Dr Motiur Miazi

Dr Motiur Miazi "টাকা নয়, একজন মানুষের জীবনে সততাই মূল সম্পদ।"

06/06/2025

আমার সকল রোগী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই, ঈদ মোবারক।

এবারের ঈদ হয়ে উঠুক পরিবারকে একসাথে করার এক মিলনমেলা।

06/05/2025

কোন চিন্তা মাথায় ঢুকলে বের হয় না, এমন সমস্যায় হোমিওপ্যাথিক কার্যকরী ঔষধ।

ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736

01/05/2025

ঘুমের সমস্যায় হোমিওপ্যাথিক কার্যকরী ঔষধ।

ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736

17/04/2025

অতিরিক্ত গরমে শরীরের পানিশূন্যতা থেকেই অসুস্থতার প্রথম লক্ষ্মণ দেখা দেয়, তাই বেশি করে পানি পান করা ভীষণ জরুরি।

Dr Motiur Miazi

অতিরিক্ত হস্ত-মৈথু-ন কিংবা মাস্টা-বেশ-নের ফলে মানসিক দিক থেকে যেই পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহল...
18/02/2025

অতিরিক্ত হস্ত-মৈথু-ন কিংবা মাস্টা-বেশ-নের ফলে মানসিক দিক থেকে যেই পাঁচটা সমস্যায় রোগীরা ভুগে তা যদি ঠিক না করা যায়, তাহলে রোগীদের বছরের পর বছর এলোপ্যাথিক ঔষধ খেয়ে যেতে হয়। এলোপ্যাথিক ঔষধ খেলে সাময়িক সময় ভালো থাকে, খাওয়া ছেড়ে দিলে আবারো সমস্যাগুলো ফিরে আসে।

একজন রোগী দীর্ঘদিন এলোপ্যাথিক চিকিৎসা নেওয়ার পর একসময় নিজেই এটা উপলব্ধী করতে পারে, মানসিক দিক থেকে সুস্থ না হতে পারলে এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হবে না।

এই সমস্যায় ভুগতে থাকা বেশীরভাগ রোগীদের জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, যা কখনোই ভুলে থাকতে পারে না, যে কারণে তাদের মানসিক অবস্থাটা আরো জটিল দিকে যেতে থাকে।

যে পাঁচটি সমস্যা মানসিক সমস্যা অতিরিক্ত হস্ত-মৈথু-ন কিংবা মাস্টা-রবে-শন করার পর বেশীরভাগ রোগীদের হয়ে থাকবে তা হলোঃ-

১. কোন একটা ঘটনা মাথায় ঢুকলে সহজে বের করতে পারবে না।

২. নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাওয়া, মানসিকভাবে সাহস নিয়ে কিছু করতে ভয় পাবে।

৩. বিছানায় গেলে অহেতুক চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকবে।

৪. অনেক রাত পর্যন্ত মস্তিস্ক সজাগ থাকবে, যে কারনে চাইলে ও সহজে ঘুম আসবে না।

৫. স্মৃতিশক্তি কমে যাওয়ার কারনে মনে হবে, নতুন পরিবেশে কিংবা নতুন মানুষের সাথে পরিকল্পনা অনুযায়ী সব বলতে পারবো তো ? এই ভয়টা লেগেই থাকবে।

আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই সমস্যায় ভুগতে থাকা রোগীদের সঠিক চিকিৎসা করাতে হলে রোগীর শুধুমাত্র শারীরিক লক্ষণগুলো বুঝলেই হবে না, রোগীর মানসিক বর্তমান লক্ষণগুলো অবশ্যই মূল্যায়ন করতে হবে। এভাবে সকল লক্ষনকে মূল্যায়ন করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষের স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হয়েছে।

যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।

ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736

18/02/2025

চেম্বারে বেশিরভাগ রোগীর প্রধান সমস্যা, যে কোন বিষয়ে আত্মবিশ্বাস কমে যাওয়া৷

আত্মবিশ্বাস কমে যাওয়ার পেছনে শরীরের যে ফ্লুয়িডগুলো ভূমিকা রাখে, রোগীদের উচিত সেগুলো বাড়ানোতে মনযোগ দেওয়া।

Dr Motiur Miazi

31/12/2024

ঘুম আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত। ঘুম ঠিক থাকলে মানুষের অর্ধেক রোগ কমে যায়৷

-Dr Motiur Miazi

02/12/2024

চেম্বারে অল্প বয়সী এক মেয়ে এসে দ্রুত গলায় আমাকে বললো, স্যার শুনেছি আপনার চিকিৎসায় রোগীদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাগুলো ও ঠিক হয়ে যায়। কিন্ত আমার যেই রোগ হয়েছে তা ভালো হওয়ার নয়, আমার শারীরিক রোগের কোন উন্নতি প্রযোজন নেই, শুধু মানসিক সমস্যা ঠিক হলেই চলবে।

হোমিওপ্যাথি চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার হিসেবে অনেক ধরনের রোগীদের চেম্বারে পেয়েছি, তবে এই প্রথম রোগী দেখলাম যে আমাকে বললো - শারীরিক সুস্থতার কোন দরকার নেই। কথাটা শুনে আমি একই সাথে বিস্মিত এবং হতভম্ব হয়ে নরম গলায় বললাম, আচ্ছা তোমার শারীরিক এমন কি রোগ হয়েছে,যা ভালো হওয়ার আশা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছো ?

ওহ, মেয়েটার নাম বলাই হয়নি। নাম নীলা, সে ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে৷ নীলা আমাকে বললো, রোগের নাম আই বি এস, সকল ডাক্তার বলে দিয়েছে এই রোগ ভালো হয় না৷

আমি বললাম, শুরুটা কিভাবে হলো ?

যা বলেছে পুরো ঘটনা ছোট করে লিখছি - ভার্সিটিতে ভর্তি হয়েই, সে একটা রিলেশনে যায়৷ ছেলেটা ঢাকার স্থানীয় এবং প্রভাবশালী ছিলো। রিলেশনের অল্পদিনের মধ্যে সে দেখলো ছেলেটা তাকে সকল বিষয়ে তার কথামতো চলতে ফোর্স করতে থাকে৷ মেয়েটা যখন দেখলো তার স্বাধীনতা একদম হারিয়ে ফেলতেছে, তখন সম্পর্ক ব্রেকাপ করে ফেলে৷

ব্রেকাপ হওয়ার পর ছেলে নানান ধরনের হুমকি দিতে থাকে৷ ভার্সিটিতে যাওয়ার পথে রাস্তায় প্রায় আটকাতে চাইতো, তাই মেয়েটা ভয়ে থাকতো, কখন জানি আবারো সামনে পড়ে। সেখান থেকেই শুরু হয় ভয়।

ভয়টা এমন ভাবে মনে গেথে যায়, সেই ভয় থেকে আর বের হতে পারেনি৷ মেয়েটা পরবর্তীতে সেই ভয় থেকে ভার্সিটি পাল্টে ফেলে, কিন্ত সেই ভয় আর কাটেনি। ভয় থেকে প্রথমে ঘুম চলে যায়, তারপর শুরু হয় বদহজম, খাবার খেলেই ডাইরিয়া৷ কোনভাবেই খাবার হজম হয় না৷

তারপর থেকে সবসময় সকল ব্যাপারে আশঙ্কায় থাকে, কখন যে কি হয়, কি জানি ঘটে৷

মেয়েটা আমাকে বললো - এমন একটা ঔষধ দেন, যেনো, কখন যে কি হবে, কি জানি ঘটবে, এই আশঙ্কার টেনশনটা আমার মন থেকে চলে যায়।

মেয়েটার মুখে এমন কথা শুনে আমার চোখের সামনে আর্জেন্টাইম নাইট্রিকামের চিত্র ভাসতে লাগলো। মেয়েটার কথা বলার তাড়াহুড়ো এবং মিষ্টি খাওয়া ভীষন পছন্দের কথা শুনে আর্জেন্টাইম নাইট্রিকাম খাওয়াতে শুরু করলাম।

চিকিৎসার ৩ মাসের মাথায় আর্জেন্টাইম নাইট্রিকামে ৮০% উন্নতির পর কাজ করা বন্ধ করে দিলে পরবর্তীতে ডিসেন্ট্রি কম্পাউন্ট দেওয়াতে রোগী মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়৷ বর্তমানে সেই রোগীর পরিবারের সকলেই আমার কাছে চিকিৎসা নিচ্ছে।

বিঃদ্রঃ- আর্জেন্টাইম নাইট্রিক্যাম এমন একটা মেডিসিন, রোগীর রোগ কিভাবে শুরু হলে তা বের করতে পারলেই বুঝতে পারা যায়, কিভাবে একজন মানুষের ভেতরে উদ্বেগ আশঙ্কার জন্ম হয়। এই ঔষধ মনের এই লক্ষন মিলিয়ে দিলে শুধু আই বি এস নয়, সকল জটিল সমস্যা সমাধান হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব৷

যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।

ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736

ঠিক কি কারনে একজন মানুষের মুখের উপরের চামড়ায় অল্প বয়স কিংবা মাঝ বয়সেই দ্রুত বয়সের ছাপ কিংবা ত্বকে ভাঁজ পরে যায় তা না জান...
06/11/2024

ঠিক কি কারনে একজন মানুষের মুখের উপরের চামড়ায় অল্প বয়স কিংবা মাঝ বয়সেই দ্রুত বয়সের ছাপ কিংবা ত্বকে ভাঁজ পরে যায় তা না জানার কারনেই বছরের পর বছর ত্বকে ভিবিন্ন প্রসাধনী ব্যবহার করে ও কোন উন্নতি হয় না।

প্রধান চারটা কারন হলোঃ-

১. শরীরে এন্টি অক্সিডেন্টের ঘাটতি তৈরি হওয়া।

২. কোলোজেন নামক প্রোটিনের ঘাটতি তৈরি হওয়া।

৩. শরীরের ক্ষতিকর টক্সিন ঠিকমতো নিঃসরন না হওয়া।

৪. অতিরিক্ত রাত জেগে দেরিতে ঘুমাতে যাওয়া, এবং দুশ্চিন্তা।

শরীরের এই ঘাটতিগুলো হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে দেহের ভেতর থেকে পূরন করে স্থায়ীভাবে উন্নতি করা যায়।
এভাবে সকল লক্ষনকে মূল্যায়ন করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ কয়েক হাজার মানুষের স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হয়েছে।

যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।

ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736

01/11/2024

কেইস নং-A18534

রোগীনির নাম - নীপা আক্তার। তিনি চেম্বারে এসেছিলেন যে কমপ্লেইন নিয়ে তা হলো- তার ঘুম হয় না। ঘুম না আসার পেছনে ইতিহাস নিয়ে জানতে পারলাম, তিনি একসময় অনেক রাত জেগে পড়াশোনা করেছেন।

পেশায় তিনি বর্তমানে বিসিএস ক্যাডার। দিনের পর দিন সজাগ থাকায় ওনার ঘুমের যে একটা চাপ আসতো তা মূল্যায়ন করতেন না। তবে বর্তমানে ওনার ব্রেইন সজাগ থাকে, কোন ধরনের বিন্দুমাত্র ঘুমের চাপ আসে না। সারারাত চোখ বন্ধ করে রাখেন, কিন্তু কোন ধরনের তৃপ্তি পান না।

আমি আরো ডিটেলস মানসিক লক্ষন নেওয়ার পর মানুষ হিসেবে প্রচন্ড পরিশ্রমী এই দিকটা খেয়াল করে ঔষধ দিলাম মিনারেল গ্রুপের।

মিনারেল গ্রুপের অরাম দেওয়ার পর, আলহামদুলিল্লাহ মাত্র ১৫ দিনের মধ্যে ওনার ঘুমের চাপ বেড়েছে, যতক্ষন ঘুমাচ্ছে তৃপ্তি পাচ্ছে।

বিছানায় গেলে নানান ধরনের আজেবাজে চিন্তা আসতো, তা এখন একদমই নেই।

তিনি এখন কাজে মনযোগ দিতে পারছেন। হোমিওপ্যাথিতে এত জটিল সমস্যা এত দ্রুত সমাধান হতে পারে শুধু মাত্র লক্ষন ভিত্তিক সঠিক চিকিৎসাতেই। তাই হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে এমন একজন ডাক্তার দেখাবেন যে কিনা শুধু শারীরিক লক্ষনই নয়, সাথে মানুষিক লক্ষনের ও গুরুত্ব দিয়ে থাকে।

যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।

ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736

30/09/2024

যে সকল মানুষ সকল কথা নিজের ভেতরে গোপন রাখে, তাদের শরীরে রোগ আক্রমন করলে তা দ্রুত রোগীকে শেষ করে দেয়।

Dr Motiur Miazi

22/09/2024

বিছানায় যাওয়ার পর যদি সাথে সাথেই অপ্রত্যাশিত টেনশন চলে আসে। তাহলে ঘুমের চিকিৎসা নয়, টেনশন বন্ধ করার সাইকোলজিক্যাল চিকিৎসা আপনাকে করাতে হবে।

Dr Motiur Miazi

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Motiur Miazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Motiur Miazi:

Share

Category