19/07/2023
আজ ১লা মহররম। হিজরি নববর্ষের আগমনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হিজরি নববর্ষে সকলকে জানাই অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ।
আজ থেকে ১৪৪৫ বছর আগে মানবতার মহান মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (ﷺ) ও তাঁর সঙ্গী-সাথীরা মক্কার ইসলামী বিরোধী শক্তির নির্যাতনে সকল সহায়-সম্পত্তি ছেড়ে মক্কা থেকে মদীনায় পাড়ি দিয়েছিলেন।
ইতিহাসে এই মহান হিজরতকে স্মরণীয় করে রাখার জন্যই হিজরি সন প্রবর্তিত হয়েছে। প্রকৃতপক্ষে এই হিজরতই ইসলামের বিজয়ের ভিত রচনা করে দিয়েছিলো।
মহান আল্লাহর কাছে নতুন বছরে পুরো মানবজাতির জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আগত বছরটি হোক কপটতা, সংকীর্ণতা ও প্রতিহিংসামুক্ত। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর খাছ মেহেরবানীতে দেশ, দেশের জনগণ ও বিশ্ববাসীকে জঞ্জালমুক্ত করুন এবং মহান আল্লাহর পথে ফিরে আসার তাওফিক দান করুন। আমীন।।