Jihad Adnan

Jihad Adnan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jihad Adnan, Alternative & holistic health service, Dhaka.
(2)

10/02/2025

রিযিকে বরকত লাভ ও সব ধরণের অশান্তি থেকে মুক্তি পেতে যা করবেনঃ
=============
আয়-রোজগারে বরকতহীনতা, চাকুরীতে/ব্যাবসায়ে ক্রমাগত অবনতি, পারিবারিক অশান্তি, বিভিন্ন দিক থেকে ক্রমাগত কোনঠাসা হয়ে পড়ছেন- এমন পরিস্থিতি, হতাশা ইত্যাদি থেকে মুক্তি লাভের জন্য করনীয়ঃ
০১) পরিপূর্ণ ঈমান। অর্থাৎ এটা অন্তরে দৃঢ়তার সাথে ধারণ করা যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ (উপাস্য) নেই এবং মুহাম্মাদ (সঃ) তার প্রেরিত সর্বশেষ রাসূল। তিনিই সবকিছুর মালিক। তিনি যা ইচ্ছা তাই করতে সক্ষম।
০২) ছোটো-বড়ো প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলার স্থায়ী অভ্যাস গড়ে তোলা।
০৩) প্রতিদিন যতটা সম্ভব বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। (কুরআনে বর্ণিত) আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা।
০৪) ভাল-মন্দ সব অবস্থায় সাধ্যানুযায়ী নিয়মিত সাদকাহ করার অভ্যাস করা।
০৫) আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। নিয়মিত তাদের খোজ-খবর নেয়া। কারো সাথে কোনো জটিলতা তৈরী হলে তা নিরসনে নিজে আগে উদ্যোগী হওয়া।
০৬) সকাল সকাল কাজ শুরু করা (যথাসম্ভব)। ফজরের পরে না ঘুমানো। রাতে ঘুমাতে দেরি না করা।
০৭) ৫ ওয়াক্ত নামাজ নিজে যথাসময়ে আদায় করা এবং অধীনস্ত ব্যক্তিদের এবিষয়ে আদেশ দেয়া।
০৮) আল্লাহর উপর পূর্ণরূপে তাওয়াক্কুল করা। সকল বিষয়ে তার উপর ভরসা রাখা।
০৯) বেশী বেশী তওবা-ইস্তিগফার করা। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাওয়া। সর্বদা মনে মনে ইস্তিগফার পাঠের অভ্যাস করে নেয়া।
১০) পরিচিত-অপরিচিত সকলকে বেশি বেশি সালাম দেয়া। পরিবারের সদস্যদের মধ্যে পরস্পর সালাম বিনিময়ের অভ্যাস তৈরী করা।
ইত্যাদি।

06/02/2025

গর্ভের সন্তান নষ্ট হওয়ার যাদূতে আক্রান্ত হওয়ার লক্ষন এবং প্রতিকার!















04/02/2025

দীর্ঘদিন রুকইয়া করেও সুস্থ হচ্ছেন না??

রুকইয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে আমাদের যুক্ত থাকুন।
ফেইজবুক গ্রুপ:

https://facebook.com/groups/334686915057397/















25/01/2025

মানুষ শয়তান এবং জ্বীন শয়তানের বদনজর সুরক্ষা উপায়!















25/01/2025

রুকইয়া কিভাবে করে?

বদনজর, জ্বীন,যাদূ এবং ওয়াসওয়াসা সমস্যার শরীয়ত সম্মত সাজেশন পেতে আপনার সমস্যা বিস্তারিত লিখে আমাদের ফেইসবুক গ্রুপে পোস্ট করুন। আমাদের এডমিন প্যানেল আপনাকে প্রেসক্রিপশন করে দিবেন ইনশাআল্লাহ।

ফেইসবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/334686915057397/?ref=share&mibextid=NSMWBT















08/10/2024

হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি।
এটি রোগের জন্য চিকিৎসা এবং একজন সুস্থ মানুষের ক্ষেত্রে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।এতে কোন সাইড এফেক্ট নেই।

হিজামার দ্বারা যেসব রোগের উপকার হয়ঃ-

★ উচ্চ রক্তচাপ (hypertension)
★ মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা (Migraine)
★ ঘুমের ব্যাঘাত (Insomnia)
★ স্মৃতি ভ্রষ্টতা
★ পিঠে ব্যাথা ( Back Pain)
★ হাঁটু ব্যাথা ( knee Pain)
★ ঘাড়ে ব্যাথা (Neck Pain)
★ স্পোর্টস ইনজুরি (Sports Injury)
★ হাড় ক্ষয় জনিত ব্যাথা (Osteoarthritis )
★ মাংসপেশিতে ব্যাথা (Muscle Pain)
★ সায়াটিকার ব্যাথা (Sciatic)
★ মাথা ব্যাথা( Headache)
★ চুল পড়া (Hair Fall)
★ হাঁপানি ( Asthma)
★ বদহজম (Dyspepsia)
★ ব্রণ ( Brone)
★ গেস্ট্রিকের কারণে বুক ব্যাথা (hurt Burn)
★ হৃদরোগ ( Heart Disease)
★ কিডনির সমস্যা (Kidney Disease)
★ লিভারের সমস্যা (Liver Disease)
★ সাইনুসাইটিস (Sinusitis)
★ থাইরয়েড গ্রন্থির সমস্যা (Thyroid Hormone Problem)
★ Gout
★ Skin Disease
★ Erectile Dysfunction
★ TMJ Dysfunction Syndrome
★PCOS

আরো অনেকে রোগের জন্য হিজামা কার্যকরী।

এ্যাপয়েন্টমেন্ট করতে এবং বিস্তারিত জানতে ফোন করুন ঃ

বিগত কয়েক বছরে অভিজ্ঞতা থেকে বলছি আমাদের অধিকাংশ পেশেন্ট  বাংলার আশ্বিন মাসে বিভিন্ন জ্বিন জাদুর তীব্র সমস্যা অনুভব করেন...
06/10/2024

বিগত কয়েক বছরে অভিজ্ঞতা থেকে বলছি আমাদের অধিকাংশ পেশেন্ট বাংলার আশ্বিন মাসে বিভিন্ন জ্বিন জাদুর তীব্র সমস্যা অনুভব করেন, এর কারন হিসেবে আমরা এটা নিশ্চিত হয়েছি যে আশ্বিন মাস পূজার মাস এসময় দেব দেবীর উপসনালয়গুলো জমজমাট থাকে এ সুযোগে শয়তানী শক্তি প্রকট শক্তি সঞ্চয় করে।আর এই সুযোগ জাদুকর'রা কাজে লাগায় তারা তাদের সব ধরনের তাবীজ এ থাকা জাদু এবং অসুস্থতা বা অন্যের ক্ষতি পৌছানোর জাদুগুলো যেন আরও সচল থাকে সেটার জন্য তারাও শয়তানের উপসনায় বসে এবং কুফুরী করতে থাকে।

সুতরাং আমাদের পরামর্শ হলো এ বছরের বাংলার আশ্বিন মাস ইংরেজীর অক্টোবর মাসে যেহেতু পূজা শুরু হচ্ছে আমরা সবাই এই সময়টাতে বেশী বেশী আমল করবো এবং সচেতন হবো প্রয়োজনে রাক্বীর তত্বাবধানে থেকে পূর্ন গাইডলাইন ফলো করবো।
ইনশাআল্লাহ মহান
আল্লাহ হেফাজত করবেন।

আরো বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুনঃ

23/09/2024

মারাত্মক বিপদগ্রস্ত ব্যক্তির আমলঃ

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়
দরুদ এবং
ইস্তিগফার

এ দুটি আমল যদি কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব্বুল আলামীন তার জন্য এমন পথ বের করে দেন, সে কল্পনা ও করতে পারে না।

---- শাইখ আহমাদ উল্লাহ হাফিযাহুল্লাহআল

#রুক্বইয়া #রুকইয়া

21/09/2024

“ অধিকাংশ নারী পাপে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারে না।

বিশেষ করেঃ
- গীবত,
- অভিভাবকের কথা না শোনা,
- মিথ্যা বলা এবং
- অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়ার মতো পাপ কাজে প্রায় প্রতিটা নারীই লিপ্ত। ”

— ইমাম ইবনুল ওয়াযীর (রহ.)
[ সূত্রঃ আল-আওয়াসেম, ২/২০৪ ]

#রুক্বইয়া #রুকইয়া

অমানুষ তৈরীর কারখানা থেকে কি আর আশা করা যায়?এদের অশ্লীলতার অবস্থা আরো চরম পর্যায়ে পৌছেছে।
19/09/2024

অমানুষ তৈরীর কারখানা থেকে কি আর আশা করা যায়?
এদের অশ্লীলতার অবস্থা আরো চরম পর্যায়ে পৌছেছে।

16/09/2024

ঘুমানোর আগে:

সূরা মূলক
সূরা আস সাজদাহ ( ২১ পারা)
আয়াতুল কুরসি
সূরা বাক্বারার শেষ দুই আয়াত।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,, আল্লাহু আকবার ৩৩,৩৩,৩৪ বার

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মিত আমল। রবিউল আউয়াল মাস থেকে আমলগুলো বাকি জীবন পর্যন্ত আল্লাহ তা'আলা করার তৌফিক দান করুন আমিন।

#রুক্বইয়া #রুকইয়া

নবীজি (সাঃ)– "যে পাপ থেকে তওবা করে সে তার মত যে পাপ করেনি।" ● [ইবনে মাজাহ (হাদিস নং: ৪২৫০)]  ইবনে তাইমিয়া (রহ.)–গুনাহ থ...
14/09/2024

নবীজি (সাঃ)–

"যে পাপ থেকে তওবা করে সে তার মত যে পাপ করেনি।"
● [ইবনে মাজাহ (হাদিস নং: ৪২৫০)]

ইবনে তাইমিয়া (রহ.)–

গুনাহ থেকে তওবা করলে পাপের শাস্তি ও পরিণতি দূর হয়ে যায়।
●[শারহ আল-উমদাহ (পৃ. ৩৯)]

ইবনুল কাইয়্যিম (রহ.)–

কেউ যদি গুনাহ থেকে তওবা করে তাহলে পরিণামের দিক থেকে এমন হয় যেন তা ঘটেনি।
●[তরিকুল হিজরাতাইন- (পৃ. ২৩১)]

Address

Dhaka
1000

Telephone

+8801706885802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jihad Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jihad Adnan:

Share