26/11/2025
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত...
সঠিক চিকিৎসার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে মুক্তি...
৩১ বছর বয়সী পুরুষ পুরো পেটে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে মেডিসিন বিভাগে ভতি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা করার পর ধারণা করা হয় খাদ্যনালী প্যাঁচ লেগেছে। ঢাকার বাইরে থেকে একজন চিকিৎসক যোগাযোগ করে অনুরোধ করেন রোগীটি দেখে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। পরিচিত একজন সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসকও যোগাযোগ করেন। রোগী দেখার পরই সিদ্ধান্ত নেই অপারেশন লাগবে এবং রোগীর স্বজনদের জানাই এপেন্ডিসাইটিসের সমস্যা থেকেই এই অবস্থা। রোগীর কাছ থেকে জানতে পারি গত ৪-৫ দিন ৩ বেলাই গরুর মাংস খেয়েছেন। ল্যাপারোস্কির মাধ্যমে অপারেশন শুরু করলাম কিন্তু ক্যামেরা দিয়ে দেখলাম পেটের ভিতরে খাদ্যনালী ফুটো হয়ে সব ময়লা জমে আছে। সিদ্ধান্ত নিলাম পেট কেটে অপারেশন করার। রোগীর স্বজনদেরকে অবস্থা জানিয়ে পেট কেটে অপারেশন করার সময় দেখা গেল এপেন্ডিস্ ফেটে গিয়ে অন্তের ময়লা জমে আছে বিভিন্ন জায়গায়। সফলভাবে অপারেশন শেষ করলাম। আলহামদুলিল্লাহ...
এপেন্ডিসাইটিস ফেটে গিয়ে মৃত্যুর হার প্রতি হাজারে ৫ জন।
Thanks to my team members.