16/03/2024                                                                            
                                    
                                                                            
                                            প্রপার্টিস নিয়ে বিজনেস
আমাদের উদ্দেশ্যঃ
আপনি কি আপনার জমির জন্য একটি ভালো ডেভেলপার কোম্পানি খুঁজছেন ?
আপনি কি আপনার জন্য বা  আত্মীয়-স্বজন ও অন্য কারো জন্য,  নিষ্কণ্ঠ ও ঝামেলা  বিহীন একটি ফ্লাট   খুঁজছেন? 
আর কতদিন অন্যের বাসা ভাড়া দিয়ে থাকবেন,  ইচ্ছে করলে মাসিক বাসা ভাড়ার টাকার বদলে, মাসিক কিস্তির মাধ্যমে নিজেই ফ্লাটের মালিক হতে পারবেন। 
আপনি কি আপনার ব্যবহারকৃত ও পুরাতন ফ্লাটটি বিশেষ প্রয়োজনে  বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু কোনো ভালো বায়ার বা ক্রেতা পাচ্ছেন না ? 
শেয়ারের মাধ্যমে ভাল জমি খুঁজছেন এবং শেয়ারের মাধ্যমে নিজেই বিল্ডিং বানাতে চাচ্ছেন।  এই ধরনের সকল সহযোগিতা আমরা করে থাকছি। 
এই ধরনের সকল সকল সলিউশনের জন্যই আপনার পাশেই আছে , ‘প্রপার্টিজ নিয়ে  বিজনেস’ এ্যড গ্রুপ । বিজনেসটাকে সহজ করার জন্য আমরা একটি একটি গ্রুপ নেটওয়ার্ক করতে যাচ্ছি,  আর এই গ্রুপ নেটওয়ার্কের ফলে   আপনি আপনার নিজের জন্য ও অন্যের জন্য ভালো কিছু সুবিধা গ্রহণ করতে পারবেন,  এবং এর পাশাপাশি  আমাদের এই গ্রুপের সাথে থাকলে, শেয়ার  বিজনেস করার সুযোগ পাবেন । কেননা দশের লাঠি একের বোঝা, কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে।  আমরা উত্তরা বসবাস করছি,  তাই উত্তরা নিয়ে আমাদের চিন্তাভাবনা রাখা উচিত।  বৃহত্তর উত্তরা নিয়ে আমরা  গ্রুপ নেটওয়ার্কের মাধ্যমে একত্রিত হয়ে যদি কাজ করতে পারি , তাহলে  অবশ্যই  আমরা লাভবান হতে পারব। তাই গ্রুপ নেটওয়ার্কের মাধ্যমে নিজের সুবিধা ও ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যে  আমরা প্রাথমিক অবস্থায়,  আগ্রহী  ১০০ জন  সদস্য এ্যড করব। 
বিস্তারিত : এসএম পান্না 
পান্না ট্রেড ইন্টারন্যাশনাল 
মোবাইল নম্বর ০১৬৮১৭৮৪৩১০