Long Life Hospital Limited

Long Life Hospital Limited Welcome to Long Life Hospital LTD, Dhaka's premier multi-disciplinary healthcare center offering comprehensive treatment facilities.

Your path to wellness starts here.

জরুরী চিকিৎসা সেবা দিতে লং লাইফ হাসপাতাল লিঃ এ রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতিসহ এনআইসিইউ(NICU) বিভাগ।উন্নতমানের সেবাসহ আমাদ...
29/11/2025

জরুরী চিকিৎসা সেবা দিতে লং লাইফ হাসপাতাল লিঃ এ রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতিসহ এনআইসিইউ(NICU) বিভাগ।
উন্নতমানের সেবাসহ আমাদের বিশেষ সুবিধাসমূহ:
✅বিশেষজ্ঞ শিশু ডাক্তার,বিশেষজ্ঞ শিশু সার্জন,২৪ ঘন্টা অভিজ্ঞ মেডিকেল অফিসার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্স।
✅অত্যাধুনিক যন্ত্রপাতি
✅ইনকিউবেটর
✅ভেন্টিলেটর
✅C-PAP মেশিন
✅উন্নতমানের ফটোথেরাপি মেশিন
✅দ্রুত সকল টেস্টের সুবিধা

উন্নত চিকিৎসা সেবা, এনআইসিইউ ও পিআইসিইউ সেবায় লং লাইফ হাসপাতাল লিঃ সর্বদা রয়েছে আপনার পাশে।
সিরিয়ালের জন্য কল করুনঃ
০১৩২৯-৬৬৭৫৬১
আমাদের ঠিকানাঃ
লং লাইফ হাসপাতাল লিমিটেড
১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫
০১৭৫৪-৮৯৩০৫০
০২-২২২২৪৫৬০৮-৯

27/11/2025
লং লাইফ হাসপাতাল লিঃনিরাপদ মাতৃত্ব, সুস্থ ভবিষ্যৎ — আমাদের অঙ্গীকার!আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি মা ও শিশুর নিরাপদ মাতৃ...
26/11/2025

লং লাইফ হাসপাতাল লিঃ

নিরাপদ মাতৃত্ব, সুস্থ ভবিষ্যৎ — আমাদের অঙ্গীকার!
আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি মা ও শিশুর নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে।
গর্ভকালীন যত্ন, প্রসব, এবং জন্ম-পরবর্তী সমস্ত সেবায় আছে আমাদের নির্ভরযোগ্য চিকিৎসা ও নিবিড় যত্ন।

আমাদের সেবা সমূহঃ
🔸 অভিজ্ঞ ও বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকদের টিম
🔸 আধুনিক সরঞ্জাম ও আরামদায়ক পরিবেশ
🔸 রোগীর নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মানসম্মত সেবা

বিশেষ প্যাকেজ সুবিধাঃ
✔ সাশ্রয়ী মূল্যে নরমাল ডেলিভারি প্যাকেজ
✔ সাশ্রয়ী মূল্যে সিজারিয়ান ডেলিভারি প্যাকেজ
👉 যেখানে নিশ্চিত করা হয় নিরাপদ, ঝুঁকিমুক্ত প্রসব

আমাদের গাইনি বিভাগে সেবা সমূহঃ
• বন্ধ্যাত্ব চিকিৎসা
• স্বাভাবিক ও সিজারিয়ান প্রসব
• গর্ভধারণের পূর্ব ও পরবর্তী চেকআপ
• ডিম্বাশয়ের সমস্যা
• জরায়ুর সমস্যা
• নারীজনিত সংক্রমণ

সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ
📞 01329-667561

আমাদের ঠিকানাঃ
লং লাইফ হাসপাতাল লিমিটেড
১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫
📱 01754-893050 | ☎️ 02-222245608-9
🌐 www.longlifehospital.org

লং লাইফ হাসপাতাল লিমিটেড — আপনার আস্থার নাম, মায়ের ভালোবাসার স্পর্শে।

লং লাইফ হাসপাতাল লিমিটেডআমরা গভীরভাবে শোকাহত, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ ১০ জনে...
22/11/2025

লং লাইফ হাসপাতাল লিমিটেড

আমরা গভীরভাবে শোকাহত, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষের আহত হওয়ার খবরের জন্য।
স্বজনহারা পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

নিরাপদ মাতৃত্ব, সুস্থ ভবিষ্যৎ — আমাদের অঙ্গীকার!
লং লাইফ হাসপাতাল লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে মা ও শিশুর নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে। গর্ভকালীন যত্ন থেকে শুরু করে প্রসব ও জন্ম-পরবর্তী সব সেবায় আমরা দিচ্ছি নির্ভরযোগ্য চিকিৎসা ও যত্ন।

ডায়াবেটিক ফুট কেয়ার টিপসলং লাইফ হাসপাতাল লিঃডায়াবেটিস রোগীদের জন্য পায়ের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অবহেলাও ...
21/11/2025

ডায়াবেটিক ফুট কেয়ার টিপস
লং লাইফ হাসপাতাল লিঃ

ডায়াবেটিস রোগীদের জন্য পায়ের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অবহেলাও বড় জটিলতার কারণ হতে পারে। সুস্থ ও নিরাপদ পা রাখতে নিচের নির্দেশনাগুলো মেনে চলুন—

ডায়াবেটিক পায়ের যত্নে ৫টি জরুরি বিষয়:
🔸 ১. প্রতিদিন পা পরীক্ষা করুন
কাটা, ফোস্কা, কালচে/লালচে দাগ বা ফোলা দেখলে গুরুত্ব দিন।

🔸 ২. সঠিক জুতো ব্যবহার করুন
আরামদায়ক, নরম, বন্ধ ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী জুতো পরুন।

🔸 ৩. পা পরিষ্কার ও শুকনো রাখুন
পা ধোয়ার পর আঙুলের ফাঁক ভালোভাবে মুছে শুকিয়ে নিন।

🔸 ৪. নখ কাটতে সতর্ক থাকুন
সোজাভাবে নখ কাটুন এবং খুব গভীরভাবে কাটবেন না।

🔸 ৫. ছোট ক্ষতকেও অবহেলা করবেন না
অল্প ক্ষত হলেও দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

📞 বিস্তারিত জানতে কল করুন:
+880 1329-667561

🏥 লং লাইফ হাসপাতাল লিঃ
১৬১/এ লেক সার্কাস কলাবাগান, ঢাকা
— আপনার সুস্থতার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বমানের চিকিৎসা— আপনার সুস্থ জীবন আমাদের অঙ্গীকার!লং লাইফ হাসপাতাল লিমিটেড প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে রোগীদের ...
20/11/2025

বিশ্বমানের চিকিৎসা— আপনার সুস্থ জীবন আমাদের অঙ্গীকার!
লং লাইফ হাসপাতাল লিমিটেড প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে রোগীদের নিরাপদ, আধুনিক ও মানবিক চিকিৎসা নিশ্চিত করতে।

আমাদের মেডিসিন বিভাগে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকদের নিবেদিত টিম, যারা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে রোগীদের সেবা প্রদান করেন।

আমাদের মেডিসিন বিভাগে যে সব রোগের চিকিৎসা দেওয়া হয়ঃ
হৃদরোগ, হার্ট ফেইলিউর
জ্বর, পেটে ব্যথা
লিভার রোগ — ফ্যাটি লিভার, জন্ডিস
কিডনি সমস্যা — ক্রনিক কিডনি ডিজিজ
ব্রেইন স্ট্রোক ও প্যারালাইসিস
পাকস্থলীর আলসার, পিত্তথলিতে পাথর
শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া
ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস, থাইরয়েড
গেঁটে বাত/গাউট
রক্তাল্পতা, ভিটামিন বি-১২ ডেফিসিয়েন্সি
সেপসিস
ডেঙ্গু, টাইফয়েড
মাথা ঘোরানো/ভার্টিগো
যক্ষ্মাসহ আরও নানা জটিল রোগের চিকিৎসা

আমাদের বিশেষত্বঃ
অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক
উন্নত চিকিৎসা সুবিধা ও দ্রুত সেবা
নিরাপদ, আরামদায়ক ও রোগীবান্ধব পরিবেশ
রোগীর অবস্থান অনুযায়ী সঠিক ও বিশেষায়িত চিকিৎসা

সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ
০১৩২৯-৬৬৭৫৬১

আমাদের ঠিকানাঃ
লং লাইফ হাসপাতাল লিমিটেড
১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫
০২-২২২২৪৫৬০৮-৯

লং লাইফ হাসপাতাল লিমিটেড — সুস্থ জীবনের জন্য আপনার বিশ্বস্ত ঠিকানা।

ডেঙ্গু আক্রান্ত? সঠিক চিকিৎসাই পারে রক্ষা করতে আপনার জীবন!লং লাইফ হাসপাতাল লিমিটেড সর্বদাই প্রস্তুতডেঙ্গু রোগীদের নিরাপদ...
16/11/2025

ডেঙ্গু আক্রান্ত? সঠিক চিকিৎসাই পারে রক্ষা করতে আপনার জীবন!
লং লাইফ হাসপাতাল লিমিটেড সর্বদাই প্রস্তুত
ডেঙ্গু রোগীদের নিরাপদ ও নিশ্চিত চিকিৎসা প্রদান করতে।

ডেঙ্গুকে কখনোই হালকাভাবে নেবেন না—
সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে ডেঙ্গু মুহূর্তেই
জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন
লং লাইফ হাসপাতাল লিমিটেড-এ।

ডেঙ্গু রোগীদের জন্য আমাদের বিশেষ সেবা সমূহঃ
অভিজ্ঞ ও দক্ষ মেডিসিন ও হেমাটোলজি বিশেষজ্ঞদের টিম

২৪ ঘণ্টা চিকিৎসা সেবা ও মনিটরিং

আধুনিক ল্যাব সুবিধা — ডেঙ্গু টেস্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সব পরীক্ষা

ফ্লুইড ব্যালেন্স, প্লেটলেট কাউন্ট ও প্রয়োজনীয় চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা

রোগীর আরামদায়ক থাকার পরিবেশ

লং লাইফ হাসপাতাল লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ—
ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে।

যোগাযোগের জন্যঃ
📞 ০২-২২২২৪৫৬০৮-৯
📞 +৮৮০ ১৭৫৪-৮৯৩০৫০

ঠিকানাঃ
📍 লং লাইফ হাসপাতাল লিমিটেড
১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫

লং লাইফ হাসপাতাল লিমিটেড —
বিশ্বাসের চিকিৎসা, জীবনের নিরাপত্তা।

লং লাইফ হাসপাতাল লিমিটেডডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তায় আছেন?সুস্থ জীবনের জন্য ডায়াবেটিস প্রতিরোধে নিচে রয়েছে ৫টি কার্যকর...
16/11/2025

লং লাইফ হাসপাতাল লিমিটেড

ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তায় আছেন?
সুস্থ জীবনের জন্য ডায়াবেটিস প্রতিরোধে নিচে রয়েছে ৫টি কার্যকর উপায়—

🔹 ডায়াবেটিস প্রতিরোধের ৫টি উপায়

➤ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
চিনি, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চর্বি এড়িয়ে চলুন।
আঁশযুক্ত খাবার, ফল ও সবজি বেশি খাবেন।

➤ নিয়মিত ব্যায়াম
প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা মাঝারি মাত্রার শারীরিক ব্যায়াম করুন।

➤ ওজন নিয়ন্ত্রণে রাখা
অতিরিক্ত ওজন কমানো এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা খুব জরুরি।

➤ ধূমপান ও মদ্যপান পরিহার
ধূমপান ছাড়ুন এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন।

➤ পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ
প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান। ধ্যান, দোয়া বা যোগব্যায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে।

📞 যেকোনো তথ্য জানতে কল করুনঃ

হটলাইন: ০১৩২৯-৬৬৭৫৬১
ফোন: ০১৭৫৪-৮৯৩০৫০ | ০২-২২২২৪৫৬০৮-৯

📍 ঠিকানা:

লং লাইফ হাসপাতাল লিঃ
১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫

লং লাইফ হাসপাতাল লিমিটেড — আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার।

🩺 লং লাইফ হাসপাতাল লিমিটেডমুমূর্ষু নবজাতক ও শিশুদের জরুরি স্বাস্থ্যসেবায় বিশ্বস্ত নামমুমূর্ষু বাচ্চাদের জরুরি স্বাস্থ্যস...
11/11/2025

🩺 লং লাইফ হাসপাতাল লিমিটেড
মুমূর্ষু নবজাতক ও শিশুদের জরুরি স্বাস্থ্যসেবায় বিশ্বস্ত নাম

মুমূর্ষু বাচ্চাদের জরুরি স্বাস্থ্যসেবায় লং লাইফ হাসপাতালের NICU ও PICU-এর চিকিৎসায় রাখুন আস্থা।

✨ আমাদের উন্নত স্বাস্থ্যসেবাসমূহ:
🔹 বিশেষজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত নার্সের নিবিড় যত্ন
🔹 আধুনিক যন্ত্রপাতি ও ২৪/৭ পরীক্ষার সুবিধা
🔹 স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা
🔹 দ্রুত রিপোর্ট সহ উন্নত ইনফেকশন কন্ট্রোল

📞 সিরিয়ালের জন্য কল করুন: ০১৩২৯-৬৬৭৫৬১ | ০১৭৫৪-৮৯৩০৫০
📍 ঠিকানা: লং লাইফ হাসপাতাল লিমিটেড, ১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫
☎️ ফোন: ০২-২২২২৪৫৬০৮-৯

🤝 লং লাইফ হাসপাতাল লিমিটেড — আপনার বিশ্বাসই আমাদের শক্তি।

#বিশ্বাসেরচিকিৎসা #লংলাইফহাসপাতাল

10/11/2025

🌿 লং লাইফ হাসপাতাল লিমিটেড
🩺 সেবাগ্রহীতার মতামত | Patient’s Feedback

প্রতিটি রোগীর হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন।
আজকের এই ভিডিওতে দেখুন এক অসাধারণ গল্প —
মাত্র তিনদিনে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠা ছোট্ট আরাফাতের গল্প। 🕊

মোঃ দোলনের ৫ মাসের শিশুপুত্র আরাফাত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর
বাবা-মায়ের মনে নেমে এসেছিল চরম আশঙ্কা —
কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে
এখন আরাফাত সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ 💚

আমাদের এই সাফল্যই প্রমাণ করে,
বিশ্বাস ও সঠিক চিকিৎসাই পারে নতুন আশা ফিরিয়ে দিতে। 🌸

📞 সিরিয়ালের জন্য কল করুন: ০১৩২৯-৬৬৭৫৬১ | ০১৭৫৪-৮৯৩০৫০
🏥 ঠিকানা: লং লাইফ হাসপাতাল লিমিটেড, ১৬১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা-১২০৫
☎ ফোন: ০২-২২২২৪৫৬০৮-৯










Address

161/A, Lake Circus, Kalabagan
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Long Life Hospital Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category