15/06/2022
বর্তমানের অনলাইনের ফেসবুকে ইউটিউবে ঢুকলে ব্রণ, মেছতা,চুল পড়া,পাইলস, ফিস্টুলা সমস্যার গ্যারান্টি সহকারে ভালো হওয়ার প্রোডাক্ট/ঔষধ বিক্রির প্রমোশন দেখা যায়।
এগুলোর বেশিরভাগেরই কথা থাকে এমন"সারা বিশ্ব জয় করে এখন বাংলাদেশে" কিংবা "১০০℅ গ্যারান্টি সহকারে চিকিৎসা " কিংবা "এক ফাইলের অধিক লাগে না"!
বিপদগ্রস্ত মানুষ খড়কুটো ধরেও সমস্যা থেকে মুক্তি পেতে চায়, তাই সহজেই এদের ফাঁদে পা দেয়.
আচ্ছা একটু ভাবুন ত-
✪এত জাদুকরী প্রোডাক্ট বার হলো অথচ ডাক্তাররা তা জানতে পারলো না!!
✪রোগী সঠিক চিকিৎসা পাওয়ার পরও সুস্থ হবে কিনা তা একমাত্র আল্লাহর ইচ্ছে। তাহলে ১০০% গ্যারান্টি কি করে দেয়!!
✪এক ফাইল বা দু ফাইল কিভাবে নিশ্চিত হলো।কোন সাইন্টিফিক রিসার্চে তারা পেলো?যদি সাইন্টিফিক রিসার্চেই পেয়ে থাকে তবে তা তো ডাক্তারদের জানার কথা। কোনও ডাক্তার কি তা জানতে পারলো ন!!!
✪এতই বিশ্ব জয় করে বাংলাদেশে এলো যে আপনি তাদের এডভার্টাইজমেন্ট তথা বিজ্ঞাপন ছাড়া জানতেই পারলেন না।সিম্পল একটা নতুন ঔষধ আবিষ্কার হলেও টিভি নিউজ/পত্রিকাতে খবর আসে।তাদের জাদুকরী প্রোডাক্ট এর খবর কেও পেলো না তারা ছাড়া!!!!
সুতরাং সচেতন হোন। প্রতারণার ফাঁদে পা দিবেন না।
ব্রন,মেছতা,চুল পড়া,পাইলস,ফিস্টুলার কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে।
তাই আপনার নিকটস্থ " বিএইচএমএস/ডিএইচএমএস" ডিগ্রি প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হোন।
উন্নতি না পেলে আমাকে ইনবক্স কিংবা অনলাইনে কিংবা সরাসরি দেখাতে পারেন।
বিস্তারিত জানতে মেসেজ করুন।
সঠিক চিকিৎসার জন্য পাশে আছি আমি-
ডাঃ এম আলাউদ্দিন
গভঃ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান।
স্বত্বাধিকারী,ডাঃ আলাউদ্দিন হোমিওপ্যাথি সেন্টার,
ঢাকা।