
30/05/2025
আপনার মহামূল্যবান শরীরের কোন ক্ষতি না চাইলে, এবং আপনার কষ্টে উপার্জিত টাকা নষ্ট না করতে চাইলে - কমপক্ষে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট বা তার চেয়ে উচ্চ ডিগ্রী সম্পন্ন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এর সাথে পরামর্শক্রমে বা তার কাছেই ফিজিওথেরাপি চিকিৎসা নিন। কারণ, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা বিরাজ করছে ফিজিওথেরাপি চিকিৎসায়।
কেন?
১. দেখা যাচ্ছে, যে কোনো পেশাজীবী ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন। ফিজিওথেরাপির ব্যাপারে পড়াশোনা বা জানাশোনা বা অভিজ্ঞতা নেই এমন ব্যক্তি প্রেসক্রিপশনে কয়েকটি থেরাপির নাম লিখে দিচ্ছেন। অন্যদিকে, একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট পাঁচ বছর এই বিষয়ের উপর পড়াশোনা করে থাকেন এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকেন। আবার অনেকেই সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বিশেষজ্ঞ হয়ে থাকেন। এমতাবস্থায় কার সবচেয়ে সঠিক চিকিৎসা প্রদান করতে পারার সম্ভাবনা বেশি? যিনি এই বিষয়ে কখনো কিছুই পড়েননি- তিনি? নাকি যিনি এই বিষয়ে ৫ বছর পড়াশোনা করার পর এক বছর ইন্টার্নি করেছেন- তিনি?
২. কিছু ক্ষেত্রে দেখা যায়, অল্প কয়েকটি মেশিন দিয়ে ২০ থেকে ৩০ মিনিট থেরাপি দেয়া হয়। এগুলো কোনমতেই ফিজিওথেরাপি নয়। মেশিন এর সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা বিশ্রাম, জীবন যাপন পদ্ধতির পরিবর্তন, হাটা-বসা-শোয়া ইত্যাদির অবস্থার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, কিছু ক্ষেত্রে ওষুধের পরিবর্তন প্রয়োজন হয়। সমস্ত কিছু মিলিয়েই ফিজিওথেরাপি। যা একজন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকই নিশ্চিত করতে পারেন।
৩. আবার অনেকেই ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে ডাক্তার পরিচয় দিয়ে প্র্যাকটিস করছেন, প্রেসক্রিপশন লিখছেন, যা সম্পূর্ণ বেআইনি। ভুল হওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকে, যা খুবই বিপদজনক। যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে সবার আগে সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পাশের পর তিন বছরের ডিপ্লোমা করা একজনের পক্ষে সঠিক রোগ নির্ণয় করা এবং তার সঠিক চিকিৎসা নির্ধারণ করা খুবই কঠিন।
৪. অনেক ক্ষেত্রেই দেখা যায়, কেউ কেউ পড়াশোনা না করে বা ফাইভ বা এইট পাশ করে কিংবা এসএসসি পাশ করে ফিজিওথেরাপিস্ট হয়ে যাচ্ছেন। যা খুবই ভয়ংকর।
সে কারণেই- ফিজিওথেরাপি শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি বাদে অন্য কারো অতিমাত্রার অভিজ্ঞতা, উচ্চতর পদবী বা উচ্চতর ডিগ্রী দেখে বিভ্রান্ত হবেন না। কারণ তিনি যত বড়ই হোন না কেন, তার তো ফিজিওথেরাপির ব্যপারে পড়াশোনা বা জানাশোনা বা অভিজ্ঞতা নেই। আবার ফিজিওথেরাপি পেশাজীবীদের মধ্যে সুন্দর চেহারা, সুন্দর পোশাক অথবা মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না।
আপনি যার অধীনে ফিজিওথেরাপি নিবেন-
• তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ভালো করে জেনে চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নিন।
• তার কাছ থেকে আপনার রোগটির নাম জেনে নিন।
• প্রয়োজনে অনলাইনে খোজ নিয়ে সেই রোগের লক্ষণ আপনার সমস্যার সাথে মিলিয়ে নিন।
• উন্নত বিশ্বে আপনার রোগটির সঠিক ফিজিওথেরাপি কি এবং কিভাবে দেয়া হয় তা ও আপনি অনলাইন থেকে জেনে নিতে পারেন।