07/04/2025
"সিএইচটি ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মনেসট্রি এন্ড মেডিটেশন সেন্টার (CIBMMC),ঢাকা।
-ঃবুদ্ধ ধর্মীয় শিক্ষা ভ্রমণঃ- আজ ৭ এপ্রিল ২০২৫ তারিখে আনন্দের সাথে জানাচ্ছি যে, সিএইচটি ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মনেস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ ভেন. কল্যাণ জ্যোতি মহাথের দক্ষিণ কোরিয়া নিবাসী জনৈক বুদ্ধ ভিক্ষু পরম শ্রদ্ধেয় Hyedahl Sunim পৃষ্ঠপোষকতায় বুদ্ধ ধর্মীয় শিক্ষায় লাভের জন্য সেই দেশের উদ্দেশ্যে গমন করবেন।
ধর্মীয় শিক্ষা অর্জনে সহায়ক শিক্ষা বৃত্তি স্বরুপ বিহারের সভাপতি দাঙ্গুঁ. ডাঃ অজয় প্রকাশ চাকমা, সম্মানিত ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্রণালয় us.১০০.০০ ( একশত ইউএস ডলার) শ্রদ্ধাদান করেন।
বিহার অধ্যক্ষ পূন্যার্থি দাতা ও তার পরিবারের মঙ্গল কামনায় পূন্যানুমোদন করেন।
এ দানের প্রভাবে দাতাদের জীবিত ও মৃত জ্ঞাতি ও পরিবারবর্গের অশেষ পূন্য, সুখ,শান্তি ও নির্বান লাভের হেতু অর্জিত হোক।
#বিহার - শ্মশানের জমির মূল্য পরিশোধ সংক্রান্ত তথ্যঃ--
জমির পরিমান - ৫৪ শতক,অবস্থান - জেলা - নারায়নগঞ্জ,উপজেলা - সোনারগাঁও, ইউনিয়ন - কাঁচপুর,মদনপুর।
বিহার ও শ্মশানের যৌথ একাউন্ট- বুড্ডিস্ট ক্রিমেটোরিয়াম এন্ড মেডিটেশন সেন্টার, ঢাকা। হিসাব নং - ০১০৪০০১০০৪১০৩, সোনালী ব্যাংক, বায়তুল,মোকারম শাখা, ঢাকা।
সকল যোগাযোগ নাম্বার - (+৮৮০১৮৫০৩৫৯৯৪৬, বিকাশ, নগদ, রকেট), +8801715130725, 01730338492
দেশ- বিদেশের সকল পূন্যার্থি দাতাগন বিহার এবং শ্মশানের ভূমি দান মূলক পূন্যকর্মে এগিয়ে আসবেন এই আমাদের একান্ত বিশ্বাস।
"জগতের সকল প্রাণী সুখী হোক"