01/09/2025
✨ লোহার আঘাত – ভেতরে পুঁজ, বাইরে ফুলা… তারপরও অপারেশন ছাড়াই সুস্থতা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায়✨
একজন শিশু পেশেন্ট খেলতে গিয়ে লোহার পিলারে ধাক্কা খেয়ে পায়ে চোট পায়।
কিন্তু সে বিষয়টা মাকে বলেনি 😔
পরের দিন মা লক্ষ্য করলেন যে পা ফুলে গেছে। জিজ্ঞেস করলে তখন সে বলে – আঘাতের জায়গাটা কেটে গিয়েছিল, লোহার জংও ভেতরে ঢুকে গেছে।
ফলাফল 👉
🔹 ক্ষত থেকে সংক্রমণ হয়ে ভেতরে প্রচুর পুঁজ জমে যায়
🔹 পা ফুলে ওঠে ও বাইরে থেকে হলুদাভ হয়ে যায়
🔹 হাঁটতে কষ্ট হচ্ছিল, ব্যথা ছিল প্রচণ্ড
এমন অবস্থায় সাধারণ চিকিৎসায় অনেক সময় –
⚠️ ইনজেকশন (ATS, Antibiotic)
⚠️ অপারেশন করে পুঁজ বের করতে হয়
কিন্তু আমরা বেছে নিয়েছিলাম 👉 হোমিওপ্যাথি চিকিৎসা 🌿
✅ ইনজেকশন ছাড়াই
✅ অপারেশন ছাড়াই
✅ একদম প্রাকৃতিক উপায়ে ধীরে ধীরে ফুলা কমেছে
✅ ভেতরের পুঁজ নিজে নিজেই বের হয়ে গিয়েছে
✅ ক্ষত শুকিয়েছে এবং শিশু এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ্ 🙌
👉 হোমিওপ্যাথি রোগকে ভেতর থেকে সঠিকভাবে নিরাময় করে, শুধু চাপা দেয় না।
প্রকৃতির নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা – বিনা কষ্টে, বিনা ভয়ে সম্ভব ইনশাআল্লাহ।
⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে
📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
---
💻 অনলাইন চিকিৎসা সুবিধা:
দেশে কিংবা দেশের বাহিরে যারা চিকিৎসা নিতে চান যারা এসে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে : -
👉 আমরা অনলাইনে রোগীর সমস্যা শুনে চিকিৎসা দেই
👉 প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়
👉 ফলে ঘরে বসেই নিরাপদ চিকিৎসা নেওয়া সম্ভব
---
✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।
📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা- ১২১৭]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]
---
💡 হ্যাশট্যাগ:
#হোমিওপ্যাথি
#লোহারআঘাত
#পুঁজচিকিৎসা
#স্বাস্থ্যসেবা