Easy Lifestyle & Homeo

Easy Lifestyle & Homeo সহজ চিকিৎসা হোমিওপ্যাথি, দূর হয় কঠিন দূৱাৱোগ্য ব্যাধি।

দীর্ঘদিনের চুলকানি ও দাউদ ( দাদ) রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিৱ অত্যান্ত কার্যকরী ফলাফল================================বাং...
05/07/2025

দীর্ঘদিনের চুলকানি ও দাউদ ( দাদ) রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিৱ অত্যান্ত কার্যকরী ফলাফল
================================

বাংলাদেশ তথা সারা পৃথিবীতে দাউদ এবং চুলকানি রোগের এত প্রকোপ বেড়েছে তা বলা বাহুল্য। সবচেয়ে বড় সমস্যা হল- এ রোগগুলো অতি সহজ হলেও বর্তমান সময়ের দাউদ এবং চুলকানি সহজে ভালো হচ্ছে না । তাই এসব চর্ম রোগের রোগীরা চর্ম বিশেষজ্ঞ থেকে শুরু করে হাসপাতালেৱ বিভিন্ন ডাক্তারের সরাপন্ন হচ্ছে কিন্তু একটু উপকার পাইলেও পুরোপুরি ভালো হচ্ছে না । পুনরায় দেখা দিচ্ছে । এতে রোগীরা খুবই হতাশ। কিন্তু হোমিও চিকিৎসায় অনেক রোগী ভালো হচ্ছে। আল্লাহতালার অশেষ কৃপায় আমার হাত দিয়ে অনেক দাউদ ও চুলকানি রোগী আরোগ্য লাভ করেছে। এজন্য আল্লাহর দরবারে লাখো - কোটি শুকরিয়া-- আলহামদুলিল্লাহ। তাই আপনারা দীর্ঘদিন যারা বিভিন্ন চিকিৎসা নিয়েও দাউদ চুলকানি সমস্যার সমাধান করতে পারতেছেন না , তারা আপনাদের নিকটস্থ হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। হোমিও চিকিৎসার মাধ্যমে আল্লাহ হয়তো আপনাদেরকে সুস্থ করে দিবেন

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি-খুশিময় হয়ে উঠুক প্রতিটা মুহূর্ত।
01/01/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি-খুশিময় হয়ে উঠুক প্রতিটা মুহূর্ত।

"ইজি লাইফ স্টাইল অ্যান্ড হোমিও" পরিবারের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
14/04/2023

"ইজি লাইফ স্টাইল অ্যান্ড হোমিও" পরিবারের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

31/03/2023

Happy Doctors Day.....

24/03/2023

রমজানে পেটেৱ কিছু সমস্যা ও হোমিওপ্যাথি চিকিৎসা। Easy Lifestyle & Homeo
============================
** ইজি লাইফ স্টাইল & হোমিও**

সারাদিন রোজা থেকে ইফতারের সময় মুখরোচক খাবার খেতে সবারই ভালো লাগে। কিন্তু এই মুখরোচক খাবার গুলো অনেকেরই পেটে বিভিন্ন রকম সমস্যা করে থাকে। যেমন পেট ফোলাভাব, অন্ননালী ও বুক জ্বালাপোড়া, পেটেৱ মধ্যে গুড়গুড় শব্দ করা সহ গ্যাস অম্বল দেখা দেয় । তাছাড়া সারাদিন না খেয়ে থাকাৱ পৱ একসাথে অনেক পানি ও খাবার খাওয়ার কারনেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই সবারই উচিত ইফতারের সময় স্বাস্থ্যসম্মত অল্প পরিমাণ খাবার খাওয়া ও কিছু সময় বিরতি দিয়ে অল্প অল্প করে পানি খাওয়া। এতে শরীরে ক্লান্তি ভাবও আসবেনা এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে না। আৱ প্রয়োজনে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে বেছে নেয়া হোমিওপ্যাথিক ঔষুধগুলো পেটেৱ সমস্যাৱ ক্ষেত্রে খুবই উপকারি। হোমিওপ্যাথি চিকিৎসায় পেট থেকে বায়ু বের করতে খুব সাহায্য করে, ফলে রোগী স্বস্তি পায়। পেটে ব্যথা, জ্বলন এবং অন্যান্য সম্পর্কিত লক্ষণগুলি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষুধের ব্যবহারে ভাল হয়ে যায়। আপনি রমজান মাসে পেটের বিভিন্ন সমস্যায় চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধের একটি তালিকা নিচে দেওয়া হল-

# কার্বো ভেজ: এটি ফোলাভাব এবং গ্যাসের চিকিৎসায় অন্যতম সেরা একটি হোমিওপ্যাথি ঔষধ। সাধারণত এই ওষুধটাই সবচেয়ে বেশি দেওয়া হয় বিশেষ করে যখন গ্যাস জমে জমে ফোলাভাবের সঙ্গে ঢেকুরও ওঠে। পেটে জমা হওয়া বাতাস অনেক রোগীর শ্বাসকষ্টের জন্ম হতে পারে, সব ক্ষেত্রে এই জাতীয় ঔষুধটি বিস্ময়করভাবে কাজ করে বলে পরিচিত।

# এবিস নায়াগ্রা: এটি বেদনাদায়ক ফোলা ভাবের জন্য একটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ওষুধ। যা বুক ধড়ফড়ের ক্ষেত্রেও কাজে আসে। এই জাতীয় ক্ষেত্রে, পেট জ্বলুনির সঙ্গে হঠাৎ পেটে মোচড় দেওয়াও রয়েছে।

# ম্যাগনেসিয়াম ফস: গ্যাস এবং ফোলাভাব থেকে যখন পেটে অসহনীয় ব্যথা হয়, ঢেকুর বা হিক্কা ওঠে,তখন ঔষধটি ব্যবহার করা যেতে পারে।

# কলচিকাম: যাদের গ্যাসে পেট ফুলে থাকে। খাবারের গন্ধ একেবারেই সহ্য হয় না, যেন বমি আসে। সেহেৱীৱ সময় কিছুই খেতে পারেন না।

# আইরিশ ভার্স: যাদের অম্বল বা গ্যাসের কারণে পেট, বুক,অন্ননালী জ্বালাপোড়া কৱে, শিৱ শির কৱে, তারা এই ঔষধটি গ্রহণ করতে পারেন।

# রাফানাস: গ্যাস পেটের স্বাভাবিক হজম প্রক্রিয়াটিকে বাধা দেয়। গ্যাসের কারণে পেট শক্ত হয়ে যায় অর্থাৎ ভেতর থেকে বায়ু বাইরে আসতে পারে না, তখন এটি ব্যবহার করা যেতে পারে।

# চায়না: এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ যা পরিপূর্ণতা, দৃঢ়তা, ব্যথা, পুৱো পেট ফোলা এমনকি পেটে ভারাক্রান্তির মতো লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করে।

** সকল ঔষধ 30 থেকে 200 শক্তি পর্যন্ত খাওয়া যেতে পারে।


Wishing you & your family happy and peaceful life together every moment of whole year-2023.Ratul AnowarEasy Lifestyle & ...
31/12/2022

Wishing you & your family happy and peaceful life together every moment of whole year-2023.

Ratul Anowar
Easy Lifestyle & Homeo

শিশুদের মুখ থেকে অতিরিক্ত লালা বের হওয়ার কারণ এবং করণীয় কি?========================আমাদেৱ মুখে ছয়টি লালা গ্রন্থি থাকে...
30/09/2022

শিশুদের মুখ থেকে অতিরিক্ত লালা বের হওয়ার কারণ এবং করণীয় কি?
========================

আমাদেৱ মুখে ছয়টি লালা গ্রন্থি থাকে । যা থেকে সর্বদা লালা নিঃসরণ হয়। সদ্য জন্ম নেওয়া শিশুর মুখ থেকে লালা বের হয় না। কারণ এক থেকে তিন মাস পর্যন্ত শিশুরা সাধারণত চিত হয়ে শুয়ে থাকে। ফলে মুখ উপরে থাকায় লালা বের হয় না। কিন্তু তিন মাসের পর থেকে চার বছর অব্দি মুখ দিয়ে লালা বের হতে পারে। এটা শিশুদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু চার বছরের পরেও যদি শিশুদের মুখ থেকে লালা বের হয়। তাহলে অবশ্যই চিকিৎসা নেওয়া দরকার। যাহোক বিভিন্ন কারণে তিন মাস বয়সের পর থেকে শিশুদের মুখ থেকে লালা বের হয় । এখন এই বিষয় নিয়ে আলোচনা করবো।

* মুখের পেশি গঠনেৱ কারণে- কোন কোন শিশুদের ক্ষেত্রে শিশুদের মুখের চারপাশের পেশির গঠন হতে একটু বেশি সময় লাগে। ফলে শিশুদের মুখে লালা নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা থাকে কম। ফলে মুখ থেকে লালা বের হয়। কিছুদিন পরে মুখের পেশিৱ গঠন সম্পন্ন হলে লালা ঝৱা আপনা আপনি বন্ধ হয়ে যায়।

* ঠোঁট ফাঁক থাকাৱ কাৱনে- যখন শিশুরা নড়াচড়া শুরু করে, হামাগুড়ি দেয় দেয় তখন লক্ষ্য করলে দেখা যায় শিশুদের ঠোঁট দুটো ফাঁক থাকে। ফলে মুখে উৎপন্ন লালা ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসে। যেহেতু অবুঝ শিশু তাই কিছুই করার নেই। এই কারণে যদি লালা ঝরে তাহলে কিছুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে।

* নাক বন্ধ থাকার কারণ- যদি কোন কারনে শিশুর নাক বন্ধ থাকে তাহলে শিশুটি মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস করে থাকে। ফলে মুখটি খোলা থাকে এবং মুখ দিয়ে লালা বের হয়ে আসে। তাই তাই শিশুর নাক যাতে বন্ধ না থাকে তার ব্যবস্থা করা উচিত

* শিশু লালা গিলে ফেলতে না পাৱলে- লালা গ্রন্থী থেকে সব সময় লালা নিঃসরণ হয় এবং আমার সাথে সাথে তা গিলে ফেলি। কিন্তু ছোট শিশুটি যদি লালা গিলে খেতে না পারে সেক্ষেত্রে মুখ দিয়ে লালা বের হয়ে আসতে পারে। এসব ক্ষেত্রেও সময়ের ব্যবধানে আপনি আপনি ঠিক হয়ে যায়।

* * শিশুর স্বাভাবিক বৃদ্ধি- মুখ দিয়ে লালা গড়িয়ে বের হওয়া শিশুর স্বাভাবিক বৃদ্ধি বুঝায়। মানে শিশুর সময় মত দাঁত ওঠা, শরীরের অন্যান্য গঠন ঠিকমত হওয়া বুঝায়।

হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা কোন রোগের মূল থেকে চিকিৎসা শুরু করে যে কোন পুরাতন বা ক্ষণিক রোগ থেকে সুস্থ করে তো...
03/09/2022

হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা কোন রোগের মূল থেকে চিকিৎসা শুরু করে যে কোন পুরাতন বা ক্ষণিক রোগ থেকে সুস্থ করে তোলার সামর্থ্য রাখে।

সবার জীবনে দুঃখ-কষ্ট/স্ট্রেস আসে। যত দ্রুত সম্বব এ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই স্ট্রেস গুলো থেকে নিঃসৃত হরমোন আপনার শ...
18/08/2022

সবার জীবনে দুঃখ-কষ্ট/স্ট্রেস আসে। যত দ্রুত সম্বব এ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই স্ট্রেস গুলো থেকে নিঃসৃত হরমোন আপনার শরীরে যে কোন ধরনের বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া আইবিএস(IBS) বা আইবিডি (IBD) এর অন্যতম প্রধান কারণ স্ট্রেস/বিষাদ।

তাই সব সময় হাসি খুশি প্রাণবন্ত থাকার চেষ্টা করুন।

12/08/2022

দিন দিন হোমিওপ্যাথি
রোগীর সংখ্যা বাড়ছে।

আইবিএস (IBS) কত প্রকাৱ ও কি কি?============================ আইবিএস সাধাৱনত তিন প্রকাৱ। যথা-(1) আইবিএস সি (IBS-C) : যদি আ...
21/07/2022

আইবিএস (IBS) কত প্রকাৱ ও কি কি?
============================

আইবিএস সাধাৱনত তিন প্রকাৱ। যথা-
(1) আইবিএস সি (IBS-C) : যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে এবং পায়খানা ক্লিয়ার না হয়, মনে হবে পায়খানা হবে হবে ভাব, কিন্তু হয় না- এ ধরনের আইবিএস কে সাধাৱণত C বলা হয়।

(2) আইবিএস ডি ( IBS-D) : যে সমস্ত আইবিএস রোগীর দিনে বেশ কয়েকবার পাতলা পায়খানা হয়, খেতে বসলেই কিংবা খাওয়া শেষ হলেই পায়খানায় চাপ দেয়, খুব সকালে ঘুম ভাঙা মাত্রই পায়খানার খুব চাপ দেয় এবং পাতলা পায়খানা হয়- এটাকে আইবিএস D বলা হয়।

(3) আইবিএস এম ( IBS-M) : আর যখন কোন আইবিএস রোগীর কয়েকদিন ধৱে খুব কোষ্ঠকাঠিন্য থাকে এবং কয়েকদিন ধৱে ডায়রিয়া থাকে, মানে যখন কোন রোগীর মধ্যে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুইটি বিদ্যমান থাকে। সাধারণত এই আইবিএস কে মিক্স বা M বলা হয়।

Easy Lifestyle & Homeo পরিবারের সকল সদস্যকে জানাই ঈদ মোবাৱক।
10/07/2022

Easy Lifestyle & Homeo পরিবারের সকল সদস্যকে জানাই ঈদ মোবাৱক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Easy Lifestyle & Homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Easy Lifestyle & Homeo:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram