Health Fair Bangladesh Limited

Health Fair Bangladesh Limited Health awareness, health camp, lifestyle modify, education and research, discount card & blood bank.

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই জরুরী। কিছু রোগ আছে দীর্ঘস্থায়ী যা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ...
28/08/2025

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই জরুরী। কিছু রোগ আছে দীর্ঘস্থায়ী যা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ও স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করে নিয়ন্ত্রণ রাখতে হয়।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সমস্যায় নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ম বা অসচেতনতার কারণে এই রোগগুলিই একসময়ে জটিল সমস্যা তৈরি করে যার ফলে মৃত্যুঝুকির সম্ভাবনা বেড়ে যায়।
তাই সবাইকে সচেতন হয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

"নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন,
সুস্থ, সুন্দর, সমৃদ্ধ জীবন গড়ুন"

"স্বাস্থ্য সচেতনতায় গড়ব স্বদেশ,
সুস্বাস্থ্যে হেলথ ফেয়ার বাংলাদেশ"



23/12/2024



‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় ...
14/11/2024

‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।

১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।
বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়।
বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য 'সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।
ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়।



#স্বাস্থ্য_সচেতন_সুস্থ_জীবন
#সুস্বাস্থ্যে_বাংলাদেশ

হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত ২৮ সেপ্টেম্বর, ২০২৪  সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত "ফ্রি মেডিকেল ক্যাম্প" অন...
01/10/2024

হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত ২৮ সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে। সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত ৬০০+ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ওজন মাপা, বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরামর্শ প্রদান ও স্বাস্থ্য সচেতনতায় হেলথ কার্ড বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
৭ জন চিকিৎসক ও ২৫ জন হেলথ এসিস্ট্যান্ট সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সেবায় কাজ করে।

স্বাস্থ্য সচেতনতাই সুস্থ জীবনের চাবিকাঠি। তাই স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও সঠিক লাইফস্টাইলে জীবনযাপনের বিকল্প নাই। এই লক্ষ্যেই হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছে।





মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছে "হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড"।স্বাস্থ্য সচেতনতাই সুস্বাস্থ...
26/09/2024

মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছে "হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড"।
স্বাস্থ্য সচেতনতাই সুস্বাস্থ্য নিশ্চিত করে। তাই প্রত্যেকেরই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও সুষম খাবার গ্রহণের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

সর্বস্তরের মানুষের সাশ্রয়ী ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে "হেলথ ফেয়ার বাংলাদেশ" বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী আয়োজন করে থাকে।
সর্বস্তরের মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ইং রোজ শনিবার, "হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড" কর্তৃক আয়োজিত "ফ্রি মেডিকেল ক্যাম্প" অনুষ্ঠিত হবে।

স্থানঃ নয়াটোলা শাহ সাহেব বাড়ী মাজার প্রাঙ্গন।
সময়ঃ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মেডিসিন, ডায়াবেটিস, গাইনী, শিশু, চর্ম, অর্থোপেডিক, ডেন্টাল ও সার্জারী বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগী দেখবেন ও স্বাস্থ্য পরামর্শ দিবেন।
এছাড়াও থাকবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ওজন মাপা ও রেজিষ্ট্রেশন বুথ।

সাশ্রয়ী মূল্যে সারাবছর উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের লক্ষ্যে থাকবে,
"স্বাস্থ্য সচেতনতা ও হেলথ কার্ড বিতরণ কর্মসূচী" বিষয়ক স্পেশাল বুথ।

"স্বাস্থ্য সচেতনতায় গড়বো স্বদেশ,
সুস্বাস্থ্যে হেলথ ফেয়ার বাংলাদেশ"।

অফিস ঠিকানাঃ লেভেল-৪, গ্রীন সাতমহল, ২০৬, ২০৭, ২০৮ মগবাজার (ওয়্যারলেস মোড়), মগবাজার, ঢাকা-১২১৭।
01915-335869


   #স্বাস্থ্য_সচেতনতা_সুস্থ_জীবন
18/08/2024


#স্বাস্থ্য_সচেতনতা_সুস্থ_জীবন

"হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড" পরিবারের পক্ষ থেকে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠাতা ও কোম্পানির পথপ্রদর্শক জনাব শ...
10/08/2024

"হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড" পরিবারের পক্ষ থেকে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠাতা ও কোম্পানির পথপ্রদর্শক জনাব শাফিন আহমদ সুমন স্যারকে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনগুলিতে সুন্দর, সাফল্যময়, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।



06/05/2024

বিনিয়োগকারী প্রয়োজন। আমাদের কোম্পানিতে।
আল্লাহ সুদ কে করেছেন হারাম আর ব্যবসায় কে করেছেন হালাল 😊
ব্যবসায় করুন হালাল ভাবে ❤️
হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড এ জরুরি ভিত্তিতে বিনিয়োগকারী প্রয়োজন।

বিনিয়োগ করে মাসে মাসে প্রফিট নিন খুব সহজেই(ব্যবসায়িক লাভ নিবেন সুদ না)। যারা বিনিয়োগ করতে আগ্রহী তারা ইনবক্স করবেন। অফিসে এসে আমাদের প্রজেক্ট সম্বন্ধে বিস্তারিত জেনে ও ভিজিট করে তারপর বিস্তারিত আলোচনা করবেন।
কল:- 01915-335869
অফিস ঠিকানাঃ- হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড,
২০৬, ২০৭, ২০৮ (গ্রীন সাতমহল) লেভেল-৪, মগবাজার ওয়্যারলেস মোড়, রমনা, ঢাকা-১২১৭।

হিট স্ট্রোক কী?হিট স্ট্রোক এক ধরনের হাইপারথার্মিয়া। হাইপার হচ্ছে অধিক মাত্রা, আর থার্মিয়া মানে তাপ। শরীরে অধিক তাপমাত্রা...
20/04/2024

হিট স্ট্রোক কী?
হিট স্ট্রোক এক ধরনের হাইপারথার্মিয়া। হাইপার হচ্ছে অধিক মাত্রা, আর থার্মিয়া মানে তাপ। শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক। আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে। ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়।

কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত জল বেরিয়ে যায়। শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়।

যার ফলে শরীরকে করে তোলে অবসন্ন ও পরিশ্রান্ত। এতে মাথাঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হওয়া অস্বাভাবিক নয়। বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে তারা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হয়।

হাইপারথার্মিয়া, ঘাম, বমি বমি ভাব, এবং বমি, ফ্লাশ ত্বক, দ্রুত শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন বৃদ্ধি বা মাথাব্যথা হিট স্ট্রোকের সূচক। আপনি যদি হিট স্ট্রোক সন্দেহ করেন, অবিলম্বে চিকিৎসা সাহায্যের জন্য কল করুন।

হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। চিকিৎসা না করালে হিট স্ট্রোক গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যর্থতা, দুর্বল জৈব রাসায়নিক (এবং এনজাইম সম্পর্কিত) ফাংশন এবং গুরুতর ডিহাইড্রেশন হতে পারে। হিট স্ট্রোকের চরম ক্ষেত্রে, রোগীর খিঁচুনি এবং অজ্ঞান এবং মৃত্যু হতে পারে।


#স্বাস্থ্য_সচেতন_সুস্থ_জীবন

দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ ও হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড এ কর্মরত সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।  ঈদ...
10/04/2024

দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ ও হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড এ কর্মরত সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক 🌙 🌙

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে, বাংলাদেশ ব্রাইট সোসাইটি কর্তৃক আয়োজিত অমর একুশে স্মৃতি পদক-২০২৪ এর...
17/02/2024

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে, বাংলাদেশ ব্রাইট সোসাইটি কর্তৃক আয়োজিত অমর একুশে স্মৃতি পদক-২০২৪ এর সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে "হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড" এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাফিন আহমদ সুমন কে স্বাস্থ্য সেবায় তার গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ ২০২৪ খৃষ্টাব্দের 'অমর একুশে স্মৃতি পদক' প্রদান করা হয়েছে।

"হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড" এর পক্ষ থেকে বাংলাদেশ ব্রাইট সোসাইটি কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা পোষন করছে।
আগামী দিনগুলিতেও "হেলথ ফেয়ার বাংলাদেশ লিমিটেড" এর সকল প্রকল্প বাস্তবায়ন ও জনমানুষের কল্যানে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণে নিরলস কাজ করার অঙ্গীকার জ্ঞাপন করছে।



#স্বাস্থ্য_সচেতন_সুস্থ_জীবন

Address

Green Satmahal, 206, 207, 208 (4th Floor) Outer Circular Road, Bara Moghbazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Fair Bangladesh Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram