
30/01/2023
♥Magnessa C-98 Curcumin♥
♦ শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
♦ এলডিএল (খারাপ কোলেষ্টরেল) হ্রাস করে এবং এইচডিএল (ভালো কোলেষ্টরেল) বৃদ্ধি করে বিধায় হৃদরোগ, স্ট্রোক, হাই ব্লাডপ্রেশার দূর করতে সাহায্য করে ।
♦ স্বাভাবিক কোলেষ্টরেলের মাত্রা বজায় রাখে বলে শরীরের বাড়তি মেদ ও ওজন কমিয়ে শরীরেকে স্লীম রাখতে সাহায্য করে।
♦ ক্যান্সার সেল ধ্বংস করতে এবং নতুন ক্যান্সার সেল গঠনে বাধা প্রদান করে।
♦ কারকুমিন - ডাইজেশন সমস্যা, এলার্জী সমস্যা দূরীকরণ এবং লিভার ফাংশন ভালো রাখতে সাহায্য করে।
♦ অ্যালজাইমার সমস্যা সমাধানে সহায়তা করে।
♦ শক্তিশালী এন্টিইনফ্লামেটরি উপাদান বিদ্যমান থাকায় আর্থ্রাইটিসের ব্যথা ও শরীরের অন্যান্য ব্যাথা দূর করতে সহায়তা করে।
♦ বিভিন্ন ধরনের টিউমার ভালো করতে এবং বিভিন্ন ধরনের ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে।
♦ অটো-ইমিউন রোগগুলি প্রতিরোধ ও প্রতিকার করতে সাহায্য করে।