Health Care homeo

Health Care homeo ডাঃ মাহমুদুল হাসান

একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

(B.S.S) ➖ (M.S.S) ➖ (D.H.M.S)

Govt. Reg.

No. 32673

তিনি প্রতিটি রোগের মৌলিক এবং আদর্শ চিকিৎসার জন্য গবেষণা করে চিকিৎসা করেন। তিনি সবসময় তার রোগীদের চিকিৎসা সেবার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে সর্বদা প্রস্তুত আছেন।বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোগীরা তার কাছে অনলাইনে চিকিৎসা নিচ্ছেন ।

অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে হোমিওপ্যাথি ঔষধের মাধমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের চিকিৎসা নিতে পারবেন। ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের যে কোন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে ঔষধ পৌছিয়ে যাবে। সরাসরি রোগীদের সাথে ডাক্তার ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন।

টনসিল কি?টনসিল হলো আমাদের গলার ভেতর থাকা একটা অংশ যেটি অ্যানটিবডি তৈরির মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। ...
06/06/2022

টনসিল কি?

টনসিল হলো আমাদের গলার ভেতর থাকা একটা অংশ যেটি অ্যানটিবডি তৈরির মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটি সংক্রমনের শিকার হয় এবং আকারে অনেক বড় ও প্রচন্ড ব্যাথার সৃষ্টি করে।
টনসিল কত প্রকার?

টনসিল সাধারনত চার প্রকার
যথাঃ
১.ফ্যারিঞ্জিয়াল টনসিল
২. টিউবাল টনসিল
৩.প্যালাটাইন টনসিল ৪.লিঙ্গুয়াল টনসিল।

টনসিল এর কারনঃ

১.পুষ্টির অভাব
২.রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে
৩.অস্বাস্থকর পরিবেশে বসবাস করা।
৪.অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খাওয়া।
৫.নিয়মিত মুখ পরিস্কার না করলে
ইত্যাদি কারনে টনসিল হতে পারে।

টনসিল এর লক্ষণঃ

১.প্রচুর গলা ব্যাথা
২.গলা ফুলে যাওয়া
৩.কিছু খেতে গেলে কষ্ট
৪.মাথা ব্যাথা
৫.মুখ দিয়ে লালা বের হওয়া
৬.মুখ থেকে দুরগন্ধ বের হওয়া
ইত্যাদি লক্ষণ দেখা যায়

টনসিল হলে করনীয় ঃ

১.প্রচুর পরিমানে গরম পানি খেতে হবে।
২.মুখের ভেতর পরিস্কার রাখতে হবে।
৩.লবন মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে।
৪.পরিমাণ মত বিশ্রাম নিতে হবে।
৫.পুষ্টিকর খাবার তরল করে খেতে হবে।
৬.চা খেতে হবে।
হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে টনসিল থেকে সহজেই মুক্তি লাভ করা যায়।

অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে
Website:http://besthomeodoctor.com ভিজিট করুন।
অথবা
App টি https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন।

ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।

ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No:32673
মোবাইলঃ 01714010479

হেপাটাইটিস কি?হেপাটাইটিস একটি লিভার জনীত রোগ।যা দীর্ঘস্থায়ী হলে লিভার সিরোসিস এবং ক্যান্সারের মত ভয়াবহ রুপ ধারন করতে পার...
02/06/2022

হেপাটাইটিস কি?

হেপাটাইটিস একটি লিভার জনীত রোগ।যা দীর্ঘস্থায়ী হলে লিভার সিরোসিস এবং ক্যান্সারের মত ভয়াবহ রুপ ধারন করতে পারে।সাধারণত দূষিত খাবার ও জলের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে।প্রাথমিক পর্যায়ে এর তেমন কোনো লক্ষন দেখা যায় না।

হেপাটাইটিস কত প্রকারঃ

হেপাটাইটিস সাধারণ ৫ প্রকার।যথাঃ
হেপাটাইটিস এ,বি,সি,ডিএবংE
এর ভেতর বি এবং সি মারাত্মক রুপ ধারণ করে এবং এটি পরবর্তীতে ক্যান্সার এর মত ভয়াবহ রুপ ধারণ করতে পারে।

হেপাটাইটিস কেন হয়?

যেসব কারনে হেপাটাইটিস হতে পারে সেগুলো হলো ঃ
১.বাইরের খোলা খাবার ও অস্বাস্থ্যকর খাবার গ্রহনের মাধ্যমে।
২.ময়লা পানি পান করার মাধ্যমে
৩.এছাড়া রক্ত থেকে রক্ত সংযোগ,জীবাণু যুক্ত চিকিৎসা ইত্যাদির মাধ্যমে ও ছড়াতে পারে।

হেপাটাইটিস এর লক্ষণঃ

১.জ্বর জ্বর ভাব
২.জন্ডিস হতে পারে এবং চোখ ও প্রসাব হলুদ হয়ে যেতে পারে।
৩.বমি বমি ভাব ও বমি হওয়া
৪. দূর্বলতা ও ক্লান্তভাব
৫.খাবারে অরুচি
৬.শরীরে চুলকানি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে
এছাড়া কোনো কোনো ক্ষেএে তেমন কোনো লক্ষণ না ও দেখা দিতে পারে।

হেপাটাইটিস এ করনীয়ঃ

হেপাটাইটিস একটি ভয়াবহ রোগ। এ রোগ থেকে মুক্তি পেতে যা যা করনীয় তা হলোঃ

১.স্বাস্থকর খাবার গ্রহন
২.বিশুদ্ধ পানি পান করতে হবে
৩.বাইরের ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে
৪.ভাইরাসের টিকা নিতে হবে।
৫.নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে।
৬. ভাইরাসে আক্রান্ত হলে এর জন্য যে ঔষুধ আছে সেটি নিয়মিত সেবন করতে হবে।
অবশ্য ডাক্তারের পরামর্শ নিতে হবে।
হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে চিরতরে মুক্তি সম্ভব।
হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় সম্ভব।

অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে
Website:http://besthomeodoctor.com ভিজিট করুন।
অথবা
App টি https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন।

ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।

ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No:32673
মোবাইলঃ 01714010479

আইবিএস কি?আইবিস হলো এক ধরনের পেটের ভেতর অন্ত্রের  একটি ক্রিয়ামূলক ব্যাধি,  লক্ষণের  মধ্যে রয়েছে পেটে ব্যথা এবং মলত্যাগ...
01/06/2022

আইবিএস কি?

আইবিস হলো এক ধরনের পেটের ভেতর অন্ত্রের একটি ক্রিয়ামূলক ব্যাধি, লক্ষণের মধ্যে রয়েছে পেটে ব্যথা এবং মলত্যাগের সামঞ্জস্যের পরিবর্তন। যা পেটে অধিক পীড়ার সৃষ্টি করে।মানবদেহে বিভিন্ন মাংসপেশী থাকে।এই মাংসপেশি যখন অতিরিক্ত সংকোচন ও প্রসারন হয় তখন মলের গতি ব্যাহত হয়। যার ফলে নানা ধরনের সমস্যা দেখা যায়।যেমন ডায়রিয়া, পেটে গ্যাস, পেটে কামড় দিয়ে পায়খানা আসা, মল ত্যাগের অভ্যাসে পরিবর্তন ইত্যাদি

আইবিস কত প্রকার ও কি কি?

আইবিস তিন প্রকার।যথাঃ
১.IBS -C:constipation symptoms
2.IBS -D:Diarrhoea symptoms
3.IBS-M:Mixed Bowel symptoms

আইবিএস কেন হয়?

নানা কারনে আইবিস হয়ে থাকে।সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের এই রোগ বেশি দেখা যায়।
১.অনিয়ন্ত্রিত জীবনযাপন
২.ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খেলে।
৩.অনিয়ন্ত্রিত পরিবেশ
৪.অতিরিক্ত টেনশন।
ইত্যাদি কারনে আইবিএস দেখা যায়।

আইবিস লক্ষনঃ

১.অতিরিক্ত পেটে ব্যাথা থাকে।
২.কারো কারো প্রচুর পাতলা পায়খানা হয়ে থাকে।আবার কারো কারো প্রচুর শক্ত ও হয়ে থাকে।
৩.পেট ফুলে থাকে।
৪.পেটে অনেক গ্যাস জমে যায়
৫.পেটের ভেতর জ্বালা পোড়া করে
এই সব লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে বুঝতে হবে আপনার আইবিএস হয়েছে।

আইবিএস এর প্রতিকারঃ

১.নিয়ন্ত্রণ জীবনযাপন
২.সুষম খাদ্য গ্রহন
৩.নিয়মিত ও পরিমাণ অনুযায়ী ঘুমানো
৪.অতিরিক্ত টেনশন করা যাবে না।
৫.অস্বাস্থ্যকর খাবার পরিহার।

হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় সম্ভব।

অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে
Website:http://besthomeodoctor.com ভিজিট করুন।
অথবা
App টি https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন।

ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।

ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No:32673
মোবাইলঃ 01714010479

পলিপাস কি?রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই এর পরিমাণ বৃদ্ধি পেলে নাকের ভেতরে নানান সমস্যার সৃষ্টি হয় এবং এলার্জির পরিমান বেড়...
29/05/2022

পলিপাস কি?
রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই এর পরিমাণ বৃদ্ধি পেলে নাকের ভেতরে নানান সমস্যার সৃষ্টি হয় এবং এলার্জির পরিমান বেড়ে যায় ফলে নাকের ঝিল্লিগুলোতে পানি জমে যায় এবং এক ধরনের মাংসপিন্ড সৃষ্টি হয় এবং এটা আস্তে আস্তে বড়ো হতে থাকে। আর এটিকেই নাকের পলিপাস বলে।
২.পলিপাস কত প্রকার ও কি কি?
নাকের পলিপাস দুই প্রকার।যথাঃ
১.ইথময়ডাল পলিপাসঃএটি দুই নাকে দেখা যায় এবং এটি সাধারণ এলার্জির কারনে হয়ে থাকে।
২.এনট্রোকোয়ানাল পলিপাসঃযা সাধারণত এক নাকে হয়ে থাকে।
৩.পলিপাস কেন হয়?
অধিকাংশ ক্ষেত্রে অ্যালার্জি জনিত সমস্যা এবং দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহ বা ক্ষত পলিপাস এর প্রধান কারন । অনেকের ঋতু পরিবর্তনের কারনে ও পলিপাস হয় আবার অনেক সময় বংশগত কারনে পলিপাস হয়ে থাকে ।
৪.পলিপাস এর লক্ষনঃ
পলিপাস এর বিভিন্ন লক্ষন রয়েছে। যেমনঃ
১. একনাগাড়ে হাঁচি হওয়া , ২.নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া।
৩.নাকে ব্যাথা ও জ্বলা পোড়া করা।
৪. দীর্ঘমেয়াদি মাথা ব্যাথা।
৫.নাকের ভেতর ফোলা ভাব
৬. নাক দিয়ে রক্ত পড়া।
৫.পলিপাসের প্রতিকার?
১. পলিপাস সাধারণত এলার্জির কারনে হয়ে থাকে।তাই এলার্জি থেকে দুরে থাকতে হবে।
২. ঠান্ডা লাগা ও ধূলাবালি থেকে দূরে থাকতে হবে।
৩. এছাড়া হলুদ, রসুন পলিপাস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।নিয়মিত এই খাবার গুলো খেলে ও পলিপাস অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়।
৪. পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
এছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পলিপাস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব।
অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে
Website:http://besthomeodoctor.com ভিজিট করুন Make Appointment বাটনে ক্লিক করুন অথবা
App টি https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন। এবং ফরমটি পুরন করে Submit করুন।
ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে অথবা ই-মেইলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।

ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No:32673
মোবাইলঃ 01714010479

১.পাইলস কি?পাইলস মলদ্বারের অভ্যন্তরে এবং চারপাশের ফোলা রক্তনালিগুলো নিয়ে গঠিত হয় ।চিকিৎসা বিজ্ঞানের ভাষায়  এটিকে হেমোরোই...
29/05/2022

১.পাইলস কি?
পাইলস মলদ্বারের অভ্যন্তরে এবং চারপাশের ফোলা রক্তনালিগুলো নিয়ে গঠিত হয় ।চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে হেমোরোইডস বলা হয়। সাধারণ এটি হালকা আকারে দেখা দেয় বিধায় অনেকে প্রথমে এটিকে গুরুত্ব দেয় না।
২.পাইলস কত প্রকার ও কি কি?
পাইলস সাধারণত দুই ধরনের হয়ে থাকে।যেমনঃ
১.অভ্যন্তরীণ হেমোরয়েডেরঃ এটি মলদারের ভেতরে হয়ে থাকে।
২.বাহ্যিক হেমোরয়েডের ঃ এগুলো মলদারের বাইরের অংশে ঝুলন্ত অবস্থায় থাকে।
৩.পাইলস কেন হয়?
পাইলস নানান কারনে হয়ে থাকে।যেমনঃ
১.দীর্ঘকালীন কোষ্ঠকাঠিন্যজনীত সমস্যা থাকলে।
২.বংশগত কারনে।
৩.মলত্যাগের সময় অতিরিক্ত চাপের কারনে।
৪.ঘন ঘন ছেড়া ছেড়া মলমূত্র ত্যাগ হলে
৫.অনিয়ন্ত্রণ জীবনযাপন।
এছাড়া দীর্ঘকালীন কাশি, গর্ভকালীন অবস্থা থেকে ও এটি হতে পারে।
৪.পাইলসের লক্ষনগুলো কি কি?
মলদ্বারের চারপাশে চুলকানি হয় এবং সাথে সাথে জ্বালাপোড়া ভাব ও প্রচুর ব্যাথা হয়ে থাকে।
এছাড়া রক্তপাত ও হতে পারে।
৫.পাইলসের জন্য করনীয় কি?
১. পর্যাপ্ত পানি পান করতে হবে।
২. পর্যাপ্ত পরিমাণ (৬-৮ ঘন্টা) ঘুমাতে হবে।
৩.ওজন নিয়ন্ত্রণ রাখা।
৪.কোষ্ঠকাঠিন্য আছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।
৫. মলত্যাগের সময় অতিরিক্ত সময় ব্যায় না করা।
৬.উপসংহারঃ
পাইলস সাধারণ হলেও এটি বেশ জটিল রোগ। এ রোগ থেকে বাঁচতে আমাদের সঠিক উপায় অবলম্বন ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করা উচিৎ।
হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সহজেই এ রোগ থেকে মুক্তি ও প্রতিকার পাওয়া যায়।
অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে
Website:http://besthomeodoctor.com ভিজিট করুন
Make Appointment বাটনে ক্লিক করুন অথবা App টি
https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন। এবং ফরমটি পুরন করে Submit করুন।
ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন ।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।
ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No : 32673
মোবাইলঃ 01714010479

১.ডায়াবেটিস কি?রক্তে গ্লুকোজের পরিমান  অতিমাত্রায় বেড়ে গেলে ডায়াবেটিস এর সৃষ্টি হয়। যাকে ব্লাড সুগার ও বলে।এই অতিরিক্ত গ...
29/05/2022

১.ডায়াবেটিস কি?

রক্তে গ্লুকোজের পরিমান অতিমাত্রায় বেড়ে গেলে ডায়াবেটিস এর সৃষ্টি হয়। যাকে ব্লাড সুগার ও বলে।এই অতিরিক্ত গ্লুকোজ আমাদের সমস্যার কারন হতে পারে।

২. ডায়াবেটিস কত প্রকার ও কি কি?

সাধারনত চারটি প্রধান ধরনের ডায়াবেটিস রয়েছে। যেমনঃ

১.টাইপ -১ঃএ ধরনের রোগিদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। সাধারণ ৩০ বছরের কম বয়সে এ রোগ দেখা দেয়।

২.টাইপ -২ঃসাধারনত ৩০ বছরের বেশি লোকেদের এধরনের ডায়াবেটিস হয়ে থাকে।এটি নিয়মিত ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

৩.গর্ভকালীন ডায়াবেটিস ঃ এটি সাধারণ গর্ভকালীন অবস্থায় হয়ে থাকে।আবার প্রসাবের পরে সেরে যায়।

৪.অনান্য নিদিষ্ট কারন ভিত্তিক শ্রেনিঃ জেনেটিক কারনে ইনসুলিন কম তৈরি হওয়া,অগনাশয়ের বিভিন্ন রোগ ইত্যাদি কারনে হয়ে থাকে।

৪. ডায়াবেটিসের লক্ষন কি কি?
১.ঘন ঘন প্রসাব হওয়া।
২.ঝাপসা দৃষ্টি
৩.প্রচুর ক্ষুধার্ত
৪.প্রচুর তৃষ্ণার্ত
৫.খুব ক্লান্ত বোধ হওয়া
৬.খুব শুষ্ক ত্বক হওয়া

৫. ডায়াবেটিস কেন হয়?
নানা কারণে ডায়াবেটিস হতে পারে যেমনঃ
১.বংশগত কারনে।
২.বিভিন্ন ধরনের সংক্রামক রোগের কারনে।
৩.অগনাশয়ের বিভিন্ন রোগের কারনে
৪.অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারনে।

৬. ডায়াবেটিস হলে করনীয় কি?
১.স্বাস্থকর খাবার খাওয়া
২.নিয়মিত ব্যায়াম করা।
৩.নিয়মিত সুগার পরীক্ষা করা।
৪.নিয়ন্ত্রণ জীবনযাপন করা।

যদিও এ রোগ পুরোপুরি নিরাময়অযোগ্য নয় কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়।

অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে Website:http://besthomeodoctor.com ভিজিট করুন Make Appointment বাটনে ক্লিক করুন অথবা App টি https://play.google.com/store/apps/details?id=com.developernerob.homeopathydoctor ইনস্টল করে রেজিস্টেশন করুন। এবং ফরমটি পুরন করে Submit করুন।
ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে অথবা ই-মেইলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন ।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।

ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No : 32673
মোবাইলঃ 01714010479

১.উচ্চ রক্তচাপ কি?যখন কোন মানুষের সর্বদা রক্তচাপ স্বাভাবিক এর চেয়ে বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে।২....
29/05/2022

১.উচ্চ রক্তচাপ কি?
যখন কোন মানুষের সর্বদা রক্তচাপ স্বাভাবিক এর চেয়ে বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে।
২.উচ্চ রক্তচাপ কত প্রকার ও কি কি?
উচ্চ রক্তচাপ দুই প্রকার।
১.প্রাথমিক উচ্চ রক্তচাপঃ সাধারণত এটি মানুষের মাঝে বেশি দেখা যায়।জেনেটিক্স ও অস্বাস্থ্যকর জীবনযাপন এটির জন্য দায়ী।
২.গৌন উচ্চ রক্তচাপঃযদি কোন চিকিৎসা বা ঔষধের কারনে রক্তের চাপের পরিমান বাড়ে তাকে গৌন উচ্চ রক্তচাপ বলে।
৩.উচ্চ রক্তচাপ কেন হয়?
নানা কারনে এটি দেখা দিতে পারে যেমনঃ
১. অতিরিক্ত কাঁচা লবন খাওয়া।
২. অনিয়ন্ত্রিত জীবনযাপন
৩.বংশগত কারনে ও হতে পারে
৪.কাজের অতিরিক্ত চাপ
৫. অতিরিক্ত টেনশন
৬. অস্বাস্থ্যকর পরিবেশ।
৪.উচ্চ রক্তচাপের লক্ষনঃ
১.ক্লান্ত ভাব
২.প্রচুর মাথা ব্যাথা
৩.দৃষ্টি সমস্যা
৪.শ্বাস নিতে কস্ট হওয়া
৫.বুক ব্যাথা
৬.নাক দিয়ে রক্ত পড়া
৭.প্রসাবে রক্ত পড়া
৫.উচ্চ রক্তচাপে করনীয় কি?
১.নিয়মিত ব্যায়াম করুন।
২.স্বাস্থ্যকর খাবার খান।
৩.নিয়ন্ত্রণ জীবনযাপন করুন।
৪.ধুমপান ত্যাগ করুন।
৫.টেনশন থেকে বিরত থাকুন
হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে উচ্চ রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়।
অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে
Website:http://besthomeodoctor.com ভিজিট করুন Make Appointment বাটনে ক্লিক করুন অথবা
App টি https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন। এবং ফরমটি পুরন করে Submit করুন।
ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে চিকিৎসার পর চিকিৎসাপত্র বাটনে পান্স করলে অথবা ই-মেইলে ঘরে বসে প্রেসক্রিপশন পেয়ে যাবেন ।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।
ডাঃ মাহমুদুল হাসান
(B.S.S) (M.S.S) (D.H.M.S)
Govt Reg No:32673
মোবাইলঃ 01714010479

হোমিওপ্যাথি রোগ কে নয় রুগির লক্ষনের উপর চিকিৎসা করে।ওয়েবসাইট :http://besthomeodoctor.com  ভিজিট করুন  অথবা  App টি https...
29/05/2022

হোমিওপ্যাথি রোগ কে নয় রুগির লক্ষনের উপর চিকিৎসা করে।
ওয়েবসাইট :http://besthomeodoctor.com ভিজিট করুন
অথবা App টি https://play.google.com/store/apps/details... ইনস্টল করে রেজিস্টেশন করুন।
সর্দি ,কাশি, হাঁচি,গলাব্যথা ,মাথা ব্যথা্‌, জ্বর, মাংস পেশীতে ব্যথা, ডায়রিয়া্‌ ,শ্বাসকষ্ট ,বমি হওয়ার কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের সংক্ষিপ্ত লক্ষনঃ
1.ARSENICUM ALBUM -1.সর্দি 2. .হাঁচি। 3.. কাশি শুকনো,আত্মঘাতী কাশি4.গলা সঙ্কুচিত 5.ডান ফুসফুস উপরের ব্যথা প্রসারিত।,শ্বাস প্রশ্বাস .শ্বাসরোধের আশঙ্কা হাঁপানি ,অ্যাজমা6..মাথা ব্যাথা.-7...জ্বর 8-কাঁধের মধ্যে ব্যথা ,পিঠে ব্যথা, 9-..আমাশয়, 10.কলেরা 11.বমি12.মৃত্যুর, প্রচন্ড ভয়,
2.ACONITUM NAPELLUS-. 1.সর্দি2. হাঁচি 3.সুস্ক কাশি 4.মাথা ব্যথা 5..গলায় চেপে ধরে।6.বুকে বাথা ,।পিঠে বেদনা ব্যথা অসহ্য; পাগল করে তোলে।7...জ্বর 8.. ব্যথা অসহ্য; পাগল করে তোলে।9...বমি10..শ্বাসকষ্ট 11.মৃত্যুর ভয় অস্থিরতা,
3. GELSEMIUM SEMPERVIRENS-1.নাক হাঁচি2.।সর্দি 3. শুকনো কাশি, 4..টনসিলের প্রদাহ 5.মাথা ব্যথা। 6..জ্বর 7.. ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা 8..ডায়রিয়া।9.শ্বাসকষ্ট।ব্রঙ্কাইটিস 10.হার্ট .--এমন অনুভূতি যেন মনে হয় হৃদয়ের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
4..BELLADONNA-1. হাঁচি 2.কাশি, 3.সর্দি 4.জ্বর 5.শ্বাস প্রশ্বাসে বুকের ভিতর চাপ বোধ 6.মাথা ব্যথা। 7.গলা সংকুচিত বোধ করে; 8.পিঠে বাথা 9.মল .পাতলা, সবুজ, 10.বমি
5. RHUS TOXICODENDRON.,1. সর্দি2. হাঁচি.3.কাশি4.গলায় ব্যথা,5. জ্বর6.জয়েন্টে ব্যথা,কাঁধের মাঝে রিউম্যাটিক ব্যথা ,ঘাড়, কোমর এবং উগ্রগুলির স্তূপে সমস্ত হাড়ের মধ্যে ব্যথা7.ডায়রিয়া8.বমি9.শ্বাস নিতে পারে না, ব্রঙ্কিয়াল শ্বাসকষ্ট.
6..ANTIMONIUM TARTARICUM-1..সর্দি 2..কাশি 3. মাথা ব্যথা,; 4.গলায় ব্যথা, 5..বুক এবং ল্যারিক্সে ব্যথা ফুসফুসের এডিমা এবং আসন্ন পক্ষাঘাত।6.জর 7.কলেরা 8..বমি9.শ্বাসকষ্টজনিত,শ্বাসনালী টিউবগুলি শ্লেষ্মা
7.BRYONIA ALBA -1..,সর্দি 2..শুকনো কাশি,3..মাথা ব্যথা,4.জ্বর 5.গলা বাথা 6.নিউমনিয়া 7..ঘাড়ে।পিঠে বেদনা8. বমি9..শ্বাসনালীতে শ্লেষ্মা
8. .PHOSPHORUS-1.সর্দি 2..কাশি3.মাথা ঘোরা 4. বুকে,পিঠে ব্যথা5..জ্বর 6.বমি 7..ডায়রিয়া, 8.শ্বাসকষ্ট,
9..DUL CAMRA-,মাথা ব্যথা,2..সর্দি 3.বমি 4.মল সবুজ জলের মত 5.কাশি6.শ্বাসকষ্ট,7.ঘাড়ে , কাঁধে , বূকে, কোমরে ব্যথা, 8. জ্বর
10..CAMPHORA -1. সর্দি2.হিংস্র, শুকনো, কাশি। 3...মাথা ব্যথা4. জ্বর 5.. কাঁধের মাঝে ব্যথা। বুকের ভিতর ছাপ6...কলেরা,7...হাঁপানি। শ্বাসকষ্ট.
11.DROSERA -1,মাথা ব্যথা,2.বমি 3...কাশি4.শ্বাসকষ্ট,5.গলা ব্যথা,6.কোমরে ও ঊরুতে ব্যথা, .7. জ্বর
12. GRINDELIA ROBUSTA-1.মাথা ব্যথা,2.হাঁপানি, 4.ঘুমিয়ে পড়লে শ্বাস প্রশ্বাস বন্ধ করে, শ্বাসের জন্য হাঁপান, শ্বাস নিতে উঠে বসতে হবে, শুয়ে পড়লে শ্বাস নিতে পারি না, ব্রোঙ্কোরিয়া3.বমি
13..CHININUM MURIATICUM -1.মাথা ব্যথা,.2.,জ্বর3.ডায়রিয়া4.বমি 5.শ্বাস প্রশ্বাসের দুর্দান্ত ভয়6..মন ক্লান্ত, উদাসীন7.. হার্ট বিট বৃদ্ধি সঙ্গে হতাশ, অস্থিরতা উদ্বেগ
14.TUBERCULINUM 1.মাথাব্যথা 2.ডায়রিয়া, 3.শুকনো কাশি 4. শ্বাসকষ্ট,5.নিউমোনিয়া। 6.জ্বর
15. BACILLINUM BURNETT -1.হাঁচি2. কাশি 3.মাথা ব্যথা 4..বমি বমি 5.ডায়রিয়া 6.হাঁপানি
16..FERRUM PHOSPHORICUM -1.সর্দি-2.শুকনো কাশি,3.মাথা ব্যথা 4.গলা ফোলা ব্যথা5.জ্বর6.কাঁধে বাত ব্যথা; ব্যথা বুকে এবং কব্জি পর্যন্ত এবং নিদ্রাহীন।7.মলগুলি জলযুক্ত,আমাশা 8.বমি9.নিউমোনিয়া
17.. KALIUM MURIATICUM -1. .সর্দি 2..কাশি,;3..মাথাব্যথা,4.গলা ব্যথা,5. রিউম্যাটিক ব্যথা,6..ডায়রিয়া7.বমি8.হাঁপানি,
18..NATRIUM MURIATICUM -1.সর্দি 2.,হিংস্র হাঁচি 3 কাশি-4.মাথা ব্যথা,5.জ্বর6.বুক সংকোচ বোধ, পিঠে ব্যথা, 7.বমি8.শ্বাসকষ্ট,

প্রয়োজনে যোগাযোগ করুনঃ
ডাঃ মোঃ মাহমুদুল হাসান ( B.S.S)- (M.S.S)- (D.H.M.S)
(গভঃ রেজিঃ নং-৩২৬৭৩)
মোবাইলঃ 01714010479

নিজে নিজে ওষুধ নির্বাচন করবেন না । হোমিওপ্যাথি ডাক্তারের নিকট চিকিৎসা নিবেন।

28/05/2022
28/05/2022
28/05/2022
28/05/2022

Address

Mirpur 12 Dhaka 1216 Angladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Care homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Care homeo:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category