Piles Solved Shuvo

Piles Solved Shuvo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Piles Solved Shuvo, Pharmacy / Drugstore, Dhaka.

চিকিৎসকের দক্ষতায় একজন শ্রমিকের বেঁচে ফেরার গল্প!👉 Follow Channel H1 to get more update গত ২৬/৫/২০২৫ ইং তারিখে সোমবার সক...
13/06/2025

চিকিৎসকের দক্ষতায় একজন শ্রমিকের বেঁচে ফেরার গল্প!
👉 Follow Channel H1 to get more update

গত ২৬/৫/২০২৫ ইং তারিখে সোমবার সকাল ৭টার কিছু পরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে নির্মান শ্রমিক মো: হাসান মিয়া (৩০) গুরুতর ভাবে মাথায় আঘাত পেয়ে আহত হন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি রড বল্টু সহ তার মাথায় এসে পড়লে হেলমেট ভেঙ্গে সেটি মাথার হাড় ছিদ্র করে মগজের ভিতরে ঢুকে যায়। সাথে সাথেই তার সহকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক দ্রুত সিটি স্ক্যান করান এবং নিউরোসার্জন Dr Md Humayun Rashid স্যার রোগীটিকে জরুরী বিভাগেই পর্যবেক্ষন করেন।
পরবর্তীতে দ্রুত হাই ডিপেন্ডেসি ইউনিট (এইচ ডি ইউ) এ স্থানান্তর করা হয়। রোগীর স্বজন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ তদারকী প্রতিষ্ঠানের সুপারভাইজার এর সম্মতিতে মাত্র ১ ঘন্টার মাঝেই মস্তিস্কে অপারেশন এর সকল ব্যবস্থা গ্রহন করা হয়।

অপারেশনের মাধ্যমে মগজের ভিতরর প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত দেবে যাওয়া রড টি সফলভাবে বের করে নিয়ে আসেন নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ ও তার টীম। অপারেশনে সার্বিক তত্বাবধানে ছিলেন হাসপাতালের দক্ষ এনেস্থেশিওলজিস্ট বৃন্দ।

৩ ঘন্টার সফল অপারেশনের পরে রোগীর জ্ঞান ফিরে আসে এবং তিনি হাত - পা স্বাভাবিকভাবে নাড়াতে পারেন, কথাও বলতে পারেন।
রোগীর স্বজনরা এত দ্রুত ব্যবস্থা গ্রহন করে রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
👉Follow our official page Platform of Medical & Dental Society

~ Dr Saklayen Russel

হাত ভাঙ্গা(Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলা...
19/05/2025

হাত ভাঙ্গা(Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল বন্ধ হয়ে Gangrene (পচে যাওয়া) হয়ে গিয়েছে। এবার হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকলো না।

- ডা.সাঈদ সুজন

ব্যাথা কতটা ভয়ানক 😢ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার  ...
18/05/2025

ব্যাথা কতটা ভয়ানক 😢
ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!

এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার 3D rendered CT scan দেখানো হয়েছে, যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন।দূর্ভাগা এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পরে হাড়ে ( Bone metastasis)। ছবিতে নিতম্বের ইলিয়াম হাড়ে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে।এ ক্ষত গুলো প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হাড় ভেঙে যাওয়ার ব্যাথার মত ব্যাথার সৃষ্টি করে।মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি Compression fracture (চাপজনিত ভাঙন) হয়েছে।এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে।

“আসআলুল্লাহাল আযিম, রব্বাল আরশিল আযিমি আন ইয়াশফিয়াক।”
অর্থ:
“আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন।”

#ক্যান্সার #ক্যান্সারযোদ্ধা
#স্বাস্থ্যসচেতনতা
#মানবিকতা #কমপ্রেশনফ্র্যাকচার

#সহানুভূতি

-Dr. Abu Rayhan

গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম,১৫ দিন আগে বাচ্চা নষ্...
18/05/2025

গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম,১৫ দিন আগে বাচ্চা নষ্ট হওয়ার জন্য তার D&c হয়েছে। উৎকট গন্ধে এডমিশন রুমে কেউ রোগীর কাছে যেতে পারছিল না, আমাদের জন্য রুমে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। পরীক্ষা করার পর দেখা গেল, জরায়ুর মুখ দিয়ে গলগল করে পুঁজ আসছে এবং বাচ্চার একটা ভাঙ্গা হাড্ডি পাওয়া গেল। আমরা ধারণা করে নিলাম, D&c করার সময় অবশ্যই জরায়ু ছিদ্র করে ফেলা হয়েছে। এক্সরে করার পর রোগীর সারা পেটে ছড়ানো ছিটানো বাচ্চার গুঁড়া গুঁড়া হাড্ডি পাওয়া গেল। Surgery ডিপার্টমেন্ট যখন সেটা অপারেশন করলো, দেখা গেল ঘটনা আসলেই তাই। জরায়ু ছিদ্র করে বাচ্চার সবগুলো হাড় রোগীর peritoneal cavity তে(ছবিতে এগুলো বের করে আনা হয়েছে)।
রোগীর লোকদের এত সাহস কিভাবে হয় যে তারা এরকম D&c বাসায় করাতে পারে?

-Dr.Snigdha Talukder

কোষ্ঠকাঠিন্যকে একেবারে হালকাভাবে নেয়াটা এক ধরণের ক্রাইম। দুই সপ্তাহ ধরে পায়খানা না হওয়ার পর অবশেষে এক্সরে করিয়েছে। এখন দ...
18/05/2025

কোষ্ঠকাঠিন্যকে একেবারে হালকাভাবে নেয়াটা এক ধরণের ক্রাইম। দুই সপ্তাহ ধরে পায়খানা না হওয়ার পর অবশেষে এক্সরে করিয়েছে। এখন দেখুন অবস্থা...

বাচ্চাদের তো বটেই, আপনার নিজেরও কোষ্ঠকাঠিন্য হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎকের পরামর্শ নেবেন। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকার জন্য কিছু খাবারের নাম বলে দিচ্ছি। শেয়ার করে রাখতে পারেন।

শাকসবজি: কোষ্ঠকাঠিন্য দূর করতে আঁশযুক্ত খাবারের কোনো বিকল্প নেই। আর শাকসবজি হলো আঁশের সবচেয়ে ভালো উৎস। প্রতিদিনের খাবার তালিকায় তাজা মৌসুমি শাকসবজি রাখুন। সবজির মাঝে লাউ, পেঁপে, চালকুমড়া, মিষ্টিকুমড়া, ঢ্যাঁড়স রাখুন।

কলা: কলায় প্রচুর আঁশ রয়েছে। তাই যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাঁরা সকালের নাশতায় একটি করে পাকা কলা রাখুন।

আপেল: কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে নিয়মিত খোসাসহ আপেল খান। আপেলের খোসায় পর্যাপ্ত আঁশ রয়েছে, যা মল নরম করে।

নাশপাতি: প্রতিদিন একটি নাশপাতি খেলে আমাদের দৈনন্দিন আঁশের চাহিদা ২২ শতাংশ পূরণ হয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।

ইসবগুলের ভুসি: ইসবগুলের ভুসি প্রাকৃতিকভাবেই মল নরম করতে, মলের পরিমাণ বৃদ্ধি করতে ও সহজে মলত্যাগ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ অদ্রবণীয় আঁশ রয়েছে, যা প্রচুর পানি শোষণ করে। সকালে খালি পেটে ১ গ্লাস কুসুম গরম পানিতে ২ চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একইভাবে ইসবগুলের ভুসি খেলে সকালে মলত্যাগে কোনো সমস্যা হয় না। তবে ইসবগুলের ভুসি খেলে সারা দিন প্রচুর পানি পান করতে হবে। না হলে ইসবগুলের ভুসি শরীর থেকে পানি শোষণ করে মলত্যাগ আরও কষ্টসাধ্য করে তুলবে।

11/03/2025
"প্রতিদিনের সেই অসহ্য য"ন্ত্রণা আর কতদিন সইবেন? 😢 হাঁটতে, বসতে, এমনকি স্বাভাবিক জীবনযাপন করতেও কষ্ট!!  অ*পারেশন ছাড়াই মা...
10/03/2025

"প্রতিদিনের সেই অসহ্য য"ন্ত্রণা আর কতদিন সইবেন? 😢

হাঁটতে, বসতে, এমনকি স্বাভাবিক জীবনযাপন করতেও কষ্ট!! অ*পারেশন ছাড়াই মাত্র ২৫ দিনে সুস্থ হওয়ার সমস্ত বিষয় নিয়ে স্পে*শালিষ্টের সাথে কথা বলতে ইনবক্সে মেসেজ করুন।
আপনার সুস্থতা কামনা করছি 🖤

"প্রতিদিনের সেই অসহ্য যন্ত্রণা আর কতদিন সইবেন? 😢 হাঁটতে, বসতে, এমনকি স্বাভাবিক জীবনযাপন করতেও কষ্ট? অপারেশন ছাড়াই মাত্র ...
10/03/2025

"প্রতিদিনের সেই অসহ্য যন্ত্রণা আর কতদিন সইবেন? 😢 হাঁটতে, বসতে, এমনকি স্বাভাবিক জীবনযাপন করতেও কষ্ট? অপারেশন ছাড়াই মাত্র ২৫ দিনে সমাধান! পাইলসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আজই অর্ডার করুন। ✅💚"

"পাই*লসের য'ন্ত্রণা আপনার সুখ কেড়ে নিচ্ছে? 😔 প্রতিদিনের ক'ষ্ট আর নয়! অ"পারেশন ছাড়া মাত্র ২৫ দিনেই সুস্থ হয়ে যান – ব্য"থা...
10/03/2025

"পাই*লসের য'ন্ত্রণা আপনার সুখ কেড়ে নিচ্ছে? 😔 প্রতিদিনের ক'ষ্ট আর নয়! অ"পারেশন ছাড়া মাত্র ২৫ দিনেই সুস্থ হয়ে যান – ব্য"থা, চুলকানি ও রক্ত*পাত থেকে মুক্তি পাওয়ার বিষয়ে স্পেশালিষ্টের পরামর্শ নিতে ইনবক্সে আসুন ।

স্বস্তির জীবনে ফিরুন! 💚✅"

"বছরের পর বছর ভোগান্তি, অপা*রেশনের ভয়—এবার শেষ হোক! ✅ মাত্র ২৫ দিনে পা*ইলস মুছে যাবে , কোন অপারেশন ছাড়া। বিশ্বাস করুন, স...
10/03/2025

"বছরের পর বছর ভোগান্তি, অপা*রেশনের ভয়—এবার শেষ হোক! ✅ মাত্র ২৫ দিনে পা*ইলস মুছে যাবে , কোন অপারেশন ছাড়া।
বিশ্বাস করুন, স্বস্তির জীবন সম্ভব! ইনবক্স করুন বিস্তারিত স্পেশালিষ্টের সাথে কথা বলতে ।"

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piles Solved Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Piles Solved Shuvo:

Share