Hijama world bd.

Hijama world bd. অসুস্থ হয়ে হাসপাতালে না ঘুরে কিভাবে সুস্থ থাকা যায় সেই পথ অবলম্বন করায় শ্রেয়।

05/01/2026

নামাজের পূর্বে কি নিয়ত পড়া যাবে???

Ahmadullah

05/01/2026

‎রাসুল সঃ বলেছেন, মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তারমধ্যে হিজামাই সর্বোত্তম
‎( আল হাকিম, ৭৪৭০)
‎যেকোন ধরনের ব্যথা নিরাময়ের জন্য হিজামা সর্বোত্তম আলহামদুলিল্লাহ,
‎ব্যথা নিরাময়ের জন্য পেইন খেয়ে কিডনি সহ দেহের অন্যান্য ফাংশন গুলোর ক্ষতি না করে, স্বল্প খরচে শতভাগ সাইড এফেক্ট ফ্রি সুন্নতি চিকিৎসা হিজামা করুন ব্যথা মুক্ত জীবন গড়ুন ইনশাআল্লাহ।
‎যোগাযোগ- 01610688887(whatsApp), 01773091111

05/01/2026

কোন ভিটামিন কোন কাজে সাহায্য করে?

04/01/2026

কেন পানি এতো বেশি জরুরি?

আলসারেটিভ কোলাইটিস (Ulcerative Colitis - UC) হলো একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অন্ত্রের রোগ (IBD), যার ফলে মলাশয় (Re**um)...
04/01/2026

আলসারেটিভ কোলাইটিস (Ulcerative Colitis - UC) হলো একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অন্ত্রের রোগ (IBD), যার ফলে মলাশয় (Re**um) এবং বৃহদন্ত্রের (Colon) ভেতরের স্তরে প্রদাহ এবং ক্ষতের সৃষ্টি হয়।

উপসর্গ ও কারণসমূহ

প্রধান লক্ষণ: দীর্ঘস্থায়ী রক্তমিশ্রিত ডায়রিয়া, পেটে তীব্র ব্যথা বা মোচড় দেওয়া, মলদ্বারে রক্তপাত, বারবার মলত্যাগের বেগ হওয়া, ক্লান্তি এবং ওজন কমে যাওয়া।

কারণ: বিশেষজ্ঞরা মনে করেন, এটি মূলত বংশগতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার (Immune System) গোলযোগের কারণে হয়, যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজের পরিপাকতন্ত্রকেই আক্রমণ করে। মানসিক চাপ বা নির্দিষ্ট খাবার এই রোগ তৈরি না করলেও এগুলো "ফ্লেয়ার-আপ" বা রোগের তীব্রতা বাড়িয়ে দিতে পারে।
রোগ ব্যবস্থাপনা ও চিকিৎসা
২০২৬ সাল পর্যন্ত এই রোগের স্থায়ী কোনো নিরাময় না থাকলেও, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব:

ওষুধ: গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ অনুযায়ী প্রদাহরোধী (Anti-inflammatory) এবং ইমিউন সিস্টেম দমনকারী ওষুধ ব্যবহার করা হয়।

খাদ্যাভ্যাস পরিবর্তন: যে খাবারগুলো সমস্যা তৈরি করে (যেমন: অতিরিক্ত ঝাল, ক্যাফেইন বা কাঁচা শাকসবজি) সেগুলো এড়িয়ে চলতে হবে।
নিয়মিত পর্যবেক্ষণ: কোলন ক্যান্সারের মতো জটিলতা এড়াতে নিয়মিত কোলনোস্কোপি এবং চেক-আপ করা জরুরি।
যদি আপনি বা আপনার পরিচিত কেউ দীর্ঘস্থায়ী হজমের সমস্যায় ভোগেন, তবে জীবনযাত্রার মান উন্নত করতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

04/01/2026

শহীদ ওসমান হাদী রাহিঃ চিন্তায় কতটা পরিপক্ক ছিলেন, কেমন ছিল তার প্রজ্ঞা! এদেশের প্রথম পর্যায়ের এক কোটি নেতা এক পাল্লায় রাখলেও একজন শহীদ ওসমান হাদী হবে না, আমার এই কথার মর্ম আপনারা তখনই বুঝতে পারবেন শহীদ ওসমান হাদী সম্পর্কে যদি পরিপূর্ণ স্টাডি করেন! তাকে এমনি এমনিই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়নি! আল্লাহ ওসমান হাদী ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন 😭🤲🤲

04/01/2026

লিভারের ময়লা পরিষ্কার করে যে ৭টি জাদুকরী খাবার।
পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন।

সকালে খালি পেটে এই পানীয়টি খেলে আপনার লিভার থাকবে আজীবন রোগমুক্তআপনার লিভারে জমে থাকা বিষাক্ত বর্জ্য আপনার পুরো শরীরকে ...
03/01/2026

সকালে খালি পেটে এই পানীয়টি খেলে আপনার লিভার থাকবে আজীবন রোগমুক্ত

আপনার লিভারে জমে থাকা বিষাক্ত বর্জ্য আপনার পুরো শরীরকে ভেতর থেকে ধ্বংস করে এক ভয়াবহ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাটি লিভার এবং দীর্ঘস্থায়ী প্রদাহ আপনার মেটাবলিজম কমিয়ে দিয়ে আপনাকে অকালে বার্ধক্যের মুখে দাঁড় করাবে। এই বিষাক্ত টক্সিন যদি এখনই শরীর থেকে বের করা না হয় তবে তা লিভার সিরোসিসের মতো মরণঘাতী সমস্যার কারণ হবে।

অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনার হাতের নাগালে থাকা একটি সাধারণ পানীয় দামী ঔষধের চেয়েও বেশি কার্যকর। কয়েক ফোঁটা লেবুর রস এবং কুসুম গরম জল আপনার লিভারের কোষগুলোকে পুনর্গঠন করতে এক অলৌকিক সমাধান হিসেবে কাজ করে। এই সাধারণ মিশ্রণটি আপনার পিত্তথলির কার্যক্ষমতা বাড়িয়ে চর্বি গলাতে সরাসরি সহায়তা করে।

আধুনিক পুষ্টিবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে সকালে খালি পেটে লেবু ও মধু মিশ্রিত জল লিভারের এনজাইমগুলোকে সক্রিয় করে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের প্রতিটি টিস্যুকে বিষমুক্ত রাখতে চিকিৎসকের মতো কাজ করে। গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে এই পানীয়টি নিয়মিত সেবনে রক্তের কোলেস্টেরল মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

এই জাদুকরী উপকার পেতে প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম জলে অর্ধেকটা লেবুর রস এবং এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। পানীয়টি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন যাতে এটি আপনার পাকস্থলী ও লিভারের স্নায়ুগুলোকে উদ্দীপ্ত করতে পারে। সবচেয়ে ভালো ফল পেতে পানীয়টি পান করার অন্তত আধা ঘণ্টা পর অন্য কোনো খাবার গ্রহণ করবেন না।

আপনার শরীরকে আজীবন রোগমুক্ত রাখতে এই সহজ ও বৈজ্ঞানিক অভ্যাসটি আজ থেকেই শুরু করুন। নতুন বছরের এই প্রথম দিনে নিজের লিভারের যত্ন নেওয়ার চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। আপনার সুস্থতার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে তাদের সচেতন করে দিন।

মানুষের মস্তিষ্করবের এক অবিশ্বাস্য কুদরতআপনি যে ছবিটি দেখছেন, এটি মানুষের মস্তিষ্কের উপরিভাগের রক্তনালীর অতিসূক্ষ্ম দৃশ্...
03/01/2026

মানুষের মস্তিষ্ক
রবের এক অবিশ্বাস্য কুদরত

আপনি যে ছবিটি দেখছেন, এটি মানুষের মস্তিষ্কের উপরিভাগের রক্তনালীর অতিসূক্ষ্ম দৃশ্য
এই রক্তনালীগুলোই আপনার চেতনাকে প্রতি সেকেন্ডে জীবিত রাখছে।

এই ছোট লাল রেখাগুলো বয়ে নিচ্ছে
অক্সিজেন, গ্লুকোজ, ইলেকট্রোলাইট, আর জীবন।

আর ভয়ের বিষয় হলো
মস্তিষ্ক শরীরের মাত্র ২%, কিন্তু ব্যবহার করে মোট অক্সিজেনের ২০%।
এবং রক্তপ্রবাহ এক মুহূর্তের জন্যও বন্ধ হলে
সহ্য করার ক্ষমতা প্রায় শূন্য!

রক্তপ্রবাহ বন্ধ হলে:
• ১০ সেকেন্ডে জ্ঞান হারানো
• ৩–৪ মিনিটে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি
• ৫–৬ মিনিটে মৃত্যু বা অপূরণীয় ক্ষতি

এই কোমল রক্তনালীর জালই ধরে রাখে আপনার
আপনার স্মৃতি, ব্যক্তিত্ব, কথা বলা, চলাফেরা, পুরো পরিচয়।

কোরআন বলে:

"অতঃপর আমি তাকে গড়ে তুললাম, এবং তার মধ্যে নিজ রূহ থেকে ফুঁক দিলাম।"
(সূরা সাদ 38:72)

আল্লাহ নিজ হাতে মানুষের মস্তিষ্ক, তার চেতনা, তার সত্তাকে তৈরি করেছেন
এ কারণেই এই অঙ্গটি এত মূল্যবান, এত নাজুক।

স্ট্রোক এত মারাত্মক কেন?

• একটি ছোট জমাট রক্ত একটিমাত্র ধমনী বন্ধ করলেই, সেই অংশের মস্তিষ্ক মারা যেতে শুরু করে।
• ধমনী ফেটে গেলে, রক্তচাপ আশপাশের স্নায়ুকে চাপা দেয়।
• ফুলে গেলে,আরও রক্তনালী বন্ধ হয়,
আরও মস্তিষ্ক নষ্ট হয়।

এ যেন জীবন্ত ডোমিনো
একটি পড়ে গেলে সারি ধরে ধ্বংস।

এ কারণেই ইসলাম আমাদের সতর্ক করেছে:

"নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।"
(সূরা বাকারা 2:195)

তাই নিজের প্রতি দায়িত্ব

রক্তচাপ নিয়ন্ত্রণ
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
কোলেস্টেরল ঠিক রাখা
ধূমপান পরিহার
পর্যাপ্ত ঘুম
মানসিক চাপ কমানো

এই মস্তিষ্ক
এটি এক কোমল, অক্সিজেন-ক্ষুধার্ত নেটওয়ার্ক…
রবের দেওয়া নিখুঁত নকশা।

**এবং এর কোন অংশ একবার নষ্ট হলে

পুনর্জন্ম হয় না।**

তাই প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি স্মৃতি
রবের অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়।

"তোমরা আমার নেয়ামত স্মরণ করো, যাতে তোমরা কৃতজ্ঞ হও।"

(সূরা বাকারাহ 2:152)
চলুন শুকরিয়া জানাই রবের, শেয়ার করে প্রিয় মানুষকে সতর্ক করি।

03/01/2026

বর্তমানে এই ৭টি খাবার ক্যান্সারের জন্য দায়ী।

উচ্চ কোলেস্টেরল: নীরব ঘাতক, যে শব্দ না করেই ক্ষতি করেউচ্চ কোলেস্টেরল বেশিরভাগ সময় কোনো ব্যথা দেয় না, কোনো লক্ষণও দেয় না।...
02/01/2026

উচ্চ কোলেস্টেরল: নীরব ঘাতক, যে শব্দ না করেই ক্ষতি করে
উচ্চ কোলেস্টেরল বেশিরভাগ সময় কোনো ব্যথা দেয় না, কোনো লক্ষণও দেয় না।
বছরের পর বছর মানুষ একদম স্বাভাবিক থাকে।
এই কারণেই একে বলা হয়
“নীরব রোগ”।
সমস্যার লক্ষণ দেখা দেয় তখনই,
যখন কোলেস্টেরল রক্তনালিতে ক্ষতি করে ফেলে।

শরীর যে সতর্ক সংকেতগুলো দেয়

১/ত্বকে হলুদ দানা বা গুটি (Xanthoma)
কনুই, হাঁটু, হাত, পা বা নিতম্বে
হলুদ বা চামড়ার রঙের গুটি
ত্বকের নিচে কোলেস্টেরল জমে হলে
খুব বেশি কোলেস্টেরলে বেশি দেখা যায়

২/চোখের পাতায় হলুদ দাগ (Xanthelasma)
চোখের পাতায় নরম হলুদ প্যাচ
ব্যথা বা চুলকানি নেই
অস্বাভাবিক লিপিডের শক্ত ইঙ্গিত
অল্প বয়সেও দেখা যেতে পারে

৩/ চোখের কালো অংশের চারপাশে সাদা রিং (Corneal Arcus)
চোখের রঙিন অংশের চারপাশে ধূসর বা সাদা বলয়
বয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক
তরুণ বয়সে হলে চিন্তার কারণ
দীর্ঘদিনের উচ্চ কোলেস্টেরলের লক্ষণ

৪/ বুকে ব্যথা বা চাপ (Angina)
হাঁটলে বা কাজ করলে বুকে চাপ, জ্বালা বা ব্যথা
ব্যথা বাম হাত, ঘাড় বা চোয়ালে ছড়াতে পারে
হৃদযন্ত্রের রক্তনালি ব্লক হওয়ার লক্ষণ

৫/অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া
অল্প হাঁটলেই শ্বাস নিতে কষ্ট
সিঁড়ি উঠলে ক্লান্তি
রক্তনালি সরু হয়ে গেলে এমন হয়

৬/ হাঁটার সময় পায়ে ব্যথা
হাঁটলে পায়ের পেশিতে টান বা ব্যথা
বিশ্রাম নিলে কমে
পায়ের রক্তনালি ব্লক হওয়ার লক্ষণ

৭/স্ট্রোকের সতর্ক সংকেত
শরীরের এক পাশ হঠাৎ দুর্বল হয়ে যাওয়া
কথা জড়িয়ে যাওয়া

৮/হঠাৎ চোখে ঝাপসা দেখা

এগুলো হলে এক মুহূর্তও দেরি নয়

৯/পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা
রক্ত চলাচল কমে যাওয়ার কারণে
হার্টের সমস্যার আগাম সংকেত হতে পারে

১০/উচ্চ রক্তচাপ
অনেক সময় উচ্চ কোলেস্টেরলের সাথে থাকে
শক্ত রক্তনালি প্রেসার বাড়ায়
হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

১১/পারিবারিক ইতিহাস থাকলে সাবধান
পরিবারের কারও অল্প বয়সে হার্ট অ্যাটাক
বংশগত কোলেস্টেরল সমস্যা
তখন লক্ষণ ছাড়াও ঝুঁকি থাকে

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো:-

শুধু লক্ষণ দেখে উচ্চ কোলেস্টেরল ধরা যায় না
রক্ত পরীক্ষা (Lipid Profile) একমাত্র নির্ভরযোগ্য উপায়
আগেভাগে ধরা পড়লে হার্ট অ্যাটাক ও স্ট্রোক ঠেকানো যায়
জীবনযাপন পরিবর্তন ও ওষুধে সহজেই নিয়ন্ত্রণ সম্ভব
আপনি ভালো আছেন মনে হলেও
একবার রক্ত পরীক্ষা করান।
আর এই তথ্যটা শেয়ার করুন
কারও নীরব বিপদটা হয়তো এতে আগেই ধরা পড়ে যাবে।

Address

Sonali Bank East Rampura Branch
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hijama world bd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama world bd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram