23/05/2022
Ceragem Number One.
CERAGEM CERATONIC MAT
এতে রয়েছে 40%Jade পাথর,40% লাল গিরী মাটি,20% কোম্পানির স্পেশাল উপাদান,সব মিলিয়ে তৈরী Ceratonic,
মাটির উপকারিতা প্রাচীন কাল থেকেই জানা যায় ।এক সময় আমাদের পূর্ব পুরুষেরা হাড়ি,পাতিল,কলস,থালা বাসন সব ই মাটির ব্যবহার করত ।যার কারণে তারা অনেক সুস্থ ছিল ।পাথরের তাপের গুনা গুণ বিশ্ব ব্যাপী স্বীকৃত । এই mat টিতে মোট 215 টি Ceratonic রয়েছে ।
এটি ব্যবহার করলে blood Circulation ভাল হওয়ার
মাধ্যমে রক্ত সঞ্চালন জনিত যে কোন ধরনের রোগ বা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় ।বিশেষ করে বাতের ব্যথা,শ্বাসকেষ্টর সমস্যা,বুক ব্যথা,মেরুদণ্ডের ব্যথা,মেরুদণ্ডের শেষ প্রান্তের অসহনীয় ব্যথা,পাইলস্,ফিস্টুলা,পেটের চর্বির সমস্যা সমাধানে
এই পাথরের তৈরী mat এর তাপ এবং চাপ খুবই কার্যকরি ।
শুধু বড় দের নয়,বাচ্চাদের ঠাণ্ডার সমস্যা,নিউমোনিয়া ইত্যাদির জন্ন ও খুব দ্রুত কাজ করে । আমরা জানি যাদের গাস্ট্রিক,আলসার আছে তারা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ।অথচ এই mat টি ব্যবহার করলে ওষুধ ছাড়া ই গাস্ট্রিক থেকে মুক্তি পাবেন,ইনশাআল্লাহ ।
আসুন আমরা সর্ব ক্ষেত্রে ওষুধ নির্ভর না হয়ে,প্রকৃতির মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করি। যাদের ফুসফুসের সমস্যা আছে,শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এই Mat টি ব্যবহার করে দেখুন ।সম্পূর্ণ সুস্থ হবেন ।
আমাদের বুঝতে হবে টাকা হলে ই কিন্তু সুস্থ তা অর্জন করা যায় না ।
টাকা দিয়ে হাসপাতাল তৈরী করা যায়
কিন্তু সুস্থতা অর্জন করা যায় না ।
টাকা দিয়ে অনেক কিছু হয়,কিন্তু সুখ আর সুস্থতা পাওয়া যায় নাহ ।
টাকা দিয়ে দামী খাট কেনা যায়
ঘুম কেনা যায় না ।
আসুন ceragem ব্যবহার করে সুস্থ জীবণ গড়ি ।
দক্ষিণ কোরিয়ার তৈরী এই mat টি এখন বাংলাদেশে ই পাওয়া যায় ।
ঠিকানাঃ-৪৩১/২,নূরপুর,দনিয়া,হাজী রহমান কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে,কে এস শপিং কমপ্লেক্স এর ২য় তলা।
G/Map:-Ceragem Donia
মোবাইল নাম্বারঃ- 01786494602
01984977377
www.ceragem.net