Easy Surgical Mart

Easy Surgical Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Easy Surgical Mart, Medical Equipment Supplier, 51, 51-A, Resourceful Paltan City, 1000 Purana Paltan, Dhaka.

Mesh Nebulizer Machine অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের বহুল পরিচিত যন্ত্রটির নাম নেবুলাইজার। এই যন্...
18/11/2023

Mesh Nebulizer Machine

অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের বহুল পরিচিত যন্ত্রটির নাম নেবুলাইজার। এই যন্ত্রটি দিয়ে তরল ওষুধকে সংকুচিত করে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়, যা খুব সহজেই নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের শ্বাসনালী ও অ্যালভিউলিতে ঢুকে শ্বাসকষ্ট দূর করে।

নেবুলাইজার কোনও ওষুধ নয়, এটি একটি বিশেষ ধরনের শ্বাস-প্রশ্বাসের ডিভাইস বা যন্ত্র যা ফুসফুসের বিভিন্ন সমস্যা, যেমন- অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টজনিত সমস্যা, সিস্টিক ফাইব্রোসিস ইত্যাদিতে ব্যবহার করা হয়। তবে এর সঠিক ব্যবহার না জানা থাকলে ঠিকমতো ওষুধ প্রয়োগ করা হয় না আর ওষুধ প্রয়োগেই যদি ভুল হয় তবে অসুখ সারানো নিয়ে সন্দেহ থাকবেই। আর বেশির ভাগ মানুষ এর সঠিক যত্নও নিতে পারেন না।

নেবুলাইজার ব্যবহারে সচেতনতা প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন ব্র্যাক গবেষক ড. কামরান-উল-বাসেত। তিনি বলেছেন, নেবুলাইজার নিয়মিত ব্যবহার কোনও স্থায়ী সমাধান নয়। এতে রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যার সাময়িক সমাধান হয় মাত্র। দুইবারের বেশি ব্যবহারে শ্বাসকষ্ট না কমলে হাসপাতালে নিতে হবে।

অনেকেই প্রয়োজনে চিকিৎসকের কাছে গিয়ে নেবুলাইজার দেন। আবার কেউ কেউ বাসাতেই নিয়ে আসেন নেবুলাইজার মেশিন। তিন ধরনের নেবুলাইজার পাওয়া যায়। জেট, আলট্রাসাউন্ড ও মেশ বা জালের মতো নেবুলাইজার। এদের মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতির বলে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় জেট নেবুলাইজার। অ্যাজমা, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট ও অন্যান্য শ্বাসনালীজনিত রোগের তীব্রতা বাড়লে নেবুলাইজার দেয়ার প্রয়োজন হয়। এর কয়েকটি অংশের মধ্যে তরল ওষুধ প্লাস্টিকের টিউবের মাধ্যমে স্প্রে করে দেহে প্রবেশ করানো হয়।

নেবুলাইজারে ওষুধের মাত্রা
নেবুলাইজ করার সময় রোগীকে আরামদায়কভাবে শোয়া অবস্থায় রাখতে হবে। নেবুলাইজারের বিভিন্ন অংশগুলো জোড়া দিয়ে ২৩ মিলি পানি, ৫-১ সালবিউটামল ও প্রয়োজনে ৫ মিলি ইপ্রাট্রোসিয়াম সলিউশান মিশিয়ে নিতে হবে। বিদ্যুৎ সুইচ অন করে মাস্ক মুখে নিয়ে রোগীকে ধীরে ও লম্বা শ্বাস নিতে হবে। ৩-৬ মিলি তরল ৫/১০ মিনিটে নেবুলাইজ করা হয়।

নেবুলাইজারের ব্যবহারের নিয়ম
নেবুলাইজার ব্যবহারের আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ব্যবহারের পর নেবুলাইজারের কমপ্রেসর, টিউব, মাস্ক ও নেবুলাইজার আলাদা করে ফেলতে হবে। মাউথপিস ও নেবুলাইজার গরম পানিতে ৩০ সেকেন্ড ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। টিউব ও কমপ্রেসর ভেতরে পরিষ্কার করা যায় না বলে বাইরের দিকটা পরিষ্কার করতে হবে। মাস্ক ছয় মাস পর পর বদলাতে হবে। ফিল্টারে ময়লা দেখা দিলেই তা বদলে ফেলতে হবে।

নেবুলাইজার ব্যবহারে কখনো কখনো অক্সিজেন দেয়ার প্রয়োজন হতে পারে। এর ব্যবহারে অনেক সময় পটাসিয়ামের মাত্রা কমে যাওয়ায় পটাসিয়াম সাপ্লিমেন্ট দিতে হতে পারে। তাই নেবুলাইজার ব্যবহারে সতর্কতা ও সচেতনতা জরুরি।

অর্ডার করতে কল করুন 01831262001


. .
. .

18/11/2023

রিজেনেবল দামে অর্ডার করুন Mesh Nebulizer😍😍

শীতের সাথে দড়জায় কড়া নাড়ছে নানা ঠাণ্ডাজনিত রোগ। সব বয়সী মানুষই শীতের সময়ে কোননা কোন সমস্যায় ভোগেন; তবে শ্বাসকষ্টসহ নানা রোগে সবচে বেশি ভুক্তভোগী হয় শিশু ও বৃদ্ধারা।

ফলে শ্বাসকষ্ট কমাতে অন্য ওষুধের পাশাপাশি অনেকেই নেবুলাইজার নেন। কারণ শিশু ও বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা অনেক ক্ষেত্রে অসুবিধাজনক। তুলনামূলক সহজ বিকল্প হলো নেবুলাইজার। তাই এখনি নিয়েনিন একটি ম্যাশ নেবুলাইজার।

মডেল = JSL - W302

অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে কল করুন
☎️01831262001
☎️01831262003
☎️01841462001



. .
. .

**Premium Quality Hot Water Bag**☞ শরীরের বিভিন্ন জয়েন্ট এর ব্যথা কমাতে ☞ হাড় ভাঙ্গা রােগীদের ব্যথা কমানাের জন্য  ☞ বয...
03/07/2023

**Premium Quality Hot Water Bag**

☞ শরীরের বিভিন্ন জয়েন্ট এর ব্যথা কমাতে
☞ হাড় ভাঙ্গা রােগীদের ব্যথা কমানাের জন্য
☞ বয়স্ক নারী-পুরুষদের হাত - পা অবশ সমস্যার জন্য
☞ অর্থোপেডিক রোগীদের থেরাপি দিতে আমাদের এই অত্যাধুনিক Electric Hot Water Bag অত্যন্ত কার্যকরী ( Recommended by Physician )

ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এর বিবরণ :
•হিটিং টাইম : ৫ মিনিট ।
•পানি ভর্তি করাই আছে তাই আলাদা করে পানি ভর্তি করার প্রয়ােজন নেই ।
• ফুল চার্জে 5 ঘন্টা ব্যবহার করা যাবে ।
•চার্জ ফুল হয়ে গেলে ইন্ডিকেটর লাইট সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ।
•চার্জ দেয়া সহজ , প্লাগ কানেক্ট করুন এবং ইন্ডিকেটর লাইট অফ হয়ে গেলে খুলে ফেলুন ।
•ব্যবহার এর জন্য ১০০% নিরাপদ

# অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন
# অথবা কল করুন ০১৮৩১২৬২০০১, ০১৮৩১২৬২০০৩


Good day buyersLaboratory microscope slides are now available. A brand new product added to our stock.Open for retail an...
14/10/2022

Good day buyers
Laboratory microscope slides are now available. A brand new product added to our stock.
Open for retail and bulk order.
01831262001

Thank you!!!!

নেবুলাইজার•••••••••••নেবুলাইজার কোনো ওষুধ নয়, এটি ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। খাওয়ার বদলে শুধু সরাসরি ওষুধের মিশ্রণকে...
12/09/2022

নেবুলাইজার•••••••••••
নেবুলাইজার কোনো ওষুধ নয়, এটি ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। খাওয়ার বদলে শুধু সরাসরি ওষুধের মিশ্রণকে বাষ্পাকারে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ব্যবহার করতে হয়। এই যন্ত্রটি দিয়ে লিকুইড মেডিসিনকে সংকুচিত করে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়। তাই এই বাষ্পটি খুব সহজে নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট দূর করে। আর নেবুলাইজার দিয়ে শ্বাসকষ্ট দূর করার চিকিৎসাটি নেবুলাইজ নামে পরিচিত। এটা ব্যবহার করা সহজ ও সুবিধাজনক।
নেবুলাইজারের কাজ কী••••••••
সাধারণত খুব ছোট শিশু এবং বৃদ্ধ যারা সরাসরি ইনহেলার টানতে পারে না বা কোনো কারণে মেডিসিন নিতে পারে না, তাদের গ্যাসের মাধ্যমে নেবুলাইজার দেওয়া হয়। নেবুলাইজার কী কী কাজ করে জেনে নেই তবে চলুন!
১) রেসপাইরেটরি ইনফ্লামেশন হ্রাস করে।
২) ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পরিমিত ডোজের ওষুধ গ্রহণ করা যায়।
৩) ব্রঙ্কিয়ালে অস্বাভাবিক স্ফীতি কমায়।
৪) শ্বাসনালীর সংক্রমণকে দ্রুত সারিয়ে তোলে।
সুতরাং বলা যায়, অ্যাজমা বা ফুসফুসের যেকোনো সমস্যায় নেবুলাইজারের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে ইনহেলারের চাইতে সহজে এবং আরও ভালোভাবে ওষুধ প্রয়োগ করা সম্ভব।
প্রডাক্টস প্রাইস জানতে ইনবক্স করুন /মোবাইল করুন 01831262001 এই নাম্বার এ l হোয়াটসঅ্যাপ +880 1831-262003

Address

51, 51-A, Resourceful Paltan City, 1000 Purana Paltan
Dhaka

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Saturday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Telephone

+8801831262001

Alerts

Be the first to know and let us send you an email when Easy Surgical Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Easy Surgical Mart:

Share