Pet Expert-Dhaka, Bangladesh

Pet Expert-Dhaka, Bangladesh Pet Animal disease, an impairment of the normal state of an that interrupts or modifies its vital functions.

So that's point of view our creation Pet Expert- Dhaka

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিমোহাম্মদপুরে অবস্থিত একটি সুপরিচিত ও নামকরা  পেট এনিমেল ক্লিনিকে জরুরী ভিত্তিতে ক্লিনিক এসিস্ট্যান...
19/11/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
মোহাম্মদপুরে অবস্থিত একটি সুপরিচিত ও নামকরা পেট এনিমেল ক্লিনিকে জরুরী ভিত্তিতে ক্লিনিক এসিস্ট্যান্ট/ ভেটেরিনারি এসিস্ট্যান্ট এর নিয়োগ দেওয়া হবে

পদের নাম: ক্লিনিক এসিস্ট্যান্ট/ ভেটেরিনারি এসিস্ট্যান্ট

প্রার্থীর সংখ্যা: ফুল টাইম-১ জন/ পার্ট টাইম- ২ জন

শিক্ষাগত যোগ্যতা: সর্বোচ্চ এস‌এসসি/এইচএসসি পাশ (ছাত্র ও অন্য চাকরিরত থাকা অবস্থায় আবেদনকারী গ্রহণযোগ্য হবে না)
আবেদনকারীর বয়স: ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স্ক ব্যক্তি আবেদনের গ্রহণযোগ্য নয়।

জব টাইপ: ফুল টাইম - ৯ থেকে ১০ ঘন্টা/পার্ট টাইম- ৫ থেকে ৬ ঘন্টা

সাপ্তাহিক বন্ধ: ১ দিন।

মোহাম্মদপুরে বসবাসরত ছেলেদের/মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।

শর্তসমূহ:
☆ দীর্ঘ দিন কাজ করার মানসিকতা থাকতে হবে।
☆ প্রাণির প্রতি ভালোবাসা থাকতে হবে এবং পোষা প্রাণি হেন্ডেল করতে আগ্রহী হতে হবে।

বেতন ও সুবিধা সমূহ:
বেতন- হ্যান্ডসাম (তবে আলোচনা সাপেক্ষে) উক্ত সেক্টরে experience এর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে অর্থাৎ স্যালারি বেশি দেওয়া হবে।

*** চাকুরী কনফার্ম এর পর ঈদে বোনাস প্রদান করা হবে
** বাৎসরিক সেলারি রিভিউ করা হবে অর্থাৎ পারফরমেন্স এর উপর নির্ভর করে সেলারি বাড়ানো হবে

সুবিধা সমূহ-
=> সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা রয়েছে
=> বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ
=> ক্লিনিকে থাকার আবাসন সুব্যবস্থা রয়েছে
=> পরিপূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শিখিয়ে নেওয়া হবে
বি. দ্র: কমপক্ষে এক বছর কাজ করার মন মানসিকতা নিয়ে যোগদান করতে হবে

জব লোকেশন: মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর-ঢাকা।

আবেদনের শেষ সময়: 25 th Nov 2025

সিভি পাঠানোর মেইল এড্রেস:
sheikhaliifran@gmail.com
dvm.mushtaq11@gmail.com

কোন প্রকার জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে কল করুন-
Clinic no: 01933726637 (উক্ত নম্বরে যোগাযোগ করতে চাইলে সকাল ১০ টা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করুন)মোহাম্মদপুরে অবস্থিত একটি সুপরিচিত ও নামকরা পেট এনিমেল ক্লিনিকে জরুরী ভিত্তিতে ক্লিনিক এসিস্ট্যান্ট/ ভেটেরিনারি এসিস্ট্যান্ট এর নিয়োগ দেওয়া হবে

পদের নাম: ক্লিনিক এসিস্ট্যান্ট/ ভেটেরিনারি এসিস্ট্যান্ট

প্রার্থীর সংখ্যা: ফুল টাইম-১ জন/ পার্ট টাইম- ২ জন

শিক্ষাগত যোগ্যতা: সর্বোচ্চ এস‌এসসি/এইচএসসি পাশ (ছাত্র ও অন্য চাকরিরত থাকা অবস্থায় আবেদনকারী গ্রহণযোগ্য হবে না)
আবেদনকারীর বয়স: ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স্ক ব্যক্তি আবেদনের গ্রহণযোগ্য নয়।

জব টাইপ: ফুল টাইম - ৯ থেকে ১০ ঘন্টা/পার্ট টাইম- ৫ থেকে ৬ ঘন্টা

সাপ্তাহিক বন্ধ: ১ দিন।

মোহাম্মদপুরে বসবাসরত ছেলেদের/মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।

শর্তসমূহ:
☆ দীর্ঘ দিন কাজ করার মানসিকতা থাকতে হবে।
☆ প্রাণির প্রতি ভালোবাসা থাকতে হবে এবং পোষা প্রাণি হেন্ডেল করতে আগ্রহী হতে হবে।

বেতন ও সুবিধা সমূহ:
বেতন- হ্যান্ডসাম (তবে আলোচনা সাপেক্ষে) উক্ত সেক্টরে experience এর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে অর্থাৎ স্যালারি বেশি দেওয়া হবে।

*** চাকুরী কনফার্ম এর পর ঈদে বোনাস প্রদান করা হবে
** বাৎসরিক সেলারি রিভিউ করা হবে অর্থাৎ পারফরমেন্স এর উপর নির্ভর করে সেলারি বাড়ানো হবে

সুবিধা সমূহ-
=> সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা রয়েছে
=> বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ
=> ক্লিনিকে থাকার আবাসন সুব্যবস্থা রয়েছে
=> পরিপূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শিখিয়ে নেওয়া হবে
বি. দ্র: কমপক্ষে এক বছর কাজ করার মন মানসিকতা নিয়ে যোগদান করতে হবে

জব লোকেশন: মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর-ঢাকা।

আবেদনের শেষ সময়: 25 th Nov 2025

সিভি পাঠানোর মেইল এড্রেস:
sheikhaliifran@gmail.com
dvm.mushtaq11@gmail.com

কোন প্রকার জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করতে কল করুন-
Clinic no: 01933726637 (উক্ত নম্বরে যোগাযোগ করতে চাইলে সকাল ১০ টা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করুন)

18/09/2025

🐱🩺 আপনার প্রিয় বিড়ালের যত্নে আধুনিক আলট্রাসনোগ্রাফি 🩺🐱

পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিকে এখন রয়েছে আলট্রাসনোগ্রাফি সুবিধা, যা আপনার পোষ্যের
✅ ভেতরের স্বাস্থ্য সমস্যার দ্রুত শনাক্তকরণ
✅ সঠিক ও নিরাপদ ডায়াগনসিস
✅ সময়মতো চিকিৎসা নিশ্চিত করে।

আমরা দিচ্ছি মানসম্মত সেবা, আধুনিক যন্ত্রপাতি আর অভিজ্ঞ ভেট টিমের তত্ত্বাবধান। 💙

📍 ঠিকানা: পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিক, বাসা- ১২৮, রোড নং -০৪, মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।
📞 যোগাযোগ করুন আজই
০১৭৫১২৪২৭৯৪০ (ডাঃ মুশতাক)
০১৭৪৭১৫০০৬৩ (ডাঃ ইফরান)

01/09/2025

🌸🐾 পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিক 🐾🌸

আজ আমাদের ক্লিনিকে ইমারজেন্সি কেস হিসেবে আনা হয় একটি বিড়াল, যার Gravid Hysterocele জটিলতা ধরা পড়ে। অবস্থা ছিল একেবারেই সংকটজনক ⚠️

🙏 আমাদের এক্সপার্ট সার্জন টিমের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষ হাতে সম্পন্ন হলো সফল সিজারিয়ান সেকশন সার্জারি 🩺🔪।

✨ আলহামদুলিল্লাহ, সার্জারির পর বিড়ালটি সুস্থ আছে 🐱❤️🐾

💡 এই সফলতার পেছনে রয়েছে—
🔹 দক্ষ ভেটেরিনারি সার্জন টিম
🔹 আধুনিক সার্জিক্যাল ইকুইপমেন্ট ও মনিটরিং সিস্টেম
🔹 ২৪/৭ ইমারজেন্সি সাপোর্ট

📍 পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিক – আপনার প্রিয় পোষ্যের জন্য সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা।

🐾 Because They Deserve The Best Care 🐾

28/08/2025
27/08/2025
25/08/2025

🐾✨ পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিকে সফলভাবে বিড়ালের স্পেয়িং সার্জারি সম্পন্ন ✨🐾

আপনার আদরের পোষা প্রাণির জন্য নিরাপদ ও আধুনিক চিকিৎসা সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। 🐱💖

✅ দক্ষ ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধান
✅ সর্বাধুনিক অপারেশন থিয়েটার
✅ পেইন-ম্যানেজমেন্ট ও দ্রুত রিকভারি সাপোর্ট
✅ হাইজেনিক ও নিরাপদ পরিবেশ

স্পেয়িং সার্জারি আপনার বিড়ালকে আরও সুস্থ ও দীর্ঘায়ু জীবন উপহার দেয়। 🏥💊
আমাদের এই সাফল্য আপনার ভালোবাসা ও বিশ্বাসের ফল।

📍 পেট এক্সপার্ট-ঢাকা, বাসা ১২৮, রোড নং ০৪, মোহাম্মদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর , ঢাকা
📞 যোগাযোগ করুন এখনই আপনার পোষ্যের জন্য নিরাপদ সার্জারি বুক করতে!

ডাঃ মুশতাক (০১৭৫১৪২৭৯৪০)
ডাঃ ইফরান (০১৭৪৭১৫০০৬৩)

Address

Basa-128, Road-04, Mohammadia Housing Society Ltd. , Mohamadpur
Dhaka
1207

Telephone

+8801751427940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Expert-Dhaka, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pet Expert-Dhaka, Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram