Emergency oxygen home service

Emergency oxygen home service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emergency oxygen home service, Medical supply store, Mohammadpur, Dhaka.

করোনা ভাইরাসের মত ভয়ংকর মহামারির সময় থেকে এখন পর্যন্ত নিজেদের জীবনকে বাজী রেখে, ২৪ ঘন্টা জ্যামকে সঙ্গী করে, রাতের ঘুম, অকেশন সমস্ত কিছু ত্যাগ করে আমরা আপনাদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

জেনে নিন হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে কি করবেন !!! 🫁শ্বাস কষ্ট একটি আতংকের নাম। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে অস্থির না হয়ে ঘরোয়...
19/01/2025

জেনে নিন হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে কি করবেন !!! 🫁

শ্বাস কষ্ট একটি আতংকের নাম। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে অস্থির না হয়ে ঘরোয়া কিছু টিপস্ ফলো করুন।
১. মাথার নিচে বালিশ দিয়ে মাথা কিছুটা উঁচু করে কাত হয়ে শুয়ে থাকুন বেশ কিছুক্ষণ।
২. কোন কোন সময় কফি পান করলে দূরদান্ত ফল পাওয়া যায়। কারণ কফিতে রয়েছে উচ্চ মাত্রায় ক্যাফেইন যা শ্বাসনালী সচল রাখতে সাহায্য করে।
৩. পেটের পেশীকে ব্যবহার করে গভীরভাবে শ্বাস নিন।
৪. প্রতিদিন অন্তত একবার ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন।

#এ্যাজমা #শ্বাসকষ্ট

18/01/2025

করোনা ভাইরাসের মত ভয়ংকর মহামারির সময় থেকে এখন পর্যন্ত নিজেদের জীবনকে বাজী রেখে, ২৪ ঘন্টা জ্যামকে সঙ্গী করে, রাতের ঘুম, অকেশন সমস্ত কিছু ত্যাগ করে আমরা আপনাদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

Send a message to learn more

Honoring Our Glorious PastOn this 16th December, we remember the courage, sacrifice, and unity that led to our greatest ...
15/12/2024

Honoring Our Glorious Past
On this 16th December, we remember the courage, sacrifice, and unity that led to our greatest victory. Let the spirit of freedom inspire us to build a brighter future. Happy International Victory Day!

হঠাৎ শ্বাস কষ্ট শুরু হলে যা করবেন। ঘরোয়া কিছু টিপস্, ব্যায়াম এবং নিয়মকানুন যা আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে।১. চেয়ারে...
13/10/2024

হঠাৎ শ্বাস কষ্ট শুরু হলে যা করবেন। ঘরোয়া কিছু টিপস্, ব্যায়াম এবং নিয়মকানুন যা আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে।

১. চেয়ারে বসার সময় টান টান হয়ে না বসে সামনের দিকে ঝুঁকে বসুন।

২. একটি হেলান দেওয়া বস্তুর সাথে দাঁড়িয়ে শ্বাসনালী শিথিল করার চেষ্টা করুন।

৩. দীর্ঘ নি:শ্বাস নিন এবং কিছুক্ষণ ধরে রেখে সেটাকে আস্তে আস্তে ছেড়ে দিন। এতে স্নায়ুতে অক্সিজেন প্রবেশ করবে এবং আপনি রিলাক্স অনুভব করবেন।

৪. শুয়ে থাকলে মাথার নিচে উঁচু কিছু দিয়ে শুয়ে থাকুন।

৫. নিয়মিত ইয়োগা বা মেডিটেশন করুন এতে আপনার নার্ভগুলো সতেজ এবং চলমান থাকবে।

৬. আদার রস খেতে পারেন, আদা অক্সিজেন চলাচলকে স্বাভাবিক রাখে।

৭. সরিষার তেল সাথে রসূনকে হালকা মেস করে গরম করে বুকে, পিঠে, গলায়, ভাল করে মেসেজ করুন এতে শ্বাস কষ্ট থেকে অনেকাংশেই পরিত্রাণ পাবেন।

শীতের আগাম প্রস্তুতি!!!শীত আমাদের ঘরের দুয়ারে উকিঁ দিচ্ছে। ভোর বেলা কুয়াশাও পরতে শুরু করেছে বেশ । এ সময়ে আপনার শ্বাস কষ্...
12/10/2024

শীতের আগাম প্রস্তুতি!!!

শীত আমাদের ঘরের দুয়ারে উকিঁ দিচ্ছে। ভোর বেলা কুয়াশাও পরতে শুরু করেছে বেশ । এ সময়ে আপনার শ্বাস কষ্ট, হাঁপানি বা অ্যাজমা বেড়ে যাওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।
চলুন তাহলে জেনে নেই শীতের আগমনীর এই সময়টাতে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি।

১. বার্ধক্য, ডায়াবেটিস, ওজন কমানো বা অন্য যেকোন কারণেই হাঁটতে বের হোন না কেন তারা এই সময়টাকে পরিহার করুন। প্রয়োজনে এই সময়কে পরিবর্তন করে দুপুরের পর বা বিকেলে হাঁটতে পারেন।

২. আশে পাশের ধূলা-বালি ও ধোঁয়া থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন।

৩. যথোপযুক্ত পরিস্কার গরম কাপড় ব্যবহার করুন।

৪. ঘর ঝাড়ু বা পরিস্কার পরিছন্ন করার মত কাজ থেকে বিরত থাকুন। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

৫. সকালে কোথাও বের হওয়ার সময় হালকা গরম কাপড়, সুতি মুজা, জুতা ইত্যাদি পরে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হোন এখন থেকেই ।

৬. ওযুতে কুসুম গরম পানি ব্যবহার করুন বিশেষ করে ভোর বেলা।

৭. প্রতিদিন এক চামচ মধু, কলো জিরা, এক গ্লাস গরম দুধ পান করুন সাথে কাচা হলুদ মিক্স করতে পারেন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিবে।

৮. বাড়িতে ঠান্ডা জ্বর, কাশি, ইনহেলার বা অন্যান্য প্রয়োজনীয় ঔষধ এর পর্যাপ্ত মজুদ রেখে দিন।

৯. প্রয়োজনে আমাদের কাছ থেকে একটি অক্সিজেন সেটাপ ব্যাকাপ হিসেবে নিয়ে রেখে দিতে দিন । অথবা, আপনার প্রয়োজন অনুযায়ী ভাড়া, রিফিল, অথবা ফুল সেটাপ ক্রয় করতে পারেন। ঢাকার ভেতরে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আমরা আপনার বাসায় সেটাপ করে দিয়ে আসব।

ঢাকার বাহিরে আপনার নিকটবর্তী যেকোন কুরিয়ার সার্ভিস এর ঠিকানা দিলে আমরা সেই ঠিকানায় পাঠিয়ে দিব। সেক্ষেত্রে সেটাপের সিস্টেমটি ভিডিও ক্লিপ এর মাধ্যমে আমরা আপনাকে দেখিয়ে দিব।

আমাদের কাছ থেকে অক্সিজেন সেটাপ নেওয়ার জন্য বা আরো বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা মেসেজ করুন।
☎️ +880 1799-492769, +880 1834-406605 (WhatsApp)

31/05/2024
Wishing you a fantastic year ahead, full of love, laughter, and exciting adventures.
31/12/2023

Wishing you a fantastic year ahead, full of love, laughter, and exciting adventures.

Contact this number for rent and purchase. If you are face any problem to oxygen set up related, Our support team is rea...
18/12/2023

Contact this number for rent and purchase. If you are face any problem to oxygen set up related, Our support team is ready to serve you 24 hours.

☎️+8801799492769, +01834-406605 (WhatsApp)

ধামাকা অফার! 🔥🔥🔥পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনারা পাচ্ছেন ৩০% ছাড়!👉বিক্রয় - অক্সিজেন ফুলসেটাপ ১৩,০০০ টাকা👉ভাড়া  - পুরা ডিসেম...
08/12/2023

ধামাকা অফার! 🔥🔥🔥
পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনারা পাচ্ছেন ৩০% ছাড়!

👉বিক্রয় - অক্সিজেন ফুলসেটাপ ১৩,০০০ টাকা
👉ভাড়া - পুরা ডিসেম্বর মাস মাত্র ৩,০০০ টাকা
👉রিফিল - মাত্র ৮০০ টাকা

অর্ডার এর জন্য কল করুনঃ
☎️+8801799492769, +01834-406605 (WhatsApp)
📧Email:Shakilm581@gmail.com

ঢাকার ভিতরে হোম ডেলিভারি। ঢাকার বাহিরে SA Paribahan,
আমরা ২৪ ঘন্টাই আপনাদের সেবায় নিয়োজিত । আরো তথ্য জানতে কল অথবা মেসেজ করুন।

Address

Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801834406605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emergency oxygen home service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Emergency oxygen home service:

Share