Marriage Club

Marriage Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Marriage Club, Marriage Therapist, Dhanmondi, Dhaka.

The legally or formally recognized union of two people as partners in a personal relationship (historically and in some jurisdictions specifically a union between a man and a woman).

«المرء على دين خليله، فلينظر أحدكم من يخالل» رواه الترمذي وحسَّنه“মানুষ তার বন্ধুর দীনের উপর, তাকে অবশ্যই চিন্তা করতে হব...
02/03/2024

«المرء على دين خليله، فلينظر أحدكم من يخالل» رواه الترمذي وحسَّنه

“মানুষ তার বন্ধুর দীনের উপর, তাকে অবশ্যই চিন্তা করতে হবে, কাকে সে বন্ধু বানাবে”।[1] একজন বন্ধুই মানুষের ভালো হওয়া ও খারাপ হওয়ার মূল চালিকা শক্তি। এটি শুধু মুখের কথা বা দাবি নয় বরং বাস্তবতা। আল্লাহ তা‘আলা বলেন,

19/01/2023

Python Developer

Bachelor's degree in computer science, computer engineering, or related field.
 3-5 years of experience as a Python developer.
 Expert knowledge of Python and related frameworks including Django and Flask.
 A deep understanding and multi-process architecture and the threading limitations of
Python.
 Familiarity with server-side templating languages including Jinja 2 and Mako.
 Ability to integrate multiple data sources into a single system.
 Familiarity with testing tools.
 Ability to collaborate on projects and work independently when required

Contact: zenathcpl@gmail.com

29/10/2022

বিয়ের আগে নাই, বিয়ের পরে নিজ স্ত্রীর সাথে প্রেম করবার অনেক উপকারিতা আছে।
আলহামদুলিল্লাহ্‌ !

এই যুগে বিয়ের পর স্ত্রীর চাকুরী করার উপকারিতা ও অপকারিতাগুলো কী কী? (বউ যদি ধার্মিক হয়, মানে মোটামুটি ভালোই পর্দা করে সে...
27/10/2022

এই যুগে বিয়ের পর স্ত্রীর চাকুরী করার উপকারিতা ও অপকারিতাগুলো কী কী? (বউ যদি ধার্মিক হয়, মানে মোটামুটি ভালোই পর্দা করে সেক্ষেত্রে)

চাকুরী করতে দিলে তার টাকার প্রতি আপনার বা আপনার আত্মীয় স্বজনের কোন রকম কামনা থাকা চলবে না। কারন টাকা দেয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে না।

স্ত্রীকে চাকুরিতে পাঠালে কোনো উপকার আছে বলে আমার জানা নেই আর ইসলামও বিনা প্রয়োজনে মেয়েদের এসব কাজে পাঠাতে অনুৎসাহিত করে। পরিবারের সকল প্রকার আর্থিক দায়িত্ব শুধু পুরুষদের। সুতরাং চাকুরিতে পর্দার সুযোগ থাকলেও মেয়েদের সেখানে বিনা প্রয়োজনে পাঠানো উচিত নয়।

তবে কারও যদি কখনও খুব বেশি আর্থিক সংকট দেখা দেয় এবং স্ত্রী যদি তখন নিজে থেকে চাকুরির প্রস্তাব করেন কেবল তখনই স্বামী এর অনুমতি প্রদান করতে পারেন। আপনি খেয়াল করলে দেখতে যেসব নারীরা তাদের সন্তানদের রেখে কর্মস্থলে যান তাদের সন্তানদের যথাযথ মেধা বিকাশ নিয়ে প্রায়ই তাদের চিন্তিত থাকতে দেখা যায়। এ সমস্যা থেকে বের হওয়ার জন্য তখন তারা এমন সব উদ্যেগ গ্রহণ করেন যেগুলো অনেক ব্যয়বহুল হলেও তেমন একটা কার্যকর নয়। যেমন, বাসায় একাধিক কাজের মহিলা রাখা এবং টিচার রাখা। তারা অধিকাংশ সময়ই আপনার সন্তানকে লালন পালন করতে আসেন না তারা আসেন টাকার প্রয়োজনে সুতরাং তাদের মাধ্যমে নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রচেষ্টা বোকামি ছাড়া কিছু নয়।

আর যাদের সন্তান নেই তারাও তাদের স্বামীকে নিয়ে চিন্তিত থাকেন এবং স্বামীরাও স্ত্রীদের নিয়ে চিন্তিত থাকেন। শুধু তাই নয় স্বামী স্ত্রী একে অপরকে ভালোভাবে সময় দিতে পারেন না। অবশ্য যারা স্বামী স্ত্রীর ভালোভাসা কাকে বলে তা বোঝেন না তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। বরং তাদের কাছে এ ধরণের পরামর্শ হাস্যকর বলে মনে হবে। তারা একটা পানসে জীবন যাপন করবেন তবুও ইসলাম মানবেন না।

আমাদের সাজগোছ
19/02/2022

আমাদের সাজগোছ

06/08/2021
আতংক ক্যেংগারু
03/08/2021

আতংক ক্যেংগারু

16/07/2021
বিয়ের পর প্রথম ঈদনববিবাহিতদের জন্য সবকিছুই যেন নতুন। মেয়েদের ক্ষেত্রে নতুনত্বের পরিমাণ কিছুটা বেশি। আর বিয়ের পর প্রথম ঈদ...
10/05/2021

বিয়ের পর প্রথম ঈদ
নববিবাহিতদের জন্য সবকিছুই যেন নতুন। মেয়েদের ক্ষেত্রে নতুনত্বের পরিমাণ কিছুটা বেশি। আর বিয়ের পর প্রথম ঈদ কোথায় করবেন সেটা নিয়ে খুনসুটি লেগে যেতেই পারে।

রিমা ও সাহেদ, বিয়ে করেছেন প্রায় পাঁচমাস হতে চললো। বিয়ের পর এবারই প্রথম ঈদ। আর এ নিয়ে দু’জনের মধ্যেই উত্তেজনার কমতি নেই। সবার জন্য উপহার কেনা, ঘর সাজানো সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। তবে রিমা কিছুটা দোটানায় ভুগছেন। কারণ বিয়ের পর প্রথম ঈদ তার কাটাতে হবে শ্বশুর বাড়িতেই। আর এই নিয়ে কিছুটা মন খারাপও তার।

উপরের ঘটনাটি প্রতীকী হলেও, অনেকের জীবনেই এরকম হয়। আর তাই ঈদের সময়টি ভাগাভাগি করে শ্বশুরবাড়ি এবং নিজের বাড়ির মধ্যে কাটানো গেলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য এড়িয়ে যাওয়া যায়।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজির অধ্যাপক শাহীন ইসলাম বলেন, “এটি পুরোপুরি পারস্পরিক বোঝাপড়ার বিষয়। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে এই সংক্রান্ত জটিলতাগুলো এড়িয়ে যাওয়া যায় সহজেই।”

জাহিদুল হক অপু ও সায়মা খান।

রেডিও ফুর্তির চিটাগাং স্টেশন হেড এবং ঢাকার প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল হক অপু, সায়মা ইসলামের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রায় ছয় মাস হতে চললো। বিয়ের পর এবারই তাদের প্রথম ঈদ। আর পরিবার এবং স্ত্রী দু’জনকেই খুশি রাখতে আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছেন অপু।

তিনি বলেন, “আসলে ঈদের প্রস্তুতি তো শুরু হয়ে যায় রোজা শুরুর আগে থেকেই। আর রোজার মাস জুড়েই থাকে ঈদের আমেজ। এই পুরো মাস জুড়েই আমি সমন্বয় করার চেষ্টা করেছি। ঈদের দিনও ভাগাভাগি করে নিয়েছি। প্রথমভাগ যদি আমার পরিবারের সঙ্গে কাটাই তাহলে পরের ভাগ কাটাবো শ্বশুরবাড়িতে।”

অপুর স্ত্রী সায়মা খান বলেন, “নতুন একটি পরিবারের সঙ্গে ঈদ করতে পারা পুরোপুরি একটি নতুন অভিজ্ঞতা। নিজের পরিবারকে ‘মিস’ করবো। তবে একেবারেই যে নিজের বাড়িতে যাওয়া হবে না তা নয়, দু’বাড়িতেই সমানভাবে ঈদের সময়টি ভাগ করে নেওয়া হবে।”

রেডিও ফুর্তির সাদিয়া হেদায়েত। সালিম শাদমান পাঠানের সঙ্গে বিয়ের পর এবারই তার প্রথম ঈদ। আর ঈদের দিনটি কীভাবে কাটাবেন তা নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সাদিয়া হেদায়েত ও সালিম শাদমান পাঠান।

সাদিয়া বলেন, “ঈদ একটি আনন্দের উৎসব। যত বেশি মানুষ, আনন্দও বেশি। তাই আমরা পরিকল্পনা করেছি দু’পরিবার একসঙ্গে ঈদ পালন করবো। আর ঈদ তো উদযাপন করা হয় তিনদিন। বাকি দিনগুলো আত্মীয়দের সঙ্গে কাটাবো।”

অধ্যাপক শাহীন ইসলাম মনে করেন এ বিষয়গুলোতে পরিবারের সহায়তাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে, বিয়ের পর মেয়েরা প্রথম ঈদ পালন করবে শ্বশুরবাড়িতে, এমন ধারনাই প্রচলিত। তবে মেয়েদের ক্ষেত্রে পরিবার ছেড়ে ঈদ পালনের বিষয়টি কিছুটা কষ্টদায়ক। আর তাই শ্বশুরবাড়ির সহায়তা থাকা খুবই প্রয়োজন।”

বিপা নূর-এ-নাজিয়া বিয়ে করেছেন বেশ কিছুদিন। এর আগে একটি ঈদ কাটিয়েছেন শ্বশুরবাড়িতে। কাজ করছেন একটি কনসালটেন্সি ফার্মে।

তিনি জানান, দেশে তার মা ছাড়া অন্য কেউ থাকেন না। তাই সময়ের বড় একটি অংশ দিতে হয় তার মা-কে।

বিপা নূর এ নাজিয়া ও ইমরান আলী ইমাম।

এ বিষয়ে বিপা বলেন, “বিয়ের পর প্রথম ঈদের সকালে সময় দিয়েছি আমার শ্বশুরবাড়িতে। এরপর সন্ধ্যা কাটিয়েছি মায়ের সঙ্গে। এখনও আমার মায়ের সঙ্গেই বেশি সময় কাটাতে হয়। আর এক্ষেত্রে আমি আমার শ্বশুরবাড়ি থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি।”

ঈদে উপহার দেওয়ার বিষয়গুলোও স্বামী-স্ত্রী মিলে ঠিক করে নিয়েছেন।

তিনি বলেন, “ঈদে উপহার দেওয়ার বিষয়টিও আমার স্বামী ইমরান আলী ইমামের সঙ্গে বসে ঠিকঠাক করে নিয়েছি। তাছাড়া আমরা জামা-কাপড়ের বাইরে পছন্দের জিনিসগুলো উপহার দেওয়ার চেষ্টা করেছি।”

বিয়ের পর প্রথম ঈদ, দু’টি পরিবারের জন্য নতুন এবং সুন্দর অভিজ্ঞতা হতে পারে সহজ কিছু বোঝাপড়ার মধ্য দিয়ে। তাই প্রথম ঈদ কীভাবে কাটাবেন তা স্বামী-স্ত্রী দু’জনে মিলে
Collected

নাসিরের জার্সি নাম্বার ৬৯ রহস্য। নাসিরের বর্তমান বয়স ২৯,  তামিমার বয়স ২২,তামিমা অন্য জায়গায় সংসার করেছে ১২,  একটা সন্তান...
24/02/2021

নাসিরের জার্সি নাম্বার ৬৯ রহস্য।

নাসিরের বর্তমান বয়স ২৯,
তামিমার বয়স ২২,
তামিমা অন্য জায়গায় সংসার করেছে ১২, একটা সন্তান আছে বয়স ৮ ।
সর্বমোট ( ২৯+২২+১২+৮ = ৭১)
তামিমার মোট ৩ জন জামাই , অন্য ২জন জামাইকে বাদ দিলে থাকে একমাত্র নাসির যাহা ( ৭১-২ =৬৯ ) ইহা নাসিরের জার্সি নাম্বার প্রকাশ করে।
( ফানি পোস্ট)

18/01/2021

ঝাল-মসালায় জীবন
১৬ জানুয়ারি আন্তর্জাতিক ঝাল ও মসলাদার খাবার দিবস। অদ্ভুত হলেও সত্যি, কে বা কারা কবে থেকে এই দিন উদ্‌যাপন করছে, তার কোনো সঠিক ইতিহাস নেই।

ফাহমিদা শিকদার
ফাহমিদা শিকদার
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১৫: ৪৬
অ+
অ-

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: রাম খন্দকার, েপকজেলসডটকম
আজ ১৬ জানুয়ারি। ইন্টারন্যাশনাল হট অ্যান্ড স্পাইসি ফুড ডে। অর্থাৎ আন্তর্জাতিক ঝাল ও মসলাদার খাবার দিবস। যাঁরা খুব ঝাল খাবার পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি বিশেষ দিন। এই দিন বিশ্বের সব সুস্বাদু ঝাল আর মসলাদার খাবারে উদ্‌যাপন করা হয়। অদ্ভুত হলেও সত্যি, কে বা কারা কবে থেকে এই দিন উদ্‌যাপন করছে, তার কোনো সঠিক ইতিহাস পাওয়া যায়নি।

তবু দিবসটি আছে। বিশ্বের অনেক দেশের ঝালপ্রিয় মানুষ নানা রকমের ঝালজাতীয় মসলাদার খাবার খেয়ে দিবসটি উদ্‌যাপন করে আসছে। চলুন, আজকের এই দিনে ঝাল ও মসলাদার খাবার নিয়ে কিছু ‘হট অ্যান্ড স্পাইসি’ ফ্যাকট জেনে নিই।

বিজ্ঞাপন

• প্রত্নতাত্ত্বিকদের মতে, মানুষ ছয় হাজার বছরেরও বেশি সময় ধরে খাবারে ঝাল ও মসলা ব্যবহার করে আসছে।
• ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা যুক্তরাষ্ট্র আবিষ্কার করার সময় মরিচ আবিষ্কার করেছিলেন।
• এক মেক্সিকোতেই ১৪০ জাতের মরিচের চাষ হয়।

নানা ধরনের মরিচ
নানা ধরনের মরিচছবি: পিয়াংপং সেইডুয়াং, পেকজেলসডটকম
• বর্তমানে বিশ্বে ১০৯ ধরনের মসলা চাষ হলেও বাংলাদেশের মানুষ ব্যবহার করে প্রায় ৪৪ ধরনের মসলা।
• যাঁরা অনেক বেশি ঝাল খাবার পছন্দ করেন, তাঁদের ‘পাইরো-গোরম্যানিয়াক’ বলে ডাকা হয়।
• অতিরিক্ত ঝাল খাবার খাওয়ার প্রতিক্রিয়া হিসেবে যে ঘাম বের হয়, তারও একটি গালভরা নাম আছে। একে ‘গাসটাটোরি পারস্পিরেশন’ বা খাঁটি বাংলায় রাসন ঘাম বলা হয়।

• মসলা বা খাবারের ঝাল পরিমাপেরও একক রয়েছে। একে স্কোভিল হিট ইউনিট বলা হয়। এই এককটি তৈরি করেছিলেন উইলবার স্কোভিল, যিনি মসলা এবং খাবারের পরিমাপের এককের পথিকৃৎ। আজকের দিনে ঝালের মাত্রা পরিমাপ করতে তরল ক্রোমাটোগ্রাফার ব্যবহার করা হয়।
• যে মরিচের ঝাল যত বেশি, সেই মরিচের স্কোভিল হিট ইউনিট বা এসএইচইউ বেশি হয়ে থাকে।

মরিচের ঝাল স্বাদের জন্য দায়ী ক্যাপাসেইসিন নামের রাসায়নিক উপাদান
মরিচের ঝাল স্বাদের জন্য দায়ী ক্যাপাসেইসিন নামের রাসায়নিক উপাদানছবি: বিবেক, পেকজেলডটকম
• বিভিন্ন মরিচের ঝাল স্বাদের জন্য দায়ী ক্যাপাসেইসিন নামের রাসায়নিক উপাদান। এটি মরিচ ছাড়া আর কোনো উদ্ভিদে পাওয়া যায় না।
• কথায় বলে ‘খুদে মরিচের ঝাল বেশি’। আসলে ঝালের মাত্রা বিচারে কথাটি একদম সত্যি। মরিচ যত বড়, ঝাল তত কম। তা আমরা হালেপিনো (উচ্চারণটি জালেপিনো নয়) এবং ক্যাপসিকাম খেলে ভালোই বুঝতে পারি।
• অনেকে মনে করেন, মরিচের বিচিতে বেশি ঝাল। আসলে সবচেয়ে বেশি ঝাল বোঁটার কাছের অংশে। কোনো কোনো মরিচের এ অংশের ঝাল অন্যান্য অংশের চেয়ে ১৬ গুণ বেশি।

বিজ্ঞাপন

• মরিচে ঝালের পরিমাণ দিন দিন বাড়তে থাকে।
• তুলনামূলক উষ্ণ জলবায়ুর অঞ্চলগুলো, যেমন: এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ঝাল ও মসলাযুক্ত খাবার বেশি খাওয়া হয়।
• এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ হলো ক্যারোলিনা রিপার, যার স্কোভিল হিট ইউনিট ২ দশমিক ২ মিলিয়ন। এটি হালেপিনোর চেয়ে ২০০ গুণ বেশি ঝাল।
• মানুষ বাদে বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণী মরিচ খায় না।
• পাখিদের কোনো ‘ঝাল–ইন্দ্রিয়’ নেই। অর্থাৎ তাদের কখনো ঝাল অনুভূত হয় না!

মরিচে কমলার চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে
মরিচে কমলার চেয়ে বেশি ভিটামিন সি রয়েছেছবি: ইভান তোরেস, পেকজেলসডটকম
• মরিচ শরীরের জন্য অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এটি কোলেস্টেরল কমাতে পারে।
• মরিচে কমলার চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে।
• মরিচ এবং বিভিন্ন মসলা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাংগাল উপাদানে ভরপুর।
• অতিরিক্ত ঝাল লাগলে পানির বদলে ঠান্ডা দুধ পান করুন।
• মরিচের পর সবচেয়ে বেশি ঝাল আছে আদায়। রান্নার আদায় জিঞ্জারগোন নামের রাসায়নিক উপাদান পাওয়া যায়, যা ক্যাপসেইসিনের চেয়ে এক হাজার গুণ বেশি ঝাল!

জেনে নিন, বিয়ের ৬ টি উপকারিতা১. নং যেনা ব্যভিচার থেকে ফিরে থাকা যায়, যুবক বয়সেই আল্লাহ পাকের খুব প্রিয় হওয়া যায় এবং ইবাদ...
05/01/2021

জেনে নিন, বিয়ের ৬ টি উপকারিতা

১. নং যেনা ব্যভিচার থেকে ফিরে থাকা যায়, যুবক বয়সেই আল্লাহ পাকের খুব প্রিয় হওয়া যায় এবং ইবাদাতে স্বাদ পাওয়া যায় আজে বাজে চিন্তা থাকে না।

২. নং আপনি যদি বয়স ৩০ পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিক ভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ও মধুর হবে না, বরং ব্যাপারটি তখন এমন হবে যে বিয়ে করার কথা ছিল তাই বিয়ে করেছি,, এ কারণেই আবেগ থাকতে আগেতেই বিয়ে করা উত্তম।

৩.নং বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য খুব বেশি সময় পান না, বরং বছর ঘুরতেই সন্তান দায়িত্ব এসে কাঁধে এসে পরে, আর একবার সন্তান হয়েগেল দু'জনে একান্তে কাটানোর মতো সময় হয়ে উঠে না, তাই অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে একান্ত কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যায়, যার ফলে সম্পর্ক ভালো ও মধুর থাকে।

৪. নং অল্প বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী ২ জনে মিলে জীবনের সবকিছু ভাগাভাগি করে নেয়া যায় এবং প্রত্যেকের মানসিক ও কম অনুভব হয়।

৫. নং মানুষের গড় আয়ু কিন্তু কমছে, আর আপনি দেরীতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টাও পিছিয়ে যাবে এবং আপনার মানসিকতা ও কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে,, তাই একটু কম বয়সে বিয়ে করলে সন্তানের জন্য খুব ভালো পিতা উদাহরন হতে পারবেন।

৬. নং বিবিন্ন কারণে অনেকেই সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না, তাই এখন ডিভোর্সের সংখ্যা ও অনেক বেড়ে গেছে, আর অল্প বয়সে বিয়ে করে যদি অল্পতেই কোন কারনে ভেঙ্গে যায় তাহলে ২য় বার আবার গুছিয়ে নেয়ার সুযোগ পাওয়া যায়, কিন্তু দেরীতে বিয়ে করলে সেটা সম্ভব হয়ে উঠে না।

মোট কথা কম বয়সে বিয়ে করা অতি উত্তম

এখন ভাবতে পারেন সরকারের আইন আছে ১৮ বছরের আগে কোন মেয়ের বিয়ে দেয়া যাবে না, শোনেন আল্লাহ তায়ালা তার রাসুল (সোঃ) হুকুম লঙ্গন করে কোন সরকারের হুকুম মানা যাবেনা৷

এই পোস্ট পড়ে বাড়ি গিয়ে আবার তোলপাড় শুরু কইরেন না যে শরিয়ত বলছে অল্প বয়সে বিয়ে করতাম বা বসতাম!!! বরং দ্বীন বুঝাতে হবে৷

আল্লাহর রাসুল (সোঃ) এরশাদ করেন, হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যে বিবাহের সামার্থ রাখে সে যেন বিয়ে করে নেয়, কেননা তা চক্ষুকে আনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাযতে রাখে। -- বোখারী, মুসলিম)

রাসুলুল্লাহ (সোঃ) এরশাদ করেন, (আসল) তাওরাত কিতাবে লেখা আছে, যার মেয়ে বার বছর বয়স হয়েছে আর সে তার বিবাহ দেয় নাই, ফলে সে মেয়ে যে কোন ধরনের যেনায় লিপ্ত হবে, তার গুনাহ পিতার গাঁড়ে উঠবে, ----- বায়হাক্বী শরীফ

রাসুলুল্লাহ (সোঃ) এরশাদ করেন, যে যখন বান্দা বিবাহ করল, নিশ্চই সে তার দ্বীনের অর্ধেক পূরণ করল এবং বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। -- মেশকাত শরীফ

এ হাদিস দ্বারা বুঝা যায় বিয়ে করতে ও বিয়ে দিতে এটা আগেভাগেই সমাধা করতে হবে,,

চিন্তা করি আমরা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা ঠিক হবে না, রিজিকের মালিক আল্লাহ তায়ালা, এ চিন্তা করা যাবে না যে চাকরি আমাকে খাওয়াবে, সাধারণ একটু আয়ের উৎস থাকলেই বিয়ে করে নিবেন৷

আল্লাহ তায়ালা বলেন,

"আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।" (সূরা আন-নূর 24:3)

সর্বশেষ বলতে চাই, আসলে এই পোস্টগুলো বর্তমানে স্বপ্নের মতো। তাই পরিস্থিতির স্বীকার আবিয়াইত্তারা এই পোস্ট পড়ে কষ্ট নিবেন না, কান্নাকাটি করবেন না।

05/01/2021

জীবন-এর অর্থ কী?
সুন্দরী স্মার্ট স্ত্রী থাকা সত্ত্বেও বয়স্ক কাজের মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ব্যক্তিটির কাছে জীবন অর্থ কাম।
স্বামী-স্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তা, একটি সন্তানের জন্য কতই না প্রচেষ্টা করে চলছে, তাদের কাছে জীবন অর্থ অপূর্ণতা।
সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করা নির্মাণ শ্রমিকের রাত্রে স্ত্রীর সাথে কিনে নিয়ে আসা এক পোয়া জিলাপি খাওয়ার অর্থ জীবন মানে সুখ।
হাই স্কুলের ৬ রোলধারী আমার বন্ধু আঃমঃ বাজারের এক কোণে বিদ্যুতের খুঁটির নিচে বসে লেবু বিক্রি করে। অপলক দৃষ্টিতে খোঁজে ক্রেতা। ওর কাছে এখন জীবনের অর্থ হল অনেক লেবু ক্রেতা।
মেধাবী বন্ধু গোঃমোঃ খুবই নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রভাবশালী এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিল। নিঃস্ব হয়ে এখন ইউনিয়ন পরিষদের এক কামরায় একা একা থাকে। স্ত্রী চলে গেছে। দেখা করতে গিয়েছিলাম। ২ টাকার বিড়ি কিনে দিতে বলল। ওর কাছে এখন জীবন মানে দুই টাকার বিড়ি।
বান্ধবী গুঃআঃ এক বিপত্নীক গার্মেন্টস মালিককে বিয়ে করে অগাধ সম্পদের মালিক। কয়েকটি গাড়ি আছে! ফ্লাট অগুণতি! ওর কাছে জীবন মানে গাড়ি-বাড়ি ভোগ।
বিমানে ভ্রমণ করা ও সারাদিন গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো অতি ধনীর ধর্ষণ কেসে যাবজ্জীবন কারাদন্ড পাওয়া ছেলেটির কাছে জীবন মানে খাঁচায় বন্দিত্ব।
দুর্নীতি করে অঢেল টাকার মালিক হওয়া একসময়ের ক্ষমতাধর কর্মকর্তা, যাকে তার ছেলেমেয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি সম্পদ দখল করেছে, তার কাছে জীবন মানে সবই অন্যায় করেছি, ক্ষমা চাই।
করুণ দৃষ্টিতে হোটেলে রাখা ইলিশের তরকারীর দিকে তাকিয়ে থাকা দরিদ্র ভিক্ষুকের নিকট জীবন মানে একটুকরো ইলিশ মাছ!।

সিঙ্গারা তিনকোনা হয় কেন?আসুন জেনে নিই সিঙ্গারা তিনকোনা হওয়ার পিছনের গল্প…ঠাণ্ডা লুচি বারংবার ফেরত পাঠানোয় রাজবাড়ির হালু...
15/12/2020

সিঙ্গারা তিনকোনা হয় কেন?
আসুন জেনে নিই সিঙ্গারা তিনকোনা হওয়ার পিছনের গল্প…

ঠাণ্ডা লুচি বারংবার ফেরত পাঠানোয় রাজবাড়ির হালুইকর অনুমতি চেয়েছিলেন রাজসভায় মিষ্টান্ন পাঠাতে। রাজচিকিৎসকের পরামর্শে মধুমেহ রোগাক্রান্ত রাজা অগ্নিশর্মা হয়ে শূলে চড়ানোর হুকুম দিয়েছিলেন হালুইকরকে। অনেক অনুনয় বিনয় করে নিজের প্রাণ রক্ষা করেছেন হালুইকর। রাজা আদেশ দিয়েছেন - হালুইকরকে তিনরাত্রের মধ্যে দেশত্যাগ করতে।

দ্বিতীয় রাত্রে হালুইকরের স্ত্রী ঠিক করেছে দেশত্যাগের আগে একবার দেখা করবে রাজার সাথে। সেইমতো তৃতীয়দিন সকাল বেলা রাজদরবারে এসে প্রণাম জানালো স্বয়ং রাজামশাইকে। রাজসভায় আসার কারণ জিজ্ঞেস করায়, রাজাকে জানায় - সে নাকি এমনভাবে লুচি তরকারি করতে পারে, যা রাজা আধঘন্টা বাদে খেলেও গরম পাবেন। এজাতীয় লুচি এবং তরকারি নাকি কিছুক্ষণ বাদে খাওয়াই দস্তুর।

সন্দিহান রাজা কিঞ্চিৎ কৌতূহলী হয়ে হালুইকরের স্ত্রীকে পাঠালেন পাকশালে। জানিয়ে দিলেন যখন রাজসভা থেকে খবর যাবে তৎক্ষণাৎ পাকশাল থেকে খাবার পৌঁছনো চাই। হালুইকরের স্ত্রী মৃদু হেসে মহারাজকে জানিয়েছিলো - খাদ্যদ্রব্য রাজসভায় তৎক্ষণাৎই পৌঁছবে, কিন্তু অনুগ্রহ করে তিনি যেন কিছুক্ষণ অপেক্ষা করে খান - অন্যথায় মহামান্য রাজকীয় জিহ্বা পুড়ে যেতে পারে। বিস্মিত মহারাজের সামনে দিয়ে হাস্যমুখে হালুইকরের স্ত্রী চলে গেল পাকশালে।

রাজ-পাচক আলুর তরকারি তৈরি করে পাকশালে দাঁড়িয়ে কাঁপছেন, হুকুম এলেই লুচি ভাজতে হবে। ময়দার তাল মাখা রয়েছে হাতের সামনে। হালুইকরের স্ত্রী পাচককে কটাক্ষ করে বসলো ময়দার তাল নিয়ে। লেচি কেটে লুচি বেলে, কাঁচা ময়দার ভেতর লুচির জন্য তৈরি সাধারণ তরকারি ভরে দিয়ে, সমভুজাকৃতি ত্রিভুজের গড়ন বানিয়ে আড়ষ্ঠ রাজ পাচকের সামনে নিজের আঁচল সামলে শুরু করলো চটুল গল্প।

রাজাজ্ঞা আসতেই তরকারির পুর ভর্তি দশটি ত্রিভুজাকৃতির লুচির ময়দা ফুটন্ত ঘি ভর্তি কড়ায় ফেলে দিয়ে, নিমেষের মধ্যে সোনালী রঙের ত্রিভুজগুলি তুলে নিয়ে স্বর্ণথালায় সাজিয়ে নিজেই চললো রাজসভায়।

মহারাজ এরূপ অদ্ভুত দর্শন খাদ্যবস্তু দেখে স্তম্ভিত। হালুইকরের স্ত্রী অত্যন্ত বিনীতভাবে জানালো - খাদ্যদ্রব্যটির নাম সমভুজা। মহারাজ যেন সম্পূর্ণ বস্তুটি মুখে না ঢুকিয়ে একটি কামড় দিয়ে দেখেন - ঠাণ্ডা না গরম এবং অনুগ্রহ করে স্বাদটি জানান।

মহারাজ স্বাদ জানাননি। তিনি তিনছড়া মুক্তো মালা খুলে হালুইকরের স্ত্রীয়ের হাতে দিয়েছিলেন। রাজবাড়ির হালুইকরের দণ্ডাজ্ঞা প্রত্যাহার করেছিলেন। প্রায় ছ'মাস পর হেসে উঠেছিলেন মহারাজ, শান্তি পেয়েছিলো তামাম প্রজাকুল।

মহারাজা কৃষ্ণচন্দ্র। ১৭৬৬ সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার রাজ-হালুইকর, কলিঙ্গ তথা বর্তমান ওড়িষ্যা থেকে আগত গুণীনাথ হালুইকরের ষষ্ঠপুত্র গিরীধারী হালুইকরের স্ত্রী ধরিত্রী দেবী আবিষ্কার করেছিলেন সিঙ্গাড়া।

শাক্ত সাধক, পরবর্তিকালে মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রামপ্রসাদ, স্বয়ং সন্ধ্যাহ্নিক সেরে প্রতিসন্ধ্যায় বসতেন একথালা সিঙ্গাড়া নিয়ে। দোলপূর্ণিমার সন্ধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার থেকে বাইশটি সুসজ্জিত হস্তী ভেট নিয়ে গিয়েছিলো উমিচাঁদের কাছে - বাইশটি স্বর্ণথালা ভর্তি বাইশশোটি সিঙ্গাড়া। ভারতীয় খাদ্য হিসেবে সিঙ্গাড়ার সাথে রবার্ট ক্লাইভের প্রথম সাক্ষাৎ হয়, এই মহারাজা কৃষ্ণচন্দ্রেরই সৌজন্যে।সিঙ্গাড়ার জন্য ইতিহাস স্বীকৃতি দিয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রকে। নাম ভুলে গেছে তাঁর প্রধান হালুইকরের স্ত্রী ধরিত্রী বেহারার।

ইংরিজিতে বলে, কমন সেন্স মেকস্ আ ম্যান আনকমন। ধরিত্রীদেবী সাধারণ বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছিলেন এই অসাধারণ খাদ্যদ্রব্যটির, যেটি সেই ১৭৬৬ সাল থেকে ছড়িয়ে পড়েছে বাংলা তথা সারা ভারতে। ঐতিহাসিকদের মতে, এর বহু আগে, নবম শতাব্দীতে পারস্যের অধিবাসীরা যব এবং ময়দার তালের সঙ্গে গাজর কড়াইশুঁটি রসুন ও মাংস মেখে সেঁকে খেতো, যাকে বর্তমান সিঙ্গাড়ার জনক হিসাবে ধরা হলেও, সুদূর পারস্য থেকে ভারতবর্ষে এসেও তাঁরা ময়দার তালে মাংসের কুঁচি ঢুকিয়ে সেঁকেই খেতেন। এরও বহুপরে তাঁরা ভারতবর্ষের উত্তরপূর্ব উপকূলে বিভিন্ন মশলা সহযোগে তৈরি আলুর তরকারি, ময়দার ভেতর ঢুকিয়ে ঘিয়ে ভাজার পদ্ধতিতে চমৎকৃত হ'ন।

ডায়বেটিক পেশেন্টদের ঘন ঘন খিদে পায়। চিকিৎসাবিজ্ঞান উন্নত হয়েছে। ডাক্তাররা বলছেন, অনেকক্ষণ অন্তর একসাথে প্রচুর পরিমানে না খেয়ে, ক্যালোরি মেপে কিছুক্ষণ অন্তর অল্পসল্প খাবার খেতে। কিন্তু সেযুগে ডাক্তারবাবুদের হৃদয় ছিলো বিশাল। মধুমেহ রোগীরা তখন তেল ঘি মশলা, ভাজা খেলেও তাঁরা রাগ করতেন না। নিশ্চিতভাবেই আজকের যুগে ডাক্তার বাবুরা আঁতকে উঠবেন যদি দেখেন কোনো ডায়াবেটিক পেশেন্ট প্রতিঘন্টায় সিঙ্গাড়া ওড়াচ্ছেন, তবু, আঁটকানো যায়নি সিঙ্গাড়াকে। শহুরে অভিজাত পরিবারের বৈঠকখানায় মোটা গদির সোফায় বসা অতিথির থালাই হোক বা প্রত্যন্ত গ্রামের জরাজীর্ণ চায়ের দোকানের সামনে নড়বড়ে বাঁশের বেঞ্চে রাখা তেলচিটে কালো ভাঙ্গা বেতের চুবড়ি - বিকেল সাড়ে চারটেই হোক বা সকাল পৌনে দশটা, মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রধান হালুইকরের স্ত্রীর উদ্ভাবনটি সর্বত্র সর্বদা সর্বগামী।

যা রাজসভায় রাজ-সম্মুখে পরিবেশিত হয়, তার কৌলীন্য প্রশ্নাতীত হবে - এই তো স্বাভাবিক।

ভাষাবিদদের মতে, সমভুজা--> সম্ভোজা--> সাম্ভোসা--> সামোসা।মতান্তরে, সমভুজা--> সম্ভোজা--> সিভুসা--> সিঁঙুরা(নদীয়ার কথ্যভাষার প্রভাবে)--> সিঙ্গাড়া।

সময় দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

তথ্য সূত্র : ইতিহাসের বিভিন্ন তথ্য

শীতকালে বিয়ে করার ৭ সুবিধাকালের কণ্ঠ অনলাইন   ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:০০ শীতকালে বিয়ে করার ৭ সুবিধাশীতকালকে বলা হয় বিয়ের মৌ...
14/12/2020

শীতকালে বিয়ে করার ৭ সুবিধা
কালের কণ্ঠ অনলাইন ১৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:০০
শীতকালে বিয়ে করার ৭ সুবিধা
শীতকালকে বলা হয় বিয়ের মৌসুম। কারণ বিয়ের জন্য অনেক এলাকায় শীতকে প্রাধান্য দেয়া হয়। শীতকালে বিয়ের আয়োজন করা হলে বাড়তি কিছু সুবিধা পান আয়োজকরা। আসুন জেনে নেওয়া যাক শীতকালে বিয়ে করার এমন ৭টি সুবিধা।

১. পরিশ্রমে সুবিধা: বিয়ের আয়োজন করতে আয়োজকদের অনেক পরিশ্রম করতে হয়। দাওয়াত, খাওয়া-দাওয়া, প্যান্ডেল- কতো কাজই না করতে হয় বিয়েতে! সাধারণত গরমের দিতে একটু পরিশ্রম করলেই হাপিয়ে উঠতে হয়। কিন্তু শীতের দিনে এক্ষেত্রে বাড়তি সুবিধা।

২. সাজগোজে স্বস্তি দেয়: দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শীতের সময় ছাড়া দীর্ঘ সময় মেকআপ থাকে না। গরমে-ঘামে মেকআপে সমস্যা সৃষ্টি হয়। কিন্তু শীতের সময় বিয়ের সাজগোজ সহজ হয়। তাই বর-কনে ছাড়া বাকিরাও বিয়েবাড়ির সাজের আনন্দ নিতে পারে মন মতো।

৩. ডেকোরেশন: শীতকালে ডালিম, রজনীগন্ধা, অর্কিড, গাঁদা, গোলাপ, জুঁইসহ নানান টাটকা ফুল পাওয়া যায়। তাই কৃত্রিম ফুলের প্রয়োজন হয় না। চাইলে পুরো বিয়ের অনুষ্ঠান প্রাকৃতিক ফুলে সাজানো যায়।

৪. ফল কেনার ঝামেলা নেই: সাধারণত গরমের সময় নানান মৌসুমী ফল পাওয়া যায়। যেমন শীতে আম, লিচুর ফলন খুব একটা নেই। তাই শীতের সময় বিয়ে হলে মৌসুমী ফল কেনার ঝামেলাও নেই।

৫. বিদ্যুৎ বিল: শীতকালে ফ্যান চালাতে হয় না। আবার দ্রুত ঘুমানোর একটা তাড়া থাকে। তাই সব লাইট-টিভিও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এতে মাসিক বিদ্যুৎ বিল এক্কেবারেই কম হবে।

৬. মশারি টানানোর ঝামেলা নেই : বিয়ের আয়োজনে সাধারণ বাড়িতে বহু মানুষের উপস্থিতি থাকে। কিন্তু একটি পরিবারে অতিরিক্ত মশারি তেমন থাকে না। তাই শীতের সময় বিয়ে হলে সুবিধা, বেশিরভাগ সময় মশারি দরকার হয় না। এমনিতে মশা কম থাকে। আবার অনেকে কাথা-কম্বল মুড়ি দিয়ে ঘুমালে মশা কামড়ানোর সুযোগ নেই।

৭. হানিমুনে সুবিধা: বিয়ের পর খুব বেড়ানো যায়। রোদের তাপ নেই, ক্লান্তি নেই। বরের হাত ধরে নতুনের স্বাদটা ভালোই উপভোগ করা যায় শীতে। একেবারে ষোলোকলা পূর্ণ এক হানিমুন!


জীবনযাপন- এর আরো খবর
প্রথম দেখায় যে প্রশ্নগুলো এড়িয়ে চলবেন
প্রথম দেখায় যে প্রশ্নগুলো এড়িয়ে চলবেন
ওষুধ ছাড়াই সামলে নিন সর্দি-জ্বর
ওষুধ ছাড়াই সামলে নিন সর্দি-জ্বর
কোষ্ঠকাঠিন্য নিয়ে কিছু পরামর্শ
কোষ্ঠকাঠিন্য নিয়ে কিছু পরামর্শ
শীতকালে করোনা সংক্রমণ কি বাড়বে?
শীতকালে করোনা সংক্রমণ কি বাড়বে?
শীতে চুলে খুশকিসহ মাথার ত্বকে সমস্যা? যা করবেন
শীতে চুলে খুশকিসহ মাথার ত্বকে সমস্যা? যা করবেন
শীতে কতটুকু পানি পান করব?
শীতে কতটুকু পানি পান করব?
যেসব কারণে নারীদের তুলনায় পুরুষদের করোনাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি
যেসব কারণে নারীদের তুলনায় পুরুষদের করোনাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি
শীতে বাদাম খাওয়ার যত উপকারিতা
শীতে বাদাম খাওয়ার যত উপকারিতা
এই শীতে ইমিউনিটি বাড়াতে যা খেতে পারেন
এই শীতে ইমিউনিটি বাড়াতে যা খেতে পারেন
করোনায় মানসিক অবসাদ, বাড়ছে আত্মহত্যার সংখ্যা
করোনা সারার পরে যেসব সাবধানতা অবলম্বন করতে হবে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই খাবারগুলো খান
শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মেনে চলুন এই নিয়মগুলো
থাইরয়েড সমস্যা থেকে বাঁচতে এই খাবারগুলো এড়িয়ে চলুন
মোজা দুর্গন্ধ ছড়াচ্ছে? জেনে নিন উপায়
চিনি মেশানো মধু খাচ্ছেন না তো? জেনে নিন খাঁটি চেনার উপায়
এই শীতে যখন-তখন নাক বন্ধ হয়ে যাচ্ছে? যা করতে পারেন
এই শীতে ভালো থাকুন, করণীয় জেনে নিন
বিসিএস প্রস্তুতি: শুরু থেকেই যা করবেন
আমলকি খাবেন যে কারণে
শিশুদের যে ৪টি কথা কখনোই বলবেন না
রাতে ঘুম হয় না? ওষুধ নয় আছে যাদুকরী পদ্ধতি
কিভাবে পরিষ্কার করবেন মাস্ক? কতদিন পর পরিবর্তন করা ভালো?
মিষ্টি আলুর যত উপকারি দিক
অনিয়মিত ঘুমে হতে পারে যেসব সমস্যা
শীতে খুসখুসে কাশি সারাবে এই কয়েকটি ঘরোয়া টোটকা
লাল না সবুজ আপেল, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী?
দেহে আয়রনের অভাব হলে যা ঘটে
শীতে স্বাস্থ্য সুরক্ষায় খাবার
ভালোবাসার সম্পর্ক স্থায়ী না ভেঙে যাবে? জানা যাবে এই ৫ লক্ষণে!
ওজন কমাতে হাঁটা, যে বিষয়গুলো খেয়াল রাখবেন
শীতকালে চুল পড়া বন্ধে কী করব?
সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য এই খাবারগুলো প্রতিদিনের তালিকায় রাখুন
নিরামিষ ডায়েটে ভাঙতে পারে শরীরের হাড়, বলছে গবেষণা!
যে সময়গুলোতে পানি খেলে বেশি ‍উপকার মেলে
ছেলে-মেয়েরা সারাক্ষণ ফোনে ডুবে থাকে, চিন্তার কোন কারণ নেই বলছে গবেষণা
করোনা পরবর্তী শরীরচর্চা: কখন করবেন, কিভাবে করবেন?
ডিম খেয়ে কমবে ওজন, খেয়াল রাখুন এই ৫টি বিষয়
পিরিয়ডের কঠিন দিনগুলোর সহজীকরণে সহায়ক ফাংশনাল ফুড
ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেবে গান আর সুডোকু?
সর্বশেষ
পূর্ণ সূর্যগ্রহণ আজ
'শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি'
প্রদীপ জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২
জয় ফিরল বার্সেলোনা, গোল পেলেন মেসিও
সালাহর গোলে শেষ রক্ষা লিভারপুলের
জেনোয়ার জালে রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের জয়
সাভারে অপহরণের ১৭ দিন পর পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’
সারা বাংলাদেশই একটা বধ্যভূমি
করোনা জটিল হচ্ছে জিনের হেরফেরে
জানুয়ারি থেকে ছয় মাসে টিকা আসবে তিন কোটি ডোজ
সর্বাধিক পঠিত
সম্পাদক : ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্রধান কার্যালয় : প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত। পিএবিএক্স : ০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৭২-৭৫, বার্তা বিভাগ ফ্যাক্স : ৮৪৩২৩৬৮-৬৯, বিজ্ঞাপন ফোন : ৮৪৩২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮৪৩২০৪৭, সার্কুলেশন : ৮৪৩২৩৭৬। E-mail : info@kalerkantho.com

Copyright © 2015-2020 kalerkantho.com

Marriage, a legally and socially sanctioned union, usually between a man and a woman, that is regulated by laws, rules, ...
02/12/2020

Marriage, a legally and socially sanctioned union, usually between a man and a woman, that is regulated by laws, rules, customs, beliefs, and attitudes that prescribe the rights and duties of the partners and accords status to their offspring (if any). The universality of marriage within different societies and cultures is attributed to the many basic social and personal functions for which it provides structure, such as sexual gratification and regulation, division of labour between the sexes, economic production and consumption, and satisfaction of personal needs for affection, status, and companionship. Perhaps its strongest function concerns procreation, the care of children and their education and socialization, and regulation of lines of descent. Through the ages, marriages have taken a great number of forms. (See exchange marriage; group marriage; polyandry; polygamy; tree marriage. See also common-law marriage.)

marriage: Hindu wedding ceremony
marriage: Hindu wedding ceremony
A Hindu couple being blessed by a priest during their wedding ceremony, Bali, Indonesia.
© Joakim Leroy/iStock.com
00:04
03:22

Marriage
KEY PEOPLE
Dayananda Sarasvati
Caroline Norton
Aleksandra Mikhaylovna Kollontay
Mahadev Govind Ranade
Isvar Chandra Vidyasagar
Euthymius I
Nicholas I
Ben B. Lindsey
Edward Westermarck
Maurice Freedman
RELATED TOPICS
Same-sex marriage
Social structure
Family
Marriage law
Adultery
Dowry
Banns of marriage
Polygyny
Harem
Polyandry
By the 21st century the nature of marriage in Western countries—particularly with regard to the significance of procreation and the ease of divorce—had begun to change. In 2000 the Netherlands became the first country to legalize same-sex marriages; the law went into force on April 1, 2001. In the ensuing years, numerous other countries—including Canada (2005), France (2013), the United States (2015), and Germany (2017)—followed suit. In addition, some countries extended benefits and obligations to same-sex couples by means of a registered partnership or civil union, both of which terms meant different things in different contexts.

In the biological evolutionary scale, the more complex the species, the longer the offspring is dependent on its mother for survival from the time of birth to maturity. Human beings, at the top of the evolutionary scale, require the most time of all species to reach maturity. This imposes increased duties on human parents for the care of their children, and marriage traditionally has been seen as the institution best suited to fulfill these parental duties and responsibilities.

Marital Customs And Laws
Some form of marriage has been found to exist in all human societies, past and present. Its importance can be seen in the elaborate and complex laws and rituals surrounding it. Although these laws and rituals are as varied and numerous as human social and cultural organizations, some universals do apply.

Get exclusive access to content from our 1768 First Edition with your subscription.
Subscribe today
The main legal function of marriage is to ensure the rights of the partners with respect to each other and to ensure the rights and define the relationships of children within a community. Marriage has historically conferred a legitimate status on the offspring, which entitled him or her to the various privileges set down by the traditions of that community, including the right of inheritance. In most societies marriage also established the permissible social relations allowed to the offspring, including the acceptable selection of future spouses.

Until the late 20th century, marriage was rarely a matter of free choice. In Western societies love between spouses came to be associated with marriage, but even in Western cultures (as the novels of writers such as Henry James and Edith Wharton attest) romantic love was not the primary motive for matrimony in most eras, and one’s marriage partner was carefully chosen.

Endogamy, the practice of marrying someone from within one’s own tribe or group, is the oldest social regulation of marriage. When the forms of communication with outside groups are limited, endogamous marriage is a natural consequence. Cultural pressures to marry within one’s social, economic, and ethnic group are still very strongly enforced in some societies.

Exogamy, the practice of marrying outside the group, is found in societies in which kinship relations are the most complex, thus barring from marriage large groups who may trace their lineage to a common ancestor.

In societies in which the large, or extended, family remains the basic unit, marriages are usually arranged by the family. The assumption is that love between the partners comes after marriage, and much thought is given to the socioeconomic advantages accruing to the larger family from the match. By contrast, in societies in which the small, or nuclear, family predominates, young adults usually choose their own mates. It is assumed that love precedes (and determines) marriage, and less thought is normally given to the socioeconomic aspects of the match.

In societies with arranged marriages, the almost universal custom is that someone acts as an intermediary, or matchmaker. This person’s chief responsibility is to arrange a marriage that will be satisfactory to the two families represented. Some form of dowry or bridewealth is almost always exchanged in societies that favour arranged marriages.

In societies in which individuals choose their own mates, dating is the most typical way for people to meet and become acquainted with prospective partners. Successful dating may result in courtship, which then usually leads to marriage.

Explore millions of exclusive, royalty-free, stock photos, images, and videos. Find the perfect image for your project, fast. Search now.

https://www.jagonews24.com/country/news/625787
26/11/2020

https://www.jagonews24.com/country/news/625787

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিয়ে করতে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন নেয়ার দাবি উঠেছে। বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজি.....

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Marriage Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marriage Club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram