22/01/2025
যারা মেডিক্যালে চান্স পেয়েছো, সব ভুলে গেছো তাই না? কতশত ঘুমহীন রাত, কত চিন্তা, হেরে যাওয়ার ভয়। এখন দেখো অন্যরকম প্রশান্তি লাগছে।লক্ষাধিক স্টুডেন্টস থেকে স্রষ্টা তোমাকে সিলেক্ট করছে। কতবড় নেয়ামত তুমি পেয়েছো কত সম্মান, মর্যাদা তুমি পাবে ভবিষ্যতে।
আসো একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে।
আমার প্রথম প্রফ এক্সাম শেষে করে ঘুরতে গিয়েছিলাম রাঙ্গামাটি কাপ্তাই স্কুলের বন্ধু সজলের সাথে। যেদিন ঢাকায় ফিরবো সেদিন কাপ্তাই জেটিঘাটে সৌদিয়া বাস কাউন্টারে গেলাম টিকিট কাটতে। বাবুল কাক ঔ কাউন্টার দায়িত্বে আছেন বেশ অনেক দিন ধরে। মানুষটা খুব রসিক মনো হলো। আমার বন্ধুর সাথে বেশ খাতির অনার সাথে।সজল বললো কাকা আমার বন্ধু মেডিকেলে পড়ে। বাবুল কাকা একটা হাসি দিয়ে বললো ভাতিজা তাইলো তো তুমি ডাক্তার। তোমাকে তাহলে সবচেয়ে ভালো সীট দিতে হবে। বাবুল কাকা বললো ভাতিজা কখনো তোমার কাছে গেলে তাহলে চিনবে তো? আমি মুচকি হাসলাম।তারপর তিনি টিকিটে আমার নাম লিখলো, নামের আাগে p ডঃ। আমি বললাম কাকা আমি তো এখনো ডাক্তার হই নাই। ডাক্তার লিখলেন যে। আরো বললাম কাকা ড এর আগে p লিখলেন যে? বাবুল কাকার একরাশ হাসি দিয়ে বললো আরে ভাতিজা আল্লাহ বাঁচায় রাখলে ডাক্তার হবাই এজন্য ড এর আগে p লিখেছি যার মানে pre ডাক্তার হা হা। বাবুল কাকা বললেন আবার কখনো আসলে কাকার সাথে দেখা করিও। দোয়া করি অনেক বড় ডাক্তার হও।
এরকম ছোট্ট অনেক ঘটনা তোমার মেডিলাইফে ঘটবে হয়তো , তখন দেখবে কত প্রশান্তি লাগে আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবা। এইরকম গল্পগুলোর কোনো ব্যাখ্যা হয় না, তবে তোমার কাছে প্রচন্ড ভালোলাগা কাজ করবে।
Please Follow Apron Speaker