Dr. Rifat Akter

Dr. Rifat Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rifat Akter, Medical and health, 391/North Shahjahanpur. , Uttara Bank Goli., Dhaka.

"আমি ডা. রিফাত আক্তার,একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক। নারী, শিশু, পুরুষের যে কোন জটিল ও দীর্ঘস্থায়ী সমস্যায়, দেশে এবং বিদেশে দীর্ঘ ১২ বছর যাবত আধুনিক হোমিওপ্যাথিক পদ্ধতিতে নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও কার্যকর চিকিৎসা প্রদান করছি।

✨ লোহার আঘাত – ভেতরে পুঁজ, বাইরে ফুলা… তারপরও অপারেশন ছাড়াই সুস্থতা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায়✨একজন শিশু পেশেন্ট খেলত...
01/09/2025

✨ লোহার আঘাত – ভেতরে পুঁজ, বাইরে ফুলা… তারপরও অপারেশন ছাড়াই সুস্থতা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায়✨

একজন শিশু পেশেন্ট খেলতে গিয়ে লোহার পিলারে ধাক্কা খেয়ে পায়ে চোট পায়।
কিন্তু সে বিষয়টা মাকে বলেনি 😔
পরের দিন মা লক্ষ্য করলেন যে পা ফুলে গেছে। জিজ্ঞেস করলে তখন সে বলে – আঘাতের জায়গাটা কেটে গিয়েছিল, লোহার জংও ভেতরে ঢুকে গেছে।

ফলাফল 👉
🔹 ক্ষত থেকে সংক্রমণ হয়ে ভেতরে প্রচুর পুঁজ জমে যায়
🔹 পা ফুলে ওঠে ও বাইরে থেকে হলুদাভ হয়ে যায়
🔹 হাঁটতে কষ্ট হচ্ছিল, ব্যথা ছিল প্রচণ্ড

এমন অবস্থায় সাধারণ চিকিৎসায় অনেক সময় –
⚠️ ইনজেকশন (ATS, Antibiotic)
⚠️ অপারেশন করে পুঁজ বের করতে হয়

কিন্তু আমরা বেছে নিয়েছিলাম 👉 হোমিওপ্যাথি চিকিৎসা 🌿
✅ ইনজেকশন ছাড়াই
✅ অপারেশন ছাড়াই
✅ একদম প্রাকৃতিক উপায়ে ধীরে ধীরে ফুলা কমেছে
✅ ভেতরের পুঁজ নিজে নিজেই বের হয়ে গিয়েছে
✅ ক্ষত শুকিয়েছে এবং শিশু এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ্ 🙌

👉 হোমিওপ্যাথি রোগকে ভেতর থেকে সঠিকভাবে নিরাময় করে, শুধু চাপা দেয় না।
প্রকৃতির নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা – বিনা কষ্টে, বিনা ভয়ে সম্ভব ইনশাআল্লাহ।

⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
---
💻 অনলাইন চিকিৎসা সুবিধা:
দেশে কিংবা দেশের বাহিরে যারা চিকিৎসা নিতে চান যারা এসে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে : -
👉 আমরা অনলাইনে রোগীর সমস্যা শুনে চিকিৎসা দেই
👉 প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়
👉 ফলে ঘরে বসেই নিরাপদ চিকিৎসা নেওয়া সম্ভব
---
✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা- ১২১৭]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]
---

💡 হ্যাশট্যাগ:
#হোমিওপ্যাথি
#লোহারআঘাত
#পুঁজচিকিৎসা
#স্বাস্থ্যসেবা

✨ স্কিন ডিজিজ থেকে মুক্তি – আমাদের রোগীর সফলতা ✨অনেকদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছিলেন আমাদের এক রোগী। চুলকানি, লালচে দাগ ...
01/09/2025

✨ স্কিন ডিজিজ থেকে মুক্তি – আমাদের রোগীর সফলতা ✨

অনেকদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছিলেন আমাদের এক রোগী। চুলকানি, লালচে দাগ আর অস্বস্তি তার জীবনকে কষ্টকর করে তুলেছিল। কিন্তু নিয়মিত চিকিৎসা ও সঠিক পরামর্শের মাধ্যমে আজ তিনি সম্পূর্ণ স্বস্তিতে আছেন। 🌿

✅ চুলকানি নেই
✅ ত্বকের দাগ চলে গেছে
✅ আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন

🌟 আমাদের এই সফলতা প্রমাণ করে – সঠিক চিকিৎসায় পরিবর্তন সম্ভব।
শুধুমাত্র ওষুধ খাওয়ার মাধ্যমে
কোন ধরনের বাহ্যিক প্রয়োগের ওষুধ ছাড়া
কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমাদের নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা।

আপনিও যদি ত্বকের যেকোনো সমস্যায় ভুগে থাকেন, দেরি না করে আজই পরামর্শ নিন।
👉 সুস্থ ত্বক মানেই আত্মবিশ্বাসী জীবন।

⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
---
💻 অনলাইন চিকিৎসা সুবিধা:
দেশে কিংবা দেশের বাহিরে যারা চিকিৎসা নিতে চান যারা এসে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে : -
👉 আমরা অনলাইনে রোগীর সমস্যা শুনে চিকিৎসা দেই
👉 প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়
👉 ফলে ঘরে বসেই নিরাপদ চিকিৎসা নেওয়া সম্ভব
---
✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা- ১২১৭]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]
---
্বাস্থ্য
্বক
#দাগমুক্তSkin

#ত্বকপরিচর্যাTips

🌿 একজন রোগীর স্বাস্থ্য যাত্রা – আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায়, থাইরয়েড নিয়ন্ত্রণ এবং সুস্থতা আলহামদুলিল্লাহ 🌿আমাদের রোগ...
31/08/2025

🌿 একজন রোগীর স্বাস্থ্য যাত্রা – আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায়, থাইরয়েড নিয়ন্ত্রণ এবং সুস্থতা আলহামদুলিল্লাহ 🌿

আমাদের রোগীর শুরুতে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন:
😔 থাইরয়েড হরমোনের সমস্যা
💧 লিউকোরিয়া (সাদা স্রাব)
🤕 মাইগ্রেনের মাথা ব্যাথা
🤧 স্কিন এলার্জি
💪 শারীরিক দুর্বলতা

🔬 থাইরয়েড হরমোনের মান ছিল খুব কম (0.10), যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলছিল।

কিন্তু নিয়মিত চিকিৎসা ও সঠিক নির্দেশনার মাধ্যমে, আজ তার থাইরয়েড হরমোনের মান বৃদ্ধি পেয়ে 0.865-এ পৌঁছেছে।
এই উন্নতির ফলে:
✅ লিউকোরিয়া নেই
✅ মাইগ্রেনের ব্যথা এখন আর হচ্ছে না
✅ স্কিন এলার্জি ভালো হয়ে স্কিন স্বাভাবিক হয়েছে।
✅ শারীরিক দুর্বলতা নেই
✅থাইরয়েড হরমোনের মাত্রা, নরমাল ভ্যালুতে এসেছে
✨ ফলাফল প্রমাণ করে – থাইরয়েডের সঠিক নিয়ন্ত্রণই আনতে পারে পুরো শরীরের সুস্থতা।

💡 এই রোগীর সকল সমস্যার মূল কারণ অবশ্যই শুধু থাইরয়েড নয়, তবে থাইরয়েড হরমোন ঠিক হওয়ায় তার শরীরের বিভিন্ন অসুবিধা দ্রুত উন্নতি পেয়েছে।

আপনিও যদি থাইরয়েড বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, আজই পরামর্শ নিন এবং সুস্থতার পথে এগিয়ে চলুন।

⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
---
💻 অনলাইন চিকিৎসা সুবিধা:
দেশে কিংবা দেশের বাহিরে যারা চিকিৎসা নিতে চান যারা এসে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে : -
👉 আমরা অনলাইনে রোগীর সমস্যা শুনে চিকিৎসা দেই
👉 প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়
👉 ফলে ঘরে বসেই নিরাপদ চিকিৎসা নেওয়া সম্ভব
---
✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা- ১২১৭]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]
---

্বাস্থ্য
ীবন
াত্রা
ুক্তি
িচর্যা
#লিউকোরিয়াRelief
#শক্তিBoost
#স্বাস্থ্যtips

✨আমাদের চিকিৎসায় একজন পুড়ে যাওয়া রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ!👉 রোগীর হাঁটুতে হট ওয়াটার ব্যাগ ফেটে গরম পা...
30/08/2025

✨আমাদের চিকিৎসায় একজন পুড়ে যাওয়া রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ!

👉 রোগীর হাঁটুতে হট ওয়াটার ব্যাগ ফেটে গরম পানি পড়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছিল।
👉 নিয়মিত আমাদের চিকিৎসা নেওয়ার পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

🌿 আমাদের চিকিৎসা শুধু উপশমই নয়, সঠিক যত্ন নিয়ে সুস্থতার পূর্ণ নিশ্চয়তা দেয়।

আপনিও যদি এমন দুর্ঘটনা, পুড়ে যাওয়া বা দীর্ঘদিনের কষ্টে ভুগে থাকেন—চিকিৎসার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
---
💻 অনলাইন চিকিৎসা সুবিধা:
দেশে কিংবা দেশের বাহিরে যারা চিকিৎসা নিতে চান যারা এসে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে : -
👉 আমরা অনলাইনে রোগীর সমস্যা শুনে চিকিৎসা দেই
👉 প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়
👉 ফলে ঘরে বসেই নিরাপদ চিকিৎসা নেওয়া সম্ভব
---
✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা- ১২১৭]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]
---
👉 দয়া করে মনে রাখবেন — চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন।

আস্থা রাখুন, সুস্থ হোন

(ডা.রিফাত আক্তার)

#সুস্থতা
#প্রাকৃতিকচিকিৎসা
#ব্যথামুক্তজীবন
#হোমিওপ্যাথি
#বিশ্বাসেরচিকিৎসা

📢  (চেম্বারের সময়সূচি ও অনলাইন সেবা)🌿 আমাদের চিকিৎসা সেবা এখন আরও সহজ 🌿👩‍⚕️ এখন থেকে আমাদের বাসার চেম্বার থেকে নিয়মিত চি...
29/08/2025

📢 (চেম্বারের সময়সূচি ও অনলাইন সেবা)

🌿 আমাদের চিকিৎসা সেবা এখন আরও সহজ 🌿

👩‍⚕️ এখন থেকে আমাদের বাসার চেম্বার থেকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
---
💻 অনলাইন চিকিৎসা সুবিধা:
দেশে কিংবা দেশের বাহিরে যারা চিকিৎসা নিতে চান যারা এসে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে : -
👉 আমরা অনলাইনে রোগীর সমস্যা শুনে চিকিৎসা দেই
👉 প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়
👉 ফলে ঘরে বসেই নিরাপদ চিকিৎসা নেওয়া সম্ভব
---
✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা- ১২১৭]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]
---
👉 দয়া করে মনে রাখবেন — চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন।

আমাদের কাছে বিশেষ উল্লেখযোগ্য যে রোগ গুলোর চিকিৎসা নিয়ে রোগীরা ভালো হয়েছে,
সেগুলো হচ্ছে
🔶৩০ বছরের মাইগ্রেন ভালো হয়েছে আমাদের চিকিৎসায়।
যার প্রচন্ড মাথা ব্যথা সহ চোখ ফুলে লাল হয়ে যেত, দীর্ঘ দুই ঘন্টা একনাগারে মাথা ব্যথা থাকতো, দরজা জানালা বন্ধ করে শুয়ে থাকতে হতো
আলো সহ্য করতে পারত না,
প্রচুর পরিমাণে নাপা প্যারাসিটামল খেতে হতো।
উনিও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।

🔶জন্মের চার মাস পর থেকে থ্যালাসেমিয়া ধরা পড়েছে এবং জ্বর, সর্দি, ডায়রিয়া, খাবারে অরুচি, পেটে ব্যথা এবং দুর্বলতার জন্য আমাদের চিকিৎসা নিয়ে এখন ভালো আছে,আলহামদুলিল্লাহ।
যেখানে রক্তের পয়েন্ট থাকতো ৬.৫ সেখানে এখন রক্তের পয়েন্ট থাকে ১০.২ বিগত তিন বছর তাকে কোন রক্ত দিতে হয়নি,
এখন তাকে আর রক্ত দিতে হয় না সে এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ।
এরকম অসংখ্য রোগী যাদের প্রতি মাসে দুই থেকে ৪ ব্যাগ রক্ত নিতে হতো, আমাদের কাছে চিকিৎসা নিয়ে এখন ভালো আছে।

🔶ছোটবেলা থেকে পুরু শরীরে পা থেকে গলা পর্যন্ত দাউদ একজিমা মাসিকের গোলযোগ লিকুরিয়া প্রসাবের জ্বালাপোড়া ঘুমের সমস্যা, আমাদের চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এবং এখন পর্যন্ত ভালো আছে।
🔶যে খোস পাঁচড়ার বা স্কেবিসের, জন্য ঘুমাতে পারতো না
সারা দিন-রাত চুলকানি হতো,সারা রাত চুলকাতে হতো হাত পা মাথার তালুর চামড়া, একদম পঁচে গিয়েছিল নোখ সহকারে পঁচে গিয়েছিল। সেও আমাদের চিকিৎসা নিয়ে পুরোপুরি স্কেবিস মুক্ত হয়েছে। এবং পুরো শরীরের চামড়া নতুন করে গঠন হয়েছে লোখ গুলো নতুন করে উঠেছে।
এখন গরুর মাংস এবং ইলিশ মাছ সব ধরনের খাবার খেতে পারছে । আলহামদুলিল্লাহ।
🔶 প্রচন্ড জ্বর, ১০৩ ডিগ্রী ফারেনহাইট,
কোনভাবেই জ্বর কমছে না, কোষ্ঠকাঠিন্য, খাবারে অরুচি
মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা জন্য আমাদের চিকিৎসা নিয়ে, এরকম অসংখ্য শিশু রোগী মাত্র দুই ঘন্টার মধ্যে শরীরে তাপমাত্রা ৯৮ ডিগ্রিতে নেমেছে, এবং অতি দ্রুত সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ্।

🔶ব্রেস্ট টিউমারে
একজন মধ্যম বয়সী মহিলা সহ
২ জন কিশোরী বয়সের মেয়ের ব্রেস্টটিউমার এবং লিকুরিয়া, মাসিকের গোলযোগের জন্য আমাদের কাছে চিকিৎসা নিয় সম্পূর্ণ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ।

🔶থাইরয়েডের সমস্যা সহ
লিকুরিয়া এবং মাসিকের ব্যাথাও মাসিকের গোলযোগ মাইগ্রেন ভালো হয়েছে থাইরয়েডের পরিমাণ নরমাল ভেলুতে আসছে। আলহামদুলিল্লাহ।

🔶গ্যাস্ট্রিক এবং হাই প্রেসারের রগী
যারা প্রতিদিন ওষুধ খেত তাদের এখন আর প্রতিদিন গ্যাস্ট্রিক এবং হাই প্রেসার এর ওষুধ খেতে হয় না
আমাদের চিকিৎসায় ভালো আছে।

🔶ওভারিয়ান সিস্ট, মাসিকের গোলযোগ, মানোসিক সমস্যা, লিকুরিয়ার, কারণে বন্ধ্যাত্ব হয়ে
আমাদের চিকিৎসায় বন্ধ্যাত্ব ভালো হয়ে পাঁচ বছর পর মা হয়েছেন আলহামদুলিল্লাহ।
🔶প্রসাবে জ্বালাপোড়া, লিকুরিয়া এবং মাসিকের ব্যথার জন্য প্রতিমাসে ব্যথার ওষুধ খেতে হতো
সেও আমাদের চিকিৎসা নিয়ে ভালো হয়েছে।
এখন আর তার মাসিকের সময় ব্যথা এবং প্রসাবে জ্বালাবো হয়না। আলহামদুলিল্লাহ।

🔶মুখে ব্রণ, মাসিকের গোলযোগ, লিকুরিয়া,
নাকে পলিপাস, সাইনোসাইটিস এবং কোল্ড এলার্জি, ডাস্ট এলার্জি তে ভুগছিল ছোটবেলা থেকে এই সমস্যা গুলোও ভালো হয়েছে আমাদের চিকিৎসায়।
যে রাতে ঘুম থেকে উঠে বসে থাকতো
দম বন্ধ হয়ে আসতো ঘুমাতে পারত না, নাক বন্ধ হয়ে যেতো,
বুকে কফ জমে থাকতো,
নেবুলাইজ দিতে হতো এবং মানসিক অস্থিরতার কারণে হাত পা ঘেমে যেত ঘামে দুর্গন্ধ হতো তাও আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ভাল হয়েছে আলহামদুলিল্লাহ।

এই পর্যন্ত অসংখ্য রোগী তাদের বিভিন্ন জটিল রোগ নিয়ে আমাদের কাছে এসেছে।
তাদেরকে সঠিকভাবে নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়েছি।যারা ধৈর্য ধরে চিকিৎসা নিয়েছে তারাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
শেয়ার করে অন্যদের জানাতে পারেন 💚

ডা. রিফাত আক্তার
---

🌸 ইনফার্টিলিটি আর নয় – মাতৃত্ব এখন হোমিওপ্যাথিতে সম্ভব ইনশাআল্লাহ 🌸👩‍🍼 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান  নিত ...
29/08/2025

🌸 ইনফার্টিলিটি আর নয় – মাতৃত্ব এখন হোমিওপ্যাথিতে সম্ভব ইনশাআল্লাহ 🌸

👩‍🍼 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান নিত ব্যার্থ হচ্ছেন।
এর প্রধান কারণ হতে পারে –
✔️অনিয়মিত মাসিক এবং লিউকেরিয়া
✔️জরায়ুতে টিউমার এবং ওভারিয়ান সিস্ট
✔️ডিম্বাণু বা শুক্রাণুর সমস্যা
✔️PCOS/PCOD
✔️হরমোনাল ভারসাম্যহীনতা
✔️ফ্যালোপিয়ান টিউবের জটিলতা
✔️বারবার গর্ভপাত হওয়াএবং রক্ত স্বল্পতা
✔️মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা
আমরা এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করে তুলবো এবং সন্তান ধারণের উপযুক্ত করে আপনার কোল আলো করে সন্তান আসবে ইনশাআল্লাহ।
---
🌿 হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা যা করি:

✅ শরীরের ভেতরের প্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তুলি
✅ হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনি
✅ ডিম্বাণু ও জরায়ুর কার্যক্ষমতা উন্নত করি
✅ মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস তৈরি করি
✅ ধীরে ধীরে গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়াকে সহজ করি
---
✨ আমরা প্রতিটি রোগীকে আলাদাভাবে দেখি, তাদের শারীরিক অবস্থা ও ইতিহাস অনুযায়ী চিকিৎসা দিই।

📦 যারা দেশে কিংবা বিদেশে দূরদূরান্তে আছেন তাদের জন্য, অনলাইনের মাধ্যমে প্রেসক্রিপশন করে চিকিৎসা দেওয়া হয়। ডি এইচ এল এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওষুধ রোগীর কাছে পৌঁছে দেওয়া হয়।
---
💬 আজই যোগাযোগ করুন,
আপনার মা হওয়ার স্বপ্ন এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ 🌸

📍 রিফাত হোমিও হেলথ কেয়ার
⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে।
👉 এতে আপনার সময় নষ্ট হবে না, আর আমরা প্রতিটি রোগীকে যথাযথ সময় দিতে পারব।

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
✅ যারা সরাসরি চিকিৎসা নিতে চান, তারা আগেই ফোনে জানিয়ে নির্দিষ্ট সময়ে আসুন।
✅ আর যারা ব্যস্ত বা দূরে থাকেন, তারা ফোন/অনলাইনে সময় বুক করে নিন।

✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর কবি বেনজির বাগান বাড়ি,ঢাকা-১২১৭ ]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]




29/08/2025

🌸 ইনফার্টিলিটি আর নয় – মাতৃত্ব এখন হোমিওপ্যাথিতে সম্ভব ইনশাআল্লাহ 🌸

👩‍🍼 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান নিত ব্যার্থ হচ্ছেন।
এর প্রধান কারণ হতে পারে –
✔️অনিয়মিত মাসিক এবং লিউকেরিয়া
✔️জরায়ুতে টিউমার এবং ওভারিয়ান সিস্ট
✔️ডিম্বাণু বা শুক্রাণুর সমস্যা
✔️PCOS/PCOD
✔️হরমোনাল ভারসাম্যহীনতা
✔️ফ্যালোপিয়ান টিউবের জটিলতা
✔️বারবার গর্ভপাত হওয়াএবং রক্ত স্বল্পতা
✔️মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা
আমরা এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করে তুলবো এবং সন্তান ধারণের উপযুক্ত করে আপনার কোল আলো করে সন্তান আসবে ইনশাআল্লাহ।
---
🌿 হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা যা করি:

✅ শরীরের ভেতরের প্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তুলি
✅ হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনি
✅ ডিম্বাণু ও জরায়ুর কার্যক্ষমতা উন্নত করি
✅ মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস তৈরি করি
✅ ধীরে ধীরে গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়াকে সহজ করি
---
✨ আমরা প্রতিটি রোগীকে আলাদাভাবে দেখি, তাদের শারীরিক অবস্থা ও ইতিহাস অনুযায়ী চিকিৎসা দিই।

📦 যারা দেশে কিংবা বিদেশে দূরদূরান্তে আছেন তাদের জন্য, অনলাইনের মাধ্যমে প্রেসক্রিপশন করে চিকিৎসা দেওয়া হয়। ডি এইচ এল এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওষুধ রোগীর কাছে পৌঁছে দেওয়া হয়।
---
💬 আজই যোগাযোগ করুন,
আপনার মা হওয়ার স্বপ্ন এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ 🌸

📍 রিফাত হোমিও হেলথ কেয়ার
⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে।
👉 এতে আপনার সময় নষ্ট হবে না, আর আমরা প্রতিটি রোগীকে যথাযথ সময় দিতে পারব।

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
✅ যারা সরাসরি চিকিৎসা নিতে চান, তারা আগেই ফোনে জানিয়ে নির্দিষ্ট সময়ে আসুন।
✅ আর যারা ব্যস্ত বা দূরে থাকেন, তারা ফোন/অনলাইনে সময় বুক করে নিন।

✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর কবি বেনজির বাগান বাড়ি,ঢাকা-১২১৭ ]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]





🌸 ইনফার্টিলিটি আর নয় – মাতৃত্ব এখন হোমিওপ্যাথিতে সম্ভব ইনশাআল্লাহ 🌸👩‍🍼 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান  নিত ...
29/08/2025

🌸 ইনফার্টিলিটি আর নয় – মাতৃত্ব এখন হোমিওপ্যাথিতে সম্ভব ইনশাআল্লাহ 🌸

👩‍🍼 অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান নিত ব্যার্থ হচ্ছেন।
এর প্রধান কারণ হতে পারে –
✔️অনিয়মিত মাসিক এবং লিউকেরিয়া
✔️জরায়ুতে টিউমার এবং ওভারিয়ান সিস্ট
✔️ডিম্বাণু বা শুক্রাণুর সমস্যা
✔️PCOS/PCOD
✔️হরমোনাল ভারসাম্যহীনতা
✔️ফ্যালোপিয়ান টিউবের জটিলতা
✔️বারবার গর্ভপাত হওয়াএবং রক্ত স্বল্পতা
✔️মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা
আমরা এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করে তুলবো এবং সন্তান ধারণের উপযুক্ত করে আপনার কোল আলো করে সন্তান আসবে ইনশাআল্লাহ।
---
🌿 হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা যা করি:

✅ শরীরের ভেতরের প্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তুলি
✅ হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনি
✅ ডিম্বাণু ও জরায়ুর কার্যক্ষমতা উন্নত করি
✅ মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস তৈরি করি
✅ ধীরে ধীরে গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়াকে সহজ করি
---
✨ আমরা প্রতিটি রোগীকে আলাদাভাবে দেখি, তাদের শারীরিক অবস্থা ও ইতিহাস অনুযায়ী চিকিৎসা দিই।

📦 যারা দেশে কিংবা বিদেশে দূরদূরান্তে আছেন তাদের জন্য, অনলাইনের মাধ্যমে প্রেসক্রিপশন করে চিকিৎসা দেওয়া হয়। ডি এইচ এল এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওষুধ রোগীর কাছে পৌঁছে দেওয়া হয়।
---
💬 আজই যোগাযোগ করুন,
আপনার মা হওয়ার স্বপ্ন এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ 🌸

📍 রিফাত হোমিও হেলথ কেয়ার
⏰ চেম্বার ভিজিট (সরাসরি দেখা)
👉 প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
👉 তবে চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করতে হবে।
👉 এতে আপনার সময় নষ্ট হবে না, আর আমরা প্রতিটি রোগীকে যথাযথ সময় দিতে পারব।

📞 অ্যাপয়েন্টমেন্ট (ফোন/অনলাইনে বুকিং)
👉 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত
👉 এই সময়ে কল বা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
✅ যারা সরাসরি চিকিৎসা নিতে চান, তারা আগেই ফোনে জানিয়ে নির্দিষ্ট সময়ে আসুন।
✅ আর যারা ব্যস্ত বা দূরে থাকেন, তারা ফোন/অনলাইনে সময় বুক করে নিন।

✨ আমাদের লক্ষ্য — প্রতিটি রোগীকে যথাযথ সময় দিয়ে সঠিক চিকিৎসা দেওয়া।

📍 ঠিকানা: [উত্তর শাহজাহানপুর কবি বেনজির বাগান বাড়ি,ঢাকা-১২১৭ ]
📱 কল/হোয়াটসঅ্যাপ: [০১৮৯২৬৮৪৮৮৮]









Rifat Homeo Health  Care  পর্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, নিরাপদ চিকিৎসা -সুস্থ জীবন🩺 যারা সরাসরি এসে ডাক্তার দেখাতে চান, তাদে...
22/08/2025

Rifat Homeo Health Care
পর্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, নিরাপদ চিকিৎসা -সুস্থ জীবন

🩺 যারা সরাসরি এসে ডাক্তার দেখাতে চান, তাদের জন্য দারুন সুযোগ।
বিশ্বাস ও যত্নে গড়ে উঠুক আপনার সুস্থ জীবনের পথ।

📞 যোগাযোগ:
হোয়াটসঅ্যাপ /ইমু [০১৮৯২৬৮৪৮৮৮]
📍চেম্বারের ঠিকানা: [উত্তর শাহজাহানপুর,কবি বেনুজির বাগান বাড়ি, ঢাকা-১২১৭]

🕰️ রোগী দেখার সময়: [ দুপুর ১২ টা – বিকাল ৪ টা ]
যেকোনো রোগের বিষয়ে পরামর্শের জন্য ফোনে সিরিয়াল নিতে :-(সকাল ৯ টা থেকে রাত ১০টা)

ডা.রিফাত আক্তার




🌿 শরীরের নিজের শক্তিকে জাগিয়ে তোলাই হোমিওপ্যাথি! 🌿আমাদের শরীরের ভেতরে অসাধারণ এক প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা আছে।কিন্তু ভু...
10/08/2025

🌿 শরীরের নিজের শক্তিকে জাগিয়ে তোলাই হোমিওপ্যাথি! 🌿

আমাদের শরীরের ভেতরে অসাধারণ এক প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা আছে।
কিন্তু ভুল জীবনযাপন, মানসিক চাপ, দূষণ আর ওষুধের ভুল ব্যবহার—এসব কারণে সেই ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।
এভাবেই ছোট ছোট সমস্যা থেকে শুরু হয়ে তৈরি হয় বড় বড় জটিল রোগ।

হোমিওপ্যাথি ওষুধ, আপনার শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলে, যেন আপনার নিজের শক্তিই রোগের বিরুদ্ধে লড়াই করে।

📌 পার্শ্বপ্রতিক্রিয়া নেই
📌 দীর্ঘমেয়াদী ফলাফল
📌 রোগের মূল কারণের চিকিৎসা

🩺 আমরা চিকিৎসা দেই শুধু রোগের জন্য নয়, রোগীর জন্য।
আপনার বয়স, শারীরিক গঠন, জীবনধারা, মানসিক অবস্থা—সবকিছু বিশ্লেষণ করে নির্দিষ্ট চিকিৎসা দেওয়া হয়।
ফল? শরীর সুস্থ, মন শান্ত, জীবন সুন্দর। 💚

📍 পুরুষের জন্য:
হরমনের সমস্যা, পুরুষ বন্ধ্যাত্ব, প্রস্রাবে জ্বালাপোড়া ও ইনফেকশন, মাইগ্রেনের ব্যথা, ঘুমের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেসার, স্কিন এলার্জি, দাদ, একজিমা, আঁচিল, সাইনোসাইটিস, নাকে পলিপাস, মানসিক রোগ এবং সার্বিক সমস্যা।

মহিলাদের জন্য:
বন্ধ্যাত্ব, বাত ব্যাথা, থাইরয়েড, হরমনের সমস্যা, প্রস্রাবে জ্বালাপোড়া ও ইনফেকশন, মাইগ্রেনের ব্যথা, ঘুমের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেসার, স্কিন এলার্জি, মানসিক রোগ, ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার, মাসিকের ব্যথা, সাদা স্রাব, জরায়ুর মুখে ইনফেকশন ও জ্বালাপোড়া এবং সার্বিক সমস্যা।

শিশুদের জন্য:
থ্যালাসেমিয়া, স্কেবিজ, স্কিন এলাজি, জ্বর, ঠান্ডা, কাশি, হাম, পক্স, খাবারে অরুচি, মানসিক রোগ, কোল্ড / ডাস্ট এলার্জি ছোট/বড় ফোড়া এবং সার্বিক সমস্যা।
এছারা যেকোনো নতুন এবং দীর্ঘদিনের জটিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়।

(এখনই প্রাকৃতিক চিকিৎসার পথে ফিরে আসুন)

Rifat Homeo Health Care
পর্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, নিরাপদ চিকিৎসা -সুস্থ জীবন

🩺 যারা সরাসরি এসে ডাক্তার দেখাতে চান, তাদের জন্য দারুন সুযোগ।
বিশ্বাস ও যত্নে গড়ে উঠুক আপনার সুস্থ জীবনের পথ।

📞 যোগাযোগ:
হোয়াটসঅ্যাপ /ইমু [০১৮৯২৬৮৪৮৮৮]
📍চেম্বারের ঠিকানা: উত্তর শাহজাহানপুর,
কবি বেনজির বাগান বাড়ি, ঢাকা-১২১৭]

🕰️ রোগী দেখার সময়: [ দুপুর ১২ টা – বিকাল ৪ টা ]
যেকোনো রোগের বিষয়ে পরামর্শের জন্য ফোনে সিরিয়াল নিতে :-(সকাল ৯ টা থেকে রাত ১০ টা)

ডা.রিফাত আক্তার

✨ “আপনার সুস্থতাই আমাদের দায়িত্ব” – প্রাকৃতিক চিকিৎসার পথে আজই যাত্রা শুরু করুন! ✨

🕊️ একজন বীর পাইলটকে শ্রদ্ধা 🕊️এই আকাশ আজ যেন আরও নীরব।এই দেশ আজ হারিয়েছে এক সাহসী সন্তানকে।গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড...
22/07/2025

🕊️ একজন বীর পাইলটকে শ্রদ্ধা 🕊️

এই আকাশ আজ যেন আরও নীরব।
এই দেশ আজ হারিয়েছে এক সাহসী সন্তানকে।

গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় আমাদের প্রাণপ্রিয় ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম শহীদ হয়েছেন।
এটি শুধুই একটি বিমান দুর্ঘটনা নয়—এটি আমাদের হৃদয়ের চিড়, একটি পরিবারের জীবনের আলো নিভে যাওয়া।

একজন ক্যাডেট থেকে ক্যাপ্টেন—এই পথ কোনো ফুলে ভরা ছিল না। রাত জেগে অধ্যয়ন, কঠোর শৃঙ্খলা, অগণিত ঘাম, ত্যাগ আর আত্মনিয়ন্ত্রণের ফলেই এই মানুষটি বাঙালির আকাশের গর্ব হয়ে উঠেছিলেন।

তিনি চাইলেই প্যারাস্যুট দিয়ে লাফিয়ে নিজেকে বাঁচাতে পারতেন। কিন্তু না, তিনি চেষ্টা করেছেন বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে।
নিজের জীবন দিয়ে তিনি বহু প্রাণ বাঁচিয়েছেন।

আজ তার মা-বাবা, পরিবার তাকিয়ে আছেন শূন্যতার দিকে।
তাদের চোখে আজ প্রশ্ন—এমন একটি যান্ত্রিক ত্রুটি কেন আমাদের ছেলেটিকে কেড়ে নিল?

তৌকির ছিল আকাশের চাঁদ, আমাদের গর্ব, আমাদের ভাই।
সে চিরতরে আকাশেই মিশে গেল।

আমরা "রিফাত হোমিও হেলথ কেয়ার" পরিবারের পক্ষ থেকে এই বীর শহীদকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।







📢 সচেতনতামূলক পোস্ট:🕌 ঈদের আনন্দ হোক নিরাপদ! 🐄 শিশুদের সঙ্গে গরু দেখতে যাচ্ছেন? সচেতন হোন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে!ঈদুল আ...
31/05/2025

📢 সচেতনতামূলক পোস্ট:

🕌 ঈদের আনন্দ হোক নিরাপদ! 🐄 শিশুদের সঙ্গে গরু দেখতে যাচ্ছেন? সচেতন হোন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে!

ঈদুল আযহার আগের এই সময়টাতে আমরা অনেকেই শিশুদের নিয়ে গরু দেখতে যাই।
তাদের মুখে একরাশ কৌতূহল আর আনন্দ — কিন্তু এই আনন্দ যেন দুর্ঘটনায় না রূপ নেয়,
সেজন্য গার্ডিয়ানদের কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:

✅ শিশুর হাত ছেড়ে দেবেন না
বাজার বা ঘাটে ভিড়ের মধ্যে বাচ্চারা খুব সহজেই হারিয়ে যেতে পারে।

✅ গরুর খুব কাছে যেতে দেবেন না
গরু হঠাৎ দৌড়াতে পারে বা ভয় পেয়ে মারতে পারে।

✅ পেছন থেকে গরুর কাছে না যেতে বলুন
পেছন দিক থেকে গরু সহজেই লাথি মারতে পারে।

✅ ফুটপাত বা নিরাপদ জায়গায় দাঁড়ান
রাস্তার মাঝখানে বা ট্রাকের সামনে দাঁড়ালে দুর্ঘটনা হতে পারে।

✅ গরমে পানির বোতল ও হালকা খাবার রাখুন
হাটে অনেক সময় দীর্ঘক্ষণ থাকতে হয় — পানিশূন্যতা যেন না হয়।

✅ ছোটরা যেন গরু ধরতে না যায় বা ট্রাকের ওপর না ওঠে
এই বয়সে তাদের ভারসাম্য কম, পড়ে যেতে পারে।

🎈 শিশুদের আনন্দ দিন, কিন্তু নিরাপত্তার দিকেও রাখুন নজর।
ঈদের আনন্দ হোক সবার জন্য নিরাপদ ও সুন্দর।

ডা.রিফাত আক্তার

#ঈদুলআযহা #শিশু_সচেতনতা #নিরাপদ_ঘোরাঘুরি #কোরবানির_হাট #সচেতন_গার্ডিয়ান

Address

391/North Shahjahanpur. , Uttara Bank Goli.
Dhaka
1217

Telephone

+8801892684888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rifat Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram