Therapy at Wheel

Therapy at Wheel An World Class Home Based Physiotherapy and Rehabilitation service in Bangladesh.

বিশ্বমানের হোম বেইজড ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা

🩺 কোমর ব্যথা – সমাধান এখন আপনার ঘরেই!কোমর ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণ একটি সমস্যা। দীর্ঘ সময় বসে কাজ করা, ভু...
27/08/2025

🩺 কোমর ব্যথা – সমাধান এখন আপনার ঘরেই!

কোমর ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণ একটি সমস্যা। দীর্ঘ সময় বসে কাজ করা, ভুল ভঙ্গি, অতিরিক্ত ওজন, কিংবা হঠাৎ আঘাত – নানা কারণে কোমরে ব্যথা হতে পারে। অনেক সময় এ ব্যথা অবহেলা করলে তা ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সমস্যায় পরিণত হয়।

👉 ফিজিওথেরাপি হলো কোমর ব্যথার একটি কার্যকর ও বৈজ্ঞানিক সমাধান।
✔️ ওষুধ ছাড়া প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে সাহায্য করে
✔️ পেশি ও হাড়ের শক্তি বাড়ায়
✔️ চলাফেরার স্বাভাবিকতা ফিরিয়ে আনে
✔️ ভবিষ্যতের ব্যথা প্রতিরোধে সহায়ক

এখন আর হাসপাতালে যাওয়ার ঝামেলা নেই – আমাদের হোম সার্ভিস টিম পেশাদার ফিজিওথেরাপি সেবা দিচ্ছে আপনার নিজের বাড়িতে
আপনার সুস্থ জীবনই আমাদের লক্ষ্য। 💙

🌿 Therapy At Wheel – বিশ্বমানের ফিজিওথেরাপি, এখন আপনার ঘরে 🌿🧑‍⚕️ ব্যস্ত জীবনযাপন বা শারীরিক সমস্যার কারণে অনেকেই নিয়মিত ...
27/08/2025

🌿 Therapy At Wheel – বিশ্বমানের ফিজিওথেরাপি, এখন আপনার ঘরে 🌿

🧑‍⚕️ ব্যস্ত জীবনযাপন বা শারীরিক সমস্যার কারণে অনেকেই নিয়মিত ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারেন না।
✨ তাই আমরা নিয়ে এসেছি Home-Based Physiotherapy & Rehabilitation Service – আপনার ঘরে বসেই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা সেবা পাওয়ার সুযোগ।

💪 আমাদের সেবা সমূহ:
✔️ কোমর ও ঘাড় ব্যথা
✔️ স্ট্রোক রিহ্যাবিলিটেশন
✔️ ফ্রোজেন শোল্ডার
✔️ পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন
✔️ জয়েন্ট পেইন ও আর্থ্রাইটিস
✔️ পোস্ট-সার্জারি ফিজিওথেরাপি
✔️ হোম-বেইজড এক্সারসাইজ প্রোগ্রাম

🚑 আমরা পৌঁছে যাচ্ছি ঢাকার বিভিন্ন এলাকায়, আপনার দরজায়।
🎯 লক্ষ্য – সাশ্রয়ী, সহজলভ্য ও বিশ্বমানের ফিজিওথেরাপি সেবা প্রদান।

📞 এখনই বুক করুন: 01864-223887
📩 Inbox করুন আমাদের সাথে যোগাযোগের জন্য।

ফ্রোজেন শোল্ডার ও ফিজিওথেরাপি: বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকারিতাইন্ট্রো:ফ্রোজেন শোল্ডার বা "আডহেসিভ ক্যাপসুলাইটিস" এমন ...
26/08/2025

ফ্রোজেন শোল্ডার ও ফিজিওথেরাপি: বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকারিতা

ইন্ট্রো:
ফ্রোজেন শোল্ডার বা "আডহেসিভ ক্যাপসুলাইটিস" এমন একটি অবস্থা যেখানে কাঁধ শক্ত হয়ে যায়, ব্যথা হয় এবং নড়াচড়া সীমিত হয়ে পড়ে। সাধারণত ৪০-৬০ বছর বয়সে বেশি দেখা যায়, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে।

গবেষণালব্ধ ফলাফল:
🔹 NICE (UK) গাইডলাইন অনুযায়ী, ফিজিওথেরাপি ব্যায়াম ও ম্যানুয়াল থেরাপি ফ্রোজেন শোল্ডারের মূল চিকিৎসা হিসেবে গুরুত্বপূর্ণ।
🔹 Cochrane Review (2020)-এর ফলাফল বলছে, নিয়মিত ব্যায়াম থেরাপি ও স্ট্রেচিং ব্যথা কমানো ও কাঁধের মুভমেন্ট বাড়াতে কার্যকর।
🔹 Journal of Physiotherapy (2019)-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, ফিজিওথেরাপি (বিশেষ করে মুভমেন্ট এক্সারসাইজ ও জয়েন্ট মোবিলাইজেশন) নেওয়া রোগীদের ৮–১২ সপ্তাহে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
🔹 কেবলমাত্র ওষুধ বা ইনজেকশনের তুলনায়, ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নিলে দ্রুত রিকভারি হয় এবং রোগীরা দৈনন্দিন কাজকর্মে ফিরে যেতে পারেন।

ফিজিওথেরাপির করণীয়:
✅ ব্যথা নিয়ন্ত্রণ (হিট/কোল্ড থেরাপি, TENS)
✅ নড়াচড়া বাড়ানোর ব্যায়াম (Pendulum, Wall climbing, Towel stretch ইত্যাদি)
✅ কাঁধের মাংসপেশি শক্ত করার এক্সারসাইজ
✅ সঠিক ভঙ্গি ও দৈনন্দিন কার্যকলাপে সচেতনতা

কোমর ব্যথা (Low Back Pain) আমাদের দেশে খুব সাধারণ একটি সমস্যা। সঠিক সময়ে ফিজিওথেরাপি নিলে অনেক ক্ষেত্রেই ওষুধ ছাড়াই উপশম...
26/08/2025

কোমর ব্যথা (Low Back Pain) আমাদের দেশে খুব সাধারণ একটি সমস্যা। সঠিক সময়ে ফিজিওথেরাপি নিলে অনেক ক্ষেত্রেই ওষুধ ছাড়াই উপশম পাওয়া যায় এবং ব্যথা পুনরায় হওয়ার ঝুঁকি কমানো যায়।

কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা

✅ মূল্যায়ন (Assessment):

প্রথমে রোগীর ব্যথার ধরণ, তীব্রতা, কখন বাড়ে/কমে এবং দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলছে তা নির্ণয় করা হয়।

কোন ধরনের কোমর ব্যথা (যেমন – মাংসপেশি জনিত, ডিস্ক সমস্যাজনিত, সায়াটিকা ইত্যাদি) তা চিহ্নিত করা জরুরি।

✅ চিকিৎসা পদ্ধতি (Treatment Approaches):

1. ব্যায়াম থেরাপি (Exercise Therapy):

হালকা স্ট্রেচিং ব্যায়াম (Hamstring stretch, Lumbar stretch)

কোর মাসল শক্ত করার ব্যায়াম (Pelvic tilt, Bridging, Abdominal strengthening)

সঠিক ভঙ্গি বজায় রাখার ব্যায়াম

2. ম্যানুয়াল থেরাপি (Manual Therapy):

হালকা মোবিলাইজেশন বা সফট টিস্যু টেকনিক ব্যথা কমাতে সহায়তা করে।

3. ইলেকট্রোথেরাপি (Electrotherapy):

আল্ট্রাসাউন্ড থেরাপি, TENS, হট/কোল্ড প্যাক প্রয়োগ করা হয় ব্যথা ও প্রদাহ কমানোর জন্য।

4. পোস্টারাল এডুকেশন (Postural Education):

বসা, দাঁড়ানো, হাঁটা, ভার তোলার সঠিক নিয়ম শেখানো হয়।

✅ দৈনন্দিন জীবনে করণীয়:

দীর্ঘ সময় একভাবে বসে থাকা এড়িয়ে চলা

ভারী জিনিস সামনে ঝুঁকে না তুলে হাঁটু ভেঙে তোলা

সঠিক গদি ও বালিশ ব্যবহার

নিয়মিত হালকা ব্যায়াম ও হাঁটা

পারকিনসন রোগীর জন্য হোম রিহ্যাব – এখন ঘরে বসেই! 🏠✨পারকিনসন আক্রান্ত ব্যক্তিরা চলাফেরা, ব্যালান্স, হাতে-পায়ের সমন্বয় ও দৈ...
25/08/2025

পারকিনসন রোগীর জন্য হোম রিহ্যাব – এখন ঘরে বসেই! 🏠✨

পারকিনসন আক্রান্ত ব্যক্তিরা চলাফেরা, ব্যালান্স, হাতে-পায়ের সমন্বয় ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হন। “Therapy at Wheel” নিয়ে এসেছে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের হোম সেবা, যা রোগীর বয়স ও প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত থেরাপি প্ল্যান প্রদান করে।

আমরা যা করি:
✅ মোটর স্কিল ও ব্যালান্স উন্নয়ন
✅ স্ট্রেচিং ও ফাংশনাল এক্সারসাইজ
✅ ফাইন মোটর ট্রেনিং
✅ ব্যথা ও পেশি সমস্যা নিয়ন্ত্রণ
✅ হোম এক্সারসাইজ প্ল্যান ও কেয়ারগিভার ট্রেনিং

🌟 কেন Therapy at Wheel?

নিরাপদ ও আরামদায়ক হোম সেবা

আধুনিক যন্ত্রপাতি ও প্রমাণভিত্তিক থেরাপি

CRP-প্রশিক্ষিত ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট

📞 যোগাযোগ করুন আজই:
🌐 www.therapyatwheel.com

📱 01677750446
✉️ therapyatwheel@gmail.com

Therapy at Wheel – পারকিনসন রিহ্যাবে পাশে, আপনার নিজের ঘরে থেকেই।

সঠিকভাবে বসুন, সুস্থ থাকুন ✅অনেকেই দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা ডেস্কে কাজ করি, কিন্তু ভুল ভঙ্গিতে বসার কারণে কোমর, ঘাড় ...
25/08/2025

সঠিকভাবে বসুন, সুস্থ থাকুন ✅

অনেকেই দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা ডেস্কে কাজ করি, কিন্তু ভুল ভঙ্গিতে বসার কারণে কোমর, ঘাড় ও পিঠে ব্যথা তৈরি হয়।

❌ ভুল ভঙ্গি (Bad Posture):

কুঁজো হয়ে বসা

কাঁধ সামনে ঝুঁকে থাকা

পা পুরো মেঝেতে না রাখা

মাথা সামনের দিকে ঝুঁকে থাকা

✅ সঠিক ভঙ্গি (Correct Posture):

সোজা হয়ে বসা, পিঠ চেয়ারে সাপোর্টেড

কাঁধ শিথিল রাখা

কনুই ৯০° কোণে রাখা

মাথা মেরুদণ্ডের সাথে সোজা রাখা

দুই পা মাটিতে সমানভাবে রাখা

👉 মনে রাখবেন, সঠিক ভঙ্গি শুধু ব্যথা কমায় না, বরং দীর্ঘমেয়াদে সুস্থ মেরুদণ্ড ও কর্মক্ষম জীবন নিশ্চিত করে।

🧩 সেরিব্রাল পালসি রিহ্যাবিলিটেশন – আপনার সন্তানের জন্য নতুন সম্ভাবনা, এখন ঘরে বসেই!সেরিব্রাল পালসি (CP) আক্রান্ত শিশুরা ...
12/08/2025

🧩 সেরিব্রাল পালসি রিহ্যাবিলিটেশন – আপনার সন্তানের জন্য নতুন সম্ভাবনা, এখন ঘরে বসেই!

সেরিব্রাল পালসি (CP) আক্রান্ত শিশুরা সাধারণত মোটর কন্ট্রোল, ব্যালান্স, হাঁটাচলা, হাত-পায়ের ব্যবহার, কথা বলা, ও দৈনন্দিন কাজে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রাথমিক বয়স থেকেই সঠিক থেরাপি শুরু করলে শিশু ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শেখে এবং সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে পারে।

🎯 “Therapy at Wheel” নিয়ে এসেছে আপনার ঘরে বিশেষজ্ঞ CP রিহ্যাব সেবা
যেখানে চড়প-থেকে প্রশিক্ষিত, অভিজ্ঞ ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্টরা শিশুর প্রয়োজন অনুযায়ী প্রমাণভিত্তিক থেরাপি সেশন প্রদান করেন।

---

🏥 সেরিব্রাল পালসি রিহ্যাবের জন্য আমরা যা করি:

শিশুর মোটর স্কিল, পেশি শক্তি ও ব্যালান্স মূল্যায়ন

Gross Motor Skills (হাঁটা, বসা, দাঁড়ানো) উন্নয়নের এক্সারসাইজ

Fine Motor Skills (হাতের কাজ, গ্রিপ উন্নয়ন) ট্রেনিং

স্ট্রেচিং ও মবিলাইজেশন এক্সারসাইজ

ফাংশনাল অ্যাক্টিভিটি ট্রেনিং (খেলাধুলা, দৈনন্দিন কাজের অনুশীলন)

নিউরোপ্লাস্টিসিটি-ভিত্তিক বিশেষ রিহ্যাব টেকনিক

প্রয়োজনমতো ইলেকট্রোথেরাপি ও ব্যথা নিয়ন্ত্রণ সেবা

অভিভাবকদের জন্য হোম এক্সারসাইজ প্ল্যান ও কেয়ারগিভার ট্রেনিং

📌 আমাদের সেবাসমূহ:

সেরিব্রাল পালসি ও শিশু বিকাশ রিহ্যাবিলিটেশন

নিউরোলজিক্যাল রিহ্যাব (স্ট্রোক, পারকিনসন, ইত্যাদি)

মাস্কুলোস্কেলিটাল থেরাপি (ঘাড়, কোমর, হাঁটু ইত্যাদি)

বক্ষব্যাধি ও স্পোর্টস রিহ্যাবিলিটেশন

টেলি রিহ্যাব (অনলাইন থেরাপি) – একদম ফ্রি!

🌟 কেন Therapy at Wheel?

ঘরে বসেই নিরাপদ ও মানসম্মত সেবা

শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী ব্যাক্তিগত থেরাপি পরিকল্পনা

আধুনিক যন্ত্রপাতি ও প্রমাণভিত্তিক পদ্ধতি

CRP-প্রশিক্ষিত ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট

অভিভাবক ও শিশুর আরাম, গোপনীয়তা ও আস্থা বজায় রাখা

📞 যোগাযোগ করুন আজই:
🌐 ওয়েব: www.therapyatwheel.com
📱 ফোন: ০১৮৬৪২২৩৮৮৭
✉️ ইমেইল: therapyatwheel@gmail.com

🏠 Therapy at Wheel – আপনার শিশুর বিকাশের যাত্রায় পাশে আছি, আপনার নিজের ঘরে থেকেই।

স্ট্রোক রিহ্যাবিলিটেশন – সুস্থতার নতুন যাত্রা, এখন ঘরে বসেই!স্ট্রোকের পর শরীরের একপাশ দুর্বল হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধ...
26/07/2025

স্ট্রোক রিহ্যাবিলিটেশন – সুস্থতার নতুন যাত্রা, এখন ঘরে বসেই!

স্ট্রোকের পর শরীরের একপাশ দুর্বল হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধা, কথা বলার সমস্যা, বা দৈনন্দিন কাজের অক্ষমতা—এসব সমস্যা সাধারণ। প্রাথমিক পর্যায় থেকেই সঠিক পুনর্বাসন না করলে এই অক্ষমতা স্থায়ী হয়ে যেতে পারে।

ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপি হলো স্ট্রোক রিহ্যাবিলিটেশনের সবচেয়ে কার্যকর, ওষুধবিহীন এবং বৈজ্ঞানিক পদ্ধতি, যা রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।

🎯 “Therapy at Wheel” আপনার দোরগোড়ায় এনেছে বিশেষজ্ঞ স্ট্রোক রিহ্যাব সেবা
যেখানে CRP-প্রশিক্ষিত ও অভিজ্ঞ নিবন্ধিত ফিজিওথেরাপিস্টরা প্রদান করছেন প্রমাণভিত্তিক থেরাপি সেশন।

স্ট্রোক রিহ্যাবের জন্য আমরা যা করি:

রোগীর শারীরিক অবস্থা ও মোটর কন্ট্রোল মূল্যায়ন

পেশি শক্তি, ব্যালান্স ও কোঅর্ডিনেশন উন্নতকরণ

সুনির্দিষ্ট স্ট্রেচিং ও মবিলাইজেশন এক্সারসাইজ

ফাংশনাল ট্রেনিং (হাঁটা, বসা-উঠা, দৈনন্দিন কাজের পুনর্গঠন)

হাত-পায়ের মুভমেন্ট রিস্টোরেশন থেরাপি

নিউরোপ্লাস্টিসিটি-ভিত্তিক বিশেষ রিহ্যাব টেকনিক

প্রয়োজনমতো ইলেকট্রোথেরাপি ও ব্যথা নিয়ন্ত্রণ সেবা

রোগী ও কেয়ারগিভারদের জন্য হোম এক্সারসাইজ প্ল্যান ও গাইডলাইন

আমাদের সেবাসমূহ:

স্ট্রোক ও নিউরোলজিক্যাল রিহ্যাব

মাস্কুলোস্কেলিটাল থেরাপি (ঘাড়, কোমর, হাঁটু ইত্যাদি)

পেডিয়াট্রিক ও জেরিয়াট্রিক ফিজিওথেরাপি

বক্ষব্যাধি ও স্পোর্টস রিহ্যাবিলিটেশন

টেলি রিহ্যাব (অনলাইন ফিজিওথেরাপি) – একদম ফ্রি!

কেন Therapy at Wheel?

ঘরে বসেই নিরাপদ ও মানসম্মত সেবা

আধুনিক যন্ত্রপাতি ও ব্যাক্তিগত থেরাপি পরিকল্পনা

সময়মতো থেরাপি পেলে দ্রুত উন্নতি

অভিজ্ঞ ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত

রোগীর আরাম ও গোপনীয়তা বজায় রেখে সেবা প্রদান

📞 যোগাযোগ করুন আজই:
🌐 ওয়েব: www.therapyatwheel.com
📱 ফোন: ০১৮৬৪২২৩৮৮৭
✉️ ইমেইল: therapyatwheel@gmail.com

🏠 Therapy at Wheel – স্ট্রোকের পর নতুন জীবন ফিরে পান, আপনার নিজের ঘরে থেকেই।

ঘাড় ব্যথা? এখন আর চিন্তা নয়—চিকিৎসা নিন আপনার ঘরে বসেই!দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা, মোবাইল বা ল্যাপটপ ব্যবহারে ভুল ভঙ্গি...
24/07/2025

ঘাড় ব্যথা? এখন আর চিন্তা নয়—চিকিৎসা নিন আপনার ঘরে বসেই!

দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা, মোবাইল বা ল্যাপটপ ব্যবহারে ভুল ভঙ্গি, হঠাৎ আঘাত, স্ট্রেস কিংবা বয়সজনিত কারণ—এসবই ঘাড় ব্যথার প্রধান কারণ হতে পারে। প্রাথমিক অবস্থায় ব্যবস্থা না নিলে এই ব্যথা ছড়িয়ে পড়তে পারে কাঁধ, হাত বা পিঠে, এমনকি হতে পারে মাথাব্যথা, ঝিনঝিনে ভাব, বা নড়াচড়ায় জটিলতা।

ফিজিওথেরাপি হলো ঘাড় ব্যথার জন্য সবচেয়ে নিরাপদ, ওষুধবিহীন এবং কার্যকর চিকিৎসা।

🎯 “Therapy at Wheel” নিয়ে এসেছে আপনার দোরগোড়ায় প্রফেশনাল ফিজিওথেরাপি সেবা—যা পরিচালনা করছেন CRP থেকে পাসকৃত ও অভিজ্ঞ নিবন্ধিত ফিজিওথেরাপিস্টরা।

✅ ঘাড় ব্যথার জন্য আমরা যা করি:

ব্যথার উৎস নির্ণয় ও বিশ্লেষণ

ঘাড়ের গতিশীলতা ও পেশি শক্তি মূল্যায়ন

সুনির্দিষ্ট স্ট্রেচিং ও মবিলাইজেশন থেরাপি

পেশি শিথিলকরণ ও হোল্ড-রিল্যাক্স পদ্ধতি

প্রয়োজন অনুযায়ী হট/কোল্ড থেরাপি, ইলেকট্রোথেরাপি

ঘাড়ের সঠিক ভঙ্গি নিয়ে গাইডলাইন ও অনুশীলন পরিকল্পনা

💼 আমাদের সেবাসমূহ:

মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি (ঘাড়, কোমর, হাঁটু ইত্যাদি)

অর্থোপেডিক ফিজিওথেরাপি

নিউরোলজিক্যাল ও স্ট্রোক রিহ্যাবিলিটেশন

পেডিয়াট্রিক ও জেরিয়াট্রিক ফিজিওথেরাপি

বক্ষব্যাধি ও স্পোর্টস রিহ্যাব

টেলি রিহ্যাব (অনলাইন ফিজিওথেরাপি) — একদম ফ্রি!

⭐ কেন Therapy at Wheel?

ঘরে বসেই নিরাপদ ও মানসম্মত সেবা

আধুনিক যন্ত্রপাতি ও ব্যাক্তিগত থেরাপি পরিকল্পনা

সময় ও পরিবেশের সুবিধায় দ্রুত উন্নতি

অভিজ্ঞ ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত

রোগীর আরাম ও গোপনীয়তা বজায় রেখে সেবা প্রদান

📞 যোগাযোগ করুন আজই:
🌐 ওয়েব: www.therapyatwheel.com
📱 ফোন: ০১৮৬৪২২৩৮৮৭
✉️ ইমেইল: therapyatwheel@gmail.com

🏠 Therapy at Wheel – ব্যথা কমান, সুস্থ থাকুন, আপনার নিজের ঘর থেকেই।

কোমর ব্যথা? চিকিৎসা নিন আপনার ঘরে বসেই—থেরাপি অ্যাট হুইলের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে!দীর্ঘসময় বসে কাজ, ভারী জিনিস...
08/05/2025

কোমর ব্যথা? চিকিৎসা নিন আপনার ঘরে বসেই—থেরাপি অ্যাট হুইলের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে!

দীর্ঘসময় বসে কাজ, ভারী জিনিস তোলা, ভুল ভঙ্গিতে চলাফেরা কিংবা বয়সজনিত কারণে কোমর ব্যথা এখন খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যথা সময়মতো সঠিকভাবে চিকিৎসা না করলে তা ধীরে ধীরে পায়ের দিকে ছড়িয়ে গিয়ে চলাফেরায় জটিলতা সৃষ্টি করতে পারে।

ফিজিওথেরাপি হলো কোমর ব্যথার জন্য সবচেয়ে কার্যকর, নিরাপদ এবং ওষুধবিহীন সমাধান।

"Therapy at Wheel" আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রফেশনাল ফিজিওথেরাপি সেবা—যা পরিচালনা করছেন CRP থেকে পাসকৃত এবং অভিজ্ঞ হাসপাতালে প্র্যাকটিস করা লাইসেন্সপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টরা।

কোমর ব্যথার জন্য আমরা যা করি:

ব্যথার কারণ মূল্যায়ন ও বিশ্লেষণ

ব্যক্তিগত থেরাপি পরিকল্পনা তৈরি

সুনির্দিষ্ট ব্যায়াম ও ম্যানুয়াল থেরাপি প্রয়োগ

পেশি শিথিলকরণ ও অস্থিসন্ধির সচলতা বৃদ্ধি

প্রয়োজন অনুযায়ী যন্ত্র ব্যবহার ও পরামর্শ প্রদান

আমাদের সেবা সমূহ:

মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি (কোমর, ঘাড়, হাঁটু ইত্যাদি)

অর্থোপেডিক ফিজিওথেরাপি

নিউরোলজিক্যাল ও স্ট্রোক রিহ্যাবিলিটেশন

পেডিয়াট্রিক ও জেরিয়াট্রিক ফিজিওথেরাপি

বক্ষব্যাধি ও স্পোর্টস রিহ্যাব

টেলি রিহ্যাব (অনলাইন ফিজিওথেরাপি) — একদম ফ্রি!

কেন Therapy at Wheel?

ঘরে বসেই নিরাপদ ও মানসম্মত সেবা

আধুনিক যন্ত্রপাতি ও ব্যক্তিগত থেরাপি পরিকল্পনা

সময় ও পরিবেশের সুবিধায় দ্রুত উন্নতি

অভিজ্ঞ, নিবন্ধিত ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত

যোগাযোগ করুন আজই:
ওয়েব: www.therapyatwheel.com
ফোন: ০১৮৬৪২২৩৮৮৭
ইমেইল: therapyatwheel@gmail.com

Therapy at Wheel – ব্যথা কমান, সুস্থ থাকুন, আপনার নিজের ঘর থেকেই।

ঢাকা নগরীর মাত্রাতিরিক্ত ট্রাফিক জ্যাম ও  করোনার এই সময়ে বাসায় থাকুন, সূরক্ষিত থাকুন।আপনার ফিজিওথেরাপি সেবার জন্য আমরা এ...
17/08/2021

ঢাকা নগরীর মাত্রাতিরিক্ত ট্রাফিক জ্যাম ও করোনার এই সময়ে বাসায় থাকুন, সূরক্ষিত থাকুন।আপনার ফিজিওথেরাপি সেবার জন্য আমরা একদল দক্ষ ফিজিও আছি আপনাদের পাশে। কভিড ১৯ পরবর্তী শ্বাস প্রশ্বাসের জটিলতা,দুর্বলতা ,স্ট্রোক এবং প্যারালাইসিস রোগীর জন্য আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট নিয়ে আমরা “Therapy at Wheel” আছি আপনার সেবার জন্য। চলাচলে অক্ষম, বাতের ব্যথা, জন্মগত বিকলাঙ্গ/ প্রবীন, মুখ বাঁকা সহ যে কোন জয়েন্টে ব্যথা, অপারেশন পূর্ববর্তী ও পরবর্তী ব্যাথা ইত্যাদি ক্ষেত্রে, সাস্থ্য বিধি মেনে বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি।
আমাদের সেবা সমূহ:
টেলি রিহ্যাবিলিটেশন(অনলাইন ফিজিওথেরাপি) ফ্রী............
পোস্ট কভিড ফিজিওথেরাপি
স্ট্রোক রিহ্যাবিলিটেশন
নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি
অর্থোপেডিক্স ফিজিওথেরাপি
মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি
পেডিয়াট্রিক ফিজিওথেরাপি
বক্ষব্যাধি জনিত ফিজিওথেরাপি
জেরিয়াট্রিক ফিজিওথেরাপি
স্পোর্টস ফিজিওথেরাপি
বাসায় বসে ফিজিওথেরাপি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন :
ওয়েব:www.therapyatwheel.com
ফোনঃ ০১৮৬৪২২৩৮৮৭
ইমেইলঃ therapyatwheel@gmail.com
আমরাই একমাত্র সি আর পি থেকে পাশ করা এবং বিভিন্ন হাসপাতালে প্রেক্টিস করা গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে বাসায় থেরাপি দিয়ে থাকি

হেচকি (Hiccup):এক বা একাধিক পদ্ধতি গ্রহন করা যেতে পারে। ১.পানি খাওয়া - ১ গ্লাস পানি ১ নিশ্বাসে  খাওয়া।২. বাতাস খাওয়া ...
10/08/2021

হেচকি (Hiccup):
এক বা একাধিক পদ্ধতি গ্রহন করা যেতে পারে।
১.পানি খাওয়া - ১ গ্লাস পানি ১ নিশ্বাসে খাওয়া।
২. বাতাস খাওয়া অর্থাৎ নিঃশ্বাস নিয়ে যতক্ষন পারা যায় দম আটকে রাখা।
৩.পলিথিন মুখে নিয়ে ঘন ঘন শ্বাস ছেড়ে আবার গ্রহন করা।
সচেতনতায়: Therapy at Wheel

Address

Block H, Road 8, Basundhara Residential Area
Dhaka
1229

Telephone

+8801864223887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Therapy at Wheel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram