Dr. Md. Ehsan Ul Bari - Rahat

Dr. Md. Ehsan Ul Bari - Rahat General, Laparoscopic & Colo-rectal Surgeon
Associate Professor
Anwer Khan Modern Medical College

ইউনুস মোল্লা, ৮০ বছর বয়সী সদা হাস্যজ্বল ভদ্রলোক আমার সাথে পরিচয় প্রায় ২ মাস আগে। প্রফেসর Rubayat Sheik Giasuddin এর তত্ত...
28/05/2025

ইউনুস মোল্লা, ৮০ বছর বয়সী সদা হাস্যজ্বল ভদ্রলোক আমার সাথে পরিচয় প্রায় ২ মাস আগে। প্রফেসর Rubayat Sheik Giasuddin এর তত্ত্বাবধানে মর্ডান হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন পিত্তথলির পাথরের সমস্যা এবং পাইল্সের সমস্যা নিয়ে। পায়খানার সাথে নিয়মিত রক্ত যাওয়ার কারণে বেশ দুর্বল হয়ে পড়ে ছিলেন। চিকিৎসার মাধ্যমে কিছুটা অবস্থার উন্নতি হলে তখন পাইল্সের অপারেশন করে দেই। বেশ দ্রুততার সাথেই তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছুটি দিয়ে দেয়া হয় এবং ৬ সপ্তাহ পর পিত্তথলির অপারেশন করার জন্য যোগাযোগ করতে বলা হয়। তার মেয়ের জামাই এবং ছেলে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে। গত সপ্তাহে সফলতার সাথে তার পিত্তথলির অপারেশন করি। আজকে আমার চেম্বারে আসলেন ফলোআপের জন্য। আলহামদুলিল্লাহ তার মুখের হাসি আমার সব চাইতে বড় পাওয়া...




#পিত্তথলিরপাথর

Laparoscopic Umbilical Hernia Repair...হার্নিয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে, বিভিন্ন ধরনের হার্নিয়া হতে পারে, তবে নাভির হার...
08/05/2025

Laparoscopic Umbilical Hernia Repair...

হার্নিয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে, বিভিন্ন ধরনের হার্নিয়া হতে পারে, তবে নাভির হার্নিয়া (Umbilical Hernia) সাধারণত মহিলাদের ক্ষেএে বেশি হয়ে থাকে। অনেক সময় একই রকম ভাবে বহুদিন ধরে থাকতে পারে তবে অনেক সময় অল্প অল্প ব্যথা অথবা হঠাৎ করে প্রচন্ড ব্যথা হতে পারে।

এখন হার্নিয়ার সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে পেট না কেটে ল্যাপারস্কপির সাহায্যে চিকিৎসা করা। যদিও কিছুটা ব্যয়বহুল তারপরও অপারেশন করার পরদিনই ছুটি হয়ে যায় এবং খুব দ্রুতই স্বাভাবিক কাজে ফিরে যাওয়া যায়।

Thanks to all my team members.






     সূদুর কুমিল্লার দাউদকান্দি থেকে সকাল ১০ টায় আমার চেম্বারে আসেন, উনার সমস্যা বুঝিয়ে বলি এবং  অপারেশনের পরামর্শ দেই। ...
18/04/2025





সূদুর কুমিল্লার দাউদকান্দি থেকে সকাল ১০ টায় আমার চেম্বারে আসেন, উনার সমস্যা বুঝিয়ে বলি এবং অপারেশনের পরামর্শ দেই। উনি সাথে সাথেই সম্মতি দেন এবং অপারেশন সম্পন্ন করে কুমিল্লায় নিজের বাসায় ফিরে যান। আলহামদুলিল্লাহ।

Thunder Beat Technology...combination of ultrasonic and advanced bipolar energy, one of the most updated energy device T...
14/01/2025

Thunder Beat Technology...combination of ultrasonic and advanced bipolar energy, one of the most updated energy device Technology... Using in Laparoscopic Appendicectomy.

রোগীর বয়স মাএ ১৬ বছর, ৩ দিনের পেটে ব্যথা নিয়ে কাল রাতে আমার চেম্বারে যখন আসেন তখন রোগীর অবস্থা বেশ খারাপ। রোগীর অভিভাবকদের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে ভর্তির ব্যবস্থা করি এবং এপেন্ডিসাইটিস অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। আজ সকালে সফল ভাবে অপারেশন সম্পন্ন করি। যেহেতু ল্যাপারস্কিক সার্জারি করলাম তাই সর্বাধুনিক Thunder Beat ব্যবহার করলাম ফলে খুব কম সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ... রোগী ভালো আছে।

আমার টিমের সকলকে ধন্যবাদ...

Technology

It's an immense pleasure  for me to inform you that I received my fellowship certificate from the American College of Su...
03/12/2024

It's an immense pleasure for me to inform you that I received my fellowship certificate from the American College of Surgeons. Keep me in your prayers.

একজন টেইলর মাষ্টার বিকেলে আমার চেম্বারে আসলেন, গত ২ ঘন্টা ধরে পায়ুপথে অনবরত রক্তক্খরণ হচ্ছে, পরীক্ষা করে দেখলাম পায়ুপথে ...
23/11/2024

একজন টেইলর মাষ্টার বিকেলে আমার চেম্বারে আসলেন, গত ২ ঘন্টা ধরে পায়ুপথে অনবরত রক্তক্খরণ হচ্ছে, পরীক্ষা করে দেখলাম পায়ুপথে প্রচুর রক্ত জমে আছে, দ্রুত রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা করে দেড় ঘন্টার মধ্যে অপারেশন করার জন্য নিয়ে আসলাম। এনেস্থিসিয়া দেয়ার পর পরীক্ষা করে দেখি তার পায়ুপথে একটি বড় পলিপ ছিড়ে গিয়ে রক্তাক্ত অবস্থা সাথে তার পাইল্সের সমস্যাও রয়েছে। রোগীর অভিভাবকদের সাথে বিস্তারিত জানানোর পর একই সাথে দুইটি অপারেশন সম্পন্ন করলাম স্ট্যাপ্লার মেশিনের মাধ্যমে। বাইরে থেকে কোন কাটা ছেঁড়া নেই। পরের দিনই রোগীকে ছুটি দিয়ে দেই। আলহামদুলিল্লাহ... সময়মত সব কিছু করতে পারায় বড় ধরনের অঘটন থেকে রোগী রক্ষা পেল।





#পাইল্স
#অর্শ্বগেজ

সকালবেলাই মনটা অনেক ভালো হয়ে গেল। তনিমা হাফিজ এমি (১৬) মাএ ৭ দিন আগে হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ভোর...
21/11/2024

সকালবেলাই মনটা অনেক ভালো হয়ে গেল। তনিমা হাফিজ এমি (১৬) মাএ ৭ দিন আগে হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ভোরবেলায়, সকাল ৮টার সময় রোগী দেখে তখনই বুঝতে পারি সে এপেন্ডিসাইটিস আক্রান্ত, তার অভিভাবকদেরকে বুঝিয়ে বলে প্রয়োজনীয় পরীক্ষা দ্রুত সম্পন্ন করে অপারেশনের প্রস্তুতি নিতে বলি। সেদিন সকাল ১১:৩০ টায় ল্যাপারস্কিক (পেট না কেটে ছিদ্র করে) ভাবে এপেন্ডিসেকটমি অপারেশন সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ ১ দিন পর ছুটিও দিয়ে দেই। আজকে অপারেশন পরবর্তী সাক্ষাৎ করার জন্য আসলে রোগীর হাস্যোজ্জ্বল মুখ আর ভালোবাসায় সিক্ত হলাম...

       #পিত্তথলিরপাথর
11/11/2024




#পিত্তথলিরপাথর

 #ল্যাপারস্কপিক  #এপেন্ডিসাইটিস #পিত্তথলিরপাথর      রেমিট্যান্স যোদ্ধা... আমি সব সময়ই এই মানুষদের সর্ব্বোচ্চ চিকিৎসা দেও...
05/10/2024

#ল্যাপারস্কপিক
#এপেন্ডিসাইটিস
#পিত্তথলিরপাথর




রেমিট্যান্স যোদ্ধা...

আমি সব সময়ই এই মানুষদের সর্ব্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। গত ১/১০/২৪ এ ইটালি প্রবাসী বাংলাদেশি ভোর ছয়টায় এসে হাসপাতালে ভর্তি হয় ৫ দিনের পেটে ব্যথা নিয়ে, ইটালির একটি হাসপাতালে ৫ দিন আগে ভর্তি হয়ে জানতে পারে এপেন্ডিসাইটিস হয়েছে, সেখানে সর্বাধুনিক চিকিৎসায় থাকা সত্ত্বেও দেশে চলে আসে পরিবারের সদস্যদের ভরসায় চিকিৎসার জন্য। ভর্তি হওয়ার ৬ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা করে দেখা যায় এপেন্ডিস্ক বার্স্ট/ ফেটে গিয়েছে একই সাথে পিত্তথলির পাথরও আছে। রোগীর অভিভাবকদের বিস্তারিত ভাবে জানানোর পর তারা অনুরোধ করে এপেন্ডিসাইটিস এবং পিত্তথলির অপারেশন একই সাথে করে দেওয়ার জন্য।

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় বেশ জটিল অপারেশন ল্যাপারস্কোপির মাধ্যমে সম্পূর্ণ ভাবে করতে সক্ষম হই। আজকে রোগীকে ছুটি দিলাম।

অসংখ্য ধন্যবাদ আমার টিমের মেম্বারদের যাদের সহায়তায় এই জটিল রোগীর চিকিৎসা সম্পন্ন করতে পারলাম। যাওয়ার সময় রোগীর কৃতজ্ঞতায় তৃপ্ত হলাম।

 #হেপাটাইটিস পজিটিভ  #পিত্তথলির পাথর #ল্যাপারস্কপিক সার্জারি  precaution in surgery হেপাটাইটিস রোগীদের চিকিৎসা করার ক্ষে...
27/09/2024

#হেপাটাইটিস পজিটিভ
#পিত্তথলির পাথর
#ল্যাপারস্কপিক সার্জারি
precaution in surgery

হেপাটাইটিস রোগীদের চিকিৎসা করার ক্ষেএে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হয় যাতে চিকিৎসা করার সময় কেউ আক্রান্ত না হয়।

সাধারণত সব হাসপাতালে তাই এধরণের রোগীর চিকিৎসাও সম্ভব হয়ে উঠে না। বেসরকারি ভাবে চিকিৎসা ব্যবস্থা কিছুটা ব্যয়বহুল।

আমি এবং আমার টিম সবসময়ই এই ধরনের রোগীদের সব্বোর্চ্চ চিকিৎসার চেষ্টা করি।

গত দুই সপ্তাহে ২ জন হেপাটাইটিস বি(১) এবং সি(১) পজিটিভ রোগীর পিত্তথলির অপারেশন করি। দুই জনই মহিলা রোগী এবং বয়স ৫০ উর্ধ্বো, সাথে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ছিল।

আমি সাধারণত অপারেশন করার পূর্বে সব রোগীর হেপাটাইটিস (বি এবং সি) পরীক্ষা করে নেই। এই পরীক্ষার মাধ্যমেই তারা সর্বপ্রথম হেপাটাইটিস পজিটিভ জানতে পারে। রোগী এবং রোগীর অভিভাবকদের সাথে হেপাটাইটিস সম্পর্কে বিস্তারিত ভাবে জানানোর পর অপারেশন করার ব্যবস্থা নেওয়া হয়।

আলহামদুলিল্লাহ সফলতার সাথে দুই জনেরই ল্যাপারস্কপিক ভাবে পিত্তথলির অপারেশন করা হয়।

আন্তরিক ধন্যবাদ জানাই আমার সার্জারি টিম এবং হাসপাতালের সংশ্লিষ্ট সকলকে এধরণের রোগীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
27/09/2024

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Address

Dhaka
1216

Telephone

+8801717061775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ehsan Ul Bari - Rahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Ehsan Ul Bari - Rahat:

Share