16/06/2025
গ্লোবাল ফ্যাটি লিভার ডে ২০২৫ উপলক্ষে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি সাইন্টিফিক সেশন এবং আলোচনা সভা এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমি Keynote Speaker হিসাবে আমার বক্তব্য উপস্থাপন করি। এরপরের আলোচনা সেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে উপস্থিত সকল শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে।
অনুষ্ঠানে হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক স্যার, মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার, হাসপাতালে বিভিন্ন বিভাগের সম্মানিত অধ্যাপক এবং শিক্ষক বৃন্দ, এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমাদের Scientific Partner হিসাবে ছিল Beacon Pharmaceuticals Ltd., যাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই এই সুন্দর আয়োজনের জন্য।