Dr. Md. Ehsan Ul Bari - Rahat

Dr. Md. Ehsan Ul Bari - Rahat General, Laparoscopic & Colo-rectal Surgeon
Associate Professor
Anwer Khan Modern Medical College

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত... সঠিক চিকিৎসার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে মুক্তি...৩১ বছর বয়সী পুরুষ পুরো পেটে প্রচন্ড ...
26/11/2025

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত...
সঠিক চিকিৎসার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে মুক্তি...
৩১ বছর বয়সী পুরুষ পুরো পেটে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে মেডিসিন বিভাগে ভতি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা করার পর ধারণা করা হয় খাদ্যনালী প্যাঁচ লেগেছে। ঢাকার বাইরে থেকে একজন চিকিৎসক যোগাযোগ করে অনুরোধ করেন রোগীটি দেখে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। পরিচিত একজন সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসকও যোগাযোগ করেন। রোগী দেখার পরই সিদ্ধান্ত নেই অপারেশন লাগবে এবং রোগীর স্বজনদের জানাই এপেন্ডিসাইটিসের সমস্যা থেকেই এই অবস্থা। রোগীর কাছ থেকে জানতে পারি গত ৪-৫ দিন ৩ বেলাই গরুর মাংস খেয়েছেন। ল্যাপারোস্কির মাধ্যমে অপারেশন শুরু করলাম কিন্তু ক্যামেরা দিয়ে দেখলাম পেটের ভিতরে খাদ্যনালী ফুটো হয়ে সব ময়লা জমে আছে। সিদ্ধান্ত নিলাম পেট কেটে অপারেশন করার। রোগীর স্বজনদেরকে অবস্থা জানিয়ে পেট কেটে অপারেশন করার সময় দেখা গেল এপেন্ডিস্ ফেটে গিয়ে অন্তের ময়লা জমে আছে বিভিন্ন জায়গায়। সফলভাবে অপারেশন শেষ করলাম। আলহামদুলিল্লাহ...

এপেন্ডিসাইটিস ফেটে গিয়ে মৃত্যুর হার প্রতি হাজারে ৫ জন।

Thanks to my team members.



Shout out to my newest followers! Excited to have you onboard! Anil Boro, Ria Majumder, Md Faysal
08/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Anil Boro, Ria Majumder, Md Faysal

 #অন্ডকোষ  #অন্ডকোষেরটিউমার        মাএ ২২ বছর বয়সী ছেলেটি এসেছিল তার বাবা এবং বড় ভাইকে নিয়ে। গত ২ মাস থেকে বাম পাশের অন্...
08/10/2025

#অন্ডকোষ
#অন্ডকোষেরটিউমার





মাএ ২২ বছর বয়সী ছেলেটি এসেছিল তার বাবা এবং বড় ভাইকে নিয়ে। গত ২ মাস থেকে বাম পাশের অন্ডকোষটি ধিরে ধিরে বড় হওয়া শুরু করে। কোন ব্যথা না থাকায় তেমন গুরুত্বও সে দেয়নি। পরবর্তী ১ মাসে বেশ বড় আকার ধারণ করায় সে স্হানীয় চিকিৎসকের পরামর্শ নেয় এবং তখন-ই জানতে পারে টিউমারের কথা। পরবর্তীতে আমার কাছে চিকিৎসার জন্য আসে সুদূর ভোলা থেকে। তার কাছ থেকেই জানতে পারলাম আমার একজন রোগীর কাছ থেকেই জানতে পেরে আমার শরণাপন্ন হয় সুচিকিৎসার জন্য। চিকিৎসার অবহেলা এবং বিলম্বের কারণ হিসেবে জানতে পারলাম লজ্জা এবং ভয়।

আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষার পর অপারেশন সম্পন করলাম। রোগীকে একদিন পরই ছুটি দিয়ে দেই। পরবর্তী চিকিৎসার জন্য ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যোগাযোগের ব্যবস্হা করে দেই।

Thanks to all my team members...

08/10/2025

I gained 355 followers, created 2 posts and received 21 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

        পাইলনিডাল সাইনাস কি?পাইলোনাইডাল সাইনাস হল নিতম্বের উপরে ফাটলযুক্ত অঞ্চলের চামড়ায় একটি ছোট ছিদ্র বা গহ্বর। এটি ...
29/09/2025






পাইলনিডাল সাইনাস কি?

পাইলোনাইডাল সাইনাস হল নিতম্বের উপরে ফাটলযুক্ত অঞ্চলের চামড়ায় একটি ছোট ছিদ্র বা গহ্বর। এটি সাধারণত সিস্ট থেকে তৈরি হয় এবং সহজেই সংক্রামিত হতে পারে ও ফোঁড়া তৈরি করতে পারে।

পাইলোনিডাল সাইনাস একটি প্রদাহজনক অবস্থা যা নিতম্বের মাঝে ক্রিজ বরাবর যে কোনও জায়গায় ঘটতে পারে যা মেরুদণ্ডের (স্যাক্রাম) নীচে হাড় থেকে মলদ্বার পর্যন্ত চলে।

কারণসমূহ :

পাইলোনিডাল রোগের কারণ পরিষ্কার নয়। এটি নিতম্বের মাঝে ক্রিজে চুলের ত্বকে গজানোর কারণে ঘটে বলে মনে করা হয়।

এই সমস্যাটি এমন লোকদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা:

* স্থূল হয়

* অতিরিক্ত দেহের চুল, বিশেষত মোটা, কোঁকড়ানো চুল

* যাদের অনেকক্ষন বসে কাজ করতে হয়।

লক্ষণ :

লক্ষণগুলি খুব হালকা থেকে গুরুতরতে পরিবর্তিত হতে পারে।

লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:

* ছোট ডিম্পল

* ব্যাথা করা যখন প্রদাহ বা ফোড়া হয়

* আক্রান্ত স্থান থেকে পরিষ্কার, ময়লা বা রক্তাক্ত তরল নিষ্কাশন

* যদি সংক্রামিত হয় তবে অঞ্চলটি লাল হয়ে যায় এবং দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়ে আসে

সংক্রমণ রোধ করতে করনীয় :

* আক্রান্ত অঞ্চলটি শেভ করা

* দীঘক্ষন বসে না থাকা

* আক্রান্ত স্থান পরিষ্কার রাখা

চিকিৎসা :
পুঁজ বা ফোঁড়া হয়ে গেলে : অপারেশন এর মাধ্যমে পুজ বের করে আনা এবং সম্ভব হলে খতস্থান সেলাই করা অথবা নিয়মিত ড্রেসিং করে ইনফেকশন কমানোর পর সেলাই করে দেয়া।

কিন্তু সমস্যা হচ্ছে, ইনফেকশন বা ফোড়া বার বার হওয়া।

তাই, সবচেয়ে ভালো হচ্ছে,অপারেশন এর মাধ্যমে সম্পূন সাইনাস ট্রাক্ট ফেলে দেয়া। অনেক ভাবেই অপারেশন করা যায়।

 #ল্যাপারস্কপিক  #এপেন্ডিসাইটিস #পিত্তথলিরপাথর৩৫ বছর বয়সী মহিলা এসেছিলেন ২ দিনের পেটে ব্যথা নিয়ে। ভর্তি হওয়ার ৫ ঘন্টার ম...
29/09/2025

#ল্যাপারস্কপিক
#এপেন্ডিসাইটিস
#পিত্তথলিরপাথর

৩৫ বছর বয়সী মহিলা এসেছিলেন ২ দিনের পেটে ব্যথা নিয়ে। ভর্তি হওয়ার ৫ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা করে দেখা যায় এপেন্ডিস্ক বার্স্ট/ ফেটে গিয়েছে একই সাথে পিত্তথলির পাথরও আছে। রোগীর অভিভাবকদের বিস্তারিত ভাবে জানানোর পর তারা অনুরোধ করে এপেন্ডিসাইটিস এবং পিত্তথলির অপারেশন একই সাথে করে দেওয়ার জন্য।

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় বেশ জটিল অপারেশন ল্যাপারস্কোপির মাধ্যমে সম্পূর্ণ ভাবে করতে সক্ষম হই। অপারেশন করার ২ দিন পরে ছুটি দেওয়া হলো।

অসংখ্য ধন্যবাদ আমার টিমের মেম্বারদের যাদের সহায়তায় এই জটিল রোগীর চিকিৎসা সম্পন্ন করতে পারলাম। যাওয়ার সময় রোগী এবং রোগীর অভিভাবকদের সন্তুষ্টি সব চাইতে বড় অর্জন।

05/09/2025
ইউনুস মোল্লা, ৮০ বছর বয়সী সদা হাস্যজ্বল ভদ্রলোক আমার সাথে পরিচয় প্রায় ২ মাস আগে। প্রফেসর Rubayat Sheik Giasuddin এর তত্ত...
28/05/2025

ইউনুস মোল্লা, ৮০ বছর বয়সী সদা হাস্যজ্বল ভদ্রলোক আমার সাথে পরিচয় প্রায় ২ মাস আগে। প্রফেসর Rubayat Sheik Giasuddin এর তত্ত্বাবধানে মর্ডান হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন পিত্তথলির পাথরের সমস্যা এবং পাইল্সের সমস্যা নিয়ে। পায়খানার সাথে নিয়মিত রক্ত যাওয়ার কারণে বেশ দুর্বল হয়ে পড়ে ছিলেন। চিকিৎসার মাধ্যমে কিছুটা অবস্থার উন্নতি হলে তখন পাইল্সের অপারেশন করে দেই। বেশ দ্রুততার সাথেই তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছুটি দিয়ে দেয়া হয় এবং ৬ সপ্তাহ পর পিত্তথলির অপারেশন করার জন্য যোগাযোগ করতে বলা হয়। তার মেয়ের জামাই এবং ছেলে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে। গত সপ্তাহে সফলতার সাথে তার পিত্তথলির অপারেশন করি। আজকে আমার চেম্বারে আসলেন ফলোআপের জন্য। আলহামদুলিল্লাহ তার মুখের হাসি আমার সব চাইতে বড় পাওয়া...




#পিত্তথলিরপাথর

Laparoscopic Umbilical Hernia Repair...হার্নিয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে, বিভিন্ন ধরনের হার্নিয়া হতে পারে, তবে নাভির হার...
08/05/2025

Laparoscopic Umbilical Hernia Repair...

হার্নিয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে, বিভিন্ন ধরনের হার্নিয়া হতে পারে, তবে নাভির হার্নিয়া (Umbilical Hernia) সাধারণত মহিলাদের ক্ষেএে বেশি হয়ে থাকে। অনেক সময় একই রকম ভাবে বহুদিন ধরে থাকতে পারে তবে অনেক সময় অল্প অল্প ব্যথা অথবা হঠাৎ করে প্রচন্ড ব্যথা হতে পারে।

এখন হার্নিয়ার সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে পেট না কেটে ল্যাপারস্কপির সাহায্যে চিকিৎসা করা। যদিও কিছুটা ব্যয়বহুল তারপরও অপারেশন করার পরদিনই ছুটি হয়ে যায় এবং খুব দ্রুতই স্বাভাবিক কাজে ফিরে যাওয়া যায়।

Thanks to all my team members.






     সূদুর কুমিল্লার দাউদকান্দি থেকে সকাল ১০ টায় আমার চেম্বারে আসেন, উনার সমস্যা বুঝিয়ে বলি এবং  অপারেশনের পরামর্শ দেই। ...
18/04/2025





সূদুর কুমিল্লার দাউদকান্দি থেকে সকাল ১০ টায় আমার চেম্বারে আসেন, উনার সমস্যা বুঝিয়ে বলি এবং অপারেশনের পরামর্শ দেই। উনি সাথে সাথেই সম্মতি দেন এবং অপারেশন সম্পন্ন করে কুমিল্লায় নিজের বাসায় ফিরে যান। আলহামদুলিল্লাহ।

Thunder Beat Technology...combination of ultrasonic and advanced bipolar energy, one of the most updated energy device T...
14/01/2025

Thunder Beat Technology...combination of ultrasonic and advanced bipolar energy, one of the most updated energy device Technology... Using in Laparoscopic Appendicectomy.

রোগীর বয়স মাএ ১৬ বছর, ৩ দিনের পেটে ব্যথা নিয়ে কাল রাতে আমার চেম্বারে যখন আসেন তখন রোগীর অবস্থা বেশ খারাপ। রোগীর অভিভাবকদের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে ভর্তির ব্যবস্থা করি এবং এপেন্ডিসাইটিস অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। আজ সকালে সফল ভাবে অপারেশন সম্পন্ন করি। যেহেতু ল্যাপারস্কিক সার্জারি করলাম তাই সর্বাধুনিক Thunder Beat ব্যবহার করলাম ফলে খুব কম সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ... রোগী ভালো আছে।

আমার টিমের সকলকে ধন্যবাদ...

Technology

It's an immense pleasure  for me to inform you that I received my fellowship certificate from the American College of Su...
03/12/2024

It's an immense pleasure for me to inform you that I received my fellowship certificate from the American College of Surgeons. Keep me in your prayers.

Address

Dhaka
1216

Telephone

+8801717061775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ehsan Ul Bari - Rahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Ehsan Ul Bari - Rahat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram