Therapy Station Bangladesh

Therapy Station Bangladesh Therapy Station is one of the modern Physiotherapy center where you will get proper treatment.

আপনার মহামূল্যবান শরীরের কোন ক্ষতি না চাইলে, এবং আপনার কষ্টে উপার্জিত টাকা নষ্ট না করতে চাইলে - কমপক্ষে গ্র্যাজুয়েট ফিজি...
30/05/2025

আপনার মহামূল্যবান শরীরের কোন ক্ষতি না চাইলে, এবং আপনার কষ্টে উপার্জিত টাকা নষ্ট না করতে চাইলে - কমপক্ষে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট বা তার চেয়ে উচ্চ ডিগ্রী সম্পন্ন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এর সাথে পরামর্শক্রমে বা তার কাছেই ফিজিওথেরাপি চিকিৎসা নিন। কারণ, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা বিরাজ করছে ফিজিওথেরাপি চিকিৎসায়।

কেন?

১. দেখা যাচ্ছে, যে কোনো পেশাজীবী ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন। ফিজিওথেরাপির ব্যাপারে পড়াশোনা বা জানাশোনা বা অভিজ্ঞতা নেই এমন ব্যক্তি প্রেসক্রিপশনে কয়েকটি থেরাপির নাম লিখে দিচ্ছেন। অন্যদিকে, একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট পাঁচ বছর এই বিষয়ের উপর পড়াশোনা করে থাকেন এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকেন। আবার অনেকেই সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বিশেষজ্ঞ হয়ে থাকেন। এমতাবস্থায় কার সবচেয়ে সঠিক চিকিৎসা প্রদান করতে পারার সম্ভাবনা বেশি? যিনি এই বিষয়ে কখনো কিছুই পড়েননি- তিনি? নাকি যিনি এই বিষয়ে ৫ বছর পড়াশোনা করার পর এক বছর ইন্টার্নি করেছেন- তিনি?

২. কিছু ক্ষেত্রে দেখা যায়, অল্প কয়েকটি মেশিন দিয়ে ২০ থেকে ৩০ মিনিট থেরাপি দেয়া হয়। এগুলো কোনমতেই ফিজিওথেরাপি নয়। মেশিন এর সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা বিশ্রাম, জীবন যাপন পদ্ধতির পরিবর্তন, হাটা-বসা-শোয়া ইত্যাদির অবস্থার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, কিছু ক্ষেত্রে ওষুধের পরিবর্তন প্রয়োজন হয়। সমস্ত কিছু মিলিয়েই ফিজিওথেরাপি। যা একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকই নিশ্চিত করতে পারেন।

৩. আবার অনেকেই ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে ডাক্তার পরিচয় দিয়ে প্র্যাকটিস করছেন, প্রেসক্রিপশন লিখছেন, যা সম্পূর্ণ বেআইনি। ভুল হওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকে, যা খুবই বিপদজনক। যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে সবার আগে সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পাশের পর তিন বছরের ডিপ্লোমা করা একজনের পক্ষে সঠিক রোগ নির্ণয় করা এবং তার সঠিক চিকিৎসা নির্ধারণ করা খুবই কঠিন।

৪. অনেক ক্ষেত্রেই দেখা যায়, কেউ কেউ পড়াশোনা না করে বা ফাইভ বা এইট পাশ করে কিংবা এসএসসি পাশ করে ফিজিওথেরাপিস্ট হয়ে যাচ্ছেন। যা খুবই ভয়ংকর।

সে কারণেই- ফিজিওথেরাপি শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি বাদে অন্য কারো অতিমাত্রার অভিজ্ঞতা, উচ্চতর পদবী বা উচ্চতর ডিগ্রী দেখে বিভ্রান্ত হবেন না। কারণ তিনি যত বড়ই হোন না কেন, তার তো ফিজিওথেরাপির ব্যপারে পড়াশোনা বা জানাশোনা বা অভিজ্ঞতা নেই। আবার ফিজিওথেরাপি পেশাজীবীদের মধ্যে সুন্দর চেহারা, সুন্দর পোশাক অথবা মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না।

আপনি যার অধীনে ফিজিওথেরাপি নিবেন-
• তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ভালো করে জেনে চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নিন।
• তার কাছ থেকে আপনার রোগটির নাম জেনে নিন।
• প্রয়োজনে অনলাইনে খোজ নিয়ে সেই রোগের লক্ষণ আপনার সমস্যার সাথে মিলিয়ে নিন।
• উন্নত বিশ্বে আপনার রোগটির সঠিক ফিজিওথেরাপি কি এবং কিভাবে দেয়া হয় তা ও আপনি অনলাইন থেকে জেনে নিতে পারেন।

08/04/2025

হাটা চলা বন্ধ হয়ে গিয়েছিল!!!

আপনারা যারা ওনার মত বিভিন্ন চিকিৎসা নিয়েও সুস্থ হচ্ছেন না তারা ফিজিওথেরাপি চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন থেরাপি স্টেশনে।

থেরাপি স্টেশন
নভেল হাউজ,
১৩৭, শান্তিনগর রোড, ঢাকা
যোগাযোগ: ০১৭৭৭১৫৭৫৮৫

থেরাপি স্টেশন এর পক্ষ থেকে ১ যুগ পূর্তিতে সকল সেবা গ্রহীতা, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা।
14/12/2024

থেরাপি স্টেশন এর পক্ষ থেকে ১ যুগ পূর্তিতে সকল সেবা গ্রহীতা, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা।

18/06/2024

এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন?
..গ্রামের বাড়িতে, শহরের বাসায়, দেশের বাইরে কিংবা কর্মস্থলে- যেখানেই থাকুন না কেন....আর আপনার বাবা জীবিত বা মৃত; যা-ই হোন না কেন, এই ঈদের সময়ে, আপনি নিশ্চয়ই তাকে নিয়ে স্মৃতিকাতর হচ্ছেন।

বাবা হচ্ছেন বটবৃক্ষের মতো। যদি কারো বাবা বেচে থাকেন এবং তিনি সম্পূর্ণ-স্বাভাবিকভাবে জীবনযাপন বা চলাফেরা করতে না পারেন, তিনি যদি ব্যথা-বেদনা-দূর্বলতা-কোন প্রকার অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে তিনি পত্র-পুস্প-ছায়াহীন বটবৃক্ষের মতো।

তাহলে? কিছুই কি করার নেই?এভাবেই কি চলবে?

আপনি কি আপনার বাবাকে কোন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়েছেন বা পরামর্শ করেছেন বা ফিজিওথেরাপি নেয়ার ব্যবস্থা করেছেন? আপনার বাবার জন্য ফিজিওথেরাপি নেয়ার ব্যবস্থা করলে- এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ সম্ভব।

অনেকে বলে থাকেন, ডাক্তার দেখিয়েছি কিন্তু তিনি তো ফিজিওথেরাপি নিতে বলেননি। এক্ষেত্রে আমার উত্তর হলো, আপনি চাইলেই যে কোন ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ নিতে পারেন - এ ক্ষেত্রে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। আবার...কোন রোগীর কি ধরনের ফিজিওথেরাপি প্র‍য়োজন তা নির্ধারণের জন্য একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞই যথেষ্ট।

ফিজিওথেরাপির কোন প্রকার ক্ষতিকর প্রভাব নেই। এটি খুবই কার্যকর, এর প্রভাব সম্পূর্ণ এবং দীর্ঘমেয়াদী।

বাবা দিবসকে সামনে রেখে কথাগুলো বাবা কেন্দ্রিক হলেও তা বাবা-মা-শ্বশুর-শ্বাশুরি সবার জন্য প্রযোজ্য।

সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা!

Therapy Station is one of the modern Physiotherapy center where you will get proper treatment.

01/03/2024
আসসালামু আলাইকুম, নতুন জায়গায় এসেছি প্রায় ৩ মাস হলো। এখনো পুরোপুরি গুছিয়ে ওঠতে পারিনি। তবে সব ধরনের থেরাপি চলছে পুরোদমে।...
24/02/2024

আসসালামু আলাইকুম, নতুন জায়গায় এসেছি প্রায় ৩ মাস হলো। এখনো পুরোপুরি গুছিয়ে ওঠতে পারিনি। তবে সব ধরনের থেরাপি চলছে পুরোদমে।

নতুন জায়গায় সেন্টারটি আরো বড়, আরো সুন্দর, আরো উন্নত, আরো পরিপাটি...আমরা আছি উন্নতমানের ফিজিওথেরাপি সেবার প্রতিশ্রুতি নিয়ে.....

থেরাপি স্টেশন
নভেল হাউজ, ১৩৭, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক (শান্তিনগর রোড), লিফট এর ৯
মেইন রোডের উপরে, ইস্টার্ণ পেয়ারের উল্টাদিকে
শান্তিনগর মোড়ের দক্ষিণে এবং ইস্টার্ণ প্লাস মার্কেটের উত্তরে (এই দুটোর মাঝামাঝি)
আর.এফ.এল বেস্ট বাই এবং ওয়েল-বিয়িং ফার্মেসী এর বিল্ডিং
০১৭৭৭১৫৭৫৮৫

14/02/2024

ফিজিওথেরাপি অত্যন্ত গৌরবের একটি চিকিৎসা পদ্ধতি ও পেশা। অনেক রোগের ক্ষেত্রে এটি একমাত্র চিকিৎসা পদ্ধতি এবং অনেক রোগের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। যুগ যুগ ধরে এই চিকিৎসা বহু মানুষের বহু ধরনের কষ্ট লাঘব করে মুখে হাসি ফুটিয়ে আসছে, যা অন্য অনেক চিকিৎসা পদ্ধতি বা পেশাজীবি করতে পারেন না।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো বাংলাদেশে এই পেশার কার্যক্রম ৫০ বছরের অধিক সময় ধরে চালু থাকা সত্ত্বেও অনেক পেশাজীবি এই গৌরবের অংশ হতে পারছেন না। সাধারণ কিছু ক্ষেত্রে ভালো সাফল্য পেলেও; বিশেষ বা জটিল ক্ষেত্রে বেশিরভাগ পেশাজীবি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। অনেক ক্ষেত্রে রোগই সঠিকভাবে নির্ণয় করতে পারছেন না।

সিলেবাসের তত্বীয় বিষয় পড়ানো হলেও ব্যবহারিক প্রশিক্ষণের অভাব থেকেই যাচ্ছে। ছাত্রছাত্রীরা বিগত কয়েক বছরের প্রশ্নের উত্তর পড়েই যেনতেনভাবে পাস করে যাচ্ছে। দক্ষতা অর্জন সঠিকভাবে করতে পারছে না।

তাই আমরা এই ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। যাতে বাংলাদেশের ফিজিওথেরাপিস্টগণ অতি অল্প খরচে প্রশিক্ষণ নিয়ে দক্ষ পেশাজীবি হয়ে উঠতে পারেন। একই অংশ হিসেবে আমরা আগামী ৮ ই মার্চ, শান্তিনগরে " 'বার্সাইটিস' এর আদ্যোপান্ত" বিষয়ক দিনব্যাপী একটি ট্রেনিং এর আয়োজন করেছি।...আপনি আগ্রহী হলে নীচের দেয়া লিংক এ ক্লিক করে গুগল ফরমটি পূরণ করুন। প্রয়োজনে যোগাযোগ করুন
01301374383

https://forms.gle/6G4jbZjHypjacy8k8

Therapy Station is one of the modern Physiotherapy center where you will get proper treatment.

আজ থেরাপি স্টেশন এ- অর্গানিক হেলথকেয়ার এবং থেরাপি স্টেশন এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে "Current scenario of Chronic...
02/01/2024

আজ থেরাপি স্টেশন এ- অর্গানিক হেলথকেয়ার এবং থেরাপি স্টেশন এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে "Current scenario of Chronic diseses in Bangladesh" বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে "অর্গানিক হেলথকেয়ার" এর পক্ষে নেতৃত্ব দেন হেড অব সেলস এন্ড মার্কেটিং প্রধান জনাব রোহান আহমেদ। থেরাপি স্টেশন এর পক্ষে নেতৃত্ব দিয়েছেন- ম্যানেজিং ডিরেক্টর এবং কনসালটেন্ট মো: নাসির উদ্দিন। বাংলাদেশে ক্রনিক ডিজিজ এর চিকিৎসায় ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

24/11/2023

ডেন্টাল চেম্বার এর স্পেস সাবলেট ভাড়া হবে......

Therapy Station is one of the modern Physiotherapy center where you will get proper treatment.

17/11/2023

পিঠের ব্যথায় ভুগছেন? পিঠে ব্যথার সহজ সমাধান হচ্ছে সঠিক ফিজিওথেরাপি এবং বয়োফিজিক্যাল থেরাপি। পিঠের ব্যথার চিকিৎসার জন্য যোগাযোগ করুন থেরাপি স্টেশনে.....
Therapy Station: নভেল হাউজ, ১০ম তলা, লিফট এর ৯, ১৩৭ শান্তিনগর, ঢাকা (ইস্টার্ণ পেয়ার ও সিটি স্কিন সেন্টার এর উল্টাদিকে)

আলহামদুলিল্লাহ। নতুন জায়গায় আসলাম, আরও সুন্দর করে, আরও ভালো সেবা দানের প্রত্যয়ে...১০ বছর ধরে...২০ বছরের অভিজ্ঞ কনসালট্যা...
03/11/2023

আলহামদুলিল্লাহ। নতুন জায়গায় আসলাম, আরও সুন্দর করে, আরও ভালো সেবা দানের প্রত্যয়ে...১০ বছর ধরে...২০ বছরের অভিজ্ঞ কনসালট্যান্ট এর তত্বাবধানে - উন্নতমানের ফিজিওথেরাপি সেবা নিয়ে থেরাপি স্টেশন আপনাদের পাশে আছে, আর এখন পাবেন আরও নতুন আঙ্গিকে। ইনশা আল্লাহ......

Therapy Station: নভেল হাউজ, ১০ম তলা, লিফট এর ৯, ১৩৭ শান্তিনগর, ঢাকা (ইস্টার্ণ পেয়ার ও সিটি স্কিন সেন্টার এর উল্টাদিকে)

Address

Dhaka

Opening Hours

Monday 11:00 - 17:00
Tuesday 11:00 - 17:00
Wednesday 11:00 - 17:00
Thursday 11:00 - 17:00
Saturday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Telephone

+8801707706705

Website

Alerts

Be the first to know and let us send you an email when Therapy Station Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Therapy Station Bangladesh:

Share