Dr. Sabikun Nahar

Dr. Sabikun Nahar ইনফার্টিলিটি নয় সাবফার্টিলিটিতে বিশ্বাস করি। গাইনি ও ফার্টিলিটি চিকিৎসায় পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
(7)

13/10/2025

এক সাইকেল! আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমত

13/10/2025

AMH মাত্র ০.37!

এত্তো কম নিয়ে প্রেগন্যান্সি এসেছে! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা সৃষ্টি কর্তার। আমরা শুধু উসিলা মাত্র।

আপনারা আমার এই পেশেন্ট দম্পতি এবং তাদের অনাগত সন্তানের জন্য দোয়া রাখবেন প্লিজ।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা - ১২০৭
(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, রবি, মঙ্গল ও বুধবার
বিকাল #পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত। রাত এগারোটার পর রোগী এন্ট্রি বন্ধ।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

13/10/2025

চকোলেট সিস্ট!

13/10/2025

সমস্ত প্রশংসা মহান আল্লাহর!

13/10/2025

বিয়ের ছয় বছর পর। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহর।

 #খামের_আলাপনঃকেমন আছেন মেম? আল্লাহর অশেষ রহমতে আমি মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। আমার সর্বশেষ মাসিক সেপ্টেম্বর ১১। গত কয়ে...
13/10/2025

#খামের_আলাপনঃ

কেমন আছেন মেম? আল্লাহর অশেষ রহমতে আমি মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। আমার সর্বশেষ মাসিক সেপ্টেম্বর ১১। গত কয়েকদিন , ব্রেস্ট অনেক ভারি আর সেনসিটিভ ছিলো তাই আজ সকালে টেস্ট করেছি। আলহামদুলিল্লাহ, ফলাফল পজিটিভ এসেছে। আমার বাসা কুষ্টিয়াতে এখন আমার যাওয়া তো সম্ভব হচ্ছে না। দয়া করে জানাবেন এখন আমি কি ওষুধ খাব? আপনার পরামর্শ ছাড়া আমি কিছুই করব না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আপনি আমাকে অনেক মোটিভেট করেন মেম। আল্লাহ এর রহমত আমি আবার মা হব ইনশাআল্লাহ ❤️❤️।

: ভয় পাচ্ছি মেম এর আগে দুইবার মিস ক্যারেজ হয়েছিল। এখন কি করনীয় আমাকে দয়া করে জানাবেন মেম। এখন আমার তলপেটে মেন্স হওয়ার মতো ব্যথা হচ্ছে। এখন আমার কি করনীয় প্লিজ ম্যাম জানাবেন।

***
অভিনন্দন। ফলিক ঔষধ চলবে। দুই সপ্তাহ পর ফলোআপে আসবেন। না আসতে পারলে নিকটস্থ একজন ভালো গাইনি বিশেষজ্ঞ দেখাতে পারেন। সাবধানে থাকবেন। শুভকামনা রইল।

©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।

#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা - ১২০৭
(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)

#সময়- শনিবার, রবি, মঙ্গল ও বুধবার
বিকাল #পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত। রাত এগারোটার পর রোগী এন্ট্রি বন্ধ।

#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।

#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।

#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780

12/10/2025

মাত্র এক সাইকেল ঔষধ খেয়ে সৃষ্টি কর্তার রহমতে কনসিভ করেছেন।

12/10/2025

Healthy baby!

12/10/2025
12/10/2025

মাত্র এক সাইকেল ঔষধ খেয়ে আল্লাহর রহমত!

12/10/2025

What a cute baby! Mashallah!

Address

DMFR Molecular Lab & Diagnostics BD Ltd. , 09606-213233, Https://maps. App. Goo. Gl/vfCLGczzMd8Pabgw 5
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabikun Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram