22/11/2025
আপনি কি হাঁটুর অস্টিও আর্থারাইসিসে ভুগছেন?
আপনার কি
হাঁটুতে ব্যথা?
হাটু শক্ত হয়ে যায় বিশেষ করে সকালে।
হাঁটু ভাজ বা সোজা করতে অসুবিধা হয়?
হাঁটু ফুলে যায়,
হাটু নাড়াচাড়া করলে কটকট শব্দ হয়,
খুড়িয়ে খুড়িয়ে হাটেন?
ডাক্তার কি আপনাকে হাঁটুর অপারেশনের কথা বলেছে?
আপনি কি জানেন?
অস্টিও আর্থারাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফিজিওথেরাপি জয়েন্টের ব্যাথা কমায়,
নমনীয়তা বৃদ্ধি করে,
মাংসপেশি শক্তিশালী করে জয়েন্টের কর্মক্ষমতা বাড়ায় । সঠিক এক্সারসাইজ এবং ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্ট এর উপর চাপ কমানো যায়। হাটুর ফিটনেস ও শক্তি ফিরে আসে।
ফিজিওথেরাপির প্রধান ভূমিকা ব্যাথা কমানো, পেশী শক্তিশালী করা,
পেশি নমনীয়তা বজায় রাখা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এক্সারসাইজ করা উচিত। অতিরিক্ত এক্সারসাইজ করলে জয়েন্ট এর উপর চাপ পড়ে ব্যাথা বেড়েও যেতে পারে ।
অস্টিও আর্থারাইটিস হলে সঠিক ফিজিওথেরাপি দিতে পারে হাঁটু ব্যাথা মুক্ত সুস্থ জীবন।
আমাদের রয়েছে দক্ষ ফিজিওথেরাপি টিম যার
সার্বিক তত্তাবধানে আছেন ১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট তাপসী রাবেয়া।
আজই চলে আসুন
কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার , উত্তরা, ঢাকা ১২৩০।
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01911-170642