SMC Clinic

SMC Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SMC Clinic, Medical and health, SMC Tower-2, House # 59/C, Darussalam, Mirpur Road, Dhaka.

SMC Clinic is a one-stop health service center offering quality health services with availability of lab facilities, outdoor services and specialist services having a social commitment to serve the low and middle income families at affordable cost.

বিশ্ব গর্ভনিরোধ দিবস ২০২৫।পরিকল্পিত পরিবার শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, এটি তরুণদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যতে...
28/09/2025

বিশ্ব গর্ভনিরোধ দিবস ২০২৫।
পরিকল্পিত পরিবার শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, এটি তরুণদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি। গত ৫০ বছর ধরে এসএমসি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণের সহজ ও সাশ্রয়ী পদ্ধতি ও সেবা পৌঁছে দিয়ে আসছে। পরিবার পরিকল্পনায় এই দীর্ঘ যাত্রা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই বিশেষ দিনে এসএমসির অঙ্গীকার হলো প্রতিটি প্রজন্মের পাশে থেকে স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করা। আসুন, তরুনদের ক্ষমতায়নে পরিকল্পিত জীবন গড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।

#পরিকল্পিতপরিবার

#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

কৃমিমুক্ত বাংলাদেশ গঠনে এসএমসি ০৯-১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে  স্টার নেটওয়ার্ক এবং ফার্মেসি আউটলেটগুলোতে দুই দিনব্যাপী কৃ...
10/09/2025

কৃমিমুক্ত বাংলাদেশ গঠনে এসএমসি ০৯-১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্টার নেটওয়ার্ক এবং ফার্মেসি আউটলেটগুলোতে দুই দিনব্যাপী কৃমিনাশক ট্যাবলেট “ভারমিসিড”-এর একটি বিশেষ ক্যাম্পেইন আয়োজন করেছে। এই ক্যাম্পেইনক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো স্টার নেটওয়ার্ক সেবাদানকারী এবং ওষুধ বিক্রেতাদের মাঝে “ভারমিসিড”-কে আরও জনপ্রিয় করা, পণ্যের প্রচার ও প্রসার বৃদ্ধি করা এবং একইসঙ্গে সাধারণ জনগণের মাঝে কৃমি সংক্রমণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি ইএল বোর্ডের নব-নিযুক্ত চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ, এসএমসি এবং এসএমসি ইএল বোর্ডের পরিচালক জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী, এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির সহ ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ক্যাম্পেইনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
কৃমির কারণে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে রক্তস্বল্পতা, অপুষ্টি এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে গুরুতর রোগের কারণ হতে পারে। এই ধরণের উদ্যোগের মাধ্যমে “ভারমিসিড”-এর সহজপ্রাপ্যতা, গ্রাহকদের কাছে আস্থা তৈরি এবং পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এসএমসি’র দৃঢ় প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটেছে এই ক্যাম্পেইনে।
#কৃমিমুক্তবাংলাদেশ

#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

বিশ্ব ওআরএস দিবস ২০২৫ 📦 ৪১ বছর ধরে কোটি কোটি ঘরে পানিশূন্যতা মোকাবেলায় একটি সহজ এবং কার্যকর সমাধান – এসএমসি ওরস্যালাইন। ...
28/07/2025

বিশ্ব ওআরএস দিবস ২০২৫ 📦
৪১ বছর ধরে কোটি কোটি ঘরে পানিশূন্যতা মোকাবেলায় একটি সহজ এবং কার্যকর সমাধান – এসএমসি ওরস্যালাইন। গ্রীষ্ম হোক বা বর্ষা, শহর হোক কিংবা গ্রাম—ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় পানিশূন্যতা হতে পারে জীবনহানির কারণ। আর ঠিক তখনই জীবন বাঁচাতে নির্ভরযোগ্য বন্ধু হয়ে পাশে থাকে এসএমসি ওরস্যালাইন।

জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়—এই মূলমন্ত্রে বিশ্বাস রেখে এসএমসি ওরস্যালাইন বিগত চার দশকেরও কোটি কোটি মানুষের আস্থা অর্জন করে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিচ্ছে দেশের প্রতিটি ঘরে।
িবস #জীবনবাঁচায়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।এসএমসি পরিবারের পক্ষ থেকে নিহতদের ব...
22/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এসএমসি পরিবারের পক্ষ থেকে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দ্রুত আরোগ্য কামনা করছি।
#মাইলস্টোনবিমানদুর্ঘটনা #শোকাহতএসএমসি

মনিবিস্কুট ব্র্যান্ডেড গাড়ি উদ্বোধন!! এসএমসি’র প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হলো “মনিবিস্কুট” ব্র্যান্ডিং সম্বলিত চারটি গ...
17/07/2025

মনিবিস্কুট ব্র্যান্ডেড গাড়ি উদ্বোধন!!
এসএমসি’র প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হলো “মনিবিস্কুট” ব্র্যান্ডিং সম্বলিত চারটি গাড়ি। এই গাড়িগুলো ঢাকা, কুমিল্লা, খুলনা ও বগুড়া অঞ্চলের আওতায় ৬৪টি জেলায় এসএমসি’র জনস্বাস্থ্য পণ্যসামগ্রী ডিস্ট্রিবিউশনের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে যুক্ত হয়ে ব্র্যান্ড প্রচার এবং কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যসেবা মেলায় ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি ইএল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম, এসএমসি এবং এসএমসি ইএল বোর্ডের পরিচালক জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী, এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাঁচটি ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ, স্বাদ ও পুষ্টিতে ভরপুর এসএমসি'র “মনিবিস্কুট” শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ও রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর। আমরা চাই, দেশের প্রতিটি শিশুর হাতে পৌঁছে যাক পুষ্টিকর বিস্কুট এসএমসি মনিবিস্কুট।
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএ...
15/07/2025

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএমসি’র প্রধান কার্যালয়ে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি'র অসামান্য ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর সম্মানিত চেয়ারম্যান ও বোর্ডের পরিচালকবৃন্দ , এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে তাঁরা বিশ্ব জনসংখ্যা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ক্ষমতায়নের মাধ্যমে পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে এসএমসি’র অব্যাহত ও কার্যকরী ভূমিকার উপর আলোকপাত করেন। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসি’র রয়েছে অসামান্য ভূমিকা যা দেশের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় এসএমসি’র দৃঢ় অবস্থানকে তুলে ধরে।

এই দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধিতে এসএমসি’র অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। জাতীয় পর্যায়ের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলসমূহ—চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করে, যেখানে অংশগ্রহণ করেন এসএমসি'র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসএমসি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তরুণদের সুস্বাস্থ্য, জ্ঞান ও সচেতনতার বিকাশই একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের পথপ্রদর্শক।
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #উন্নতজীবন

এসএমসি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রয়েছে আধুনিক ও উন্নত মডেল ফার্মেসি, যেখানে আপনি পাচ্ছেন সুলভ মূল্যে সকল ধরণের...
13/07/2025

এসএমসি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রয়েছে আধুনিক ও উন্নত মডেল ফার্মেসি, যেখানে আপনি পাচ্ছেন সুলভ মূল্যে সকল ধরণের ফার্মাসিউটিক্যাল ঔষধ ও জনস্বাস্থ্য পণ্য। এই ফার্মেসি পরিচালিত হচ্ছে রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্টদের মাধ্যমে, যারা সঠিকভাবে পরামর্শ ও সেবা প্রদান করে থাকেন। ঔষধ সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাখা হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্যবস্থা, যা ঔষধের কার্যকারিতা বজায় রাখতে সহায়ক। এখানে শুধু সরকারি অনুমোদিত কোম্পানি ও বৈধ আমদানিকারকদের ঔষধই রাখা হয়, ফলে ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ঔষধের কোনো সুযোগ নেই।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই মডেল ফার্মেসি। তাই প্রয়োজনে আপনি পাচ্ছেন নিরাপদ, মানসম্পন্ন এবং বিশ্বস্ত সেবা।


#সেবায়এসএমসি

#উন্নতজীবন

আজ ১১ জুলাই ২০২৫, বিশ্ব জনসংখ্যা দিবস। এসএমসি পরিবার এই দিবসটির সঙ্গে শুরু থেকেই গভীরভাবে সম্পৃক্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণ, ...
11/07/2025

আজ ১১ জুলাই ২০২৫, বিশ্ব জনসংখ্যা দিবস। এসএমসি পরিবার এই দিবসটির সঙ্গে শুরু থেকেই গভীরভাবে সম্পৃক্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ে এসএমসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ এই দিনে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের, যেখানে এসএমসি’র পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রোগ্রাম ডিভিশনের সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মো: মশিউর রাহমান।
এই আলোচনায় আপনারা অংশগ্রহণ ও মতামত জানাতে পারেন নিচের লিংকগুলোতে গিয়ে।
আপনাদের সকলের সমর্থন ও আন্তরিক প্রচেষ্টার জন্য এসএমসি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
https://www.ajkerpatrika.com/round-table/ajp2dyjbbzmx5
https://epaper.newagebd.net/11-07-2025/6
https://youtu.be/RWK5SqQR7_o?si=1sDmUDZlH97NkE-j
https://www.facebook.com/share/v/1C9CiPNkjo/

আগামীর পৃথিবী গড়তে হলে তরুণদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা জরুরি।বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ .....

এসএমসি ক্লিনিকের ৪র্থ বর্ষপূর্তি!এই সফল যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। বর্ষপূর্তি...
29/06/2025

এসএমসি ক্লিনিকের ৪র্থ বর্ষপূর্তি!
এই সফল যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা। বর্ষপূর্তি উপলক্ষে ৩০ জুন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকছে বিনামূল্যে-
✅সাধারন স্বাস্থ্যসেবা ✅মেডিসিন, গাইনি ও শিশু বিশেষজ্ঞের সেবা
✅ব্লাড প্রেসার, ওজন ও ডায়াবেটিস পরীক্ষা ✅রক্তের গ্রুপ নির্ণয়
✅ শিশুদের শারীরীক বৃদ্ধি ও ওজন পরিমাপ
এছাড়াও ল্যাব টেস্টে পাচ্ছেন ৩৫% পর্যন্ত ছাড়!
📞 সিরিয়ালের জন্য কল করুন: ০১৭৭০৭৯৯১০৫
চলে আসুন পরিবার নিয়ে – আনন্দ, যত্ন ও ভালোবাসায় উদযাপন করি একসাথে !!
#সোশ্যালমার্কেটিংকোম্পানী #এসএমসি #এসএমসিক্লিনিক

Address

SMC Tower-2, House # 59/C, Darussalam, Mirpur Road
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when SMC Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SMC Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram