Cure Homoeo Hall

Cure Homoeo Hall জ্বর, সর্দিকাশি, চর্ম,জরায়ু সমস্যা,শিশুদের যেকোন সমস্যা, ক্রনিক ডিজিজ

💊 Arnika montena 💊👉একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন 👉যে যে লক্ষণগুলোতে এই ওষুধটি ব্যবহার করবেন 👉পড়ে যাওয়া ব্যথায়...
12/08/2025

💊 Arnika montena 💊

👉একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন
👉যে যে লক্ষণগুলোতে এই ওষুধটি ব্যবহার করবেন
👉পড়ে যাওয়া ব্যথায়
👉মচকে যাওয়া ব্যথায়
👉যেকোনো ধরনের আঘাতে
👉কাল রক্ত জমাট বেঁধে গেলে
👉পায়খানায় দুর্গন্ধ হলে
👉বৃদ্ধরা যখন বিছানা থেকে শরীর উঠাতে পারেন না
👉মহিলাদের জরায়ু ও ভেদাল ব্যথায় এই ঔষধটি খুবই কার্যকর

13/07/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/09/2024

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!
২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!
৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।
৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!
৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।
৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।
৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।
৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।
৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।
১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।
১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।
১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।
১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।
১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।
১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।©
__________________________________________

14/08/2023
08/06/2023

“HEAT WAVE” আসিতেছে? বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।
স্বভাবিক পানি পান করুন, ধীরে ধীরে। ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ বা বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

করণীয় ও পরিত্যজ্য---
১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে।
২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি, তাও ধীরে ধীরে।
৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না। হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন। অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।
৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে। তবে তাও স্বল্প পরিমানে।
★★ প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন, তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়। কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন, অন্যকে জানান।
সচেতনতায়ঃ
ডা. গোলাম দাস্তগীর, ডক্টর্স দি চেম্বার্স

26/03/2023
23/03/2023

আহলান সাহলান,,,মাহে রমজান

#রোযার মাসে অনেকেরই পেট ফাঁপা দেখা দেয়, গ্যাসের সমস্যা,কোষ্ঠকাঠিন্য....
👉কার্বোভেজ
👉নাক্সভোম
👉লাইকোপোডিয়াম

06/09/2022

(একজন মেটালিক গোল্ড ও অরাম মেট)
গল্পের ছলে অরাম মেট- পার্ট-১

প্রথম দর্শনেই প্রেম। এ যেন সাক্ষাৎ পরী। এ জীবনে এত সুশ্রী এত সুন্দর বালিকা আর কখনো দেখিনি। হলো পরিচয়, পরিচয় থেকে প্রণয়। বালিকাটির প্ররোচনায় জড়িয়ে পড়ি শারীরিক সম্পর্কে। সাময়িক সুখ অনুভব করলাম, কিন্তু পরক্ষণে দেখি এ শুরু হলো জীবনের বিনাশ।
সুন্দরকে বেসেছিলাম ভালো, নিয়ে যেতে আলোর দিকে, কিন্তু সুন্দর নিয়ে গেল অন্ধকারের দিকে। বালিকাটির দেহ থেকে নাইসেরিয়া গনোরিয়া নামক জীবাণু প্রবেশ করলো আমার দেহে। বিসদৃশ চিকিৎসায় গনোরিয়ার নাশ হল, ভেবেছিলাম হৃদয়ে প্রশান্তি আসবে, তাহার বিপরীতে এলো জীবনের ছন্দপত। জীবনের আশা পরিগণিত হলো নিরাশায়। জীবনে অনেক কিছু করার ছিল, অনেক কিছু হওয়ার ছিল, স্বপ্ন ছিল আকাশের মত বিশাল, বিশালতার পরিবর্তে হৃদয়ে স্থান নিল সংকীর্ণতা। অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসলো পুরো হৃদয় জুড়ে। চারিদিকে কোথাও যেন আশার আলো নেই। এ জীবন রেখে আর কি লাভ? জন্ম নিল আত্মহত্যার প্রবৃত্তি।
২০২২ সাল, চলছে এশিয়া কাপ পাকিস্তান বনাম ভারতের খেলা। আবু সাঈদ এর পাশে বসে টিভিতে খেলা দেখছি। পাকিস্তানের বিজয়ে, সবাই আনন্দে আত্মহারা। জয় পাকিস্তান জয়ধ্বনি চারিদিকে। ঠিক এমন মুহূর্তে আমি লক্ষ্য করলাম, টিভির পর্দার অর্ধেক দেখছি আর বাকি অর্ধেক দেখতে পারছি না। নিম্ন অর্ধেক দেখতে পারছি, উপরের অর্ধেক দেখা যায় না। ভাবছি চোখ ঝাপসা হয়ে আসছে, চারিদিকে তাকিয়ে দেখি একই অবস্থা। দেখা দিল দৃষ্টিশক্তির স্বল্পতা।
টিভিতে একটা এড দেখলাম বাত রোগের। সাম্প্রতিক সময়ে আমার গেঁটেবাত দেখা দিয়েছে। গেঁটেবাত ব্যথায় জীবনটা খুবই অতিষ্ঠ। আমার সকল ব্যথা ভ্রমণশীল। এরা ভ্রমণ করতে খুবই ভালোবাসে। আমার যখন ব্যথা দেখা দেয় তখন আমিও ভ্রমণ করলে, ঘুড়িয়া বেড়ালে ব্যথার উপশম হয়।
মানুষ ভ্রমণ করতে খুবই ভালোবাসে। এখন দেখি আমার বাত ব্যথা ও ভ্রমণ করতে ভালোবাসে। বাল্যকাল আমার আব্বু ও আমাকে বিভিন্ন জায়গায় ঘুড়িয়ে ছিলেন। বাল্যকালের জীবনটা ছিল অনেক সুখের। বাল্যকালে রোগ ছিল না যে এমন না, আমার এক অন্ডকোষ ছোট ছিল। এবং নাকের হাড় বাঁকা ছিল। নাকের হাড়ে ক্ষত দেখা দিয়েছিল। সেই ক্ষত থেকে খুবই দুর্গন্ধ হত। আমার যত সমস্যা দেখা দেয় তাহার অধিকাংশই হাড় ঘিরে। আবু সাঈদ বলল বন্ধু তোর সকল রোগ গুলোর কখন বৃদ্ধি দেখা দেয়, আমি বললাম, আমার সকল রোগ রাত্রে, ঠান্ডায় এবং শীতকালে বৃদ্ধি হয়।
প্রিয় বন্ধু আবু সাঈদ কে যখন আমার মনের অবস্থা সম্পর্কে অবগত করলাম। তখন সে আমাকে পরামর্শ দিল, আমার মনের ভাবনাগুলো একটি ডায়রিতে লিখে রাখতে। তখন সে আমাকে একটি ডায়রী ও উপহার দিল। আজ ঘুম থেকে উঠে আমার মনের ভাবনাগুলো লিখতে শুরু করলাম, ০৬/০৯/২২ পারদ ব্যবহার করে যখন আমি গনোরিয়া রোগ চিকিৎসা করলাম, তাহার পর থেকে আমি লক্ষ্য করলাম আমার মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার বুদ্ধিবৃত্তি ও ইচ্ছা শক্তি খুবই বিকৃত হয়ে পড়েছে। আমার ভিতরে বিষন্নতা গ্রাস করছে। জীবনের কোথায় আমি আলো দেখতে পাই না। কারো সাথে কথা বলতে আমার মন চাই না। কোন কাজ করতে মনের জোর পাই না। আমার মনে হই কোন কাজের জন্য আমি উপযুক্ত নযই। আমি যে কাজই করি না কেন ,তাহা পন্ডু হয়ে যাবে। আমি বন্ধুবান্ধবদের সাথে খুবই অন্যায় ব্যবহার করেছি, এতই অন্যায় ব্যবহার করেছি যে তাদের সাথে দেখা করতে আমার খুবই লজ্জা হয়। আমি আল্লাহর নিয়ম ভঙ্গ করেছি, আল্লাহ আমাকে কখনো মাফ করবে না……........
(গল্পের ছলে মেটেরিয়া মেডিকা থেকে কিছু অংশ)

17/11/2021

দেশের ৩ কোটি ৬০ লাখ শিশু সিসা দূষণের শিকার।

সিসা দূষণের ফলে
🧠শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়
⬇️বুদ্ধিমত্তা কমিয়ে দেয়

বাংলাদেশে সিসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে আছে। এটি একটি শক্তিশালী নিউরোটক্সিন যা শিশুদের মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি করে। মারাত্নক সিসা দূষণ অনেকক্ষেত্রে মৃত্যুর মতো পরিণতিও ডেকে আনে।

প্রতিটি শিশুর অধিকার আছে আনন্দের সাথে ও সুস্থতায় বেড়ে ওঠার। আর তাদের সহযোগিতা করতে পারি আপনি, আমি! সিসা দূষণ শিশুর মস্তিষ্কের ক্ষতি করে তার পরিপূর্ন বিকাশে বাধা দেয়। আসুন এ নিয়ে কথা বলি, মানুষকে সচেতনত করে তুলি, পরিবেশ দূষণ প্রতিরোধ করে, সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে অংশ নেই।
কপি।

14/11/2021

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে জেনে নিন কি কি খাবার খাওয়া প্রয়োজন 👇

Address

Mohammadpur
Dhaka
1207

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801919418289

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cure Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Cure Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram