Top Pharma

Top Pharma Better life better Ergon. ডেলিভারি চাজ' e

Ergon,s every organic herbal medicine is100% side effect free.Every vital diseases like as Diabetis,Azma, High Blood P ,Backpain, Migraine,Piles,Sexual Power,Womens Period Problem and ctc relives by ERGON organic herbal medicine.

31/05/2025
31/05/2025

ইনসুলিনের দিন শেষ ।
ইনশাআল্লাহ্ ডায়াবেটিস মুক্ত হবে বাংলাদেশ।
সেবন করুন ইনসুলিন কে না বলুন । # অর্ডার করতে (Order Now) বাটনে ক্লিক করুন । তারপর (Name, Address, Mobile number) লিখে অর্ডার বাটনে ক্লিক করুন। ফোনে অর্ডার করতে কল করুন। 01774 870477

মরিঙ্গা পউডার। স্বাস্থ্য উপকারিতা০১। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গ...
03/12/2023

মরিঙ্গা পউডার।
স্বাস্থ্য উপকারিতা
০১। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।
০২। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রণ বিদ্যমান, যা এ্যানেমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
০৩। সজনে শরীরে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম অবদান রাখে।
০৪। মানুষের শরীরের প্রায় ২০% প্রোটিন যার গাঠনিক একক হলো এমাইনো এসিড। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবোলিজম এবং অন্যান্য শারীরবৃত্ত্বীয় কার্যাবলী পরিপূর্ণরূপে সম্পাদনে এমাইনো এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের শরীরের যে ৯ টি এমাইনো এসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়, তার সবগুলোই এই মরিঙ্গার মধ্যে বিদ্যমান।
০৫। এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মত কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে।
০৬। নিয়মিত দৈনিক সেবন শরীরের ডিফেন্স মেকানিজমকে আরো শক্তিশালী করে এবং ‘ইমিউনিটি স্টিমুল্যান্ট’ হওয়ার দরুন এটি ‘এইডস’ আক্রান্ত রোগীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
০৭। এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে।
০৮। শরীরের ওজন কমাতেও ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভুমিকা পালন করে থাকে।
০৯। এটি মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। পাতা থেকে তৈরি এক টেবিল চামচ পাউডারে ১৪% প্রোটিন, ৪০% ক্যালসিয়াম, ২৩% আয়রণ বিদ্যমান, যা ১ থেকে তিন বছরের শিশুর সুষ্ঠু বিকাশে সাহায্য করে। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোকালীন সময়ে ৬ টেবিল চামচ পাউডার একজন মায়ের প্রতিদিনের আয়রণ এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে।
১০। এটির এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি যকৃত ও কিডনী সুস্থ্য রাখতে এবং রূপের সৌন্দর্য বর্ধক হিসেবেও কাজ করে থাকে।
১১।সজনে-তে প্রায় ৯০টিরও বেশি এবং ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান।
১২। এতে ৩৬ টির মত এন্টি-ইনফ্ল্যামমেটরি বৈশিষ্ট্য আছে। এছাড়াও এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে।(উইকিপিডিয়া)

দীর্ঘ ৫ বৎসরের সমস্যার সমাধান মাত্র ৭দিনে**********************************সকল প্রশংসার মালিক আল্লাহ তায়ালা।রোগী তুষার ...
24/02/2023

দীর্ঘ ৫ বৎসরের সমস্যার সমাধান মাত্র ৭দিনে
**********************************
সকল প্রশংসার মালিক আল্লাহ তায়ালা।
রোগী তুষার ধারা বায়তুশ শরীফ মসজিদের ইমাম সাহেবের বড় ছেলে। ৫ বৎসর ধরে শরীরের ৬ টি স্থানে মারাত্নক ভাবে ছড়িয়ে পড়ে এই নরক যন্ত্রনার এলাজি'। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোন প্রকার সুচিকিৎসা না পেয়ে এক প্রকার হতাশা গ্রস্থ হয়ে গত সপ্তাহে আমার সেবা কেন্দ্রে চিকিৎসা নিতে আসে। আমার বিশ্বাস ছিল আমাদের চিকিৎসা সেবায় এই রোগ ভালো হবে । আলহামদুলিল্লাহ মাত্র ৭ দিনে এতটা ভালো হবে আমি ভাবিনি। সম্পূর্ণ সুস্থতার জন্য তাকে ৩ মাসের চিকিৎসা সেবা নিতে হবে। সবাই কে ধন্যবাদ।
আরগন ফামা'সিউটিক্যালস্
চিকিৎসা ও সেবা কেন্দ্র
২৫/৩, তুষার ধারা আর/এ, সাদ্দাম মাকে'ট, ঢাকা।

ইনহেলারকে না বলুন, সুস্থ জীবন যাপন করুন ।*********************************** শ্বাসকষ্ট বা হাঁ'পানী হলো শ্বাস নালির প্রদা...
28/11/2022

ইনহেলারকে না বলুন, সুস্থ জীবন যাপন করুন ।
***********************************
শ্বাসকষ্ট বা হাঁ'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদী একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এতে হাঁ'পানীর বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন, কাঁশি, শ্বাস কষ্ট, বুকে চাপ চাপ অনুভব করা, দম নিতে কষ্ট হওয়া এবং বাঁশির মতো আওয়াজ হওয়া ইত্যাদি।
এ অবস্থায় শ্বাস নালিতে যদি ধুলা, ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়। তাই শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর প্রকোপ।
এ্যা'জমার উপসর্গগুলো সাধারণত রাতে বা খুব সকালে বেশি হয় এবং শ্বাস নালিতে কোন ধরনের এ্যা লজেন প্রবেশ করলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে এ উপসর্গের তীব্রতা বেড়ে যায়। কারও কারও ক্ষেত্রে কাঁশি বা শ্বাস কষ্ট, বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শুরুর আগে নাক বা বুক চুলকায়; হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। উপরের উপসর্গ গুলোর সঙ্গে বংশে কারও যদি এ্যা'জমায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ধরে নেওয়া যায় তার এ্যা'জমা রয়েছে।
এ্যা'জমা বা হাঁ'পানি যে কোন বয়সে হতেই পারে। তবে শিশুদের ক্ষেএে এইরোগ বেশি দেখা যায়। দেখা গেছে কারও কারও বংশগত কারনে বা পরিবেশগত কারনেও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু থেকে, পশু পাখির পালক ছএাক, মল্ট, ইস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়ার মধ্যে যারা থাকে তাদের এ রোগ হতে পারে। এ ছাড়া মানসিক চাপে থাকলে
হাঁ'পানি বা শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধি, মশার কয়েেল বা কারও কারও কিটনাশকের গন্ধ থেকে ও শ্বাস কষ্ট বেড়ে যেতে পারে।
এ্যা'জমার বয়স যত বৃদ্ধি পাবে এর সমস্যার পরিধি ও তত বৃদ্ধি পাবে।
তাই উক্ত সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে মেসেজ দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করেই দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।
# কল দিয়ে আপনার সমস্যা বিস্তারিত বলুন এবং কুরিয়ারে বা হোম ডেলিভারিতে কার্যকরী ঔষধ নিন #
চেম্বার:
বাড়ি নং : ২৩ (২য় তলা), রোড নং : ২, সেক্টর: ২ , তুষারধারা আর/এ, সাদ্দাম মাকে'ট, কদমতলী,ঢাকা।
(তুষারধারা স্কুল এন্ড কলেজের ২য় তলায়)
সাদ্দাম মাকে'ট থেকে সোজা দক্ষিনে মুসলিম আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের বিল্ডিং।)

Address

Dhaka
1212

Telephone

+8801774870477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share