12/03/2024
নৌকায় পদ্মা পেরিয়ে পাবনা থেকে কুষ্টিয়া||LIfe as a Udvash-Unmesh Teacher
2023 সালের ১ ফেব্রুয়ারি উন্মেষ পাবনা শাখায় ক্লাস নেওয়ার পরে সিডিউলে দেখি পরের দিন কুষ্টিয়া ব্রাঞ্চের ক্লাস। পাবনা থেকে কুষ্টিয়া খুব সহজেই দাশুড়িয়া রুপপুর ভেড়ামারা হয়ে সড়কপথে যাওয়া যায়,কিন্তু গুগল ম্যাপ এ দেখি পাবনা শহরের খুব কাছেই চর কাদিরপুর এ অবস্থিত শিলাইদহ ঘাট থেকে পদ্মা নদী ট্রলারের মাধ্যমে পাড়ি দিয়ে খুব সহজেই কুষ্টিয়ায় পৌঁছানো যায়। শীতকাল নদীতে স্রোত নেই বললেই চলে তাই পাবনা থেকে কুষ্টিয়া ভাইয়া পদ্মা নদী যাত্রাটি স্মরণীয় করে রাখার জন্য উন্মেষে আমার প্রথম ভ্লগ রেকর্ড করার প্রয়াস ছিল।