12/01/2025
আসসালামু আলাইকুম,,,,, হিজামা সুন্নাহ তারিখ উপলক্ষে চলছে স্পেশাল ডিসকাউন্ট অফার
এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-
১৮ শে জানুয়ারি শনিবার, (১৭ই রজব)
২০ শে জানুয়ারি সোমবার, (১৯ই রজব)
২২ শে জানুয়ারি বুধবার, (২১ই রজব)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]
🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]
🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)
🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২)
আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।
👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।
হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
কুড়িল বিশ্বরোড, কুড়িল পূর্ব পাড়া হাজীবাড়ী/ মৃধাবাড়ি জামে মসজিদ রোড, ভাটারা,ঢাকা -১২২৯.
☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
01611814234
01721094903
#জাহানারাহোমিওহলএন্ডহিজামাসেন্টার #কুড়িল #মৃধাবাড়ী #কুড়াতলি #কুড়াতলী #কুড়িলঘাটপাড় #ঢাকাবাংলাদেশ #নদ্দা #বাসাবো
#বাড্ডা
Fazal Ahmed Hafez Md Alomgir Hossen