10/08/2025
বিমানবন্দর রেলস্টেশন থেকে কোরিয়ান এই ভদ্রলোকের ফোন ছিন'তাই করে নিয়ে গেছে। মাটিত হাটু গেড়ে বসে তার অসহায় আকুতি দেখে খুবই খারাপ লাগছে। হয়তো ফোনে মূল্যবান কিছু ছিল। ভিডিওটা প্রশাসনের নজরে আসতে ছড়িয়ে দেন সবাই।
এদের কোন বিচার না হাওয়ায় দেশের আজ এমন পরিস্থিতি!