Hijama Health Revolution

Hijama Health Revolution অল্টারনেটিভ চিকিৎসায় সাস্থ্যখাত
এগিয়ে যাবে আরেক ধাপ

সুন্নাহ্ ভিত্তিক চিকিৎসা নেই
সুস্থ জীবন গড়ি

আপনার সমস্যা জানাতে: 01992-575874

অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে গিয়ে আর নিতে হবেনা ফিজিওথেরাপি সেবা! একটি মাত্র কল করেই সাশ্রয়ী খরচে ঘরে বসেই পেয়ে যাবেন অভিজ্ঞ আকুপাংচারিস্ট দ্বারা আকুপাংচার সুবিধা। তাহলে আর দেরি না করে কল করুন আজই।
হটলাইন: 📞01608039350
#আমাদের_সেবাসমূহ :
★ স্ট্রোক জনিত প্যারালাইসিস
★ মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
★ স্পাইনাল কর্ড ইনজুরি
★ প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেস।
★ মাংশপেশী ব্যথা ও শুকিয়ে যাওয়া
★ ফ্রোজেন সোল্ডার
★ হাত পা অবশ ও ঝিনঝিন করা
★ ডিস্ক প্রলেপস জনিত ব্যথা
★ টিস্যু ইনজুরি
★ মাসেল ইনজুরি
★ PLID
★ ব্যাক পেইন বা পিঠে ব্যথা
★ GBS
★ মুখ বেকে যাওয়া বা বেলস পালসি
★ বার্ধক্যজনিত সমস্যা চিকিৎসার ক্ষেএে ও বাত, ব্যথা
★ হাঁটু ও গোড়ালীর ব্যথা ইত্যাদি
আমাদের সাথে যোগাযোগঃ 01608039350

মাইগ্রেন ব্যথায় হিজামা থেরাপির উপকারিতা‼️মাইগ্রেন শুধু সাধারণ মাথাব্যথা নয়—এটি দীর্ঘদিনের যন্ত্রণা, বমি ভাব, আলো-শব্দে অ...
04/12/2025

মাইগ্রেন ব্যথায় হিজামা থেরাপির উপকারিতা‼️

মাইগ্রেন শুধু সাধারণ মাথাব্যথা নয়—এটি দীর্ঘদিনের যন্ত্রণা, বমি ভাব, আলো-শব্দে অস্বস্তি ও মানসিক চাপ সৃষ্টি করে। হিজামা (Cupping Therapy) একটি প্রাকৃতিক ও সুন্নাহ সম্মত চিকিৎসা পদ্ধতি, যা বহু মাইগ্রেন রোগীর ক্ষেত্রে কার্যকর উপকার দিয়ে থাকে, ইনশাআল্লাহ।

✅ মাইগ্রেনে হিজামার প্রধান উপকারিতা

১️⃣ মাথার জমাট রক্ত ও টক্সিন বের করে
মাইগ্রেনে মাথা ও ঘাড়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। হিজামা সেই জমাট রক্ত ও বর্জ্য বের করে দিয়ে স্বাভাবিক ব্লাড সার্কুলেশন ফিরিয়ে আনে।

২️⃣ স্নায়ুর উপর চাপ কমায়
মাইগ্রেন মূলত স্নায়বিক সমস্যা। হিজামা স্নায়ুকে প্রশমিত করে এবং অতিরিক্ত টেনশন দূর করে।

৩️⃣ ব্যথার তীব্রতা ও ফ্রিকোয়েন্সি কমায়
নিয়মিত হিজামা করলে মাইগ্রেন অ্যাটাক কম আসে এবং ব্যথার তীব্রতা ধীরে ধীরে হ্রাস পায়।

৪️⃣ মানসিক চাপ ও ঘুমের সমস্যা দূর করে
মাইগ্রেনের সাথে দুশ্চিন্তা ও অনিদ্রা জড়িত। হিজামা শরীরকে রিল্যাক্স করে গভীর ঘুমে সাহায্য করে।

৫️⃣ ওষুধ নির্ভরতা কমায়
দীর্ঘদিন পেইনকিলার খেলে কিডনি-লিভারের ক্ষতি হতে পারে। হিজামা প্রাকৃতিক উপায়ে আরোগ্যের পথ তৈরি করে।

📍 মাইগ্রেনের জন্য হিজামার গুরুত্বপূর্ণ পয়েন্ট

▪️ঘাড়ের পেছনে (কাহিল)

▪️মাথার দুই পাশ

▪️কাঁধের উপরিভাগ
(অবশ্যই প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট দ্বারা করা উচিত)

🕋 ইসলামী দৃষ্টিকোণ

রাসূলুল্লাহ ﷺ হিজামা করিয়েছেন এবং এটি সুন্নাহ। শারীরিক ও রূহানী—উভয় দিক থেকেই এতে শিফা রয়েছে, আল্লাহর ইচ্ছায়।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

▪️খুব দুর্বল বা অ্যানিমিয়ায় ভুগলে আগে পরামর্শ নিন
▪️গর্ভবতী নারীদের বিশেষ সতর্কতা প্রয়োজন
▪️অভিজ্ঞ থেরাপিস্ট ছাড়া হিজামা করাবেন না

⛔আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

03/12/2025

দেখুন Pepsi বা কোমল পানীয় খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়?👇

কোন রোগের জন্য শরীরের কোন জায়গায় হিজামা করা লাগে চলুন ছবিতে দেখে নেই👇⚠️আমাদের অভিজ্ঞ রাক্বি দ্বারা হিজামা করাতে সরাসরি য...
03/12/2025

কোন রোগের জন্য শরীরের কোন জায়গায় হিজামা করা লাগে চলুন ছবিতে দেখে নেই👇

⚠️আমাদের অভিজ্ঞ রাক্বি দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

02/12/2025

হিজামা নিয়ে ইসলাম কি বলে⁉️

⚠️আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

🩺 হিজামা কি? কেনো করা যায়?✅ হিজামা কি?হিজামা (Cupping Therapy) হলো একটি প্রাচীন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের ...
02/12/2025

🩺 হিজামা কি? কেনো করা যায়?

✅ হিজামা কি?

হিজামা (Cupping Therapy) হলো একটি প্রাচীন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের নির্দিষ্ট স্থানে কাপ লাগিয়ে দূষিত ও জমে থাকা রক্ত বের করা হয়।
এটি রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাহ চিকিৎসা হিসেবেও পরিচিত।

✅ কেনো হিজামা করা হয়?

হিজামা করার মূল উদ্দেশ্য হলো শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনা।

হিজামার প্রধান উপকারিতা—

🩸 দূষিত রক্ত বের করে শরীর হালকা করে

😖 মাথাব্যথা, মাইগ্রেন, ঘাড়–কোমর ব্যথা কমায়

🩺 উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

🤕 জয়েন্ট ও মাংসপেশির ব্যথা উপশম করে

😴 মানসিক চাপ, উদ্বেগ ও ঘুমের সমস্যা কমায়

🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

✅ কারা হিজামা করতে পারেন?

সাধারণভাবে সুস্থ পুরুষ–মহিলা সবাই করতে পারেন।
⚠️তবে গর্ভবতী নারী, রক্তশূন্যতা বা গুরুতর অসুস্থতায় ভোগা ব্যক্তিদের আগে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।

⛔আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

01/12/2025

চলুন জেনে নেই 👇

ডায়াবেটিসে হিজামা থেরাপিকে সহায়ক চিকিৎসা হিসেবে ধরা হয়। এটি একক চিকিৎসা নয়, তবে নিয়মিত চিকিৎসা ও লাইফস্টাইলের সঙ্গে করলে...
01/12/2025

ডায়াবেটিসে হিজামা থেরাপিকে সহায়ক চিকিৎসা হিসেবে ধরা হয়। এটি একক চিকিৎসা নয়, তবে নিয়মিত চিকিৎসা ও লাইফস্টাইলের সঙ্গে করলে বেশ কিছু উপকার দেখা যায়।

🔹 ডায়াবেটিসে হিজামার বিস্তারিত উপকারিতা

১) রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
হিজামা শরীরের অতিরিক্ত দূষিত ও স্থবির রক্ত বের করে দেয়, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমতে সাহায্য করে এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে।

২) রক্ত সঞ্চালন উন্নত করে
ডায়াবেটিসে হাত-পা ঝিনঝিনি, ঠান্ডা ভাব বা অবশতা হয়। হিজামা রক্ত চলাচল বাড়িয়ে এসব সমস্যা কমাতে সাহায্য করে।

৩) প্রদাহ ও জটিলতা কমায়
ডায়াবেটিসে শরীরে লুকানো প্রদাহ (Inflammation) থাকে। হিজামা তা কমিয়ে কিডনি, চোখ ও স্নায়ুর ক্ষতির ঝুঁকি কিছুটা হ্রাস করতে পারে।

৪) মানসিক চাপ ও ক্লান্তি কমায়
ডায়াবেটিক রোগীরা সহজে ক্লান্ত হন ও মানসিক চাপ অনুভব করেন। হিজামা স্নায়ু শান্ত করে, ঘুম ও মনঃসংযোগ ভালো করে।

৫) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে শরীর নিজেই রোগের সঙ্গে লড়াই করার শক্তি পায়।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

হিজামা ইনসুলিন বা ওষুধের বিকল্প নয়

খুব দুর্বল, অ্যানিমিয়া বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে আগে চিকিৎসকের পরামর্শ জরুরি

প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট দ্বারা করানো উচিত

👉আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

30/11/2025

জেনে নিন👇

IBS এমন একটি দীর্ঘমেয়াদি সমস্যা যেখানে পেটব্যথা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পেট ফুলে থাকা ও মানসিক অস্বস্তি একসাথে ...
30/11/2025

IBS এমন একটি দীর্ঘমেয়াদি সমস্যা যেখানে পেটব্যথা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পেট ফুলে থাকা ও মানসিক অস্বস্তি একসাথে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে IBS স্ট্রেস, স্নায়ুর দুর্বলতা ও হজম ব্যবস্থার ভারসাম্যহীনতার সাথে জড়িত।

✅ হিজামা কীভাবে IBS-এ সহায়ক‼️

▪️স্ট্রেস ও স্নায়বিক চাপ কমায়: হিজামা রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে, যা IBS-এর বড় ট্রিগার স্ট্রেস কমায়।

▪️হজম ক্ষমতায় ইতিবাচক প্রভাব: নির্দিষ্ট পয়েন্টে হিজামা করালে পেট ও অন্ত্রের কার্যকারিতা সমর্থন পায়।

▪️গ্যাস ও পেট ফাঁপা কমাতে সহায়ক: দেহের জমে থাকা টক্সিন বের হতে সাহায্য করায় পেটের ভারি ভাব কমে।

▪️ওষুধ নির্ভরতা কমাতে ভূমিকা রাখে: নিয়মিত সঠিক পদ্ধতিতে করলে অনেকেই উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে পারেন।

✅ কোন জায়গায় হিজামা করা হয় (সাধারণ ধারণা)

সাধারণত পিঠ, মেরুদণ্ডের নির্দিষ্ট অংশ ও হজম সংশ্লিষ্ট পয়েন্টে প্রশিক্ষিত থেরাপিস্ট হিজামা করে থাকেন।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

IBS মারাত্মক রোগ নয়, তবে জীবনযাত্রার মান নষ্ট করে দিতে পারে।

হিজামা অবশ্যই অভিজ্ঞ ও প্রশিক্ষিত থেরাপিস্ট দ্বারা করানো উচিত।

এটি সহায়ক থেরাপি, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও ডায়েট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

👉 সঠিক জীবনযাপন, স্ট্রেস কন্ট্রোল, হালকা খাবার ও হিজামা—এই সমন্বয় IBS নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে কার্যকর।

⚠️আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

29/11/2025

কোন বয়সী মানুষদের জন্য কোন হিজামা বেশ কার্যকর চলুন জেনে নেই 👇

⚠️আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন : 01992-575874

খেলাধুলার ব্যথায় হিজামা থেরাপি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই চলুন👇✅খেলাধুলার ব্যথায় হিজামার উপকারিতা: 1. মাংসপেশির ব্য...
27/11/2025

খেলাধুলার ব্যথায় হিজামা থেরাপি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই চলুন👇

✅খেলাধুলার ব্যথায় হিজামার উপকারিতা:

1. মাংসপেশির ব্যথা কমানো:
হিজামা থেরাপির মাধ্যমে মাংসপেশির চারপাশের রক্তে চাপ ও টক্সিন হ্রাস পায়। এটি ব্যথা ও অস্বস্তি কমাতে সহায়তা করে, বিশেষ করে জিম বা খেলাধুলার পরে।

2. দ্রুত রিকভারি:
হিজামা রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ বাড়ায়, যা মাংসপেশি ও নরম টিস্যুর দ্রুত পুনরুদ্ধারে সহায়ক। খেলোয়াড়দের দ্রুত মাঠে ফিরতে সাহায্য করে।

3. রক্ত সঞ্চালন উন্নত করা:
হিজামা ব্লাড ফ্লোকে সক্রিয় করে, যা টিস্যুর পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ বাড়িয়ে শরীরের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে।

4. ইনজুরি ঝুঁকি কমানো:
পেশি ও জয়েন্টকে রিল্যাক্স করে এবং ফ্লেক্সিবিলিটি বাড়ায়, ফলে চোট লাগার সম্ভাবনা কমে।

5. ক্লান্তি ও স্টিফনেস দূর করা:
দীর্ঘ সময় খেলাধুলার পরে পেশি শক্ত হয়ে যায়। হিজামা পেশি শিথিল করে এবং আরাম প্রদান করে।

6. মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি:
শরীরের মাংসপেশি ও জয়েন্টের আন্দোলন ক্ষমতা বাড়িয়ে, স্পোর্টস পারফরম্যান্স উন্নত করে।

7. হাড় ও জয়েন্ট সুস্থ রাখা:
জয়েন্টের চারপাশের রক্তসঞ্চালন বাড়িয়ে এবং প্রদাহ হ্রাস করে, ফলে হাড় ও জয়েন্টের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষা পায়।

8. পারফরম্যান্স বৃদ্ধি:
ব্যথা ও ক্লান্তি কমে গেলে খেলোয়াড় সহজে আরও বেশি অনুশীলন করতে পারে, যা সামগ্রিক পারফরম্যান্স বাড়ায়।

⚠️আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করাতে সরাসরি যোগাযোগ করুন: 01992-575874

Address

শনির আখড়া ওভার ব্রিজ সংলগ্ন, শনির আখড়া
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Health Revolution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Health Revolution:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram