Therapy at Wheel

Therapy at Wheel An World Class Home Based Physiotherapy and Rehabilitation service in Bangladesh.

কোমর ব্যথা? চিকিৎসা নিন আপনার ঘরে বসেই—থেরাপি অ্যাট হুইলের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে!দীর্ঘসময় বসে কাজ, ভারী জিনিস...
08/05/2025

কোমর ব্যথা? চিকিৎসা নিন আপনার ঘরে বসেই—থেরাপি অ্যাট হুইলের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে!

দীর্ঘসময় বসে কাজ, ভারী জিনিস তোলা, ভুল ভঙ্গিতে চলাফেরা কিংবা বয়সজনিত কারণে কোমর ব্যথা এখন খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যথা সময়মতো সঠিকভাবে চিকিৎসা না করলে তা ধীরে ধীরে পায়ের দিকে ছড়িয়ে গিয়ে চলাফেরায় জটিলতা সৃষ্টি করতে পারে।

ফিজিওথেরাপি হলো কোমর ব্যথার জন্য সবচেয়ে কার্যকর, নিরাপদ এবং ওষুধবিহীন সমাধান।

"Therapy at Wheel" আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রফেশনাল ফিজিওথেরাপি সেবা—যা পরিচালনা করছেন CRP থেকে পাসকৃত এবং অভিজ্ঞ হাসপাতালে প্র্যাকটিস করা লাইসেন্সপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টরা।

কোমর ব্যথার জন্য আমরা যা করি:

ব্যথার কারণ মূল্যায়ন ও বিশ্লেষণ

ব্যক্তিগত থেরাপি পরিকল্পনা তৈরি

সুনির্দিষ্ট ব্যায়াম ও ম্যানুয়াল থেরাপি প্রয়োগ

পেশি শিথিলকরণ ও অস্থিসন্ধির সচলতা বৃদ্ধি

প্রয়োজন অনুযায়ী যন্ত্র ব্যবহার ও পরামর্শ প্রদান

আমাদের সেবা সমূহ:

মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি (কোমর, ঘাড়, হাঁটু ইত্যাদি)

অর্থোপেডিক ফিজিওথেরাপি

নিউরোলজিক্যাল ও স্ট্রোক রিহ্যাবিলিটেশন

পেডিয়াট্রিক ও জেরিয়াট্রিক ফিজিওথেরাপি

বক্ষব্যাধি ও স্পোর্টস রিহ্যাব

টেলি রিহ্যাব (অনলাইন ফিজিওথেরাপি) — একদম ফ্রি!

কেন Therapy at Wheel?

ঘরে বসেই নিরাপদ ও মানসম্মত সেবা

আধুনিক যন্ত্রপাতি ও ব্যক্তিগত থেরাপি পরিকল্পনা

সময় ও পরিবেশের সুবিধায় দ্রুত উন্নতি

অভিজ্ঞ, নিবন্ধিত ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত

যোগাযোগ করুন আজই:
ওয়েব: www.therapyatwheel.com
ফোন: ০১৮৬৪২২৩৮৮৭
ইমেইল: therapyatwheel@gmail.com

Therapy at Wheel – ব্যথা কমান, সুস্থ থাকুন, আপনার নিজের ঘর থেকেই।

ঢাকা নগরীর মাত্রাতিরিক্ত ট্রাফিক জ্যাম ও  করোনার এই সময়ে বাসায় থাকুন, সূরক্ষিত থাকুন।আপনার ফিজিওথেরাপি সেবার জন্য আমরা এ...
17/08/2021

ঢাকা নগরীর মাত্রাতিরিক্ত ট্রাফিক জ্যাম ও করোনার এই সময়ে বাসায় থাকুন, সূরক্ষিত থাকুন।আপনার ফিজিওথেরাপি সেবার জন্য আমরা একদল দক্ষ ফিজিও আছি আপনাদের পাশে। কভিড ১৯ পরবর্তী শ্বাস প্রশ্বাসের জটিলতা,দুর্বলতা ,স্ট্রোক এবং প্যারালাইসিস রোগীর জন্য আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট নিয়ে আমরা “Therapy at Wheel” আছি আপনার সেবার জন্য। চলাচলে অক্ষম, বাতের ব্যথা, জন্মগত বিকলাঙ্গ/ প্রবীন, মুখ বাঁকা সহ যে কোন জয়েন্টে ব্যথা, অপারেশন পূর্ববর্তী ও পরবর্তী ব্যাথা ইত্যাদি ক্ষেত্রে, সাস্থ্য বিধি মেনে বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি।
আমাদের সেবা সমূহ:
টেলি রিহ্যাবিলিটেশন(অনলাইন ফিজিওথেরাপি) ফ্রী............
পোস্ট কভিড ফিজিওথেরাপি
স্ট্রোক রিহ্যাবিলিটেশন
নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি
অর্থোপেডিক্স ফিজিওথেরাপি
মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি
পেডিয়াট্রিক ফিজিওথেরাপি
বক্ষব্যাধি জনিত ফিজিওথেরাপি
জেরিয়াট্রিক ফিজিওথেরাপি
স্পোর্টস ফিজিওথেরাপি
বাসায় বসে ফিজিওথেরাপি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন :
ওয়েব:www.therapyatwheel.com
ফোনঃ ০১৮৬৪২২৩৮৮৭
ইমেইলঃ therapyatwheel@gmail.com
আমরাই একমাত্র সি আর পি থেকে পাশ করা এবং বিভিন্ন হাসপাতালে প্রেক্টিস করা গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে বাসায় থেরাপি দিয়ে থাকি

হেচকি (Hiccup):এক বা একাধিক পদ্ধতি গ্রহন করা যেতে পারে। ১.পানি খাওয়া - ১ গ্লাস পানি ১ নিশ্বাসে  খাওয়া।২. বাতাস খাওয়া ...
10/08/2021

হেচকি (Hiccup):
এক বা একাধিক পদ্ধতি গ্রহন করা যেতে পারে।
১.পানি খাওয়া - ১ গ্লাস পানি ১ নিশ্বাসে খাওয়া।
২. বাতাস খাওয়া অর্থাৎ নিঃশ্বাস নিয়ে যতক্ষন পারা যায় দম আটকে রাখা।
৩.পলিথিন মুখে নিয়ে ঘন ঘন শ্বাস ছেড়ে আবার গ্রহন করা।
সচেতনতায়: Therapy at Wheel

বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে সজিনা পাতাকে ‘পুষ্টির ডিনামাইট’বলে আখ্যায়িত করেন, পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজি...
08/08/2021

বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে সজিনা পাতাকে ‘পুষ্টির ডিনামাইট’বলে আখ্যায়িত করেন, পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজিনা পাতায় কমলা লেবুর ৭ গুণ ভিটামিন-সি, দুধের ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ, গাজরের ৪ গুণ ভিটামিন-এ, কলার ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান। বিজ্ঞানীরা আরও বলেন, সজিনা পাতায় ৪২% আমিষ, ১২৫% ক্যালসিয়াম, ৬১% ম্যাগনোসিয়াম, ৪১% পটাশিয়াম, ৭১% লৌহ, ২৭২% ভিটামিন-এ এবং ২২% ভিটামিন-সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে।


এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে। দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।

পুদিনা পাতার ঔষুধি গুনাগুন:জ্বর এবং সর্দি – কাশি কমাতে পুদিনা পাতা বিশেষ ভূমিকা পালন করে। চায়ের সাথে পুদিনা পাতা মিশিয়ে ...
04/08/2021

পুদিনা পাতার ঔষুধি গুনাগুন:
জ্বর এবং সর্দি – কাশি কমাতে পুদিনা পাতা বিশেষ ভূমিকা পালন করে। চায়ের সাথে পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন। এতে শরীরের ব্যাথা থেকে উপকার পাবেন।

পুদিনা পাতা নিয়মিত খেলে ,আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
মুখের স্বাদ বাড়াতে পুদিনা পাতা খুবই কার্যকর।
হজম শক্তি বাড়ায় ,গ্যাসের সমস্যা দূর করে ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

মেনে চলুন
সুস্থ্য থাকুন
বাসায় ফিজিওথেরাপি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন..
ফোন: ০১৮৬৪২২৩৮৮৭
ওয়েব:www.therapyatwheel.com

করোনার এই সময়ে বাসায় থাকুন, সূরক্ষিত থাকুন, ফিজিওথেরাপি সেবার  জন্য আমাদের ডাকুন ,আমরা আছি আপনার পাশে। করোনা পরবর্তী শ্ব...
02/08/2021

করোনার এই সময়ে বাসায় থাকুন, সূরক্ষিত থাকুন, ফিজিওথেরাপি সেবার
জন্য আমাদের ডাকুন ,আমরা আছি আপনার পাশে। করোনা পরবর্তী শ্বাস প্রশ্বাসের জটিলতা,দুর্বলতা ,স্ট্রোক এবং প্যারালাইসিস রোগীর জন্য আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট নিয়ে আমরা “Therapy at Wheel” আছি আপনার সেবার জন্য। চলাচলে অক্ষম, বাত ব্যথা, জন্মগত বিকলাঙ্গ/ বৃদ্ধ/প্রবীন, মুখ বাঁকা সহ যে কোন জয়েন্টে ব্যথা, অপারেশন পূর্ববর্তী ও পরবর্তী ইত্যাদি ক্ষেত্রে, সাস্থ্য বিধি মেনে বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি।
আমাদের সেবা সমূহ:
#টেলি রিহ্যাবিলিটেশন(অনলাইন ফিজিওথেরাপি) ফ্রী............
#পোস্ট কভিড ফিজিওথেরাপি
#স্ট্রোক রিহ্যাবিলিটেশন
#নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি
#অর্থোপেডিক্স ফিজিওথেরাপি
#মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি
#পেডিয়াট্রিক ফিজিওথেরাপি
#বক্ষব্যাধি জনিত ফিজিওথেরাপি
#জেরিয়াট্রিক ফিজিওথেরাপি
#স্পোর্টস ফিজিওথেরাপি

বাসায় বসে #ফিজিওথেরাপি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন :
ওয়েব:www.therapyatwheel.com
ফোনঃ ০১৮৬৪২২৩৮৮৭
ইমেইলঃ therapyatwheel@gmail.com
আমরাই একমাত্র সি আর পি থেকে পাশ করা এবং বিভিন্ন হাসপাতালে প্রেক্টিস করা গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে বাসায় থেরাপি দিয়ে থাকি

21/07/2021

EID MUBAROK TO ALL

সাস্থ্য কথা:তুলসী গাছের ঔষধি-গুণাবলি সমৃদ্ধ গাছ। তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকার...
17/07/2021

সাস্থ্য কথা:
তুলসী গাছের ঔষধি-গুণাবলি সমৃদ্ধ গাছ। তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী। এটি শ্বাসনালী থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা দূর করে। তুলসী পাতা পাকস্থলীর ও কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী
মেনে চলুন
সুস্থ্য থাকুন
সচেতনতায় :Therapy at Wheel

সাস্থ্য কথাঃরোগ উৎপাদনকারী জীবাণুগুলির শ্রেণীবিভাগ: রোগ উৎপাদনকারী জীবাণুকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন: ১। ব্যাকটেরিয...
16/07/2021

সাস্থ্য কথাঃ

রোগ উৎপাদনকারী জীবাণুগুলির শ্রেণীবিভাগ: রোগ উৎপাদনকারী জীবাণুকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন:

১। ব্যাকটেরিয়া (Bacteria )
২। ভাইরাস (Virus)
৩। প্রোটোজোয়া (Protozoa)
৪। ফাংগাস (Fungus) (ছত্রাক)

১। ব্যাকটেরিয়া (Bacteria) : ইহা অতিক্ষুদ্র আনুবীক্ষনিক জীব, অনুবীক্ষন যন্ত্রের সাহায্য ছাড়া খালি চোখে দেখা যায়না। ব্যাকটেরিয়া, কলের টাইফয়েড, রক্ত আমাশয়, যক্ষা ইত্যাদি রোগের জন্য দায়ী।

২। ভাইরাস (Virus) : এটি অতিক্ষুদ্র জীবাণু। শক্তিশালী ইলেকটে মাইক্রোসকোপ যন্ত্র ছাড়া দেখা যায়না। হাম, বসন্ত, হেপাটাইটিস, এইডস স বিভিন্ন জটিল রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে ।

৩। প্রোটেজোয়া (Protozoa) : এটি একটি এক কোষী আদি প্রাণি
ম্যালরিয়া, ডায়রিয়া, কালাজ্বর ইত্যাদি রোগের জন্য প্রোটোজোয়া দায়ী।

৪। ফাংগাস (Fungus) : এটি একটি পরজীবী অনুজীব। দাদ, খোস-পাঁচড় ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাছাড়া কৃমি ফাইলেরিয়া, গোদ রোগ সহ বিঘ্নি রোগ ছড়ায়।

 #সাস্থ্য কথাঃডেঙ্গুঃ ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, এর জীবানুর নাম ডেংগী ভাইরাস। স্ত্রী এডিস  মশা এর জীবানুর বাহক। উক্ত মশ...
15/07/2021

#সাস্থ্য কথাঃ
ডেঙ্গুঃ
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, এর জীবানুর নাম ডেংগী ভাইরাস। স্ত্রী এডিস মশা এর জীবানুর বাহক। উক্ত মশার কামড়ে এই রোগ হয়।
লক্ষন সমূহঃ

ক। প্রথমে শীত শীত ভাব হয়ে হঠাৎ জ্বর দেখা দেয়। সাধারনত জ্বর ১০৩ ১০৫ ফারেনহাইট হয়।

খ। তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা ও গলা ব্যথা হতে পারে। সমস্ত শরীরে বিশেষ করে মেরুদন্ড ও কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষন।শরীরে লালচে Rash (ফুসকুড়ি) দেখা দিতে পারে।

গ। বমি বমি ভাব ও অরুচি হতে পারে। মারাক্তক পর্যায়ে রক্তক্ষরনও হতে পারে। এপর্যায়ে সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও হতে পারে।
ডেঙ্গু জ্বরের তিনটি ক্যাটাগরি রয়েছে এগুলো হচ্ছে- "এ", "বি" এবং "সি" ক্যাটাগরি।

কখন হাসপাতালে ভর্তি হবেন?ঃ

"এ" ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে। তাদের শরীরে শুধুমাত্র জ্বর থাকে। রক্তচাপ বা ব্লাড প্রেসার স্বাভাবিক সীমার মাঝেই অবস্থান করে। অধিকাংশ ডেঙুগু রোগীই 'এ' ক্যাটাগরির। তাদের হাসপাতালে ভর্তি হবার কোন প্রয়োজন নেই।বাড়িতে রোগীকে বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে দিতে হবে।

"বি" ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে শরীরে কিছু লক্ষণ (যেমনঃ রোগী খুব বেশি বমি করছে অথবা পেটে ব্যথা করছে বা শরীরের কোথাও কোথাও রক্তপাত হচ্ছে- দাঁতের মাড়ি থেকে বা নাক দিয়ে রক্ত আসছে। হাতে-পায়ে রক্তের ছোপ ছোপ আসছে কিংবা সে কিছুই খেতে পারছে না) প্রকাশ পায়। তখন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে।

সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। শরীরে Total যে পরিমান পানি থাকা দরকার তা leak হয়ে যায়। শরীরের বাহিরে নয় বরং শরীরের ভিতরে leak হয় তাই রোগী টের পায় না। যে কারনে pressure কমে গিয়ে shock এ চলে যায়। এর জন্য দরকার শুধু গুনে গুনে মেপে মেপে সমপরিমাণ তরল দেয়া। জ্বরের পাশাপাশি রোগীর ব্লাড প্রেসার কমতে শুরু করে এবং রোগী যেকোনো সময়ে হাইপোতলিউমিক শকে চলে যেতে পারে। এ জন্য আইসিইউ'র প্রয়োজন হতে পারে।

চিকিৎসাঃ শুধু জ্বর (৩ দিন পর্যন্ত):

এ জাতীয় জরে Antibiotic এর কোন ভূমিকা নেই। কখনো কখনো বিশেষ ক্ষেত্রে বিশেষ কারনে Antibiotic দেয় হয়ে থাকে, প্রচুর পানি জাতীয় খাবার খাবেন। পানি, সরবত, জুস, স্যুপ, ORS, ডাব ইত্যাদি। একবারে বেশি না খেয়ে বার বার আধা ঘণ্টা পর পর আধা গ্লাস।

সাবধানতাঃ এসপিরিন জাতীয় ঔষধ দেয়া যাবে না।

রোগীর অবস্থার উপর ভিত্তি করে Whole blood বা Platelet transfusi করা লাগতে পারে ও রোগীকে যেন মশা না কামড়ায় এ জন্য রোগীকে অবশ্যই মশারির ভেতরে রাখতে হবে। কান রোগীকে কামড় দিয়ে, পরবর্তীতে কোনো সুস্থ লোককে সেই মশা কামড় দিলে ওই ব্যক্তিও এ রোগে আক্রান্ত হবেন


প্রতিরোধঃ

ক। ডেংগ মশা নিধন করাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। এই মশা দিনের বেলায় কামড়ায় দিনের বেলায় মশারী টানিয়ে ঘুমাতে হবে, মশার কয়েল বা ইলেকট্রিক ব্যাট ব্যবহার করতে হবে।

খ। এই মশা ময়লা পানিতে জন্মায় না। বাড়ির আশেপাশে বিভিন্ন কনটেইনারে সঞ্চিত পরিষ্কার পাি তাই এভাবে পানি জমতে দেয়া যাবে না।

গ। নিয়মিত স্প্রে করতে হবে।

মেনে চলুন
সুস্থ্য থাকুন
সচেতনতায়ঃ থেরাপি এট হুইল ( হোম ফিজিওথেরাপি

 #সাস্থ্য কথাঃপুঁইশাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের নাম লিপোইক অ্যাসিড। এইঅ্যান্টি অক্সি...
13/07/2021

#সাস্থ্য কথাঃ

পুঁইশাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের নাম লিপোইক অ্যাসিড। এইঅ্যান্টি অক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমায়। পাশাপাশি ইনসুলিনের ভারসাম্যও ধরে রাখে। তা ছাড়া এটি ডায়াবেটিস রোগিদের পেরিফেরাল নিউরোপ্যাথি এবং অটোনমিক নিউরোপ্যাথির সমস্যা কমায়।

ফুলকপিতে যে “ফাইটোকেমিক্যালস”রয়েছে তা, টক্সিক উপাদান সমূহকে ভেঙ্গে কিডনি ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে।পাশাপাশি,গল ব...
13/07/2021

ফুলকপিতে যে “ফাইটোকেমিক্যালস”রয়েছে তা, টক্সিক উপাদান সমূহকে ভেঙ্গে কিডনি ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে।পাশাপাশি,গল ব্লাডারের সুরক্ষার জন্য এই “ফাইটোকেমিক্যালস” বেশ কার্যকর।

বাসায় বসে #ফিজিওথেরাপি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন :
ওয়েব:www.therapyatwheel.com
ফোনঃ ০১৮৬৪২২৩৮৮৭
ইমেইলঃ therapyatwheel@gmail.com

Address

Block H, Road 8, Basundhara Residential Area
Dhaka
1229

Telephone

+8801864223887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Therapy at Wheel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share