Dr. M Alauddin, Homeopath

Dr. M Alauddin, Homeopath ডাঃ এম আলাউদ্দিন হোমিওপ্যাথিতে ডিগ্রিপ্রাপ্ত সরকার নিবন্ধিত বিশিষ্ট চিকিৎসক।

02/11/2023
17/02/2023

হোমিওপ্যাথি কিভাবে কাজ করে?
ডাঃ এম আলাউদ্দিন
---------------------------------------------

একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের কি এমন পার্থক্য থাকে যে একজন জীবিত আরেকজন মৃত?জীবিত ও মৃত দুজনের শরীরের অঙ্গ একই থাকা স্বত্বেও কেনো জীবিত মানুষের শরীর পঁচে না কিন্তু মৃত মানুষের শরীর পঁচে যায়?

এর উত্তর জানলেই হোমিওপ্যাথি কিভাবে কাজ করে তা বুঝা যাবে।
এর উত্তর জীবিত মানুষের শরীরে এমন এক শক্তি থাকে যা মৃত মানুষের শরীরে থাকেনা। এই শক্তিকে বলা হয় Vital Force .
এই ভাইটাল ফোর্স এর জন্যই মানুষের শরীরে শারীরবৃত্তীয় কাজের শৃঙ্খলা বজায় থাকে।
মানুষ যখন নিজে অনিয়ম, কুঅভ্যাস অব্যাহত রাখে বা শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ না করে তখন রোগশক্তি শরীরে প্রবেশ করে
। ফলে শরীরের শারীরবৃত্তীয় কাজের শৃঙ্খলার উপর Vital Force নিয়ন্ত্রন হারায়। শরীরের ভিতর বিশৃঙ্খলা শুরু হয়। শরীর তখন তা বিভিন্ন লক্ষণ প্রকাশের মাধ্যমে জানান দেয়। এই অবস্থাকেই হোমিওপ্যাথিতে রোগ বলা হয়।

আর এই রোগলক্ষনের সাথে সামন্জস্যপূর্ন একটি হোমিওপ্যাথিক ঔষধ যখন রোগীকে দেওয়া হয় তখন রোগীর শরীরে তা রোগ শক্তির সাথে লড়াই করতে থাকে।
যেহেতু এই ঔষধ দেয়া হয় সুক্ষ্ম মাত্রায়, ফলে রোগশক্তি লড়াই করে দূর্বল হতে হতেই ওষুধ শক্তি লুপ্ত হয়। তখন Vital force শরীরের ওপর তার নিয়ন্ত্রণ ফিরে পায়। তখনই রোগী সুস্থবোধ করে।

তাই সঠিক রোগলক্ষন বিশ্লেষণ করে ঔষধ নির্বাচন ছাড়া হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ার সুযোগ নাই।
এজন্য প্রচুর পড়াশোনা করা হোমিওপ্যাথি চিকিৎসক ছাড়া যততত্র থেকে হোমিওপ্যাথি ঔষধ গ্রহণ করা উচিৎ নয়।

দেহের প্রতিরক্ষা ব্যবস্হার নাম হলো ইমিউনিটি। নিম্নলিখিত ঔষধগুলো এই প্রতিরক্ষা ব্যবস্হাকে জোরদার করে রোগের প্রতিকারে ভূমি...
25/10/2022

দেহের প্রতিরক্ষা ব্যবস্হার নাম হলো ইমিউনিটি। নিম্নলিখিত ঔষধগুলো এই প্রতিরক্ষা ব্যবস্হাকে জোরদার করে রোগের প্রতিকারে ভূমিকা পালন করে।

জেলসিমিয়াম: এই ঔষধটি আপনার ক্লান্তি, শরীরের ব্যথা এবং জ্বরের মতো লক্ষ্মণ থাকলে ব্যবহার করতে পারেন।

আর্সেনিকাম অ্যালবাম: ফুড পয়জনিং হলে এটি অত্যন্ত উপকারী, পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রেও এটি সমান উপকারী।

অসিলোকক্কিনাম: জ্বর এবং ফ্লু-এর ক্ষেত্রে ইহা অত্যন্ত উপকারী। ইমিউনিটি বাড়াতে ভালো কাজ করে।

অ্যালিয়াম সেপা: যদি আপনার ফ্লু-এর মত চোখ এবং নাকে উপসর্গ থাকে, অ্যালিয়াম সিপা একটি খুব ভাল ঔষধ। লক্ষণ গুলি শুরু হওয়ার আগে ইহা কিছু মাত্রায় নিতে হবে, কিছু দিনের জন্য এটি তিন থেকে চার বার গ্রহণ করলে এটি সাময়িকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

সম্মিলিত ওষুধ: অনেক সময় সম্মিলিত ওষুধ এর ডোজ ভালো কাজ করে।যেমন-

ক্যালকারিয়া কার্বোনিকা ৩০-১ ডোজ, ফসফরাস -১ ডোজ, লাইকোপডিয়াম ৩০-১ ডোজ: জ্বরের চিকিৎসার ক্ষেত্রে এই সংমিশ্রণটি খুব কার্যকরী হতে পারে।

লাইকোপডিয়াম ৩০, সাদাবিলা ৩০: জ্বর এবং নাক বন্ধ হয়ে গেলে এই সংমিশ্রণটি খুব কার্যকর। এটির দৈনিক ব্যবহার শুধুমাত্র এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করে না, ইহা এলার্জি হতে বাধা দেয়।

সকল প্রকার হোমিওপ্যাথি ঔষধ সেবনের পূর্বে সরকার নিবন্ধিত "বিএইচএমস/ডিএইচএমএস" ডিগ্রীধারী ডাক্তারের পরামর্শ নিবেন।

01/09/2022

আপনার কি নিম্নোক্ত উপসর্গ আছে?

ক. ঘন ঘন প্রস্রাব হওয়া

খ. খুব বেশি পিপাসা লাগা

গ. বেশি ক্ষুধা পাওয়া

ঘ. যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া

ঙ. ক্লান্তি ও দুর্বলতা বোধ করা

চ. ক্ষত শুকাতে বিলম্ব হওয়া

ছ. খোস-পাঁচড়া, ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া

জ. চোখে কম দেখা।।

তাহলে চিকিৎসকের পরামর্শ মতে ডায়াবেটিস পরীক্ষা করুন। হোমিওপ্যাথি চিকিৎসা নিন.।
ডায়াবেটিস হোমিওপ্যাথি চিকিৎসায় উপশম হয়।

কান পাকা যাকে চিকিৎসাবিজ্ঞানে Tympanitis বলা হয়।এটি এমন একটি সমস্যা যাতে রোগীর কানে ব্যথা করতে পারে,পূজ পড়তে পারে, শ্রবণ...
05/08/2022

কান পাকা যাকে চিকিৎসাবিজ্ঞানে Tympanitis বলা হয়।এটি এমন একটি সমস্যা যাতে রোগীর কানে ব্যথা করতে পারে,পূজ পড়তে পারে, শ্রবণশক্তি হ্রাস পেতে পারে।
এর চমৎকার হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে। সাধারনত রোগ লক্ষণ অনুযায়ী থুজা,মার্কসল,টেলুরিয়াম, ক্যাপসিকাম ইত্যাদি ঔষধ ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমানের অনলাইনের ফেসবুকে ইউটিউবে ঢুকলে ব্রণ, মেছতা,চুল পড়া,পাইলস, ফিস্টুলা সমস্যার গ্যারান্টি সহকারে ভালো হওয়ার প্রোডা...
15/06/2022

বর্তমানের অনলাইনের ফেসবুকে ইউটিউবে ঢুকলে ব্রণ, মেছতা,চুল পড়া,পাইলস, ফিস্টুলা সমস্যার গ্যারান্টি সহকারে ভালো হওয়ার প্রোডাক্ট/ঔষধ বিক্রির প্রমোশন দেখা যায়।
এগুলোর বেশিরভাগেরই কথা থাকে এমন"সারা বিশ্ব জয় করে এখন বাংলাদেশে" কিংবা "১০০℅ গ্যারান্টি সহকারে চিকিৎসা " কিংবা "এক ফাইলের অধিক লাগে না"!

বিপদগ্রস্ত মানুষ খড়কুটো ধরেও সমস্যা থেকে মুক্তি পেতে চায়, তাই সহজেই এদের ফাঁদে পা দেয়.
আচ্ছা একটু ভাবুন ত-
✪এত জাদুকরী প্রোডাক্ট বার হলো অথচ ডাক্তাররা তা জানতে পারলো না!!
✪রোগী সঠিক চিকিৎসা পাওয়ার পরও সুস্থ হবে কিনা তা একমাত্র আল্লাহর ইচ্ছে। তাহলে ১০০% গ্যারান্টি কি করে দেয়!!
✪এক ফাইল বা দু ফাইল কিভাবে নিশ্চিত হলো।কোন সাইন্টিফিক রিসার্চে তারা পেলো?যদি সাইন্টিফিক রিসার্চেই পেয়ে থাকে তবে তা তো ডাক্তারদের জানার কথা। কোনও ডাক্তার কি তা জানতে পারলো ন!!!

✪এতই বিশ্ব জয় করে বাংলাদেশে এলো যে আপনি তাদের এডভার্টাইজমেন্ট তথা বিজ্ঞাপন ছাড়া জানতেই পারলেন না।সিম্পল একটা নতুন ঔষধ আবিষ্কার হলেও টিভি নিউজ/পত্রিকাতে খবর আসে।তাদের জাদুকরী প্রোডাক্ট এর খবর কেও পেলো না তারা ছাড়া!!!!

সুতরাং সচেতন হোন। প্রতারণার ফাঁদে পা দিবেন না।
ব্রন,মেছতা,চুল পড়া,পাইলস,ফিস্টুলার কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে।
তাই আপনার নিকটস্থ " বিএইচএমএস/ডিএইচএমএস" ডিগ্রি প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হোন।
উন্নতি না পেলে আমাকে ইনবক্স কিংবা অনলাইনে কিংবা সরাসরি দেখাতে পারেন।
বিস্তারিত জানতে মেসেজ করুন।
সঠিক চিকিৎসার জন্য পাশে আছি আমি-

ডাঃ এম আলাউদ্দিন
গভঃ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান।
স্বত্বাধিকারী,ডাঃ আলাউদ্দিন হোমিওপ্যাথি সেন্টার,
ঢাকা।

পাঁচটি গুরুত্বপূর্ণ ঔষধের নাম জানাচ্ছি যেগুলো ঘরে সংরক্ষণ করতে পারেন যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়।ঔষধগুলো নিম্নরুপঃArni...
28/05/2022

পাঁচটি গুরুত্বপূর্ণ ঔষধের নাম জানাচ্ছি যেগুলো ঘরে সংরক্ষণ করতে পারেন যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়।ঔষধগুলো নিম্নরুপঃ

Arnica-30 বা 200: ছোটখাটো আঘাত লাগা, কেটে যাওয়ায় এই ওষুধটি খুবই কাজে লাগে। তাছাড়া সারা দিন ব্যাপক পরিশ্রমের পরে যদি গায়ে-হাত-পায়ে প্রচণ্ড ব্যথা হয়, তাহলেও এই ওষুধটি সেই সমস্যা কমিয়ে দিতে পারে।
Calendula-Q (Mother Tincture): ছোটখাটো কেটে যাওয়া বা রক্তপাতের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে পারেন। ভেজা তুলোয় এই ওষুধ লাগিয়ে কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়।
Nux Vomica-30 বা 200: পেটের গণ্ডগোলের মতো সমস্যা কমাতে এই ওষুধ দারুণ কাজ করে। রোজ ঘুমোতে যাওয়ার আগে এই ওষুধ কয়েক ফোঁটা খেতে পারেন। কয়েক দিনের মধ্যেই সমস্যা কমবে। তবে কেমন মাত্রায় খাবেন, সেটি চিকিৎসকের থেকে জেনে নেওয়া দরকার।
Aconite-30: হঠাৎ হাঁচি শুরু হয়েছে? বা হঠাৎ করে গা গরম, জ্বর এসেছে? তাহলে এই ওষুধটি খেতে পারেন। সাধারণ ঠান্ডালাগা বা জ্বর কমাতে দারুণ কাজে লাগে এই ওষুধটি।
Kalifoss-3X বা 6X: এটি আসলে ওষুধ নয়, নার্ভের পুষ্টি জোগানোর একটি উপাদানও বলা যায় একে। যাঁদের মস্তিষ্কের পরিশ্রম বেশি হয়, তাঁরা এটি খেতে পারেন। এতে যেমন ঘুম ভালো হয়, তেমনই সব ধরনের স্নায়ুর উন্নতি হয় এই ওষুধটির কারণে।

তবে অবস্থা জটিল হলে অবশ্যই "ডিএইচএমএস/বিএইচএমএস" ডিগ্রি প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. M Alauddin, Homeopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram