The Modern Diagnostic & Consultation Center

The Modern Diagnostic & Consultation Center Welcome to one of the best diagnostic & consultation center in the city.

***রমজানে ডেইলি তাসবিহ ১/ প্রতিদিন ১০০/৫০০ বার "সুবহান আল্লাহ্" ২/ প্রতিদিন ১০০/৫০০ বার ‘আলহামদুলিল্লাহ’ ৩/প্রতিদিন ১০০/...
20/03/2024

***রমজানে ডেইলি তাসবিহ

১/ প্রতিদিন ১০০/৫০০ বার "সুবহান আল্লাহ্"

২/ প্রতিদিন ১০০/৫০০ বার ‘আলহামদুলিল্লাহ’

৩/প্রতিদিন ১০০/৫০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

৪/প্রতিদিন ১০০ বার ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার'

৫/ প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’

৬/ প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বি –হামদিহী সুবহানাল্লাহিল আযীম’

৭/ প্রতিদিন ১০০ বার, ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম "

৮/ প্রতিদিন ১০০ বার "লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালিমিন

৯/প্রতিদিন ১০০ বার " হাসবুনাল্লাহি ওয়ানি মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়ানি মান নাসির

১০/প্রতিদিন ১০০ বার "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

১১/প্রতিদিন ১০০০ বার আসতাগফিরুল্লাহ /ইস্তেগফার

১২/প্রতিদিন ১০০০ বার দুরুদ শরীফ

১৩/প্রতিদিন ১০০০ বার "ইয়া জাল জালালি ওয়াল ইকরাম "

১৪/ইয়া রাহমানু,ইয়া রাহিমু,ইয়া রাজ্জাকু,ইয়া গ্বাফফারু,ইয়া ওয়ালিয়ু,ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু,ইয়া আর রাহমাহার রাহিমীন,(১০০ বার করে)

১৫/দুরুদে ইব্রাহিম (১০০ বার)

১৬/সাইয়েদুল ইস্তেগফার (২১ বার)

১৭/প্রতিদিন ১০০ বার "ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীছ "

১৮/প্রতিদিন ১০০ বার, ইয়া হাল্লালাল মুসকিলাত

১৯/প্রতিদিন ১০০ বার,আসতাগফিরুল্লাহা ইন্নালাহা গ্বাফুরুর রাহিম

২০/প্রতিদিন ১০০ বার ছোট ইসমে আজম

বেশি বেশি ইস্তেগফার ও দুরুদ পড়া।

Wishing you all a very Happy & Blissful Eid Mubarak 2023. ❤️❤️❤️
23/04/2023

Wishing you all a very Happy & Blissful Eid Mubarak 2023. ❤️❤️❤️

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির গণস্...
12/04/2023

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৮১ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। গত বুধবার তাঁকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রধান কিডনি বিশেষজ্ঞ ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফী আজ রাত ১১টা ৩৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরনে তাহাই তুমি করে গেলে দান
-----------------------------------
বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী আমাদের স্বাধীনতার অন্তমিল। দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, বীরের বেশে ফিরে এসেছেন - তারা কেমন মানুষ এটা তাঁকে দেখে টের পেতাম। প্রথম পরিচয়ে জেনে নিয়েছিলেন সব। তারপর সেটা মনে রেখেছেন শেষ যেবার দেখা হয়েছিল সেবার পর্যন্ত। আশ্চর্য। হাজার হাজার মানুষের ভিড়ে কেমন করে আমার মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুষকে মনে রাখতেন!!!

একটা সময়ে মানুষকে যেতেই হয় থেকে যায় তাঁর কীর্তি। এই বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করতে হবে ঔষধুনীতির জন্য যা আজকের বাংলাদেশের ওষুধ শিল্পকে দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানী শিল্পে পরিণত করেছে। যদিও তাঁর চেষ্টা ও উদ্যম থাকা স্বত্ত্বেও জেনেরিক নামে ওষুধ বাজারজাতকরণের চেষ্টাটা পূরণ হয়নি। পারেননি রেফারেল সিস্টেমটাকে এগিয়ে নিতে। আর এই আধুনিক চিন্তা ভাবনার জন্য তাঁর বিএমএ'র সদস্যপদও খারিজ করে দেওয়া হয়েছে।

তাঁকে মনে রাখতে হবে নারী স্বাধীনতা ও নারীর কর্মক্ষেত্র প্রসারের জন্য যে কেবল মুখে গলাবাজি না করেও উদাহরণ তৈরি করা যায় তার জন্য। গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম নারীকে এমন সব কাজে যুক্ত করেছে যা আগে কেবল পুরুষের জন্যই নির্ধারিত ছিল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং সেটিকে চালিয়ে নেওয়ার দুসাহসের জন্য তাঁকে আমাদের মনে রাখতে হবে।

তিনি শেষ চিকিৎসা নিয়েছেন নিজের গড়া হাসপাতালে। প্লেন চড়ে কোথাও যাননি।

রাউজানের ডাবুয়ার এই সূর্যসন্তানের জন্য সকাল থেকে সেই দুইলাইনই মনে পড়ছে যা দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন -

এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরনে তাহাই তুমি করে গেলে দান

আপনাকে সালাম।

আল্লাহ আপনাকে বেহেস্ত নসীব করুন।

On behalf of The Modern Diagnostic & Consultation Center
27/03/2023

On behalf of The Modern Diagnostic & Consultation Center

12/11/2022

জরুরী ভিত্তিতে বিক্র‍য় বিজ্ঞপ্তিঃ
ইউরোপে চলে যাওয়ার দরুন আমাদের #দি_মর্ডান_ডায়াগনস্টিক_সেন্টার এর একজন শেয়ার হোল্ডার তার ১০% শেয়ার বিক্রি করে দিবেন।
আগ্রহী ব্যক্তিদের অতি সত্তর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উক্ত শেয়ার সরাসরি কোম্পানি থেকে দেয়া হইবে।
সকল কিছু বিস্তারিত ভাবে জানার জন্য হোয়াটস অ্যাপে অথবা ইনবক্সে অথবা সরাসরি ভাবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে-
+8801885511921 অথবা
+8801521334584
#ধন্যবাদ

01/11/2022

জরুরী ভিত্তিতে বিক্র‍য় বিজ্ঞপ্তিঃ
ইউরোপে চলে যাওয়ার দরুন আমাদের #দি_মর্ডান_ডায়াগনস্টিক_সেন্টার এর একজন শেয়ার হোল্ডার তার ১০% শেয়ার বিক্রি করে দিবেন।
আগ্রহী ব্যক্তিদের অতি সত্তর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উক্ত শেয়ার সরাসরি কোম্পানি থেকে দেয়া হইবে।
সকল কিছু বিস্তারিত ভাবে জানার জন্য হোয়াটস অ্যাপে অথবা ইনবক্সে অথবা সরাসরি ভাবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে-
+8801885511921 অথবা
+8801521334584

#ধন্যবাদ

👉 এখানে সরকার নির্ধারিত মূল্যে অতি সল্প খরচে কোভিড-১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়।। ♦️কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি তা...
01/08/2022

👉 এখানে সরকার নির্ধারিত মূল্যে অতি সল্প খরচে কোভিড-১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়।।

♦️কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি
তারিখ: ১ আগস্ট ,২০২২

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরিস্থিতি
শনাক্ত: ৩৪৯
সুস্থ: ১০১১
মৃত্যু:১

✅ স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন
✅ টিকা নিন
✅ টিকা গ্রহণের পরেও নিয়মিত মাস্ক পরুন।
✅ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
✅ সেবা পেতে মাস্ক পরুন। No mask no service

♦️কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি তারিখ: ২৫ জুলাই ,২০২২গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরিস্থিতিশনাক্ত: ৫৪৮ সুস্থ: ১২৭৭ মৃত্যু:৫ ✅ স্...
25/07/2022

♦️কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি
তারিখ: ২৫ জুলাই ,২০২২

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরিস্থিতি
শনাক্ত: ৫৪৮
সুস্থ: ১২৭৭
মৃত্যু:৫

✅ স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন
✅ টিকা নিন
✅ টিকা গ্রহণের পরেও নিয়মিত মাস্ক পরুন।
✅ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
✅ সেবা পেতে মাস্ক পরুন। No mask no service

24/07/2022
১. আপনার সমস্ত শরীর ভীত যখন আপনি সকালে উঠে চিনি যুক্ত চা কফি পান করছেন। ২. আপনার কিডনি আতঙ্কিত যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্ল...
20/07/2022

১. আপনার সমস্ত শরীর ভীত যখন আপনি সকালে উঠে চিনি যুক্ত চা কফি পান করছেন।

২. আপনার কিডনি আতঙ্কিত যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

এবং

১১. আপনার মস্তিষ্ক ভীত যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন এবং তাদের আতঙ্কিত করবেন না।

এই সব অঙ্গপ্রত্যঙ্গ প্রচন্ড ব্যয়বহুল এবং বাজারে সহজে কিনতে পাওয়া যায় না। কোনোটা পাওয়া গেলেও আপনার শরীর সেটাকে সম্ভবত গ্রহণ করবে না। অতএব, নিজের অঙ্গ প্রত্যঙ্গসমূহকে সুস্থ রাখুন।

িদ্ধান্ত__আপনার ।
ডাঃ জাহাঙ্গীর কবির

👉 এখানে সরকার নির্ধারিত মূল্যে কোভিড র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়।♦️আজকের কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি তারিখ: ১৯  জুলা...
19/07/2022

👉 এখানে সরকার নির্ধারিত মূল্যে কোভিড র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়।

♦️আজকের কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি
তারিখ: ১৯ জুলাই ,২০২২

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরিস্থিতি
শনাক্ত: ৮৭৯
সুস্থ:১৬৯৩
মৃত্যু:৮

✅ স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন
✅ টিকা নিন
✅ টিকা গ্রহণের পরেও নিয়মিত মাস্ক পরুন।
✅ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
✅ সেবা পেতে মাস্ক পরুন।
✅ No mask no service.

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°🔴CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"...
19/07/2022

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।

Address

Dhaka

Telephone

+8801716534890

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Modern Diagnostic & Consultation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share