21/06/2025
Parents Take Care Nursing Home Service যে সেবা দিয়ে থাকে,,,
নার্স এবং কেয়ারগিভার ১২ ঘন্টা / ২৪ ঘন্টা
১। ব্লাড প্রেসার , পালস , জ্বর , গ্লুকোজ , শ্বাস - প্রশ্বাস , ইত্যাদির সঠিক সময় পরিমাপ করা ।
২। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময় , পরিমানমত , নির্ভুল ঔষধ সেবন করাব । মুখে/ ইনঞ্জাকশন/ এন জি টিউব/ পায়খানার রাস্তার মাধ্যমে /
৩। ঘুম থেকে তুলে সুন্দর করে মুখমন্ডল পরিষ্কার এবং অবশ্যই চোখের যত্ন নিব ।
৪। সঠিক সময় গোসল করাব । হাত , পা এবং পিঠের যত্ন নিব ।
৫। ২/৩ দিন পর পর সেভ , ক্লীন করাব এবং সময় মতো হাত ও পায়ের নখ কাটব ।
৬। রোগী যে ভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুয়ে রাখব ।
৭। চলা ফেরার সাহায্য করব এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকব ।
৮। সঠিক সময় পরিমাণ মতো খাওয়াব । মুখে খেতে না পারলে এন জি টিউব বা যেকোনো উপায়ে বার বার খাওয়ানোর চেষ্টা করব ।
৯। রোগীর শরীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থাকলে অবশ্যই সব সময় নজর রাখব , প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করব এবং অবস্থা বুঝে ড্রেসিং করব ।
১০। রোগীকে টয়লেটে যেতে সাহায্য করব । বিছানায় পায়খানা প্রসাব অবশ্যই পরিষ্কার করব । পায়খানা প্রস্রাব ঠিকভাবে হয় কিনা তা লক্ষ্য রাখব ।
১১। এন জি টিউব , ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন নেব ।
১২। প্রত্যেক দিন ২/৩ বার হাটাব এবং রোগীর চাহিদা অনুযায়ী শরীর , পা ম্যাসেজ বা ব্যায়াম করাবো ।
১৩। রোগীকে পত্রিকা , গল্পের বই ইত্যাদি পড়ে শোনাবো এবং রোগীর সাথে সুন্দর করে কথা / গল্প করব ।
১৪। রোগীর ব্যবহৃত কাপড় , বিছানাপত্র গুছিয়ে রাখবো ।
১৫। প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব ।
১৬। রোগীর অভিভাবকদের সাথে সম্মানজনক ব্যবহার করব । তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করব ।
বিঃদ্রঃ নার্সিং কাঠামোগত শিক্ষা অনুযায়ী সার্বিকভাবে সব নার্সিং সেবা প্রদান করব।
Parents Take Care Nursing Home Service এর সাথে যোগাযোগ ঃ 019 72 72 04 72 /019 72 72 05 72