
28/05/2025
ইউনুস মোল্লা, ৮০ বছর বয়সী সদা হাস্যজ্বল ভদ্রলোক আমার সাথে পরিচয় প্রায় ২ মাস আগে। প্রফেসর Rubayat Sheik Giasuddin এর তত্ত্বাবধানে মর্ডান হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন পিত্তথলির পাথরের সমস্যা এবং পাইল্সের সমস্যা নিয়ে। পায়খানার সাথে নিয়মিত রক্ত যাওয়ার কারণে বেশ দুর্বল হয়ে পড়ে ছিলেন। চিকিৎসার মাধ্যমে কিছুটা অবস্থার উন্নতি হলে তখন পাইল্সের অপারেশন করে দেই। বেশ দ্রুততার সাথেই তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছুটি দিয়ে দেয়া হয় এবং ৬ সপ্তাহ পর পিত্তথলির অপারেশন করার জন্য যোগাযোগ করতে বলা হয়। তার মেয়ের জামাই এবং ছেলে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে। গত সপ্তাহে সফলতার সাথে তার পিত্তথলির অপারেশন করি। আজকে আমার চেম্বারে আসলেন ফলোআপের জন্য। আলহামদুলিল্লাহ তার মুখের হাসি আমার সব চাইতে বড় পাওয়া...
#পিত্তথলিরপাথর