Ceragem Donia

Ceragem Donia InshaAllah you will be able to live a healthy, happy and beautiful life by taking care of your spine through Serajem Product. ceragem will make you smile�

ceragem wants to make a world without pain and disease.

প্রিয় সেরাজেম পরিবারের সদস্যরা,আপনাদের সাথে পথচলার এই যাত্রায় আমরা কৃতজ্ঞ।আপনার স্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার। ন...
01/01/2025

প্রিয় সেরাজেম পরিবারের সদস্যরা,
আপনাদের সাথে পথচলার এই যাত্রায় আমরা কৃতজ্ঞ।

আপনার স্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার। নতুন বছরে আপনার জীবন হোক সুস্থতা, শক্তি, এবং সুখে পূর্ণ। আসুন, স্বাস্থ্যকর জীবনের পথে একসাথে এগিয়ে যাই।

সেরাজেম দনিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের প্রাণবন্ত শুভেচ্ছা।
শুভ নববর্ষ ২০২৫! 🎉

06/05/2023

নিয়োগ বিজ্ঞপ্তি
দক্ষিন কোরিয়ার সুনামধন্য কোম্পানি সেরাজেম বাংলাদেশ লিমিটেড এর সেবামূলক প্রতিষ্ঠান সেরাজেম দনিয়া শাখায় কিছু সংখ্যক স্যার/মেডাম নিয়োগ দেওয়া হবে।

★নূন্যতম HSC পরীক্ষায় উওীর্ন হতে হবে।
★সেবামূলক মন মানসিকতার হতে হবে।
★বেতন আলোচনা সাপেক্ষে।
★অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রথম (তিন মাস) ট্রেনিং থাকবে।
★অফিস সময় সকাল ৮:০০ থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত।

আগ্রহীদেরকে অতিদ্রুত জীবন বৃত্তান্ত/CV জমা দেওয়ার অনুরোধ রইল।

অফিসের ঠিকানা:- ৪৩১/২,নুরপুর,দনিয়া,কদমতলী,ঢাকা- 1236.কাচ্চি ভাই এর পূর্ব পাশে,কে,এস,শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা প্রাইম ব্যাংক ফ্লোর দক্ষিণ পাশ।

বিস্তারিত জানতে:-01786-494602 / 01984-977377

আব্দুল বাসেত স্বপন
ম্যানেজিং ডিরেক্টর
সেরাজেমে দনিয়া।

শোক হোক শক্তি✊আজ অমর ২১শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি সেরাজেম দনিয়া পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।...
21/02/2023

শোক হোক শক্তি✊
আজ অমর ২১শে ফেব্রুয়ারি।
ভাষা শহীদদের প্রতি সেরাজেম দনিয়া পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। একুশ মানে মাথা নত না করা' শ্লোগানটি সামনে রেখে শত প্রতিকূলতাতেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে বাংলাদেশ। ১৯৫২ সালের আজকের এই দিনেই বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। ভাষার জন্য আত্মত্যাগের এই দিনটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে।
Ceragem Donia

21/09/2022

আসসালামু আলাইকুম।
--প্রিয় গ্রাহক।সেরাজেম একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানি। যা বর্তমানে প্রায় বিশ্বের ৭টি মহাদেশের মধ্যে ৮০ টির ও বেশি দেশে মানুষ কে বিনামূল্যে মেরুদন্ডের যন্ত্র নিয়ে আসছে।তারি ধারাবাহিকতায় সেরাজেম বাংলাদেশ একি নিয়মে সরাসরি কোরিয়ান নাগরিক দের মাধ্যমে সেন্টার পরিচালিত হচ্ছে।

--আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সেরাজেম দনিয়া অসংখ্য বাবা মায়ের মেরুদণ্ডের যন্ত্র ও সুস্থত্তা লাভের জন্য পাশে থাকতে পেরে অনেক আনন্দিত, আজকে সেরাজেম দনিয়া ৭ বছর দনিয়াতে বিনামূল্যে সাস্থ সেবা দিয়ে আসছে।আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সেরাজেম দনিয়া আপনাদেরকে নিয়ে পথ চলতে চায়।আশা করি আপনাদের বিগত দিনগুলোতে যে ভাবে সেরাজেম দনিয়া কে ভালোবাসা ও সহযোগিতা করে পাশে ছিলেন।বাকি দিনগুলিও সেরজেমকে ভালোবেসে পাশে থাকবেন।আপনাদের বিশ্বাস ও ভালোবাসা সব সময় কামনা করি।

--আমাদের সেরাজেম দনিয়া পরিবারের সকল গ্রাহক,স্যার/মেডাম,পারচেজ কাষ্টমার,সেরাজেম দনিয়া সেন্টারের পরিচালক আব্দুল বাসেত স্বপন স্যার ও সেরাজেম দনিয়া পরিবারের সাথে সর্ম্পকিত সকলকে জানাই,
সেরাজেম দনিয়া পরিবারের ৭বছর বর্ষ পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ♥️♥️
সবার প্রতি রইলো ভালোবাসা।♥️♥️
শুভেচ্ছান্তে
সেরাজেম দনিয়া!!

কোরবানির ঈদ যা আমাদের ত্যাগের মহিমা শিক্ষা দেয়। কারণ কুরবানীর ঈদ যতটানা পশু কুরবানী দেয়ার মাধ্যমে পালিত হয় তার চেয়েও...
09/07/2022

কোরবানির ঈদ যা আমাদের ত্যাগের মহিমা শিক্ষা দেয়। কারণ কুরবানীর ঈদ যতটানা পশু কুরবানী দেয়ার মাধ্যমে পালিত হয় তার চেয়েও বেশি উত্তম ভাবে আল্লাহর রাস্তায় কুরবানী তথা মনের হিংসা-বিদ্বেষ মনের পশুত্বকে কোরবানি দেওয়া বুঝায়। কুরবানির ঈদ হাঁসতে শেখায়, ভালবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। এ ঈদে আমরা বিভিন্ন ধরণের পশু কুরবানি করে থাকি, যার মধ্য দিয়ে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি পালন করা হয়।

ঈদ মানি আনন্দ,ঈদ মানি খিশি।ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ,সম্প্রতি,ঐক্যের বন্ধন।
সেরাজেম দনিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে যানাই,
🌙ঈদ মোবারক🌙
সেরাজেম দনিয়া।

Ceragem Number  One.CERAGEM CERATONIC MATএতে রয়েছে 40%Jade পাথর,40% লাল গিরী মাটি,20% কোম্পানির স্পেশাল উপাদান,সব মিলিয়ে...
23/05/2022

Ceragem Number One.
CERAGEM CERATONIC MAT
এতে রয়েছে 40%Jade পাথর,40% লাল গিরী মাটি,20% কোম্পানির স্পেশাল উপাদান,সব মিলিয়ে তৈরী Ceratonic,
মাটির উপকারিতা প্রাচীন কাল থেকেই জানা যায় ।এক সময় আমাদের পূর্ব পুরুষেরা হাড়ি,পাতিল,কলস,থালা বাসন সব ই মাটির ব্যবহার করত ।যার কারণে তারা অনেক সুস্থ ছিল ।পাথরের তাপের গুনা গুণ বিশ্ব ব্যাপী স্বীকৃত । এই mat টিতে মোট 215 টি Ceratonic রয়েছে ।
এটি ব্যবহার করলে blood Circulation ভাল হওয়ার
মাধ্যমে রক্ত সঞ্চালন জনিত যে কোন ধরনের রোগ বা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় ।বিশেষ করে বাতের ব্যথা,শ্বাসকেষ্টর সমস্যা,বুক ব্যথা,মেরুদণ্ডের ব্যথা,মেরুদণ্ডের শেষ প্রান্তের অসহনীয় ব্যথা,পাইলস্,ফিস্টুলা,পেটের চর্বির সমস্যা সমাধানে
এই পাথরের তৈরী mat এর তাপ এবং চাপ খুবই কার্যকরি ।
শুধু বড় দের নয়,বাচ্চাদের ঠাণ্ডার সমস্যা,নিউমোনিয়া ইত্যাদির জন্ন ও খুব দ্রুত কাজ করে । আমরা জানি যাদের গাস্ট্রিক,আলসার আছে তারা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ।অথচ এই mat টি ব্যবহার করলে ওষুধ ছাড়া ই গাস্ট্রিক থেকে মুক্তি পাবেন,ইনশাআল্লাহ ।
আসুন আমরা সর্ব ক্ষেত্রে ওষুধ নির্ভর না হয়ে,প্রকৃতির মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করি। যাদের ফুসফুসের সমস্যা আছে,শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এই Mat টি ব্যবহার করে দেখুন ।সম্পূর্ণ সুস্থ হবেন ।
আমাদের বুঝতে হবে টাকা হলে ই কিন্তু সুস্থ তা অর্জন করা যায় না ।
টাকা দিয়ে হাসপাতাল তৈরী করা যায়
কিন্তু সুস্থতা অর্জন করা যায় না ।
টাকা দিয়ে অনেক কিছু হয়,কিন্তু সুখ আর সুস্থতা পাওয়া যায় নাহ ।
টাকা দিয়ে দামী খাট কেনা যায়
ঘুম কেনা যায় না ।
আসুন ceragem ব্যবহার করে সুস্থ জীবণ গড়ি ।
দক্ষিণ কোরিয়ার তৈরী এই mat টি এখন বাংলাদেশে ই পাওয়া যায় ।
ঠিকানাঃ-৪৩১/২,নূরপুর,দনিয়া,হাজী রহমান কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে,কে এস শপিং কমপ্লেক্স এর ২য় তলা।
G/Map:-Ceragem Donia
মোবাইল নাম্বারঃ- 01786494602
01984977377
www.ceragem.net

30/03/2022

আসসালামু আলাইকুম।
সুস্থতা আল্লাহর বড়ো একটি নিয়ামত।আল্লাহ আমাদের সুস্থ নেয়ামত দিয়েছে,আখিরাতে জন্য ইবাদত,আর দুনিয়ার কাজ করার জন্য।কিন্তু প্রতিনিয়ত আমরা এতো এতো পরিশ্রম করছি,অনিয়মিত খাদ্য গ্রহনের কারনে দেহের মধ্যে তৈরি হচ্ছে অল্প বয়সে বড়ো বড়ো রোগ।
তাই একি সাথে যদি কোনো পার্স প্রতিক্রিয়া চাড়া সুস্থ থাকতে চান কিনবা সমস্ত দেহের যন্ত নিতে চান তাহলে আজকে থেকে নিয়মিত সেরাজেম ব্যবহার করুন।
সেরাজেম ডিভাইস জেড পাথরের মাধ্যমে ৩টি উপাদান তাপ,চাপ,গ্রশন এর মাধ্যমে মেরুদণ্ড এর ত্রুটি ঠিক করে মাংসো পেশি ও লিগামেন্ট গুলোকে শিতিল বা ডিলা করে মেরুদন্ডের দুই পাশে থাকা ৩১ জোড়া নার্ভকে এক্টিভেট করে অঙ্গ প্রতংগের কার্জ কারিতা উন্নতি করতে সাহায্য করবে।জেড পাথরের মাধ্যমে "ফারইন পারেড হিট'' তাপ দেহের গহিনে প্রবেশ করে রাক্তে থাকা অপ্রয়োজনীয় ব্যর্জ পদার্থ,চর্বি,টক্সিন কে শরীর বিতর থেকে বের করে সুস্থ,সুন্দর,সুখি জীবন লাভ করতে সাহায্য করবে। ইনশাআল্লাহ।
নিয়িমিত সেরাজেম ব্যবহার করুন,সুস্থ থাকুক,সুখি জীবন উপো ভোগ করুন।

30/03/2022

🇧🇩🇰🇷🇧🇩🇰🇷🇧🇩🇰🇷🇧🇩🇰🇷🇧🇩🇰🇷🇧🇩
নিয়মিত সেরাজেম ব্যবহার করে মেরুদন্ডকে সুস্থ রাখুন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রক্ত চলাচল জনিত সমস্যা থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন...
মেরুদণ্ড সুস্থ রাখুন,সুস্থ জীবন গড়ে তুলুন।
প্রয়োজনে কল করুন- 01786494602/01984977377

সেরাজেম দিনিয়া থেরাপি সেন্টার।
৪৩১/২,নূরপুর,দনিয়া,হাজী রহমান কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে কে এস শপিং কমপ্লেক্স এর ২য় তলা,কদমতলী,ঢাকা-১২৩৬।
Google map:- Ceragem Donia

Ceragem Donia Happy campaign সুখের প্রচার।সুস্থ দেহে থাকে, সুস্থ মন।সুস্থ দেহের অধিকারি যে জন উনি হলেন পৃথিবীর মধ্যে সুখ...
11/02/2022

Ceragem Donia
Happy campaign
সুখের প্রচার।
সুস্থ দেহে থাকে, সুস্থ মন।
সুস্থ দেহের অধিকারি যে জন উনি হলেন পৃথিবীর মধ্যে সুখি ব্যক্তি।সেরাজেম ডিভাইস ব্যায়ামের ডিভাইস,যা আমাদেরকে পার্সো প্রতিক্রিয়া চাড়া মেরুদন্ডের ট্রুতি দূর করে সুস্থ,সুখি জীবন লাভ কর্তে সাহায্য করে।তাই সুখে থাকতে হলে সেরাজেমে আসুন।
ঠিকানাঃ- ৪৩১/২,হাজী রহমান কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে,কে,এস,শপিং কমপ্লেক্স এর ২য় তলা।
নাম্বারঃ--01786494602/01984977377

আসসালামু আলাইকুম। আজ বিশ্ব মেরুদণ্ড দিবস।World Health Organisation  ২০০০ সালের ১৬ অক্টোবর বিশ্ব মেরুদণ্ড দিবস পালিত শুরু...
16/10/2021

আসসালামু আলাইকুম।
আজ বিশ্ব মেরুদণ্ড দিবস।World Health Organisation ২০০০ সালের ১৬ অক্টোবর বিশ্ব মেরুদণ্ড দিবস পালিত শুরু করে।এই দিবসের মধ্যে দিয়ে বিশ্বের প্রতিটি মানুষ কে তার মেরুদণ্ড গুরুত্ব বুজানোর জন্য এই দিবসটি পালিত করে।এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে মেরুদণ্ড সম্পর্কে অনেক দরনের অনুষ্ঠান আয়োজন করা হয় এবং মেরুদণ্ডের গুরুত্ব বুজানো হয়।প্রতি নিয়ত আমরা কাজ,কর্ম,হাটা চলা,অতিরিক্ত কাজ কিনবা পরিশ্রম এর কারনে আমরা মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত করে পেলি।তাই মেরুদণ্ড কে আমাদের মানবদেহের মুল শিকড় বলা হয়।তাই মেরুদন্ডের যন্ত দিতে হলে আমাদেরকে দৈনিক তিনবেলা ব্যায়াম করতে হবে।
সেরাজেম আমাদের প্রতিদিন মেরুদণ্ডের যত্ন নিয়ে থাকে।সেরাজেম ডিভাইস একটি আধুনিক ব্যায়াম এর মিশিন।সেরাজেম ডিভাইস এর কোনো পার্শ প্রতিক্রিয়া না থাকার কারনো ব্যায়াম এর মিশিন এর মতো করে সুস্থ/অসুস্থ সবাই ব্যবহার করতে পারে।সেরাজেম ১৯৯৮ সালে সর্ব প্রথম আমেরিকা থেকে মেরুদণ্ডের যত্ন নেওয়া শুরু করে।আজকে বিশ্বের ৭ টি মহাদেশে প্রায় ৮০ টিরো বেশি দেশে ও,বাংলাদেশ ৬৫ টি ব্যাঞ্চ নিয়ে মানুষের মেরুদণ্ড যত্ন নিয়ে আসছে।সেরাজেম এর কাজ মেরুদণ্ড দুই পাশে তাপ,চাপ,গ্রর্শন এর মাধমে মেরুদণ্ড সুস্থ করতে সাহায্য করে।তাই শুয়ে শুয়ে মেরুদন্ড কে সুস্থ রাখতে চাইলে সেরাজেম নিয়মিত ব্যবহারে মেরুদণ্ডের যন্ত অনেক গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত সেরাজেম এর মাধ্যমে মেরুদণ্ডের যত্ন নতে পারলে সুস্থ ও সুখি জীবন লাভ করতে পারবেন।
বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে সেরাজেম দনিয়া থেকে সবাইকে যানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
সেরাজেম দনিয়া।

20/07/2021

আসসালামু আলাইকুম,

تَقَبَّلَ اللهُ مِنّا وَمِنْكُم صالحَ الأَعْمال.

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

মহান আল্লাহ তা'আলা আমাদের এবং আপনাদের ('আমলগুলো) কবুল করে নিন।
ঈদ মানে আনন্দ আর এই এই আনন্দর মাজে আল্লাহ আমাদের সকল দরনের আজাব গজব থেকে হেফাজত করুক সবাইকে সুস্থ করে দিক আমিন।

"ঈদ মুবারক" দনিয়া সেরাজেম সেন্টার এর পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণ এবং সেন্টারে সেবাগ্রহীতা সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদ মোবারক 🥀❤️

29/06/2021

CERAGEM Donia Center arrival address..
ঠিকানাঃ- ৪৩১/২,নূরপুর,ধনিয়া,শনির আখড়া,হাজী রহমান কমিউনিটি সেন্টার পশ্চিম পাশে, কে,এস,শপিং কমপ্লেক্স এর ২য় তলা।ঢাকা-১২৩৬।

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801984977377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ceragem Donia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ceragem Donia:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram