05/01/2026
LYSSINUM
Lyssin – উন্মত্ত কুকুরের লালা থেকে প্রস্তুত (Hydrophobinum)
সাধারণ প্রভাব:-প্রধানত স্নায়ুতন্ত্রে কাজ করে। হাড়ে ব্যথা থাকে। অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা থেকে নানা উপসর্গ দেখা যায়। ঝলমলে আলো বা চলমান পানি দেখলে খিঁচুনি হতে পারে।
মাথা:-লিসোফোবিয়া, অর্থাৎ পাগল হয়ে যাওয়ার ভয়। আবেগ, খারাপ খবর, এমনকি পানির কথা ভাবলেও উপসর্গ বেড়ে যায়। সব ইন্দ্রিয় অতিসংবেদনশীল। দীর্ঘদিনের মাথাব্যথা। কপালে গভীর খোঁচা বা গর্ত করার মতো ব্যথা।
মুখ:-বারবার থুতু ফেলার প্রবণতা। লালা ঘন ও আঠালো। গলা ব্যথা থাকে। বারবার গিলতে ইচ্ছে করে কিন্তু গিলতে কষ্ট হয়। পানি গিলতে গেলে বমিভাব বা গ্যাগিং হয়। মুখে ফেনা দেখা যেতে পারে।
পুরুষ;-অতিরিক্ত কামভাব। প্রিয়াপিজম অর্থাৎ দীর্ঘস্থায়ী লিঙ্গ উত্থান, ঘন ঘন বীর্যপাত। সহবাসের সময় বীর্যপাত না হওয়া। অণ্ডকোষ শুকিয়ে যাওয়া। অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা থেকে উপসর্গ।
নারী:-জরায়ু অতিসংবেদনশীল, নিজের গর্ভাশয়ের অস্তিত্ব টের পাওয়া। জরায়ু নিচে নেমে আসছে এমন অনুভূতি। যোনি সংবেদনশীল হওয়ায় সহবাসে ব্যথা (Berberis-এর মতো)। জরায়ুর স্থানচ্যুতি।
শ্বাসযন্ত্র;-কণ্ঠস্বরের স্বর বদলে যায়। কিছু সময় শ্বাস আটকে থাকে। শ্বাসপ্রশ্বাসের পেশিতে খিঁচুনিজনিত সংকোচন।
মল:-চলমান পানি দেখলে বা শব্দ শুনলে মলত্যাগের তীব্র বেগ। প্রচুর পানি মতো পাতলা পায়খানা, পেটে ব্যথাসহ। সন্ধ্যায় বেশি। চলমান পানি দেখলে প্রস্রাবেরও তীব্র বেগ।
হ্রাস বৃদ্ধি (Modalities):-চলমান বা ঢালা পানি দেখা বা শব্দে, এমনকি পানির কথা ভাবলেও খারাপ। ঝলমলে বা প্রতিফলিত আলোতে, রোদে, ঝুঁকে কাজ করলে উপসর্গ বাড়ে।
সম্পর্কিত ও তুলনীয় ওষুধ
Xanthium spinosum (Cockle) – জলাতঙ্কের জন্য নির্দিষ্ট বলা হয়; নারীদের দীর্ঘস্থায়ী সিস্টাইটিসে ব্যবহৃত।
Cantharis, Belladonna, Stramonium, Lachesis, Natrum muriaticum।
মাত্রা (Dose)
৩০তম শক্তি (30th potency),২০০তম শক্তি বা তার অধিক শক্তি
.....................................
ডা.মিজানুর রহমান বিজয়
মিজান হোমিও হল
মিজান অনলাইন হোমিও শপ
01937-500697