Dr. Salim Reza

Dr. Salim Reza Dr. Salim Reza
D.H.M.S Dhaka.

09/02/2024

এ্যান্টিমোনিয়াম ক্রুডাম ২য় পর্ব।

02/02/2024

এইটিমোনিয়াম ক্রুডাম/এন্টিম ক্রুড। আলোচনার প্রথম অংশ।

20/12/2023

কষ্টিকাম ১ম পর্ব

10/11/2023

এ্যাসিডাম ফ্লোরিকাম ঔষধের সংক্ষিপ্ত আলোচনা।

06/10/2023

রেপার্টরির গুরুত্বপূর্ণ রুব্রিক নিয়ে আলোচনা।

19/09/2023

একটি রোগী লিপি, ঘুমের মধ্যে লাথি মারা

16/03/2022

#হার্নিয়া রোগ কি?
এটি একটি অন্ত্রের রোগ। হার্নিয়া হলে পেটে ছিদ্র হয় এবং মধ্যস্থ খাদ্য নালী পেটের দুর্বল অংশ দিয়ে ফোলা আকারে বের হয়ে আসে। একেই হার্নিয়া বলে। এই রোগটি নারী এবং পুরুষ উভয়েরই হতে পারে।

#হার্নিয়া রোগ কী এবং কেন হয় তা জানতে পড়তে থাকুন শেষ পর্যন্ত।

#হার্নিয়া হওয়ার কারণঃ----
মূলত হার্নিয়া দুটি কারণে হয়ে থাকে। একটি হলো জন্মগত ত্রুটির কারণ এবং আরেকটি জন্মের পর অন্যান্য যেকোনো কারণে হতে পারে। কোন কারণে অস্ত্রপচার করা হলে সেখানে যদি দুর্বল অংশ সৃষ্টি হয় তাহলেও হার্নিয়া দেখা দিতে পারে।
আবার দীর্ঘদিন যাবত কফ অথবা কোষ্ঠকাঠিন্যতায় ভোগা হার্নিয়া রোগের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন যাবত এরকম হলে পেটের মধ্যস্ত খাদ্যনালী বের হয়ে আসতে পারে। একেই আমরা হার্নিয়া বলি এবং এগুলোকেই হার্নিয়ার কারণ হিসেবে গন্য করা হয়। এছাড়াও নিম্নোক্ত কারণে হার্নিয়া হতে পারে। যেমনঃ----
*অতিরিক্ত হাঁচি।
*পুরনো কাশি।
*পেশীর অতিরিক্ত ব্যবহার।
*ভারি বস্তু উঠানোর কারণে হার্নিয়া হতে পারে।
*গর্ভাবস্থায় হার্নিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।
*দেহের ওজন বৃদ্ধি পেলে।
*অতিরিক্ত স্থুলতার কারণে হার্নিয়া হয়ে থাকে।
*বয়স বাড়ার কারণে হার্নিয়া হতে পারে।
*মাদক দ্রব্যের ব্যবহার ইত্যাদি কারণে হার্নিয়া দেখা দেয়।

---চলুন এবার হার্নিয়া রোগের উপসর্গগুলো জানা যাক।

#হার্নিয়ার উপসর্গ
হার্নিয়ার লক্ষণ বা উপসর্গ গুলি বিভিন্ন রকমের হতে পারে।
যেমন-
পেটের যেকোনো অংশ ফুলে যায় এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হয়।
কোন কিছু না খাবার পরও পেট ভরা অনুভব করা।
অরুচি এবং বমি বমি ভাব।
কুঁচকি এবং নাভীর চারপাশে ফুলে যাওয়া।
উরুর গোড়া ফুলে যাওয়া।
হটাৎ শরীরে জ্বর চলে আসা।
শরীরের কোন স্থান আক্রান্ত হলে তার আসেপাশের পেশী ফুলে যাওয়া।
পূর্বে অস্ত্রপচার হয়েছে এমন জায়গা ফুলে যাওয়া।
দীর্ঘদিন যাবত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় হওয়া।
নিচু হয়ে কোন কাজ করার সময় ব্যথা অনুভব করা।

এবার জেনে নিন হার্নিয়া কিভাবে প্রতিরোধ করা যায়।

#হার্নিয়া প্রতিরোধ করার উপায়
ঘরে বসেই হার্নিয়া প্রতিরোধ করা যায়। মূলত এটি প্রতিরোধের উপায় আমাদের হাতেই।

১)দেহের ওজন সঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা করা।
২)পরিমিত খাবার গ্রহণ করা।
৩)খাদ্য তালিকায় প্রচুর পরিমানে টাটকা শাক-সবজি এবং ফলমূল রাখা।
৪)কোমর বাঁকা করে কোন কাজ করা থেকে বিরত থাকা।
৫)শরীর নিচু করে কোনো কাজ না করা।
৬)দ্রুত হাঁটাচলা থেকে বিরত থাকা
৭)ভারি জিনিস ওপরে ওঠানামা করা থেকে বিরত থাকা।
৮)দীর্ঘস্থায়ী কাশি থাকলে, চিকিৎসা শুরু করা।
৯)মল ত্যাগের সময় চাপ প্রয়োগ না করা।

যদি হার্নিয়ার লক্ষণগুলি দেখা দেয় তবে, জরুরী ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসা করুন।

তবে হার্নিয়া যে প্রকারের হোক না কেন, যদি শারীরিক কোন সমস্যা না হয় তাহলে অস্ত্রপচার প্রয়োজন হয় না। কিন্তু যারা গুরুতর অসুস্থ এবং বয়স্কদের ক্ষেত্রে অপারেশন না করায় বাঞ্ছনীয়।

"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!? বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদা...
16/02/2022

"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!?
বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।
এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।
সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!
সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।
জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।
সংগৃহীত ….

রোগী মোছা. সাবিহা, বয়স ৯মাস তাকে গত ১১/০৯/২০২১ তারিখে আমার কাছে বরিশাল থেকে চিকিৎসার  জন্য নিয়ে এসেছে।  এলোপ্যাথিতে তার ...
19/09/2021

রোগী মোছা. সাবিহা, বয়স ৯মাস তাকে গত ১১/০৯/২০২১ তারিখে আমার কাছে বরিশাল থেকে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। এলোপ্যাথিতে তার দীর্ঘ ৭মাস চিকিৎসা শেষে ডাক্তাররা ক্যানসার হয়েছে বলেন এবং হাতের ৩টি আঙ্গুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন। তারপর বাচ্চার ফুফু ও দাদী আমার কাছে নিয়ে আসেন। আল্লাহর উপর ভরসা রেখেই তার চিকৎসা শুরু করেছি, আজ ১৯/০৯/২০২১ইং এই বাচ্চার হাতের ঘা এর পরিবর্তন আপনারাই দেখেন।

18/03/2021

আর কি আছে বলো না?

পর্ব - ৯

২২১। খোলা বাতাসে সর্দির আরাম - Nux-v, আর কি আছে? NOSE,CORYZA,air from a draft of,open,amel - 326 page.

২২২। চোখের পাতায় একজিমা - Graph, আর কি আছে? EYE,ERUPTIONS, lids on,eczema - 239 page.

২২৩। অন্ডথলীতে একজিমা - Petr, আর কি আছে? GENITALIA, ERUPTION, Sc***um - 697 page.

২২৪। প্রসাব করার সময় মাথ ব্যথা - Acon, আর কি আছে? HEAD,PAIN,urination, during - 150 page.

২২৫। ব্যথাসহ পিপাসা শুধুই কি - Cham, আর কি আছে? STOMACH,THIRST,pains with the - 529 page.

২২৬। ব্যথার সাথে শীত - Puls, আর কি আছে? CHILL,PAIN with - 1269 page.

১২৭। শীতের সময় পিপাসা শুধুই কি - Apis, আর কি আছে? STOMACH,THIRST, chill during - 528 page.

১২৮। ঠান্ডা পানিতে দাঁত ব্যথার উপশম শুধুই কি - Coff, আর কি আছে? TEETH,PAIN,cold water amel - 436 page.

১২৯। দাঁত ব্যথা দাঁতে দাঁতে চেপে ধরলেই উপশম - Phyt, আর কি আছে? TEETH, PAIN,biting teeth together, when, amel - 436 page.

১৩০। মহিলাদের সাথে রসালাপকালে বীর্যপাত - Con, আর কি আছে? GENITALIA,SEMINAL emissions,Woman,while,frocking with a - 710 page.

১৩১৷ আঘাতের পরে গর্ভপাত শুধুই কি - Arn, আর কি আছে? GENITALIA-FEMALE, ABORTION, injuries, after - 715 page.

১৩২। মহিলাদের যৌন ইচ্ছা ঋতুস্রাবকালীন বৃদ্ধি পায় শুধুই কি - Puls, আর কি আছে? GENITALIA-FEMALE, DESIRES,increased,menses during - 717 page.

১৩৩। কুকুরে ভয় শুধুই কি - Hyos, আর কি আছে? MIND,FEAR,dogs of - 44 page.

১৩৪। অন্ধকারে ভয় শুধুই কি - Cann-i, আর কি আছে? MIND,FEAR,dark - 43 page.

১৩৫। ঋতুস্রাবের সময় জ্বর শুধুই কি - sep, আর কি আছে? FEVER,MENSES during - 1288 page.

১৩৬। ঠোঁটের কোনায় ফাটা শুধুই কি - Nit-ac, আর কি আছে? FACE,CRACKED lips,corners of mouth - 357 page.

১৩৭। আঘাতের পর মাথা ঘুরায় শুধুই কি - Nat-s, আর কি আছে? VERTIGO, INJURIES on head,after - 100 page.

১৩৮। রক্তদুষনে শুধুই কি - Ars, আর কি আছে? GENERALITIES, SEPTICAEMIA - 1399 page.

১৩৯। মানসিক দ্বিধাদন্ডে শুধুই কি - Glon, আর কি আছে? MIND,CONFUSION of mind - 13 page.

১৪০। আত্মবিশ্বাসের অভাব শুধুই কি - Anac, আর কি আছে? MIND,CONFIDENCE want of self - 13 page.

লেখক- ডা. ফারুকী

17/03/2021

আর কি আছে বলো না ? পর্ব ৭

১৯১। শ্বাস নেয়ার সময় বুকে কেটে ফেলার মত ব্যথা শুধুই কি - Bry, আর কি আছে? CHEST,PAIN, cutting, inspiration - 855 page.

১৯২। শুইলে হা পা অনুভূতি শুন্য হয়ে পরে শুধুই কি - zinc, আর কি আছে? EXTRIMITIES,NUMBNESS, Lying while - 1035 page.

১৯৩। ঢেকুর তোলার পর পাকস্থলীতে জ্বালাকর ব্যথা - Cal-p, আর কি আছে? STOMACH,PAIN,burning,eructations, after - 516 page.

১৯৪। ব্যথা যুক্ত ও কষ্টকর প্রস্রাব শুধুই কি - Canth, আর কি আছে? BLADDER,dysuria - 656 page.

১৯৫। চর্মে ছোট ছোট দাগ শুধুই কি - Petro, আর কি আছে? SKIN,DISCOLORATION, spot - 1307 page.

১৯৬। বাম পার্শ্বে চাপিয়া শুইতে পারে না - Phos, আর কি আছে? SLEEP, POSITION, left,Impossible - 1243 page.

১৯৭। গরম ঘরে থাকলে শীতাবস্থা বাড়ে শুধুই কি - Apis, আর কি আছে? CHILL,WARM,room,agg - 1276 page.

১৯৮। মলত্যাগের পর মলদ্বারে মলের অতিশয্য শুধুই কি - Sulp, আর কি আছে? RECTUM,URGING,stool,after - 634 page.

১৯৯। চুলকানি যুক্ত আঁচিল - Nit-ac, আর কি আছে? SKIN,WARTS, itching - 1340 page.

২০০। চোখের উপরের পাতা চুলকায় - Tell, আর কি আছে? EYE,ITCHINGS, lids - 245 page.

২০১। নিজের সাথে কথা বলে - Hyos, আর কি আছে? MIND,TALKS to himself - 87 page.

২০২। লিভার বড় হয়ে যায় শুধুই কি - Lyc আর কি আছে? ABDOMEN,ENLARGED,liver - 346 page.

২০৩। অন্ডকোষ অনুভূতিহীন - Nat-c আর কি আছে? GENITALIA,NUMBNESS, te**es - 701 page.

২০৪। বাঁশির মত আওয়াজ শুধুই কি - Ars, আর কি আছে? LARYNX AND TRACHEA,WHISTLING - 762 page.

২০৫। কুকুরের ন্যায় ঘেউ ঘেউ শব্দকরে কাশি - Spong, আর কি আছে? COUGH,BARKING - 782 page.

২০৬। চোখ অনৈচ্ছিক ভাবে বন্ধ হয়ে যায় - Caust, আর কি আছে? EYE,CLOSE,involuntary - 236 page.

২০৭। চোখের নিচের পাতা ফোলা শুধুই কি - Apis, আর কি আছে? EYE,SWOLLEN,under the lids - 267 page.

২০৮। কক্সিসে আঘাত শুধুই কি - Hyper, আর কি আছে? BACK, INJURIES,coccyx - 892 page.

২০৯। দাঁত ঠক ঠক করা শুধুই কি - ipecu, আর কি আছে? TEETH,CHATTERING - 431 page.

২১০। পর পর দুইবার কাশি দিলে শুধুই কি - Phos, আর কি আছে? COUGH,PAROXYSMAL, consisting of two cough - 800 page.

যে ৭ খাবার খেলে গর্ভাবস্থায় বাচ্চার গায়ের বর্ণ ফর্সা হবে.........বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর...
16/03/2021

যে ৭ খাবার খেলে গর্ভাবস্থায় বাচ্চার গায়ের বর্ণ ফর্সা হবে.........

বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা-মা এর কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর।
শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোন মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। তাই গর্ভবতী মায়েদের উচিত একটি সুস্থ্, মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্মের জন্য চেষ্টা করা।
গর্ভবতী মহিলাদের স্বভাবতই খুব বেশি ক্ষুধা পায় এবং সেই সময়ে ঠিক মত খাওয়া দাওয়া করাটা আসলে তাদের জন্য খুব জরুরী। কেননা এই খাবার মায়ের সাথে সাথে শিশুর জন্যও অনেক বেশি দরকারী।
অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে বর্জন করা উচিত। ওজন নিয়ন্ত্রণে রাখুন, খুব বেশি ওজন হলে প্রি ম্যাচিউর বেবির জন্ম হয় যা বাচ্চার আইকিউ এর উপর প্রভাব ফেলে।
নিয়মিত ৩০ মিনিট ব্যায়াম করুন। এতে বাচ্চার ব্রেইন এর গঠন ও অন্যান্য অঙ্গের গঠনে সহায়তা করে। বিজ্ঞানীদের মতে গর্ভের শিশু শুনতে পায় এবং সেই অনুযায়ী সাড়া দেয়।
গর্ভের শিশুর সাথে কথাবলুন, গান করুন এবং ধর্মীয় বই ও বিখ্যাত মনীষীদের জীবনী পড়ুন। কিছু গবেষণায় পাওয়া গেছে যে, গর্ভে থাকতে শিশু যে কণ্ঠস্বর শুনেছে জন্মের পর সেই কণ্ঠস্বর শুনলে শিশু শান্ত হয়।
আসুন জেনে নেই গর্ভবতী অবস্থায় যে খাবার গুলো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হতে পারে তার তালিকা –
(১) জাফরান দুধ:
অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দেয়া দুধ পান করে থাকেন। মনে করা হয় জাফরান গর্ভের শিশুর গায়ের রঙ ফর্সা করে।
(২) নারিকেল:
প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা শাঁস গর্ভের শিশুর বর্ণ ফর্সা করে। তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটেই স্বাস্থ্য সম্মত নয়। খেতে পারেন, তবে পরিমিত।
(৩) দুধ:
গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয়। দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। প্রচলিত ধারণা মোটে দুধও ত্বকের রঙ ফর্সা করতে সহায়ক।
(৪) ডিম:
প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে, যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থার দ্বিতীয় তিনমাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিৎ।
তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুব জরুরী। ডিমের অধিকাংশ পুষ্টি গুণ এর ক্সুমের মাঝেই থাকে। তাই কুসুম খাওয়া বাদ দেয়া চলবে না।
(৫) চেরি ও বেরি জাতীয় ফল:
চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে। তাই স্ট্রবেরি, ব্ল্যাক বেরি, ব্লু বেরি ইত্যাদি ফল খাওয়া হয় সুন্দর ত্বকের জন্য।
(৬) টমেটো:
টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রে এর বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। বিশ্বাস করা হয় যে, গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হয়।
(৭) কমলা:
কমলা ভিটামিন সি সমৃদ্ধ তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে।

Address

Dhaka Bangladesh
Dhaka
1205

Telephone

+8801672620270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Salim Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Salim Reza:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category