Mindy Bangladesh

Mindy Bangladesh A platform to listen to the dejection of unaccompanied people anonymously.

Concerning the rising number of suicides in Bangladesh, Mindy has opened a platform to listen to the dejection of unaccompanied people anonymously. What’s more, Mindy is working to improve the viewpoint of mental health among the generation.

Are you a youth-led organization?We’re looking for changemakers just like you to partner with the MindFirst Project, a y...
06/07/2025

Are you a youth-led organization?

We’re looking for changemakers just like you to partner with the MindFirst Project, a youth-led mental health initiative supported by the UNESCO x SEVENTEEN Global Youth Grant.

MindFirst is on a mission to train young people in Mental Health First Aid, reduce stigma, and build sustainable peer support networks across communities.

We believe in the power of youth supporting youth, and we know that real, lasting change happens when we work together. That’s why we’re inviting passionate youth-led organizations to collaborate with us.

📩 Interested in partnering? Message us in our inbox.

Join us. Support youth. Save lives.

We want to alert you that some pages and individuals are fraudulently imitating Mindy by copying our designs, mimicking ...
01/07/2025

We want to alert you that some pages and individuals are fraudulently imitating Mindy by copying our designs, mimicking our messaging, and even reproducing content directly from our official website and resources.

These actions are not only a serious violation of our intellectual property, but they also threaten the trust, safety, and privacy we have worked hard to uphold for our community. We take user confidentiality and the accuracy of information shared under our name extremely seriously.

Please know that our legal team is already taking precautionary and corrective steps, including reporting these violations to Meta and initiating legal action where necessary.

Please stay cautious and informed:
- Only engage with Mindy through our verified and official channels. (We’ve listed them in the comment section below.)
- We have not authorized any page, group, or organization to use our content, visuals, or speak on our behalf.
- If you come across any suspicious or lookalike pages, please report them to us directly in our inbox or in our contact page.

We are incredibly grateful to the community members who brought this to our attention. Your vigilance helps us protect the integrity of our work and the wellbeing of those we serve.

Let’s continue to stand united against misinformation and misrepresentation.
Stay alert. Stay safe. Stay with Mindy.

Thank you to everyone who applied to be a Campus Ambassador for Mindy!We’re absolutely overwhelmed. The number of applic...
27/06/2025

Thank you to everyone who applied to be a Campus Ambassador for Mindy!

We’re absolutely overwhelmed. The number of applications we received has gone far beyond what we imagined. It’s inspiring to see so many passionate young changemakers ready to lead the mental health movement on their campuses.

Your interest means the world to us, and it’s a powerful reminder that, we’re building something truly meaningful.

Shortlisting begins soon.

We can’t wait to take the next steps with some of you! Stay tuned.

কিছু healthy relationship suddenly fall করে, ভাঙ্গন ধরে বা শেষ হয়ে যায় খুব সাধারণ কিছু আচরণের জন্য। এই আচরণগত পরিবর্তন...
26/06/2025

কিছু healthy relationship suddenly fall করে, ভাঙ্গন ধরে বা শেষ হয়ে যায় খুব সাধারণ কিছু আচরণের জন্য। এই আচরণগত পরিবর্তনের কারনে ভালো থেকে ভালো সম্পর্ক হঠাৎ একদিন শেষ হয়ে যায়। শুনতে অবাক লাগলেও এই আচরণগত পরিবর্তন আসে মেয়েদের থেকে।
সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ মেয়েরাই এই ভুলগুলো করে থাকে যা সম্পর্কের ওপর Negative impact ফেলে. যেমন সবার আগে যেই টার্মটা আসে তা হচ্ছে -

🎗️Overthinking
ওভার থিংকিং করে না এমন মেয়ে পাওয়া একটু কঠিন। যেই বিষয় বস্তু বাস্তবে ঘটে নি বা দূর দূরান্ত পর্যন্ত সম্ভাবনা নেই সেগুলো অতিরিক্ত বিশ্লেষণ করে কল্পনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে। যেমন, উদাহরণ স্বরূপ বলা যায় - পার্টনারের কথায় লুকানো মানে খোঁজা বা তার প্রতিটি কাজকে সন্দেহের চোখে দেখা, যেটা হয় নি হতে পারতো এমন চিন্তা করে ঝামেলা সৃষ্টি করা। এর ফলে অযথা মানসিক চাপ তৈরি হয় এবং সম্পর্কের মধ্যে অযথা দূরত্ব সৃষ্টি করে।

🎗️ Emotional Manipulation
এটা খুব জঘন্য একটা ব্যাপার। পার্টনারকে অপরাধবোধে ফেলার জন্য ইমোশনাল ব্ল্যাকমেইল করা, যেমন, "তুমি যদি এটা না করো, তবে আমি কষ্ট পাবো, তুমি আমাকে ভালোবাসলে এমনটাই করতে হবে, তুমি এমনটা করো নি মানে তুমি আমাকে আর ভালোবাসো না ইত্যাদি ইত্যাদি।

🎗️Impulsive Reactions
তৎক্ষণাৎ বা সমসাময়িক মুহূর্তের রাগ বা আবেগে বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা বা ঝগড়ার সময় কষ্টদায়ক কথা বলা, খোঁচা দিয়ে কথা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঝগড়া হলে অতীত টেনে আনা এগুলা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এতে করে পারস্পরিক সম্মান এবং যোগাযোগের প্রতি আঘাত হানে।

🎗️ Perfectionism
নিজের পার্টনারের কাছ থেকে নিখুঁত আচরণ আশা করা বা সামান্য ভুলেও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এটাও একটা বড় কারন। সাধারণত যে বিষয় মিউচুয়াল কথা বলে সমাধান করা সম্ভব তা জটিল করে ফেলা এবং এটা নিয়ে খামোখা ইস্যু তৈরি করা।

🎗️ Comparison
অন্যদের সম্পর্কের সঙ্গে নিজের সম্পর্ক তুলনা করা। অন্যদের সম্পর্কের যে জিনিসটা আপনার কাছে সুন্দর লেগেছে এটা আপনারো থাকতে হবে বাধ্যতামূলক নয়। নিজের যতটুকু আছে তাকে সুন্দর করা জরুরি। কিন্তু বেশিরভাগ মেয়েই দেখা যায় অমুক তার পার্টনার কে এটা গিফট দিয়েছে, পার্টনারের জন্য এই করেছে, এটা এনে দিয়েছে, এসব অপ্রীতিকর অশোভনীয় আচরণ করা।

🎗️ Overdependence
নিজের সুখ এবং মানসিক শান্তির জন্য একমাত্র পার্টনারের ওপর নির্ভর করা এটাও একটা সমস্যা। পৃথিবীতে যে সম্পূর্ণ সুখ পাওয়ার জন্য অন্য জনের উপর নির্ভরশীল সে ঐ ব্যক্তির উপর এক ধরনের invisible তলোয়ার লটকে দেয় যা পূরণ না হলে নিজেরা আঘাতপ্রাপ্ত হয় এবং অশান্তি বা ঝামেলা তৈরি করে। এরফলে সম্পর্কে ভারসাম্যহীনতা তৈরি হয়।
🎗️ Passive Aggression
নিজের কষ্ট বা অসন্তোষ সরাসরি প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণ আচরণ বা মন্তব্য করতে থাকা, যে কোন কাজে বারবার একি কথা টেনে আনা, কথা দিয়ে আক্রমণ করা এগুলা সম্পর্ক নষ্ট করে। এই আচরণ পার্টনারকে বিভ্রান্ত ও করে এবং সমস্যা সমাধানের বদলে আরো জটিল করে তোলে।

🎗️Boundary Violations
পার্টনারের ব্যক্তিগত স্পেস বা স্বাধীনতাকে সম্মান না করা, যেমন তার ফোন বা মেসেজ চেক করা, সে কার সাথে কথা বলেছে, কেন কথা বলেছে, সবকিছু নিয়ে অতিরিক্ত অতিরঞ্জিত ব্যবহার করা মাত্রাতিরিক্ত রিয়্যাক্ট করা এগুলাও সম্পর্ক নষ্ট করে।

🎗️ Self-Sabotage
নিজের মূল্য বোঝাতে না পারা বা আত্মবিশ্বাসহীনতার কারণে সম্পর্ককে অপ্রয়োজনীয় চাপে ফেলা এটা এক ধরনের মানসিক রোগ। নিজেকে কোন অংশে ছোট মনে করা, অযোগ্য মনে করা, এবং নিজের থেকে ভিন্ন ভালো কেউকে দেখে হিংসা অনুভব করা এবং সেই হিংসা থেকে ঝগড়া করা এগুলা সম্পর্ক নষ্ট করে।

🎗️Negative Thought Patterns
সম্পর্কে সবসময় নেতিবাচক দিক খোঁজা এবং ভালো দিকগুলো উপেক্ষা করা এটাও খুব বাজে দিক। প্রত্যেকটা সম্পর্কে সুন্দর কিছু মুহূর্ত থাকে। কিভাবে সুন্দর রাখা যায় সেদিকে ফোকাস না করে অতিরিক্ত ঝগড়া ঝামেলা করা একসময় বিপরীত মানুষ কে তিক্ত করে দেয়।

🎗️ Disrespectful behavior
বর্তমানে এটা খুব ট্রেন্ডি যে মেয়েরা আগে যেভাবে পার্টনার কে সম্মান করতো তার অনেকটাই করে না। তারা আর্থিক ভাবে সচ্ছল হলে তাদের ভাষা খুব বাজে হতে দেখা যায় (বেশিরভাগের)
তারা ক্ষুদ্র বিষয়েও এতো বাজে আচরণ করে যা সম্পর্ক নষ্ট করে দেয়। এছাড়াও কোন সময়ে কেমন রিয়্যাক্ট করা উচিত বা বিপরীত মানুষ কোন পরিস্থিতিতে আছে তা না বুঝেই রিয়্যাক্ট করে উঠা আরেকটা কারন।

কোন সম্পর্ক নষ্ট হোক, ফাটল ধরুক এমনটা বরাবরই অপ্রত্যাশিত। তবুও দুটো ভিন্ন মতামতের মানুষ একসাথে থাকলে মনোমালিন্য তৈরি হবার সুযোগ অনেক। এই সেন্সিটিভ সময়ে সঠিক জায়গায় কথা বলতে পারলে সমস্যা অনেক সময় কম হয়ে যায়। আর আপনাদের মানসিকভাবে সাপোর্ট দিতে মাইন্ডি কাজ করে যাচ্ছে ২৪/৭ দিন।
মাইন্ডির সাথে কথা বলুন, ভালো থাকুন। আপনার মানসিক স্বাস্থ্য আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।

দুনিয়ার সব কিছু ফেলে, টেবিলের নিচে কী খুঁজছে আমাদের অপারেশনস ম্যানেজার?জানতে চোখ রাখুন...
25/06/2025

দুনিয়ার সব কিছু ফেলে, টেবিলের নিচে কী খুঁজছে আমাদের অপারেশনস ম্যানেজার?

জানতে চোখ রাখুন...

⏳ Only 2 Hours Left!This is your last shot to join Mindy as a Campus Representative and be a changemaker in youth mental...
22/06/2025

⏳ Only 2 Hours Left!

This is your last shot to join Mindy as a Campus Representative and be a changemaker in youth mental health under the UNESCO x SEVENTEEN Global Youth Grant.
Don’t miss out — apply now before time runs out!

Application Link:
https://www.mindybd.com/campus-representative/

Today’s your final chance to become a Mindy Campus Representative and lead the youth mental health movement under the UN...
22/06/2025

Today’s your final chance to become a Mindy Campus Representative and lead the youth mental health movement under the UNESCO x SEVENTEEN Global Youth Grant.

Apply now — applications close tonight!

Apply here:
https://www.mindybd.com/campus-representative/

Words matter. Choose kindness over hate.
18/06/2025

Words matter. Choose kindness over hate.

পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিয়েকে অনেক ভয় পায়। এটা একটা সাইকোলজিক্যাল ডিজঅর্ডার যাকে gamophobia বলে। যারা এই সমস্যা...
17/06/2025

পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিয়েকে অনেক ভয় পায়। এটা একটা সাইকোলজিক্যাল ডিজঅর্ডার যাকে gamophobia বলে। যারা এই সমস্যায় ভোগে তাদের gamophobic বলে।

কাদের Gamophobia হয়?

বেশিরভাগ মানুষের অতীতের অভিজ্ঞতা থেকে এই ফোবিয়া হয়। তারা হয়তো নিজেরা কোন ভালো সম্পর্কে ছিল না বা তাদের জীবনে যতো মানুষের বিয়ে দেখেছে তেমন সাকসেসফুল ছিল না বা নিজ অথবা প্রিয় মানুষের সাথে বাজে কোন ঘটনা হতে দেখেছে যার কারনে তাদের সাবকনশাস মাইন্ডে সেট হয়ে যায় what if ভবিষ্যতেও এমন হবে? বা অন্যের সাথে হলে তার সাথেও তো হতে পারে!
পারিবারিক বিবাহবিচ্ছেদ বা অশান্ত পরিবেশে বেড়ে ওঠা মানুষ গুলোও এই ফোবিয়ায় আক্রান্ত হয়ে যায়।

সংবেদনশীল ব্যক্তি বা যারা অল্পতে আবেগপ্রবণ হয়ে যান বা যাদের আত্মবিশ্বাসের অভাব বা জীবনের বড় পরিবর্তন মোকাবিলার অক্ষমতা থাকে তাদের এই ফোবিয়া অনেক।

যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে তারা বেশিরভাগই আক্রান্ত হয়ে যায়। তাদের উদ্বেগজনিত ব্যাধি (Anxiety Disorder) বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) এর মতো সিরিয়াস ডিজিজ তৈরি হয়।
যাদের স্বাধীনতার প্রতি অতি-আগ্রহ থাকে বা আত্মনির্ভরশীল অনেক তাদের গ্যামো ফোবিয়া অনেক হয়। কারন তারা এমন পার্টনার চান না যে তার ব্যক্তিগত ডিসিশনে দখল দিবে বা তাকে স্বাধীন ভাবে চলতে দিবে না। যারা ব্যক্তিগত স্বাধীনতায় অভ্যস্ত তারা সাধারণত নিজেকে বিয়ের মধ্যে বন্দি হয়ে যাওয়ার আশঙ্কা করে থাকেন। বিয়েকে তাদের স্বাধীনতার হুমকি মনে করেন।

কেন Gamophobia হয়?
বড় কোনো সম্পর্কের ব্যর্থতা বা বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা দেখে বড় হলে তারা অন্য একটা সম্পর্কে জড়াতে চান না। আতঙ্ক হিসেবে দেখেন।
পারিবারিক বা সামাজিক জীবনে নেতিবাচক বিয়ে বা সাংসারিক কোলাহল পূর্ণ পরিবেশে বড় হলে।
বিয়ের পারিবারিক ও সামাজিক দায়িত্ব এবং প্রত্যাশা গীলো কারো মানসিক চিন্তা ভাবনার বিপরীত হলে।
সঠিক সঙ্গী খুঁজে না পাওয়ার ভয় থেকে এটা বেশি হয়।
যাদের এন্টিসিপেটরি এংজাইটি থাকে । ভবিষ্যতের বিষয়ে অতিরিক্ত চিন্তা করাকে এন্টিসিপেটরি এনজাইটি বলে।
যাদের ক্লিনিকাল ডিপ্রেশন থাকে যা ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করে বা যারা অনেক বেশি ওভারথিংকিং করে।
যারা বর্তমান থেকে ভবিষ্যত নিয়ে বেশি আতঙ্কিত থাকে তাদের হয়।
নিজের জীবনকে সঙ্গীর জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার অক্ষমতা থেকেও এমনটা হয়। যারা খুব সচরাচর কারো সাথে এডজাস্ট করতে পারে না তাদের এই সমস্যা বেশি হয়।

Gamophobic মানুষদের কিছু দারুন দিক আছে।
এরা নিজেকে নিয়ে অনেক ভাবে এবং আত্মসচেতন, আত্মমর্যাদাশীল হয়।
এরা বিয়ের চাপ এড়িয়ে নিজের ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে গড়ে তুলতে সাচ্ছন্দ্য বোধ করে। তারা বেশিরভাগই ক্যারিয়ার অরিয়েন্টেড হয়।
এদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি এবং এরা অন্যদের উপর কম নির্ভরশীল।
প্রচুর স্কিল থাকে এবং স্যোশাল ওয়ার্কে কন্ট্রিবিউশন অনেক করে থাকে।

তারা খুব দারুন ক্যারিয়ার গড়তে পারলেও বা অনেক স্কিল অর্জন করলেও তারা কখনো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে না বা তাদের সম্পর্ক গুলো ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

তারা সবসময় একাকীত্ব পছন্দ করে কিন্তু একাকীত্বের কারনে suffer করে অনেক। সহসায় মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনে শূন্যতা অনুভব করতে থাকে অনেক।
তারা সবসময় পারিবারিক সামাজিক নিয়মের বাইরে অবস্থান নেয় ফলে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে চাপ বা অসন্তুষ্টি ফেইস করতে হয়।
Gamophobia অনেক সময় মানসিক চাপে পরিণত হয়। একজন ব্যক্তি বিয়েকে এত ভয় পায় যে তারা সম্পর্ক থেকে সরে যায়, যা তাদের আরও বেশি একা করে তোলে। তারা সহজে কোন ব্যক্তি কে বিশ্বাস করতে পারে না আর বিশ্বাস করলেও প্রচন্ড সন্দেহের চোখে দেখে।

তাদের সবসময় অতীতের নেতিবাচক অভিজ্ঞতা মস্তিষ্কে গভীরভাবে বসে থাকে। তারা অবচেতনভাবে বিশ্বাস করতে শুরু করে যে বিয়ে মানেই ঝামেলা বা ব্যর্থতা।
কগনিটিভ ডিসটরশন হয়। Gamophobia আক্রান্তরা অনেক সময় যুক্তিহীন ধারণা তৈরি করেন।
যেমন, "বিয়ে মানেই দায়িত্বের পাহাড়" বা "সকল বিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়।" বিয়ে মানেই অশান্তি এমন কিছু বা আমার কপালে হয়তো ভালো পার্টনার হবে না বা শশুর বাড়ির লোক হয়তো খারাপ হবে এমন চিন্তায় থাকে বেশি।
এরা কেউকে পছন্দ করা শুরু করলেও প্রচন্ড সন্দেহের চোখে দেখে। বিশ্বাস করতে পারে না। যার কারনে সবসময় ইনসিকিউরিটিতে ভোগে।

এখন বলবো Gamophobia কাটিয়ে তোলার উপায়।

সাইকোলজিক্যাল সমস্যা বললেই থেরাপি নামটা আসে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT) নেতিবাচক চিন্তাধারা চিহ্নিত করে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা যদিও এটা সময়সাপেক্ষ ‌।

এক্সপোজার থেরাপি দেওয়া যেতে পারে যেমন ধীরে ধীরে বিয়ে বা প্রতিশ্রুতির ধারণার সঙ্গে পরিচিত করানো।
এখানে পারিবারিক সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ।
পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনা করার সুযোগ থাকা অনেক জরুরি।
রিলেশনশিপ বিশেষজ্ঞের সাথে নিয়মিত কাউন্সেলিং নেওয়া।
তাড়াহুড়ো না করে সঠিক সময় নেওয়া। নিজেকে চাপমুক্ত রেখে ধীরে ধীরে বিয়ের ধারণা গ্রহণ করা।
অভ্যাস পরিবর্তন করা খুব দরকার। নেতিবাচক অভ্যাস এবং চিন্তা বদলানোর জন্য রিলেশনশিপ নিয়ে ইতিবাচক বই বা কনটেন্ট পড়া।

Gamophobia বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে কাজ করে। এটা অবহেলা করার মতো বিষয় না। প্রায় ৭-৯% মানুষ আক্রান্ত। অনেক মানুষ মানসিক স্বাস্থ্য বিষয়ক গুলো নিয়ে জানে না যার কারণে তারা নিয়মিত ভোগান্তির স্বীকার হচ্ছে। গ্যামোফোবিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি করা খুব জরুরি।

By the way are you a gamophobic?
যদি হয়ে থাকেন Mindy এর সাথে যুক্ত হয়ে বলে ফেলুন নিজের সমস্যা গুলো নিশ্চিন্তে এবং কোন ধরনের পরিচয় প্রকাশ করা ছাড়াই। কেননা আমরা আছি আপনার সাথে ২৪/৭ দিন।


Are you passionate about mental health, youth empowerment, and community impact? Do you want to represent a globally rec...
15/06/2025

Are you passionate about mental health, youth empowerment, and community impact? Do you want to represent a globally recognized youth-led initiative on your campus?

Mind First, a project supported by UNESCO’s Global Youth Grant Scheme and powered by Mindy, is looking for dynamic and compassionate Campus Representatives across Bangladesh.

💼 What You’ll Do:
Be the face of Mind First at your school, college, or university
Organize awareness campaigns and peer outreach events
Promote mental health literacy and our Mental Health First Aid (MHFA) workshops
Help identify and onboard young changemakers for training
Share valuable feedback and insights from your campus community
Collaborate with our national team to implement creative outreach strategies

🎯 You’re a Great Fit If You:
Are currently enrolled in a high school or college (ages 16–20)
Have strong communication and leadership skills
Care deeply about youth mental health and wellbeing
Are active in student organizations or social initiatives
Are proactive, reliable, and eager to make a difference

🌈 What You’ll Gain:
Certificate of recognition from Mind First and UNESCO
Mental Health First Aid Training (select reps)
Networking opportunities with mental health leaders and global youth changemakers
Recommendation letter for outstanding performance

*Application link is in the Comment Section.

She never asked for applause. She never wore a badge. But every single day, she showed up, as both comfort and strength....
15/06/2025

She never asked for applause. She never wore a badge. But every single day, she showed up, as both comfort and strength.

Happy father's day.

We remember every life lost.Wishing peace to the departed and strength to the grieving.
14/06/2025

We remember every life lost.
Wishing peace to the departed and strength to the grieving.

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when Mindy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mindy Bangladesh:

Share