10/08/2025
সফলতা পুরাই রিলেটিভ। কখনও absolute না।
সফলতার স্প্রেকট্রাম চেঞ্জ হয়। লাইফের একেক স্টেজে একেক রকম।
স্কুল লাইফে ফেল করেও পরবর্তী লাইফে সফল হয় কিছু ক্যাটাগরিতে।
জীবনে একেক সময়ে সফলতা একেকটা।
পিতা-মাতা হিসাবে সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারাই সফলতা।
ছাত্র হিসাবে ক্লাসের মধ্যে তুলনামূলক ভালো রেজাল্টই সফলতা। আবার এখন আপাত দৃষ্টিতে এইটা সফলতা মনে হলেও কয়েক বছর পর মনে হতে পারে এটা সফলতা না।
অনেকের কাছে মনে হতে পারে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ায়ই সফলতা। আবার একই ব্যক্তির কয়েক বছর পরে নিজেকে বিফল মনে হতে পারে।
কেউ পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়ে নিজেকে সফল মনে করতে পারে। আবার একই ব্যক্তি কয়েক বছর পরে সেটাকে গলার কাটা মনে করতে পারে।
আবার দুনিয়ার সফল ব্যক্তি আখিরাতে সফল ব্যক্তি নাও হতে পারে... দুনিয়াটাই রিলেটিভ / আপেক্ষিক। আপেক্ষিক অবস্থান যে কারো কাছে সফলতার মাপকাঠিতে সফল আবার বিফল মনে হতে পারে।
সফলতার শেষ কোথায়?