17/11/2025
সায়েম নামের এই রোগী যখন এসেছিল তার
বাম হাতে ছোট ছোট ফোড়া, পরে পুঁজ হয়ে ব্যথা বাড়তে থাকে।
রোগী জানালেন, প্রথমে চুলকানি পরে ছোট ছোট লাল দানা, ৮-১০ দিনের মধ্যে দানা ফুলে পুঁজ জমে, হাতের চামড়া স্পর্শ করলে তীব্র ব্যথা হয়।
আরেকটু গভীর ভাবে সময় নিয়ে জানলাম, চাপ দিলে ব্যথা “সুঁই ফুটানোর মতো”, ফোড়ার আশপাশ লাল ও ফোলা, স্পর্শে অসহ্য সংবেদনশীলতা, হাত গরম রাখলে আরাম হয়।
রোগীর ইতিহাস থেকে জানলাম, আগেও মাঝে মাঝে ফোড়া হতো, এলার্জিক স্কিনে তিনি মলম ব্যবহার করলে সাময়িকভাবে সারে, পরে আবার হয়।
যে উপসর্গগুলো গুরুত্ব দিয়েছিলাম তা হলো - Suppuration tendency, স্পর্শে অতিরিক্ত সংবেদনশীল, ব্যথা সুঁই ফুটানোর মতো, ঠাণ্ডায় খারাপ, গরমে ভালো, খুব irritability এই লক্ষনে ঔষধ দিয়েছিলাম Hepar Sulphuricum 200
ইনশাআল্লাহ দেখুন ১ মাসের মধ্যে রোগীর উন্নতি।