10/02/2025
রিযিকে বরকত লাভ ও সব ধরণের অশান্তি থেকে মুক্তি পেতে যা করবেনঃ
=============
আয়-রোজগারে বরকতহীনতা, চাকুরীতে/ব্যাবসায়ে ক্রমাগত অবনতি, পারিবারিক অশান্তি, বিভিন্ন দিক থেকে ক্রমাগত কোনঠাসা হয়ে পড়ছেন- এমন পরিস্থিতি, হতাশা ইত্যাদি থেকে মুক্তি লাভের জন্য করনীয়ঃ
০১) পরিপূর্ণ ঈমান। অর্থাৎ এটা অন্তরে দৃঢ়তার সাথে ধারণ করা যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ (উপাস্য) নেই এবং মুহাম্মাদ (সঃ) তার প্রেরিত সর্বশেষ রাসূল। তিনিই সবকিছুর মালিক। তিনি যা ইচ্ছা তাই করতে সক্ষম।
০২) ছোটো-বড়ো প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলার স্থায়ী অভ্যাস গড়ে তোলা।
০৩) প্রতিদিন যতটা সম্ভব বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। (কুরআনে বর্ণিত) আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা।
০৪) ভাল-মন্দ সব অবস্থায় সাধ্যানুযায়ী নিয়মিত সাদকাহ করার অভ্যাস করা।
০৫) আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। নিয়মিত তাদের খোজ-খবর নেয়া। কারো সাথে কোনো জটিলতা তৈরী হলে তা নিরসনে নিজে আগে উদ্যোগী হওয়া।
০৬) সকাল সকাল কাজ শুরু করা (যথাসম্ভব)। ফজরের পরে না ঘুমানো। রাতে ঘুমাতে দেরি না করা।
০৭) ৫ ওয়াক্ত নামাজ নিজে যথাসময়ে আদায় করা এবং অধীনস্ত ব্যক্তিদের এবিষয়ে আদেশ দেয়া।
০৮) আল্লাহর উপর পূর্ণরূপে তাওয়াক্কুল করা। সকল বিষয়ে তার উপর ভরসা রাখা।
০৯) বেশী বেশী তওবা-ইস্তিগফার করা। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাওয়া। সর্বদা মনে মনে ইস্তিগফার পাঠের অভ্যাস করে নেয়া।
১০) পরিচিত-অপরিচিত সকলকে বেশি বেশি সালাম দেয়া। পরিবারের সদস্যদের মধ্যে পরস্পর সালাম বিনিময়ের অভ্যাস তৈরী করা।
ইত্যাদি।