06/09/2022
(একজন মেটালিক গোল্ড ও অরাম মেট)
গল্পের ছলে অরাম মেট- পার্ট-১
প্রথম দর্শনেই প্রেম। এ যেন সাক্ষাৎ পরী। এ জীবনে এত সুশ্রী এত সুন্দর বালিকা আর কখনো দেখিনি। হলো পরিচয়, পরিচয় থেকে প্রণয়। বালিকাটির প্ররোচনায় জড়িয়ে পড়ি শারীরিক সম্পর্কে। সাময়িক সুখ অনুভব করলাম, কিন্তু পরক্ষণে দেখি এ শুরু হলো জীবনের বিনাশ।
সুন্দরকে বেসেছিলাম ভালো, নিয়ে যেতে আলোর দিকে, কিন্তু সুন্দর নিয়ে গেল অন্ধকারের দিকে। বালিকাটির দেহ থেকে নাইসেরিয়া গনোরিয়া নামক জীবাণু প্রবেশ করলো আমার দেহে। বিসদৃশ চিকিৎসায় গনোরিয়ার নাশ হল, ভেবেছিলাম হৃদয়ে প্রশান্তি আসবে, তাহার বিপরীতে এলো জীবনের ছন্দপত। জীবনের আশা পরিগণিত হলো নিরাশায়। জীবনে অনেক কিছু করার ছিল, অনেক কিছু হওয়ার ছিল, স্বপ্ন ছিল আকাশের মত বিশাল, বিশালতার পরিবর্তে হৃদয়ে স্থান নিল সংকীর্ণতা। অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসলো পুরো হৃদয় জুড়ে। চারিদিকে কোথাও যেন আশার আলো নেই। এ জীবন রেখে আর কি লাভ? জন্ম নিল আত্মহত্যার প্রবৃত্তি।
২০২২ সাল, চলছে এশিয়া কাপ পাকিস্তান বনাম ভারতের খেলা। আবু সাঈদ এর পাশে বসে টিভিতে খেলা দেখছি। পাকিস্তানের বিজয়ে, সবাই আনন্দে আত্মহারা। জয় পাকিস্তান জয়ধ্বনি চারিদিকে। ঠিক এমন মুহূর্তে আমি লক্ষ্য করলাম, টিভির পর্দার অর্ধেক দেখছি আর বাকি অর্ধেক দেখতে পারছি না। নিম্ন অর্ধেক দেখতে পারছি, উপরের অর্ধেক দেখা যায় না। ভাবছি চোখ ঝাপসা হয়ে আসছে, চারিদিকে তাকিয়ে দেখি একই অবস্থা। দেখা দিল দৃষ্টিশক্তির স্বল্পতা।
টিভিতে একটা এড দেখলাম বাত রোগের। সাম্প্রতিক সময়ে আমার গেঁটেবাত দেখা দিয়েছে। গেঁটেবাত ব্যথায় জীবনটা খুবই অতিষ্ঠ। আমার সকল ব্যথা ভ্রমণশীল। এরা ভ্রমণ করতে খুবই ভালোবাসে। আমার যখন ব্যথা দেখা দেয় তখন আমিও ভ্রমণ করলে, ঘুড়িয়া বেড়ালে ব্যথার উপশম হয়।
মানুষ ভ্রমণ করতে খুবই ভালোবাসে। এখন দেখি আমার বাত ব্যথা ও ভ্রমণ করতে ভালোবাসে। বাল্যকাল আমার আব্বু ও আমাকে বিভিন্ন জায়গায় ঘুড়িয়ে ছিলেন। বাল্যকালের জীবনটা ছিল অনেক সুখের। বাল্যকালে রোগ ছিল না যে এমন না, আমার এক অন্ডকোষ ছোট ছিল। এবং নাকের হাড় বাঁকা ছিল। নাকের হাড়ে ক্ষত দেখা দিয়েছিল। সেই ক্ষত থেকে খুবই দুর্গন্ধ হত। আমার যত সমস্যা দেখা দেয় তাহার অধিকাংশই হাড় ঘিরে। আবু সাঈদ বলল বন্ধু তোর সকল রোগ গুলোর কখন বৃদ্ধি দেখা দেয়, আমি বললাম, আমার সকল রোগ রাত্রে, ঠান্ডায় এবং শীতকালে বৃদ্ধি হয়।
প্রিয় বন্ধু আবু সাঈদ কে যখন আমার মনের অবস্থা সম্পর্কে অবগত করলাম। তখন সে আমাকে পরামর্শ দিল, আমার মনের ভাবনাগুলো একটি ডায়রিতে লিখে রাখতে। তখন সে আমাকে একটি ডায়রী ও উপহার দিল। আজ ঘুম থেকে উঠে আমার মনের ভাবনাগুলো লিখতে শুরু করলাম, ০৬/০৯/২২ পারদ ব্যবহার করে যখন আমি গনোরিয়া রোগ চিকিৎসা করলাম, তাহার পর থেকে আমি লক্ষ্য করলাম আমার মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার বুদ্ধিবৃত্তি ও ইচ্ছা শক্তি খুবই বিকৃত হয়ে পড়েছে। আমার ভিতরে বিষন্নতা গ্রাস করছে। জীবনের কোথায় আমি আলো দেখতে পাই না। কারো সাথে কথা বলতে আমার মন চাই না। কোন কাজ করতে মনের জোর পাই না। আমার মনে হই কোন কাজের জন্য আমি উপযুক্ত নযই। আমি যে কাজই করি না কেন ,তাহা পন্ডু হয়ে যাবে। আমি বন্ধুবান্ধবদের সাথে খুবই অন্যায় ব্যবহার করেছি, এতই অন্যায় ব্যবহার করেছি যে তাদের সাথে দেখা করতে আমার খুবই লজ্জা হয়। আমি আল্লাহর নিয়ম ভঙ্গ করেছি, আল্লাহ আমাকে কখনো মাফ করবে না……........
(গল্পের ছলে মেটেরিয়া মেডিকা থেকে কিছু অংশ)