Dr. Mobarak

Dr. Mobarak Sharing of updated medical knowledge

একটু হাসি....,😜😜😜
24/01/2023

একটু হাসি....,😜😜😜

চিত্র - 1,,  #অমিতাভ_বচ্চন।। যিনি শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য,,   আন্ডার গার্মেন্টস পরার সদুপদেশ দিয়ে থাকেন।। তিনি ...
18/01/2023

চিত্র - 1,, #অমিতাভ_বচ্চন।।
যিনি শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য,, আন্ডার গার্মেন্টস পরার সদুপদেশ দিয়ে থাকেন।। তিনি লাক্স কোজীর ব্র্যান্ড এ্যম্বাসাডর।।

চিত্র - 2, স্বামীর সঙ্গে #জুহি_চাওলা ।।
চুল পড়া বন্ধ করা,, টাকে চুল গজাতে সাহায্যকারী বিখ্যাত প্রোডাক্ট এর ব্র্যান্ড এ্যম্বাসাডর জুহির স্বামী জয় মেহতা নিজেই টাকলা।।

চিত্র - 3,, #জাভেদ_আখতার।।
জয়েন্টের ব্যাথা সারিয়ে দিয়ে,, বাতের রোগীকে ছুটোছুটির যোগ্য করে তোলা প্রোডাক্ট এর ব্রান্ড এ্যম্বাসাডর নিজেই হুইল চেয়ার চড়ে বেড়াচ্ছেন।।

চিত্র - 4, Juku & Co. লক্ষ কোটি মানুষের সংসারে আগুন লাগিয়ে নিজেরা দিব্যি সুখে সংসার করছে !!
😜😃😜

#দুনিয়াতে অনেক তারকা মহা তারকা আসে কজন নিজের জন্য ভালো অন্যের জন্য ভাবে???

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
12/01/2023

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে

পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।

আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃত্যু।

তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন। ❌❌

Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine.

মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, যারা ফরজ নামাজ পরতো  নাহ [বুখারী - ৭০৪৭]
09/01/2023

মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, যারা ফরজ নামাজ পরতো নাহ

[বুখারী - ৭০৪৭]

এ-ই  হলো আমাদের কাজ।পাবলিক এগুলো খায়।এই ক্যাটাগরির মানুষের সংখ্যা  অনেক।
07/01/2023

এ-ই হলো আমাদের কাজ।
পাবলিক এগুলো খায়।
এই ক্যাটাগরির মানুষের সংখ্যা অনেক।

05/01/2023

১৯৫০ সালের একটি বিয়ের নিমন্ত্রণপত্র ।

কত আন্তরিক ও কাব্যিক এক নিমন্ত্রণপত্র। পড়ে মন জুড়িয়ে গেলো। পুরানো পত্র-পত্রিকা, দলীল-দস্তাবেজ যতই পড়ি মন ছুয়ে যায়, কি অসাধারন শব্দচয়ন । লেখায়ও কোন বাড়তি শব্দ নেই। অতি সংক্ষেপে কি দারুণভাবেই না মনের কথাগুলো ফুঁটিয়ে তোলা হয়েছে।

ভাই,
নুরুন্ নাহারের সঙ্গে জড়িয়ে পড়েছি বিয়ের গ্রন্থিতে -
আসছে একুশে আগস্ট, সোমবার, বর্ষামেদুর উত্তর-সন্ধায় । পরীবাগে সে অনুষ্ঠান ।

তুমি আস্ বেই, আনন্দ খুসীর কল্লোল তুলবেই -
অনুরোধ নয়, অধিকার ।

____________________ইতি
মোকসুদ

ঢাকা
১৪ আগস্ট, ৫০

ছবি : শিক্ষাবিদ ও জাতীয় বেতন কমিশনের প্রথম নারী সদস্য নুরুননাহার ফয়জননেসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের অধ্যাপক সৈয়দ মকসুদ আলী বিয়ের নিমন্ত্রণপত্র ।

সময়কাল : ১৪ই আগস্ট, ১৯৫০ ।

ছবি: সাদিয়া আফরিন মল্লিক (BOR)
সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি...
02/01/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
টাকা পয়সা,পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত। টাকা পয়সা রিজিকের নিম্ন স্তর।

সংগ্রহীত

01/01/2023
ইন-সা-আল্লাহ,,, সবাই ফজর পড়ে নতুন বছরের যাত্রা শুরু করবো। ❤️❤️❤️
31/12/2022

ইন-সা-আল্লাহ,,,
সবাই ফজর পড়ে নতুন বছরের যাত্রা শুরু করবো। ❤️❤️❤️

Good byee...peleFootball miss you..
30/12/2022

Good byee...pele
Football miss you..

28/12/2022

এখানে জেলেদের মাছ ধরা।।।
live...

28/12/2022

Type of fish in saintmartin

যেখানে যাহারে জড়ায়ে ধরেছি, সেই চলে গেছে ছাড়ি,,,,লেভেলের অবস্থা 😃😃😃
17/12/2022

যেখানে যাহারে জড়ায়ে ধরেছি, সেই চলে গেছে ছাড়ি,,,,

লেভেলের অবস্থা 😃😃😃

Address

Dhaka

Telephone

+8801711987708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mobarak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mobarak:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram