16/05/2022
💥💥💥female Body massage 💥💥💥💥
বডি ম্যাসাজের উপকারিতা সম্পর্কে জানুন।
বডি ম্যাসাজ বাইরের দেশে জনপ্রিয়তা অর্জন করলেও আমাদের দেশের মানুষ এ ব্যাপারে সচেতন নয়।
বডি ম্যাসাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নারীদের জন্যে।
#শরীরে_ব্যাথা: অনেক সময় দেখা যায় হাত পায়ের পেশিতে অকারন ব্যাথা, ঘাড় ব্যাথা। কিন্তু বডি ম্যাসাজের ফলে শরীরের পেশিগুলি আবার আগের মত সচল হয়ে ওঠে। তার ফলে নিমেষেই এসব ব্যাথা দূর হয়। আর নিয়মিত বডি ম্যাসাজের ফলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। তার ফলে শরীর রোগমুক্ত থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে। তাই যদি হাত পা বা পিঠে অকারন ব্যাথা হয়, তাহলে জাস্ট দুবার বডি ম্যাসাজ করে নিন।
#ফ্রেশ_অনুভূতি: যদি খুব ক্লান্তি অনুভব করেন, তাহলে বডি ম্যাসাজ করে নিন। দেখবেন মুহূর্তে শরীরের ক্লান্তি গায়েব। দারুন ফ্রেশ ফিল করবেন। শুধু ফ্রেশ ফিল করাই নয়, বডি ম্যাসাজের ফলে শরীরের টিস্যুগুলির পরিবর্তন হয়। তার ফলে শারীরিক গঠন আকর্ষণীয় রাখতেও সাহায্য করে।
#ঘুমের_সমস্যায়: ঘুম আসে না সহজে? তাহলে বডি ম্যাসাজ করিয়ে নিন। দেখবেন কেমন আস্তে আস্তে এই সমস্যা থেকে বেড়িয়ে আসছেন। বডি ম্যাসাজ ভালো ঘুমতে বেশ সাহায্য করে।
#স্কিনের_উজ্জ্বলতা_বাড়াতে: মুখকে উজ্জ্বল করতে আমরা অনেক কিছু মাখি। কিন্তু হাত পা? মুখ উজ্জ্বল কিন্তু হাতপা কালো থাকলে ভালো লাগবে? তাই করুন বডি ম্যাসাজ। কারণ বডি ম্যাসাজের ফলে আস্তে আস্তে স্কিনের উজ্জ্বলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি এটি ত্বকের তারুণ্য ধরে রাখতেও দারুন সাহায্য করে। ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।
#হার্ট_ভালো_রাখে: নিয়মিত বডি ম্যাসাজ হার্ট ভালো রাখতেও সাহায্য করে। নিয়মিত বডি ম্যাসাজ করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেড়িয়ে যায় এবং কোলেস্টেরলের পরিমাণ কমায়। যেটি হার্টকে ভালো রাখতে সাহায্য করে।
ালো_রাখে: খুব মানসিক চাপে আছেন? তাহলে বডি ম্যাসাজ করান। স্ট্রেস কমাতে বডি ম্যাসাজ খুব ভালো। খুব মানসিক চাপের মাঝে বডি ম্যাসাজ আরামদায়ক অনুভূতি দেয়। মনকে ঝরঝরে করে তোলে। তাই মন ভালো রাখতে বডি ম্যাসাজ করুন।
#রোগ_প্রতিরোধ_ক্ষমতা_বাড়ায়: বডি ম্যাসাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বডি ম্যাসাজের ফলে রক্ত সঞ্চালন বাড়ে, ক্ষতিকারক টক্সিন দূর হয়। তার ফলে শরীর রোগমুক্ত থাকে।
নিজেকে সুন্দর এবং ভালো রাখতে আজই বডি ম্যাসাজ করিয়ে নিন।
Fix your body & mind🌸
Feel free to inbox for details & booking.
|| Our Service only for female .