
09/02/2022
#হোমিওপ্যাথি_ও_এলোপ্যাথির_মধ্যে_পার্থক্য_কি?
হোমিওপ্যাথি সবসময় রোগীর চিকিৎসা করে। একজন রোগীর শরীরে কি কি কষ্ট দেখা যাচ্ছে সেই কষ্ট কে দুর করাই হচ্ছে হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য। দেখা যায় এক এক রোগীর ক্ষেত্রে রোগ একরকম হলেও রোগের লক্ষন ভিন্ন থাকে। যেমন- কারো জ্বর হলে মাথা ব্যথা থাকে, আবার কারো থাকেনা। কারো ডায়রিয়া বা আমাশয় হলে পেট ব্যথা থাকে কারো থাকে না। কারো শীতকালে ভালো লাগে আবার কারো গরমকাল। কেউ টক পছন্দ করে আবার কেউ হয়ত ঝাল পছন্দ করে এমন অনেক পার্থক্য থাকে একটি ব্যক্তির সাথে অন্য ব্যক্তির। ঠিক এরজন্যই হোমিওপ্যাথি সেই ব্যক্তি বিশেষের ইচ্ছা, অনিচ্ছা, ভালো মন্দ সবকিছুর উপর নির্ভর করে তার জন্য যথোপযুক্ত ঔষধটি দিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। এজন্য এক এক জনের রোগ এক থাকলেও অনুভুতি আলাদা হওয়ায় হোমিএ ঔষধ ও এক এক জনের জন্য ভিন্ন ভিন্ন ঔষধ হয়।
অন্যদিকে- এলোপ্যাথি রোগীর কি কষ্ট সেটা না দেখে শুধু রোগের উপর চিকিৎসা করে থাকে।
হোমিওপ্যাথি রোগের না, রোগীর চিকিৎসা করে আর এলোপ্যাথি রোগের চিকিৎসা করে থাকে।
#হোমিওপ্যাথিক_চিকিৎসা_,নিন_ঘরে_বসেই #বাংলাদেশ_হোমিওপ্যাথিক #হোমিও_চিকিৎসা_ঘরে_ঘরে_পৌছে_যাক