S.T Homeo Hall

S.T Homeo Hall সেবা পেতে এই পেইজে লাইক দিন এবং শেয়ার
(1)

01/07/2022

গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
অধ্যায়ঃ পর্ব-২৬: মন-গলানো উপদেশমালা (كتاب الرقَاق)
হাদিস নম্বরঃ ৫১৬৩


❝আম্‌র ইবনু আওফ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন : আল্লাহর শপথ! আমি তোমাদের সম্পর্কে দরিদ্রতার ভয় করি না; কিন্তু আমি ভয় করি যে, তোমাদের ওপর দুনিয়াকে প্রশস্ত করে দেয়া হবে যেমনি প্রশস্ত করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। আর তোমরা তা লাভ করার জন্য ঐরূপ প্রতিযোগিতা করবে যেরূপ তারা এ ব্যাপারে প্রতিযোগিতা করেছিল। ফলে এটা তোমাদেরকে ধ্বংস করবে যেরূপ তাদেরকে ধ্বংস করেছিল। (বুখারী ও মুসলিম)❞

01/07/2022

❝ আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: সম্পদের প্রাচুর্যতা ধনাঢ্যতা নয় বরং প্রকৃত ধনাঢ্যতা অন্তরের ধনাঢ্যতা।❞

[বুখারী ৬৪৪৬, মুসলিম ১২০-(১০৫১)]
[মিশকাতুল মাসাবীহ:৫১৭০]

24/06/2022

🙋‍♂️আসসালামু আলাইকুম
اَلسَّلَامُ عَلَيْكُمْ
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা
صباح الخير
সাবাহ আল খায়ের
Good Morning

❗ আজ শুক্রবার
২৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ
১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
২৩ জ্বিলকদ ১৪৪৩ হিজরী

🌞 সূর্যোদয় ০৫ : ১২ পূর্বাহ্ন
সূর্যাস্ত ০৬ : ৪৮ অপরাহ্ণ
তাপমাত্রা : সর্বোচ্চ ৩১ সর্বনিম্ন ২৬ সেলসিয়াস

🕌 আজকের নামাজের সময়
জুমা (صَلَاة ٱلْجُمُعَة‎): দুপুর ১২:০৪ মিনিটে
আছর (صلاة العصر): বিকাল ৪:৪০ মিনিটে
মাগরীব (صلاة المغرب): সন্ধ্যা ৬:৫৩ মিনিটে
এশা (صلاة العشاء): রাত ৮:১৯ মিনিটে
কালকের ফজর (صلاة الفجر): ভোর ৩:৪৫ মিনিটে
*নামাজের সময়সূচি ঢাকার জন্য প্রযোজ্য*

💚 সুস্থ থাকুন, প্রফুল্ল থাকুন, সাথে
কল্যাণকর হোক আপনার পথচলা
আল্লাহ্‌ হাফেজ

🌃🕋✨𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤✨ 🕋🌃

21/06/2022

বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় বন্যার্থদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণের...

20/06/2022

ঠিক এই মুহূর্তে বাইরের মানুষের চেয়ে বন্যা দুর্গত অঞ্চলের লোকদের পরস্পর পরস্পরকে সহযোগিতা করা বেশি জরুরি। বাড়ি বা আসবাবপত্রের মায়া না করে সুযোগ থাকলে আপনার আশপাশের কাঁচাঘরের বাসিন্দাদেরকে নিজের দালানে তুলে নিন। ঘরে থাকা খাবার কষ্টে থাকা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন। স্বার্থপরতার সীমানা ভেদ করে মানবতার কল্যাণে বেরিয়ে আসার সুবর্ণ সময় এটি। এ ধরনের ছোটখাট আমল কোনো ঈমানদারের জান্নাত নিশ্চিত করে দিতে পারে।

যারা এই কঠিন সময়কে সুযোগ মনে করে ৮০০ টাকার নৌকা ভাড়া ৫০ হাজার দাবি করছে, তারা মানুষরূপী অমানুষ।আপনার জীবন সংকটাপন্ন মনে হলে তাদেরকে ন্যয্যমূল্যে সার্ভিস দিতে বল প্রয়োগ করতে পারেন। বা জোরপূর্বক নৌকা নিয়ে জীবন রক্ষা করতে পারেন। অবশ্য জীবন বিপন্নের আংশকা না থাকলে এমনটি করা যাবে না।

বেঁচে থাকলে টাকা উপার্জনের সুযোগ বহু আসবে। কিন্তু জান্নাত এতো কাছে সব সময় আসে না। সুতরাং মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের কল্যানে নিজেকে বেশি নিবেদিত রাখে। (তাবরানী ছাগীর)

যাঁরা দূরে আছেন, তাঁদেরও উচিত সামর্থ অনুযায়ী সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করা। বিশেষভাবে আশে-পাশের এলাকাগুলো থেকে নৌকা নিয়ে উদ্ধার কর্মে লিপ্ত হতে পারেন। এই মুহূর্তে এটার প্রয়োজন সবচেয়ে বেশি। শুকনা খাবারসহ একান্ত প্রয়োজনীয় উপকরণ নিয়েও হাজির হওয়া যেতে পারে।

মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।

20/06/2022

পারলে ভুল ধরে দেখান।
ا ب ت ث ج ح خ د ذ ر ز

س ش ص ض ط ظ ع غ ف

ق ك ل م ن و ه ء ي

জানি ভুল ধরতে পারেননি। কেন লেখলাম জানেন।
নেকির আশায়। প্রতিটা হরফে ১০ নেকি ।
তাহলে 10×29=290 নেকি। আলহামদুলিল্লাহ 🌸

19/06/2022

প্রাকৃতিকভাবে মিষ্টি এক ফলের নাম কলা। সুমিষ্ট এ ফলটি পুষ্টি উপাদানে ভরপুর হলেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এ ফলট....

05/06/2022
24/05/2022
23/05/2022

গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত করতে ঠান্ডা পানির বিকল্প নেই। আমরা সাধারণত গরমকালে ঠান্ডা পানি ফ্রিজ থেকে নিয়ে খেয়ে...

22/05/2022

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর আয়োজনে চলছে রাজবাড়ী হেল্পলাইন কবিতা ও ছোটগল্প প্রতিযোগিতা ২০২২।

রাজবাড়ীর কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল স্যার উক্ত প্রতিযোগিতায় তাঁর শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট কবি ও ছড়াকার প্রয়াত নাসের মাহমুদ এর নামে ঘোষণা করেছেন "রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন - কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২" ।

ছড়াকার নাসের মাহমুদ ছিলেন ছড়া-কবিতার কুশলী কারিগর । নাসের মাহমুদ ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিপদক ও বিশেষ সম্মাননা- ২০১৪ লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি। এর মধ্যে ছড়ার বই ১২টি, কবিতা ও ছড়াকাহিনীর বই একটি করে, যৌথছড়ার বই ৩টি ও সম্পাদিত বই
১০টি ।

চলমান প্রতিযোগিতার কবিতা এবং ছোটগল্পে বিজয়ীরা পাবেন ক্রেস্ট এবং নিম্নরূপ আর্থিক সম্মাননাঃ

ক্যাটাগরী ১ - কবিতাঃ

প্রথম পুরস্কারঃ ১০ হাজার টাকা
দ্বিতীয় পুরস্কারঃ ৭ হাজার টাকা
তৃতীয় পুরস্কারঃ ৫ হাজার টাকা

ক্যাটাগরী ২ - ছোট গল্পঃ

প্রথম পুরস্কারঃ ১০ হাজার টাকা
দ্বিতীয় পুরস্কারঃ ৭ হাজার টাকা
তৃতীয় পুরস্কারঃ ৫ হাজার টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ

১। কবিতা এবং ছোট গল্পের প্রতিযোগীরা লেখার উপরে ক্যাটাগরি অনুসারে হ্যাশট্যাগে
ক. #ক্যাটাগরী ১ কবিতা অথবা
#ক্যাটাগরী ২ ছোট গল্প লিখবেন ।
তারপর
খ. #রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন - কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২
গ. আপনার কবিতা বা ছোটগল্পের নাম
ঘ. আপনার পুরো নাম এবং ছোট্ট পরিচয়

২। রাজবাড়ীর পটভূমি এবং উপজীব্য বিষয় নিয়ে লেখা কবিতা ও ছোটগল্প কিংবা স্মৃতিকথা পুরস্কারের জন্য অগ্রাধিকার পাবে । আমরা জানি, লেখকের জন্য এই সীমা বেঁধে দেওয়াটা বেশ অন্যায়, সেক্ষেত্রে ভালো লেখায় এ ব্যপারটা শিথিলযোগ্য ।

৩। বিজয়ীদের মানসম্মত লেখা আমরা আমাদের প্রকাশিতব্য ম্যাগাজিন "রাজদর্পণ" এ প্রকাশ করবো । এবং প্রকাশনা অনুষ্ঠানে পুরস্কার তুলে দিবো বিজয়ীদের হাতে ।

৪। লেখা পোস্ট করার শেষ তারিখঃ ৩০ মে ২০২২ ( লেখার প্রাপ্তি এবং পরিস্থিতি বিবেচনায় এটি পরিবর্তন হতে পারে)

৫। শুধুমাত্র লাইক বা জনপ্রিয়তার ভিত্তিতে নয় লেখার উপজীব্য বিষয়, মৌলিকতা, সাহিত্যমানের উপর আমরা বিজয়ী ঘোষণা করবো । লেখা পূর্বে অন্য কোনো প্ল্যাটফর্ম বা প্রতিযোগিতায় প্রকাশিত হয়ে থাকলে - পুরস্কারের জন্য বিবেচিত হবে না ।

৬। প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের পূর্বঘোষিত অবশিষ্ট নিয়ম এবং নির্দেশনা অপরিবর্তিত
থাকবে ।

যারা লিখতে ভালোবাসেন, যাদের কলমে উঠে আসে সমাজ, দেশ, পরিবর্তন এবং নিজের শিকড় - তাদেরকেই খুঁজছি আমরা । আপনাদের দারুণ লেখার প্রত্যাশায় ।
পোস্টটি শেয়ার করে আমাদের মেধাবী কবি ও লেখকদের কাছে পৌঁছে দিন ।

ধন্যবাদান্তে -

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন - কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২
বাস্তবায়ন পর্ষদ

22/04/2022

যখন তুমি কোন কারণ ছাড়াই আনন্দ অনুভব করো। তখন এটা বিশ্বাস করবে যে, কেউ কোথাও না কোথাও, তোমার জন্য দোয়া করছে ❤️❤️

🔸হযরত আলী (রা)🔸💚

When you feel happy for no reason.Then believe that someone somewhere,is praying for you ❤️❤️

🔸Hazart Ali (R)🔸💚
S.T HoS.T Homeo Hall HallS.T Homeo Hall

20/04/2022

যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়।
( বুখারীঃ- ১৮৯৮)

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
When Ramadan comes the doors of heaven are opened
( Bukhari ):-1898

19/04/2022

এসো ইসলামের পথে

শুভ নববর্ষ ১৪২৯❤️❤️❤️সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা❤️Wishing everyone a very happy Bengali new year❤️❤️S.T Homeo H...
14/04/2022

শুভ নববর্ষ ১৪২৯❤️❤️❤️

সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা❤️
Wishing everyone a very happy Bengali new year❤️❤️

S.T Homeo Hall

05/04/2022

Address

Dhaka
ABUDAUD

Alerts

Be the first to know and let us send you an email when S.T Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to S.T Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category