Munira Marriage Media

Munira Marriage Media বাংলাদেশের এক নাম্বার ম্যারেজ ম্যাচমেকিং এজেন্সি।

💭পাত্র/পাত্রী খুঁজছেন ❓👉সম্ভ্রান্ত পরিবারের সুযোগ্য,উচ্চ শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত পাত্র/পাত্রীর সঠিক ও নির্ভরযোগ্য স...
28/12/2021

💭পাত্র/পাত্রী খুঁজছেন ❓

👉সম্ভ্রান্ত পরিবারের সুযোগ্য,উচ্চ শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত পাত্র/পাত্রীর সঠিক ও নির্ভরযোগ্য সন্ধানদাতা Munira Marriage Media.

💒Munira Marriage Media একটি নিরাপদ,সহযোগিতাপূর্ণ এবং গোপনীয়তায় শতভাগ অঙ্গীকারবদ্ধ সেবামূলক প্রতিষ্ঠান। যেখানে আপনাদের সেবায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত । তাই এখানে আপনি খুব সহজেই খুঁজে পাবেন আপনার পছন্দের পাত্র/পাত্রী।

সুতরাং আপনার পছন্দ অনুযায়ী পাত্র / পাত্রীর সন্ধান পেতে এবং বিবাহ সংক্রান্ত সকল প্রকার প্রয়োজনে যোগাযোগ করুন।

📱 Mobile Number- 01840215189 (WhatsApp)
☎️01733216067

📧 Email- muniramarriagemedia@gmail.com

🏢Our Office - 77/1, Anarkoli Super Market , Shop # 36 (3rd Floor), Shiddesori , Ramna, Dhaka-1217, (Behind of Mouchak Market)

25/12/2021
♦ অবিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ না হওয়ার ব্যাপারে কতিপয় হাদীস:১)  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃﻻ ﻧﻜﺎﺡ ﺇﻻ ﺑﻮﻟﻲঅভি...
05/12/2021

♦ অবিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ না হওয়ার ব্যাপারে কতিপয় হাদীস:
১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
ﻻ ﻧﻜﺎﺡ ﺇﻻ ﺑﻮﻟﻲ
অভিভাবক ব্যতীত বিবাহ হবে না। (তিরমিজী, আবু দাউদ, ইবনে মাজাহ)
২) ﻻ ﺗﺰﻭﺝ ﺍﻟﻤﺮﺃﺓ ﺍﻟﻤﺮﺃﺓ، ﻭﻻ ﺗﺰﻭﺝ ﺍﻟﻤﺮﺃﺓ ﻧﻔﺴﻬﺎ
“কোন মহিলা অপর মহিলাকে বিবাহ দিতে পারবে না। সে নিজেও নিজের বিবাহ দিতে পারবে না।” (মিশকাত, ইবনে মাজাহ)
৩) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেনঃ
أَيُّمَا امْرَأَةٍ لَمْ يُنْكِحْهَا الْوَلِيُّ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ...
‘‘যে মেয়েকে তার অভিভাবক বিয়ে না দিবে [সে নিজে বিয়ে করলে] তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল।’’ [হাদীসটি ইবনু মাজাহ্ বর্ণনা করেছেন, হাদীসটি সহীহ্, দেখুন ‘সহীহ্ ইবনু মাজাহ্ (১৮৭৯)।
৪. অন্য বর্ণনায় আয়েশা হতে বর্ণিত হয়েছে রসূল সা. বলেছেনঃ
أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا فَنِكَاحُهَا بَاطِلٌ ثَلَاثَ مَرَّاتٍ
‘‘যে মেয়েই তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিয়ে বাতিল। এ কথাটি তিনবার উল্লেখ করেন।’’ [এ ভাষায় হাদীসটি ইমাম আবূ দাঊদ (২০৮৩), তিরমিযী (১১০২) বর্ণনা করেছেন। হাদীসটি সহীহ্, দেখুন, সহীহ্ আবী দাঊদ, সহীহ্ তিরমিযী, সহীহ্ জামে‘ইস সাগীর (২৭০৯) ও ‘মিশকাত (৩১৩১)]।
এ সকল হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, অবিভাবগণ ছাড়া বিয়ে শুদ্ধ নয়।
♦ আরেকটি চরম সত্য কথা হল, অভিভাবকের অনুমিত ছাড়া বিয়ে বা তথাকথিত কোর্ট ম্যারেজ এর ফতোয়ার কারণে সমাজে অবৈধ প্রেম, জিনা-ব্যাভিচারের রাস্তা খুলে গেছে।
অনেক ছেলে-মেয়ে চুটিয়ে প্রেমে লিপ্ত থাকে অবশেষে পিতামাতা এবং পরিবারের সকলের প্রত্যাশার গুড়ে বালি দিয়ে মেয়েটি এক দিন বলে যে, উমুকের সাথে তার কোর্ট মেরেজ হয়ে গেছে!! তারপর হয় শুরু হয় দু পরিবারের মাঝে মন মালিন্য, সামাজিক বিশৃংখলা অথবা অপারগ হয়ে পিতামাতা তাদের কষ্ট ও দীর্ঘশ্বাসকে বুকের মধ্যে দাফন করে সে বিয়েকে মেনে নেয়!!
অথবা দুজন ছেলেমেয়ে অবৈধ প্রেমের একপর্যায়ে দুজনে বিবাহ বহির্ভূত লিভটুগেদারের মত জঘন্য পথ বেছে নেয় কিন্তু সামাজিকতা রক্ষার স্বার্থ তারা প্রচার করে যে, তাদের কোর্ট মেরেজ হয়ে গেছে!!
এভাবে আরও কত ধরণের অন্যায়-অপকর্ম চলছে কথিত এই কোর্ট মেরেজকে কেন্দ্র করে তার কোন ইয়োত্তা নাই। অথচ ইসলাম এ সকল অপকর্মের রাস্তা বন্ধ করতে পিতা বা অভিভাবকের অনুমতিকে বিয়ের অন্যতম শর্ত হিসেবে নির্ধারণ করে দিয়েছে।
♦ আমাদের দেশে প্রচুর পরিমানে কোর্ট ম্যারেজ হচ্ছে। কারণ হল, হানাফী ফতোয়া। এ ফতোয়া না থাকলে হয়ত তা এতটা হতো না। যেমন সৌদি আরবে অলি বা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা কল্পন করা যায়। কোন কোর্ট তা কখনো করাবে না। কারণ সেখানে সহীহ সুন্নাহ অনুযায়ী কোর্ট পরিচালিত হয়। আল হামদুলিল্লাহ।
আল্লাহু আলাম।
----------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

05/12/2021

পাত্র/পাত্রী খুঁজছেন? ফোন: +8801840215189,
+8801733216067

বাংলাদেশের এক নাম্বার ম্যারেজ ম্যাচম

01/12/2021

পাত্র/পাত্রী খুঁজছেন? ফোন: +8801840215189,
+8801733216067

01/12/2021

সুশ্রী পাত্রীর জন্য পাত্র চাই। পাত্রীর বয়সঃ ২৭ উচ্চতাঃ ৫'১"

বিস্তারিত তথ্যের জন্যঃ
📞 ফোনঃ ০১৮৪০২১৫১৮৯
📞 ফোনঃ ০১৭৩৩২১৬০৬৭

বাংলাদেশের এক নাম্বার ম্যারেজ ম্যাচম

01/12/2021

ইঞ্জিনিয়ার পাত্রের জন্য পাত্রী চাই। পাত্রের বয়সঃ ২৯ উচ্চতাঃ ৫'৫"

বিস্তারিত তথ্যের জন্যঃ
📞 ফোনঃ ০১৮৪০২১৫১৮৯
📞 ফোনঃ ০১৭৩৩২১৬০৬৭

বাংলাদেশের এক নাম্বার ম্যারেজ ম্যাচম

30/11/2021

পাত্র/পাত্রী খুঁজছেন? ফোন: +8801840215189,
+8801733216067


✅ ইমেইলঃ
📧 muniramarriagemedia@gmail.com

✅ পেমেন্টের জন্যঃ
Confirmation: +88 01840215189
bKash: +88 01639294161
Dutch Bangla Bank A/C No: 193-1030380685

বাংলাদেশের এক নাম্বার ম্যারেজ ম্যাচম

পাত্র/পাত্রী খুঁজছেন? ম্যাচমেকিং সার্ভিসের জন্য পে করতে ফোন: +881840215189পাত্র/পাত্রী খুঁজছেন? ফোন: +8801840215189,+880...
29/11/2021

পাত্র/পাত্রী খুঁজছেন? ম্যাচমেকিং সার্ভিসের জন্য পে করতে ফোন: +881840215189

পাত্র/পাত্রী খুঁজছেন? ফোন: +8801840215189,
+8801733216067

মুনিরা ম্যারিজ মিডিয়ার সার্ভিস নেয়ার পূর্বে শর্তসমূহ দেখে নিনঃ

✅ বিয়ে সম্পূর্ণরূপে মহান আল্লাহ্ ও তাকদীরের উপর নির্ভরশীল। সুতরাং আমরা বিয়ে হবার ব্যাপারে কোন গ্যারান্টি দিতে পারি না। তবে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা দিয়ে ম্যাচমেকিং করার চেষ্টা করি।

✅ বিয়ে পরবর্তী কোন সাংসারিক বা আইনি জটিলতায় মুনিরা ম্যারিজ মিডিয়া কোন ভূমিকা বা দায় গ্রহণ করবে না।

✅ মুনিরা ম্যারিজ মিডিয়ার মেম্বারশীপ ফি ফেরতযোগ্য নয়। মেম্বারশীপ ফি-র বিষয় নিয়ে কোন গ্রাহক কর্তৃপক্ষকে হয়রানি করা বা আইনগত কোন পদক্ষেপ নিলে তা আইনত অবৈধ হিসেবে বিবেচিত হবে।

✅ মুনিরা ম্যারিজ মিডিয়া কর্তৃক প্রদত্ত তথ্য/বায়োডাটা নিয়ে ভবিষ্যতে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান যদি কোন আইনবিরোধী কাজ করে তাহলে মুনিরা ম্যারিজ মিডিয়া কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ভার গ্রহণ করবে না।

✅ মুনিরা ম্যারিজ মিডিয়া কর্তৃক প্রদত্ত বিকাশ/রকেট/ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ছাড়া অন্য কোন নম্বরে লেনদেন করে প্রতারণার সম্মুখীন হলে মুনিরা ম্যারিজ মিডিয়া কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

✅ ইমেইলঃ
📧 muniramarriagemedia@gmail.com

✅ পেমেন্টের জন্যঃ
Confirmation: +88 01840215189
bKash: +88 01840215189
Dutch Bangla Bank A/C No: 193-1030380635

✅ আমাদের সার্ভিস সম্পর্কে কোন পরামর্শ বা অভিযোগ থাকলে অনুগ্রহপূর্বক কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

28/11/2021
28/11/2021

Address

Anarkoli Super Market, Level-4, Shiddheswari Lane
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Munira Marriage Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Munira Marriage Media:

Share