Care Physiotherapy & Rehabilitation Center

Care Physiotherapy & Rehabilitation Center কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উওরার সর্বাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।

22/11/2025

আপনি কি হাঁটুর অস্টিও আর্থারাইসিসে ভুগছেন?

আপনার কি
হাঁটুতে ব্যথা?
হাটু শক্ত হয়ে যায় বিশেষ করে সকালে।
হাঁটু ভাজ বা সোজা করতে অসুবিধা হয়?
হাঁটু ফুলে যায়,
হাটু নাড়াচাড়া করলে কটকট শব্দ হয়,
খুড়িয়ে খুড়িয়ে হাটেন?

ডাক্তার কি আপনাকে হাঁটুর অপারেশনের কথা বলেছে?
আপনি কি জানেন?
অস্টিও আর্থারাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফিজিওথেরাপি জয়েন্টের ব্যাথা কমায়,
নমনীয়তা বৃদ্ধি করে,
মাংসপেশি শক্তিশালী করে জয়েন্টের কর্মক্ষমতা বাড়ায় । সঠিক এক্সারসাইজ এবং ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্ট এর উপর চাপ কমানো যায়। হাটুর ফিটনেস ও শক্তি ফিরে আসে।

ফিজিওথেরাপির প্রধান ভূমিকা ব্যাথা কমানো, পেশী শক্তিশালী করা,
পেশি নমনীয়তা বজায় রাখা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এক্সারসাইজ করা উচিত। অতিরিক্ত এক্সারসাইজ করলে জয়েন্ট এর উপর চাপ পড়ে ব্যাথা বেড়েও যেতে পারে ।

অস্টিও আর্থারাইটিস হলে সঠিক ফিজিওথেরাপি দিতে পারে হাঁটু ব্যাথা মুক্ত সুস্থ জীবন।

আমাদের রয়েছে দক্ষ ফিজিওথেরাপি টিম যার
সার্বিক তত্তাবধানে আছেন ১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট তাপসী রাবেয়া।
আজই চলে আসুন
কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার , উত্তরা, ঢাকা ১২৩০।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01911-170642

01/11/2025

আপনি কি কাঁধের ব্যথায় হাত উপরে উঠাতে পারছেন না?
হাত পেছনে নিতে পারছেন না?
হাতের ব্যথায় রাতে ঘুম ভেঙে যাচ্ছে?
মনে হয় হাত ভেঙে যাচ্ছে?
এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে আপনি (Frozen Shoulder) এ ভুগছেন।

ফ্রোজেন শোল্ডার হচ্ছে কাঁধের জয়েন্ট শক্ত হয়ে ব্যথা হওয়া, নাড়াচাড়া করতে না পারা,হাত উপরে উঠাতে না পারা।

ফ্রোজেন শোল্ডার হলে কি করবেন?
ফ্রোজেন শোল্ডারের প্রধান চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। যা কাঁধের জয়েন্ট কে নাড়াচাড়া করতে সাহায্য করে, পেশিকে নমনীয় করে এবং পেশিকে শক্তিশালী করে রোগীকে হাত উপরে উঠাতে সাহায্য করে।

আমাদের রয়েছে দক্ষ ফিজিওথেরাপি টিম যার
সার্বিক তত্তাবধানে আছেন ১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট তাপসী রাবেয়া।

ডাঃ তাপসী রাবেয়া
ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ)
বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, লুবানা জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ (ভবন-০৩)
চেয়ারম্যান, আপন ফিজিওথেরাপি সেন্টার, শ্রীরামদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট (প্রাক্তন), ল্যাবএইড ডায়াগনস্টিক ইউনিট-১, উত্তরা, ঢাকা
কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ।

সঠিক ফিজিওথেরাপি নিন সুস্থ থাকুন।

কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার , উত্তরা, ঢাকা ১২৩০।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01911170642

13/10/2025
09/10/2025

শরীরের যে কোনো ব্যথা, চলাফেরায় অসুবিধা বা দীর্ঘদিনের পুরনো বাত-ব্যথার জন্য নির্ভরযোগ্য সেবা পেতে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার সুস্থতা আমাদের একান্ত কাম্য!

আমাদের সাথে আছেন ১৬ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট।

ডাঃ তাপসী রাবেয়া
ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ)
বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, লুবানা জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ (ভবন-০৩)
চেয়ারম্যান, আপন ফিজিওথেরাপি সেন্টার, শ্রীরামদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট (প্রাক্তন), ল্যাবএইড ডায়াগনস্টিক ইউনিট-১, উত্তরা, ঢাকা
কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ।

ল্যাবএইড স্বনামধন্য
ফিজিওথেরাপি চিকিৎসক
মোঃ সাদিক হাসান
এখন থেকে নিয়মিত চেম্বার করছেন
Care physiotherapy and Rehabilitation centre
বিকাল পাঁচটা হতে রাত দশটা

ফিজিওথেরাপি চিকিৎসক

মোঃ সাদিক হাসান (ব্যাচেলর অফ ফিজিওথেরাপি) গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
এমপিএইচ (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ)
স্পেশাল ট্রেনিং ইন ম্যানুয়াল থেরাপি (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন মেডিসিন (এনআইটি ঢাকা)
ইনচার্জ অফ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট
ল্যাবএইড লিমিটেড ধানমন্ডি, ঢাকা
প্রাক্তন খণ্ডকালীন প্রভাষক (গণ বিশ্ববিদ্যালয়)
প্রাক্তন ফিজিওথেরাপিস্ট (গণস্বাস্থ্য নগর হাসপাতাল

ঠিকানা: বাড়ি ১১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা।

27/09/2025

৭ বছরের কোমর ব্যথার অবসান আলহামদুলিল্লাহ।
ইঞ্জিনিয়ার আতিক ভাই জানাচ্ছেন তার সহধর্মিণীর সুস্থতার কথা।
Care physiotherapy &Rehabilitation Center -e সঠিক চিকিৎসায় আজ তিনি ফিরেছেন স্বাভাবিক জীবনে। 💚

👉 আপনার সুস্থতার ভরসার নাম – Care Physiotherapy & Rehabilitation Center

👉 আজই অ্যাপয়েন্টমেন্ট নিন –
📞 01911-170642

📌 বাড়ি ১১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা-১২৩০

*PLID থেকে কি সায়াটিকা হয়?*1. মেরুদন্ড থেকে একটি বড় স্নায়ু সায়াটিকা নার্ভ বের হয়। 2. সরে যাওয়ার ডিস্কটি এই সায়াট...
18/09/2025

*PLID থেকে কি সায়াটিকা হয়?*

1. মেরুদন্ড থেকে একটি বড় স্নায়ু সায়াটিকা নার্ভ বের হয়।
2. সরে যাওয়ার ডিস্কটি এই সায়াটিকা নার্ভের উপর চাপ সৃষ্টি করে।
3. এই চাপের কারণে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা অসারতা বা দুর্বলতা অনুভব হয় যা সায়াটিকা নামে পরিচিত

হার্ট অ্যাটাকের পর শুধু ওষুধ আর ডাক্তারের ফলোআপই নয়, ফিজিওথেরাপিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।হার্ট অ্যাটাকের পর ফিজিওথ...
06/09/2025

হার্ট অ্যাটাকের পর শুধু ওষুধ আর ডাক্তারের ফলোআপই নয়, ফিজিওথেরাপিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হার্ট অ্যাটাকের পর ফিজিওথেরাপির ভূমিকা

1. শরীর ধীরে ধীরে সচল করা
2. শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম
3. কার্ডিয়াক এক্সারসাইজ
4. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা
5. মানসিক সাপোর্ট
6. দীর্ঘমেয়াদি ঝুঁকি কমানো

আমাদের রয়েছে দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট তাই দেরি না করে আজই কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এ যোগাযোগ করুন।

আমাদের ঠিকানা ঃ
বাড়ী ১১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪,উত্তরা, ঢাকা- ১২৩০
কল করুন 01911-170642

আপনার কি কোমরে তীব্র ব্যথা হয়? হাঁটতে, বসতে বা শোয়ার সময় অস্বস্তি অনুভব করেন? Pr*****ed Lumbar Intervertebral Disc (PLID...
26/08/2025

আপনার কি কোমরে তীব্র ব্যথা হয়?
হাঁটতে, বসতে বা শোয়ার সময় অস্বস্তি অনুভব করেন?

Pr*****ed Lumbar Intervertebral Disc (PLID) সমস্যা হলে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে, যা আপনার দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে।
✅ CARE Physiotherapy & Rehabilitation Center নিয়ে এসেছে PLID-এর জন্য আধুনিক ও কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা!

🔹 ব্যথা কমানোর জন্য বিশেষ থেরাপি
🔹 ডিস্ক সমস্যার জন্য উন্নত ম্যানুয়াল থেরাপি
🔹 ব্যক্তিগতভাবে ফিজিওথেরাপিস্টের পরামর্শ
🔹 সার্জারি ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ
আপনার সুস্থতা আমাদের একান্ত কাম্য!

আজই যোগাযোগ করুন CARE PHYSIOTHERAPY AND REHABILITATION CENTER তে
এবং ব্যথামুক্ত জীবনের পথে এগিয়ে যান।

📍 ঠিকানা: বাড়ি ১১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা,ঢাকা ১২৩০
📞 যোগাযোগ: 01911-170642 (whatsapp)

Care Physiotherapy & Rehabilitation এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক
07/06/2025

Care Physiotherapy & Rehabilitation এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক

29/04/2025

কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
আপনার সুস্থ জীবনের নির্ভরযোগ্য সঙ্গী

ফিজিওথেরাপি রোগীদের শুধু চিকিৎসাই দেয় না, তাদের সুস্থতার জন্য আন্তরিক সহযোগিতা এবং মানসিক সমর্থনও দিয়ে থাকে।
আপনার শরীরের যে কোনো ব্যথা, চলাফেরায় অসুবিধা বা দীর্ঘদিনের পুরনো বাত-ব্যথার জন্য নির্ভরযোগ্য সেবা পেতে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের বিশেষত্ব:

১৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট

উন্নত যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

আন্তরিক মনোযোগ ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা

আমাদের সাথে আছেন:
ডাঃ তাপসী রাবেয়া

ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ)

বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, লুবানা জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ (ভবন-০৩)

চেয়ারম্যান, আপন ফিজিওথেরাপি সেন্টার, শ্রীরামদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট (প্রাক্তন), ল্যাবএইড ডায়াগনস্টিক ইউনিট-১, উত্তরা, ঢাকা

কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

ঠিকানা:
বাড়ি ১১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা

যোগাযোগ:
01911170642 (WhatsApp)
আজই আপনার এপয়েন্টমেন্ট নিন!

সুস্থ শরীর, সচল জীবন — ফিজিওথেরাপির মাধ্যমে গড়ে তুলুন এক ব্যথামুক্ত।

Address

House: 11 (2nd Floor); Gausul Azam Avenue; Sector: 14; Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801911170642

Alerts

Be the first to know and let us send you an email when Care Physiotherapy & Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Care Physiotherapy & Rehabilitation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram