
22/09/2025
Acute Respiratory Infection–এর কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়া, হালকা কাশি বা গলায় অস্বস্তি। এসব সাধারণত ঘরে বিশ্রাম, পানি পান ও যত্ন নিলে ভালো হয়ে যায়। কিন্তু কিছু জটিল বা “রেড-ফ্ল্যাগ” লক্ষণ রয়েছে, যেগুলো দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি। যেমন—উচ্চমাত্রার জ্বর কয়েকদিন ধরে থাকলে, শ্বাসকষ্ট বা হাঁপ ধরা, বুকে ব্যথা বা চাপ অনুভব করা, খুব দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস আটকে আসা। শিশুদের ক্ষেত্রে দুধ বা খাবার না খাওয়া, অথবা ঠোঁট ও নখ নীলচে হয়ে যাওয়া বিশেষভাবে বিপদের সংকেত।
👉 তাই সাধারণ লক্ষণকে হালকাভাবে নিলেও, জটিল লক্ষণকে কখনোই অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসা নিলেই ঝুঁকি কমানো সম্ভব। পোস্টটি সেভ করুন এবং আপনার পরিবারকে সচেতন করুন।