02/12/2024
চেম্বারে অল্প বয়সী এক মেয়ে এসে দ্রুত গলায় আমাকে বললো, স্যার শুনেছি আপনার চিকিৎসায় রোগীদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাগুলো ও ঠিক হয়ে যায়। কিন্ত আমার যেই রোগ হয়েছে তা ভালো হওয়ার নয়, আমার শারীরিক রোগের কোন উন্নতি প্রযোজন নেই, শুধু মানসিক সমস্যা ঠিক হলেই চলবে।
হোমিওপ্যাথি চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার হিসেবে অনেক ধরনের রোগীদের চেম্বারে পেয়েছি, তবে এই প্রথম রোগী দেখলাম যে আমাকে বললো - শারীরিক সুস্থতার কোন দরকার নেই। কথাটা শুনে আমি একই সাথে বিস্মিত এবং হতভম্ব হয়ে নরম গলায় বললাম, আচ্ছা তোমার শারীরিক এমন কি রোগ হয়েছে,যা ভালো হওয়ার আশা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছো ?
ওহ, মেয়েটার নাম বলাই হয়নি। নাম নীলা, সে ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে৷ নীলা আমাকে বললো, রোগের নাম আই বি এস, সকল ডাক্তার বলে দিয়েছে এই রোগ ভালো হয় না৷
আমি বললাম, শুরুটা কিভাবে হলো ?
যা বলেছে পুরো ঘটনা ছোট করে লিখছি - ভার্সিটিতে ভর্তি হয়েই, সে একটা রিলেশনে যায়৷ ছেলেটা ঢাকার স্থানীয় এবং প্রভাবশালী ছিলো। রিলেশনের অল্পদিনের মধ্যে সে দেখলো ছেলেটা তাকে সকল বিষয়ে তার কথামতো চলতে ফোর্স করতে থাকে৷ মেয়েটা যখন দেখলো তার স্বাধীনতা একদম হারিয়ে ফেলতেছে, তখন সম্পর্ক ব্রেকাপ করে ফেলে৷
ব্রেকাপ হওয়ার পর ছেলে নানান ধরনের হুমকি দিতে থাকে৷ ভার্সিটিতে যাওয়ার পথে রাস্তায় প্রায় আটকাতে চাইতো, তাই মেয়েটা ভয়ে থাকতো, কখন জানি আবারো সামনে পড়ে। সেখান থেকেই শুরু হয় ভয়।
ভয়টা এমন ভাবে মনে গেথে যায়, সেই ভয় থেকে আর বের হতে পারেনি৷ মেয়েটা পরবর্তীতে সেই ভয় থেকে ভার্সিটি পাল্টে ফেলে, কিন্ত সেই ভয় আর কাটেনি। ভয় থেকে প্রথমে ঘুম চলে যায়, তারপর শুরু হয় বদহজম, খাবার খেলেই ডাইরিয়া৷ কোনভাবেই খাবার হজম হয় না৷
তারপর থেকে সবসময় সকল ব্যাপারে আশঙ্কায় থাকে, কখন যে কি হয়, কি জানি ঘটে৷
মেয়েটা আমাকে বললো - এমন একটা ঔষধ দেন, যেনো, কখন যে কি হবে, কি জানি ঘটবে, এই আশঙ্কার টেনশনটা আমার মন থেকে চলে যায়।
মেয়েটার মুখে এমন কথা শুনে আমার চোখের সামনে আর্জেন্টাইম নাইট্রিকামের চিত্র ভাসতে লাগলো। মেয়েটার কথা বলার তাড়াহুড়ো এবং মিষ্টি খাওয়া ভীষন পছন্দের কথা শুনে আর্জেন্টাইম নাইট্রিকাম খাওয়াতে শুরু করলাম।
চিকিৎসার ৩ মাসের মাথায় আর্জেন্টাইম নাইট্রিকামে ৮০% উন্নতির পর কাজ করা বন্ধ করে দিলে পরবর্তীতে ডিসেন্ট্রি কম্পাউন্ট দেওয়াতে রোগী মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়৷ বর্তমানে সেই রোগীর পরিবারের সকলেই আমার কাছে চিকিৎসা নিচ্ছে।
বিঃদ্রঃ- আর্জেন্টাইম নাইট্রিক্যাম এমন একটা মেডিসিন, রোগীর রোগ কিভাবে শুরু হলে তা বের করতে পারলেই বুঝতে পারা যায়, কিভাবে একজন মানুষের ভেতরে উদ্বেগ আশঙ্কার জন্ম হয়। এই ঔষধ মনের এই লক্ষন মিলিয়ে দিলে শুধু আই বি এস নয়, সকল জটিল সমস্যা সমাধান হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব৷
যে কোন পরামর্শ কিংবা চিকিৎসা নেওয়ার জন্য মেসেজ কিংবা ফোন দিতে পারেন।
ডাঃ মতিউর মিয়াজী
ফোন - 01853226950
ডিএইচএমএস ( কুমিল্লা )
টি আই আর এস ( ইন্ডিয়া )
BOHF - সদস্য
গভঃ রেজিঃ নংঃ- 33736