14/09/2025
🟢 এই মাসে হিজামার সুন্নাহ তারিখ।
সুন্নাহ তারিখ ১১, ১৩ , ও ১৫, ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ,শনিবার ও সোমবার
🔷হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।" [ তিরমিযী শরীফ-২০৫১]
🔷হযরত আনাস (রা) হতে বর্নিত ; রাসূলুল্লাহ(ﷺ) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (আল- হাকিম :৭৪৮২)
🔷হযরত আবু হুরাইরা (রা) আনহু রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে কেউ ১৭, ১৯ বা ২১ দিনের (ইসলামী, চন্দ্র মাস) হিজামা (কাপিং) সঞ্চালন করে তারপর এটি প্রত্যেক রোগের জন্য একটি প্রতিকার।"[আবু দাউদ]
🔷 হযরত আনাস (র.)থেকে
হাদীছ এ আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সব জিনিস দ্বারা চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা লাগানো। ( সহীহ বুখারী, ৫৬৯৬)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👉হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
☘️ এলার্জি ☘️ জ্বিন/যাদুর সমস্যা ☘️ কোলেস্টেরল☘️ এজমা / হাপানী☘️ ইউরিক এসিড☘️ হাই-পেসার 🍀 চর্মরোগ🍀 মাইগ্রেন ☘️ মাথা ব্যথা ☘️ বাতের ব্যথা ☘️ কোমর ব্যথা ☘️ পায়ে ব্যথা হাটু ব্যথা☘️ ঘাড়ে ব্যথা ☘️ মাংস পেশির ব্যথা ☘️ দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা☘️ মেরুদন্ড ব্যথা🍀 গোড়ালি ব্যথা🍀 স্পোর্টস ইঞ্জুরি☘️ গ্যাস্ট্রিকের সমস্যা 🍀 গেটে বাত🍀 চুল পড়া সমস্যা🍀 ফুসফুসের সমস্যা🍀 সায়াটিকা🍀 ঘুমের সমস্যা।🍀 মানসিক সমস্যা🍀 হতাশা☘️ ডায়বেটিস🍀 স্মরন শক্তির দূর্বলতা🍀 হাত পা অবশ🍀 পায়ের পাতা ব্যথা🍀 হরমোনাল সমস্যা🍀 সাইনোসাইটিস🍀 লিভারের সমস্যা🍀 হাড় ক্ষয়☘️ শরীর দুর্বল🍀 বডি ডিটক্স ইত্যাদি
প্রায় সকল রোগের জন্য হিজামা করানো হয়।
👉তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ী ও নেশা গ্রস্তদের জন্য হিজামা খুবই উপকারি।
✅কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই,
🏠আমাদের সেন্টারের ঠিকানা:
চেম্বার: শের-ই-বাংলা রোড, কাটাসুর শাহী মসজিদ গলি, মহসিন ভিলা ১২/৮,ঢাকা
☎️ হেল্পলাইন : 01601-293424
হিজামা শুধু চিকিৎসাই নয় সুন্নাহ ও বটে।
#হিজামা