22/05/2022
রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর আয়োজনে চলছে রাজবাড়ী হেল্পলাইন কবিতা ও ছোটগল্প প্রতিযোগিতা ২০২২।
রাজবাড়ীর কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল স্যার উক্ত প্রতিযোগিতায় তাঁর শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট কবি ও ছড়াকার প্রয়াত নাসের মাহমুদ এর নামে ঘোষণা করেছেন "রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন - কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২" ।
ছড়াকার নাসের মাহমুদ ছিলেন ছড়া-কবিতার কুশলী কারিগর । নাসের মাহমুদ ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিপদক ও বিশেষ সম্মাননা- ২০১৪ লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি। এর মধ্যে ছড়ার বই ১২টি, কবিতা ও ছড়াকাহিনীর বই একটি করে, যৌথছড়ার বই ৩টি ও সম্পাদিত বই
১০টি ।
চলমান প্রতিযোগিতার কবিতা এবং ছোটগল্পে বিজয়ীরা পাবেন ক্রেস্ট এবং নিম্নরূপ আর্থিক সম্মাননাঃ
ক্যাটাগরী ১ - কবিতাঃ
প্রথম পুরস্কারঃ ১০ হাজার টাকা
দ্বিতীয় পুরস্কারঃ ৭ হাজার টাকা
তৃতীয় পুরস্কারঃ ৫ হাজার টাকা
ক্যাটাগরী ২ - ছোট গল্পঃ
প্রথম পুরস্কারঃ ১০ হাজার টাকা
দ্বিতীয় পুরস্কারঃ ৭ হাজার টাকা
তৃতীয় পুরস্কারঃ ৫ হাজার টাকা
বিশেষ দ্রষ্টব্যঃ
১। কবিতা এবং ছোট গল্পের প্রতিযোগীরা লেখার উপরে ক্যাটাগরি অনুসারে হ্যাশট্যাগে
ক. #ক্যাটাগরী ১ কবিতা অথবা
#ক্যাটাগরী ২ ছোট গল্প লিখবেন ।
তারপর
খ. #রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন - কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২
গ. আপনার কবিতা বা ছোটগল্পের নাম
ঘ. আপনার পুরো নাম এবং ছোট্ট পরিচয়
২। রাজবাড়ীর পটভূমি এবং উপজীব্য বিষয় নিয়ে লেখা কবিতা ও ছোটগল্প কিংবা স্মৃতিকথা পুরস্কারের জন্য অগ্রাধিকার পাবে । আমরা জানি, লেখকের জন্য এই সীমা বেঁধে দেওয়াটা বেশ অন্যায়, সেক্ষেত্রে ভালো লেখায় এ ব্যপারটা শিথিলযোগ্য ।
৩। বিজয়ীদের মানসম্মত লেখা আমরা আমাদের প্রকাশিতব্য ম্যাগাজিন "রাজদর্পণ" এ প্রকাশ করবো । এবং প্রকাশনা অনুষ্ঠানে পুরস্কার তুলে দিবো বিজয়ীদের হাতে ।
৪। লেখা পোস্ট করার শেষ তারিখঃ ৩০ মে ২০২২ ( লেখার প্রাপ্তি এবং পরিস্থিতি বিবেচনায় এটি পরিবর্তন হতে পারে)
৫। শুধুমাত্র লাইক বা জনপ্রিয়তার ভিত্তিতে নয় লেখার উপজীব্য বিষয়, মৌলিকতা, সাহিত্যমানের উপর আমরা বিজয়ী ঘোষণা করবো । লেখা পূর্বে অন্য কোনো প্ল্যাটফর্ম বা প্রতিযোগিতায় প্রকাশিত হয়ে থাকলে - পুরস্কারের জন্য বিবেচিত হবে না ।
৬। প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের পূর্বঘোষিত অবশিষ্ট নিয়ম এবং নির্দেশনা অপরিবর্তিত
থাকবে ।
যারা লিখতে ভালোবাসেন, যাদের কলমে উঠে আসে সমাজ, দেশ, পরিবর্তন এবং নিজের শিকড় - তাদেরকেই খুঁজছি আমরা । আপনাদের দারুণ লেখার প্রত্যাশায় ।
পোস্টটি শেয়ার করে আমাদের মেধাবী কবি ও লেখকদের কাছে পৌঁছে দিন ।
ধন্যবাদান্তে -
রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন - কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২
বাস্তবায়ন পর্ষদ