
22/08/2025
#চেম্বার_কাব্য_ছবির_গল্পঃ
কখনো কখনো চেনা কাজও চ্যালেঞ্জিং হয়ে যায়। কুমু যখন প্রথম আমার চেম্বারে আসে সেদিনটা আমি এখনো মনে করতে পারি। তার আগের বাচ্চা আনকনট্রোল প্রেশারের জন্য চব্বিশ সপ্তাহে টার্মিনেট করতে হয়। তারপরও প্রেশার কমে না। পোস্টপার্টাম এক্লাম্পশিয়া হয়ে আইসিইউতে জমে মানুষে টানাটানি। সেই কুমু এবার আমার আঙ্গিনায়। মনোযোগ দিয়ে তার কান্না গেলার গল্প শুনছিলাম। এবারও তার হুলস্থুল প্রেশার। এই ঔষধ সেই ঔষধ। কিছুতেই বাগে আনা যায় না। ফলোআপের পর ফলোআপ। দফায় দফায় কাউন্সিলিং। তবুও অজানা আশংকায় বুক কাঁপে। তার একটাই কথা, ম্যাডাম যতক্ষণ আপনার কাছে থাকি ভালো থাকি। ভয় কম লাগে। অবশেষে আমাদের ভয়ের দিন ফুরায়। এক সুন্দর দিনে তিনি এলেন। সেদিন ছিলো তার বাবা মায়ের পঞ্চম এনিভার্সারি। এমন দিনে সবচেয়ে প্রসিয়াস গিফটটা আল্লাহর তরফ থেকে দিতে পেরে দারুণ আনন্দ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের রাজকন্যা এবং তার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন প্লিজ।
©
ডা. ছাবিকুন নাহার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস.& গাইনী)
স্পেশাল ট্রেইনড ইন ইনফার্টিলিটি, আলট্রাসাউন্ড।
গর্ভবতী, প্রসূতি, স্ত্রী ও গাইনীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন,
আর এস, কেজিএইচ,
ঢাকা।
#চেম্বারঃ
কনকর্ড ডায়াগনস্টিক এন্ড মলিকুলার ল্যাব, নাভানা নিউবাড়ি প্যালেস, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা - ১২০৭
(ধানমন্ডি সাতাইশ এর সিগনাল এবং রাপাপ্লাজা সংলগ্ন, বাংলাদেশ ইএনটি হাসপাতাল এবং এম কে ইলেকট্রনিকস এর বিল্ডিং, লিফটের ৭)
#সময়- শনিবার, সোম, মঙ্গল ও বুধবার
বিকাল #চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত।
#সিরিয়ালের জন্য #হটলাইন_নাম্বার_10649
সিরিয়াল দেওয়ার সময়- সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত।
#বিঃদ্রঃ-
অনলাইন কনসাল্টেশন ও করা হয়। অনলাইন কনসাল্টেশনের জন্য #হোয়াটসঅ্যাপ 01974-808200 নাম্বার।
হোয়াটসঅ্যাপে কল নয়, মেসেজ করলে বিস্তারিত জানতে পারবেন।
#পুনশ্চ
শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রামের বাড়ি গজারিয়া, মুন্সিগঞ্জের #শুকরিয়া হাসপাতালে রোগী দেখা হয়। শুকরিয়া হাসপাতালের সিরিয়াল- 01776077780