
25/07/2025
জুলাই ২২-২৪ তারিখে ফিলিপিন দেশের মেনিলা শহরে এটি আন্তর্জাতিক কনফারেন্সে ডা: আনহারুর রহমান পিত্তথলী পাথরের ICG টেকনোলজি নিয়ে একটি সার্টিফিকেট পেপার প্রদর্শন করেন। এই সাইন্টিফিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের যেমন জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপিন ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত নেপাল ও ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স জার্মানি ও আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা সহ বিশ্বের বিখ্যাত চিকিৎসক অংশগ্রহণ করেন। একমাত্র বাংলাদেশি হিসেবে এই সেমিনারে ডা: আনহুর রহমান অংশগ্রহণ করেন। সবাই দোয়া করবেন।
সেমিনার শেষে ডা: আনহারুর রহমান দেশে ফিরে নিয়মিত চেম্বার করছেন।