27/09/2025
Vanadium Metallicum এর ব্যবহার......
1. রক্ত ও হিমোগ্লোবিন-
হিমোগ্লোবিন বৃদ্ধি করে। রক্তশূন্যতা (Anæmia), দুর্বলতা ও শীর্নতা (Emaciation)।
2. ইমিউন সিস্টেম-
ফ্যাগোসাইট (সংক্রমণরোধী কোষ) সক্রিয় ও বৃদ্ধি করে।
টক্সিনের ক্ষতিকর প্রভাব কমায়।
3. যকৃত ও রক্তনালী-
যকৃতের অবক্ষয় (Degenerative liver conditions)।
ফ্যাটি লিভার ও ফ্যাটি হার্ট।ধমনীর শক্ত হয়ে যাওয়া (Arterio-sclerosis), মস্তিষ্ক ও যকৃতের ধমনীর অ্যাথেরোমা।
4. স্নায়বিক লক্ষণ-
কাঁপুনি (Tremors), মাথা ঘোরা (Vertigo)।
হিস্টেরিয়া, বিষণ্ণতা, মানসিক অবসাদ।চোখের স্নায়ুর প্রদাহ (Neuro-retinitis) ও অন্ধত্ব।মস্তিষ্ক নরম হয়ে যাওয়া (Brain softening)।
5. শ্বাসতন্ত্র ও বক্ষ-
শুষ্ক, বিরক্তিকর, খিঁচুনি জাতীয় কাশি।কখনও রক্তক্ষরণসহ কাশি।সমগ্র বুকে উদ্বিগ্ন চাপ, হৃদপিণ্ড চেপে ধরা অনুভূতি।মনে হয় রক্তের জন্য মহাধমনীতে (Aorta) জায়গা নেই।
6. পরিপাকতন্ত্র-
ক্ষুধামান্দ্য (Anorexia)।গ্যাস্ট্রিক জ্বালা ও পরিপাকের সমস্যা।প্রস্রাবে অ্যালবুমিন, কাস্ট ও রক্ত।
7. দীর্ঘস্থায়ী রোগে প্রয়োগ-
যক্ষ্মা (Tuberculosis) — প্রাথমিক পর্যায়ে বিশেষ কার্যকর।দীর্ঘস্থায়ী বাত (Chronic rheumatism)।
ডায়াবেটিস।
----------------------------------------------------
ডা.মিজানুর রহমান বিজয়
মিজান অনলাইন হোমিও শপ
মিজান হোমিও হল
01937-500697