ক্রেডিট না হয় আপনারাই নিয়েন। তবুও করতে দিন। সব জায়গায় স্টান্টবাজি করতে আইসেন না। বিদেশ থেকে ডাক্তার আনা লাগবে না তারচেয়ে বরং কিছু লাগাম আনতে পারেন। বেহুদা কথা বন্ধ করার মুখবন্ধ লাগাম।
পুড়ে ছারখার হওয়ার এই দিনেও যে দেশে বিশ টাকার পানির বোতলের দাম ছয়শত টাকা হয়ে যায় সে দেশে যে আল্লাহর লানত ডাইরেক্ট পড়ব তা কি আর বলে দেওয়া লাগে! অপেক্ষা করেন শুধু। স্বাভাবিক মৃত্যু এদেশের কপালে নাই।

বিঃদ্রঃ-
ছবিটা দেখে বুকে ছ্যাত করে উঠল। বাচ্চার আইডি দেখে শনাক্তের চেষ্টা! আল্লাহ এত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কী দোষ ছিলো? আর নিতে পারছি না।

তথ্যসূত্রঃ
উত্তরা দিয়া বাড়ি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ব্যপক ক্ষতি হয়।

21/07/2025

কেনো এমন হয় ম্যাডাম?

কান্নার বাঁধভাঙ্গা ঢেউয়ে কন্ঠ রোধ হয়ে আসে মায়ের।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

21/07/2025

ম্যাডাম, আমার পিসিওএস আছে। বাচ্চা হবে কি হবে না এই দ্বিধায় বিয়ে করতে ভয় পাচ্ছে আমার বয়ফ্রেন্ড। একটু যদি ডিটেইলস বলতেন!

জি হ্যাঁ ইহা হয় পিসিওএস।
বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

21/07/2025

#খামের_আলাপনঃ
(আপনাদের চিঠি)

ম্যাম আমি সৌদি আরব প্রবাসী। গত বছর জুলাইতে বিয়ে করেছি। বিয়ের পরে দুই মাস ছিলাম। বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেছি। আমার স্ত্রীর বয়স ১৯ বছর। আল্লাহ তায়ালা হয়তো আমাদের তখন বাচ্চা দেয়ার জন্য প্রস্তুত মনে করেনি। আমরা কোন ডাক্তার দেখাইনি আর আমার স্ত্রী কোন ঔষধ খায়নি। সে আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিয়োমিত মাসিক হয়৷ আমি ইনশাআল্লাহ আগামী ২/৩ মাসের মধ্যে ছুটিতে যাবো৷ ম্যাম আপনার ভিডিও আমি অনেক দেখি। আমি চাই যে আপনি আমাকে সাজেশন দেন যে, আমি ও আমার স্ত্রীর কি করা প্রয়োজন, যাতে আল্লাহর ইচ্ছায় এবং আপনার সাজেশনে আমরা বাবা মা হতে পারি৷ আর ম্যাম আমার ও আমার স্ত্রীর অনেক ইচ্ছা যে আমাদের যেনো একসাথে ২ টা বা ৩ টা বাবু হয়৷ আমরা দুই জনেই প্রতিদিন নামেজে আল্লাহর কাছে এই দোয়া করি৷

***
আপনাদের কিউট ইচ্ছার কথা শুনে মজা পেলাম।
আগে নাহয় একটাই হোক। বাচ্চা নেওয়ার আগে বাবা মা হিসাবে আপনারা ঠিকঠাক আছেন কি না জানা জরুরি। সুস্থ সন্তান নিশ্চিত করতে এর বিকল্প নাই। আপনারা একজন গাইনি বিশেষজ্ঞ দেখাতে পারেন। প্রয়োজনে আমার চেম্বারে ও আসতে পারেন। শুভকামনা রইল।

ইতি
Dr. Sabikun Nahar

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

20/07/2025

#রোগীকথনঃ
#জরায়ু_ফেটে_মা_বাচ্চার_মৃত্যুর_পূর্বাপর

আপনারা জরায়ু ফেটে যাওয়ার কথা শুনেছেন কখনো? শুনেছেন জরায়ু ফেটে বাচ্চা মারা যাওয়ার কথা? কখনো কখনো মা ছা দুজনেই মিলেমিশে মরে যাওয়ার কথা? না শুনলে নাই এখন শোনেন। জেনে রাখা ভালো। কে জানে কখন কার কাজে লেগে যাবে! মূল গল্পে যাওয়ার আগে একটু গপসপ হলে মন্দ হয় না, কী বলেন?

এক.
আমার তখন কিছু মনে না রাখার বয়স। এই ধরেন চার পাঁচ। সেই সময়ের কোনো কিছুই মনে নেই একটি ব্যপার ছাড়া। উঠোন ভর্তি মানুষ গিজগিজ করছে। সবার চোখেমুখে কান্না। নানা বাড়িতে যাচ্ছিলাম। পথে মধ্যে যে বাড়িটা পড়ে, যেখানে মা মাঝেমধ্যে থামেন, রহিমা নানীর সাথে গল্প করেন। দেখলাম সেই নানীর মেয়ে, যার থুতনিতে একটা বড় তিল ছিলো, তিনি উঠোনে গিজগিজ মানুষের বলয়ের মধ্যে শুয়ে আছেন। কাপড় চোপড় রক্তে ভেজা। চোখ বন্ধ। আমি মায়ের আঁচল শক্ত করে ধরলাম। ওমা, এমুন কইরা কেউ শোয়? কী হইসে?

মইরা গেছে। বাচ্চা হইতে যাইয়া। আয় বাইত যাইগা। মা সারাক্ষণ মন খারাপ করে থাকলেন। আমাদের আর নানির বাড়িতে যাওয়া হইল না। নানী বাড়ি আর আমাদের বাড়ি পাঁচ মিনিটের পথ। চাইলে যে কোনো সময় যেতে পারবো। আমি জানি আমার মায়ের মন খারাপ ছিলো বাচ্চা জন্ম দিতে যেয়ে মরে যাওয়া সেই মেয়েটার জন্য। যার নাম আমার মনে নাই। ইনফ্যাক্ট সেই সময়ের কিছুই আমার মনে নেই। তবে আশ্চর্য রকম মনে আছে গিজগিজ মানুষের মাঝে উঠোনে শুয়ে থাকা একজন রক্তমাখা নারী, তার আধবোজা চোখ আর সূর্যমূখীর মতো একটা তিল! তখন না জানলেও এখন জানি তিনি প্রসব বেদনায় মারা যাননি। মারা গিয়েছিলেন জরায়ু ফেটে গিয়ে। বাচ্চা জন্ম দিতে গিয়ে বাধাগ্রস্ত প্রসবে ( Obstructed labour) বাচ্চাসহ মা মারা যাওয়ার ইতিহাস এই উপমহাদেশের বহু পুরনো এবং সয়ে যাওয়া একটা মামুলি ব্যপার। এই জন্য একটা প্রবাদও চালু আছে; ভাগ্যবানের বউ মরে, অভাগার গরু মরে। ব্যাখ্যার প্রয়োজন মনে করছি না। তবে সময় বদলেছে। কতোটা বদলেছে সেটা একটা প্রশ্ন।

দুই.
মাহিনূর( ছদ্মনাম)। স্কুল টিচার। আমার অনলাইন কনসাল্টেশনের পেসেন্ট। হিস্ট্রি দেওয়ার বলল, ম্যাডাম, আমি সুস্থ সবল মানুষ। স্কুলে গেছি। হঠাৎ মনেহলো আমার পেট দুই ভাগ হয়ে ঝুলে গেলো। তেমন ব্যথা বেদনা নাই। কিন্তু আমি নড়তে পারছিলাম না। কলিগরা ধরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলো। এরমধ্যে শুরু হলো ঢালাঢালি রক্ত। আমার আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরলো, শুনলাম আমার জরায়ু ফেটে গিয়েছিলো। বাচ্চাটা পেটের ভিতরই মারা গেছে। জরায়ু রাখা গেছে তবে সাত ব্যাগ রক্ত লেগেছে!

ম্যাডাম, কোনো কারণ ছাড়া জরায়ু ফেটে যেতে পারে? আমার বাচ্চাটা মরে গেলো! যারে আমি আট মাস পেটে রেখেছিলাম। কতো গল্প যে করতাম ওর সাথে! কেনো এমন হলো? কেনো? প্রশ্ন করে মেয়েটি কাঁদতে থাকে। উত্তরের আশা না করেই। আমার মনখারাপ হয়ে যায়। গত এক সপ্তাহ ব্যপারটা নিয়ে আমি ভেবেছি। অতঃপর লিখতে বসলাম। শুধু মাহিনূর নয় আপনাদের ও জানা উচিত সেই লক্ষ্যে।

দুই ধরনের জরায়ু ফাটা কন্ডিশন আমরা পাই। পুরোপুরি ফেটে বাচ্চা জরায়ু থেকে বের হয়ে গেলে আমরা বলে রাপচার, সব ফেটে গেছে কিন্তু উপরের পাতলা পর্দাটা রয়ে গেছে তাকে বলে স্কার ডেহিসেন্স। স্কার ডেহিসেন্সে কোন সিম্পটম থাকে না। শুধুমাত্র শেলাইয়ে জায়গায় হাল্কা ব্যথা অনুভব হয়।

প্রথম ঘটনায় মা প্রসব বেদনায় ভুগেছেন অবর্ণনীয়। হয় বাচ্চা বড় ছিলো, না হয় জন্মপথ ছোটো ছিলো ফলে বাচ্চা বের হতে পারে নাই। ক্রমাগত বাচ্চা বের করার চাপে জরায়ু ফেটে গিয়েছিলো। রক্তপাত, শক, পেটের বাচ্চা পেটে নিয়েই মায়ের অন্তিম যাত্রা।

দ্বিতীয় ঘটনায় মা নিয়মিত চেকআপে ছিলেন। আগের বাচ্চা সিজারিয়ান তাই অপেক্ষা এ বাচ্চাও সিজার হবে। কিন্তু তীরে এসে তরী ডুবে গেলো কোনো রকম পূর্বাভাস না দিয়েই। এরকম হয়! হতে পারে!

হ্যাঁ হতে পারে। মাল্টিগ্রাভিড মা মানে পাঁচ সাতটা বাচ্চার মা। যাদের জরায়ুর নমনীয়তা কমে গেছে। কিংবা এক দুই বাচ্চার মা, যাদের আগে সিজারিয়ান ডেলিভারিতে সমস্যা হয়েছে, টি ইনসিশন মানে জরায়ু লম্বালম্বি কাটতে হয়েছে কিংবা যাদের অপারেশনের পর সেলাই ঠিকঠাক মতো জোড়া লাগে নাই, যাদের ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন লেগেছে কিংবা যাদের ফুল নিচে ছিলো সেজন্য সিজারিয়ান লেগেছে ইত্যাদি। কতো বলবো? তাদের জরায়ু ফেটে যেতে পারে। ভয়ংকর কথা হচ্ছে, দ্বিতীয় গ্রুপের জরায়ু ফাটার প্রক্রিয়ায় কোনো ব্যথা বেদনা লাগে না। আস্তে আস্তে খাদের কিনারে আগায়। তারপর টুস করে ঢড়খাদে পড়ে যায়। এইতো।

তবে নিয়মিত চেকআপে থাকলে, প্রপার হিস্ট্রি নিলে, আল্ট্রাসাউন্ড করে স্কারের থিকনেস মানে সেলাইয়ের জায়গায় ঘনত্ব জেনে নিলে এবং অতি অবশ্যই হাসপাতালে ডেলিভারি করলে এই মৃত্যুগুলো রোধ করা সম্ভব। মাতৃমৃত্যু, শিশুমৃত্যু আমার কাছে ক্রাইম মনে হয়। এই ক্রাইমের জন্য দায়ী সবাই। সবারই এগিয়ে আসা উচিত দায়মুক্ত হতে।

একটা আনন্দের খবর দিয়ে শেষ করছি। কিছুদিন আগেই এমন একটা কেইস করলাম। বাচ্চা ও মা খাদের কিনারে দাঁড়িয়ে ছিলেন। ভাগ্যিস একটা আল্ট্রাসাউন্ড করেছিলাম। গাইনী বিশেষজ্ঞদের আল্ট্রাসাউন্ড জানা আশীর্বাদ। রোগীদের জন্য তো বটেই তার নিজের জন্যও।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

19/07/2025

জরায়ু সাধারণত সামনের দিকে ঝুলে থাকে। সামনে না থেকে পেছনের দিকে থাকলে এটাকে রেট্রোভারটেড ইউটেরাস বলে। জরায়ুর এই অবস্থান গত কারনেও তলপেটে ব্যথা হতে পারে। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

প্রতিদিন এমন অসংখ্য আনন্দের খবরে মন ভরে উঠে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহর! আ...
19/07/2025

প্রতিদিন এমন অসংখ্য আনন্দের খবরে মন ভরে উঠে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহর! আমরা কেবল উসিলা মাত্র।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ঢাকা - ১২০৭

(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabikun Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share