28/11/2022                                                                            
                                    
                                                                            
                                            ইনহেলারকে না বলুন, সুস্থ জীবন যাপন করুন ।
*********************************** 
শ্বাসকষ্ট বা হাঁ'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদী একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এতে হাঁ'পানীর বিভিন্ন উপসর্গ দেখা দেয়।  যেমন, কাঁশি, শ্বাস কষ্ট, বুকে চাপ চাপ অনুভব করা, দম নিতে কষ্ট হওয়া এবং বাঁশির মতো আওয়াজ হওয়া ইত্যাদি।
 এ অবস্থায় শ্বাস নালিতে যদি ধুলা, ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়। তাই শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর প্রকোপ। 
এ্যা'জমার উপসর্গগুলো সাধারণত রাতে বা খুব সকালে বেশি হয় এবং শ্বাস নালিতে কোন ধরনের এ্যা লজেন প্রবেশ করলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে এ উপসর্গের তীব্রতা বেড়ে  যায়। কারও কারও ক্ষেত্রে কাঁশি বা শ্বাস কষ্ট, বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শুরুর আগে  নাক বা বুক চুলকায়; হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়।  উপরের উপসর্গ গুলোর সঙ্গে বংশে কারও যদি এ্যা'জমায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ধরে নেওয়া যায় তার এ্যা'জমা রয়েছে। 
এ্যা'জমা বা হাঁ'পানি যে কোন বয়সে হতেই  পারে। তবে শিশুদের ক্ষেএে এইরোগ বেশি দেখা যায়। দেখা গেছে কারও কারও বংশগত কারনে বা পরিবেশগত কারনেও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র  কীট, ফুলের পরাগরেণু  থেকে, পশু পাখির পালক ছএাক, মল্ট, ইস্ট, প্রত্যক্ষ  বা  পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়ার মধ্যে যারা থাকে তাদের এ রোগ হতে পারে।  এ ছাড়া  মানসিক চাপে থাকলে 
হাঁ'পানি বা শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধি, মশার কয়েেল বা কারও কারও কিটনাশকের গন্ধ থেকে ও শ্বাস কষ্ট বেড়ে যেতে পারে। 
এ্যা'জমার বয়স যত বৃদ্ধি পাবে এর সমস্যার পরিধি ও তত বৃদ্ধি পাবে।
তাই উক্ত সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে মেসেজ  দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন। 
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করেই দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।
 # কল দিয়ে আপনার সমস্যা বিস্তারিত বলুন এবং কুরিয়ারে বা হোম ডেলিভারিতে কার্যকরী ঔষধ নিন #
চেম্বার:
বাড়ি নং : ২৩ (২য় তলা), রোড নং : ২, সেক্টর: ২ , তুষারধারা আর/এ, সাদ্দাম মাকে'ট, কদমতলী,ঢাকা।
(তুষারধারা স্কুল এন্ড কলেজের ২য় তলায়)
সাদ্দাম মাকে'ট থেকে সোজা দক্ষিনে মুসলিম আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের বিল্ডিং।)