Latifa General Hospital and Diagnostic Center

Latifa General Hospital and Diagnostic Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Latifa General Hospital and Diagnostic Center, Hospital, Dhaka-1216.

🌸 মায়ের দুধের সমতুল্য কিছুই নেই 🌸প্রতিটি শিশুর জন্ম যেন এক আশ্চর্য সৃষ্টি। আর এই সৃষ্টির সবচেয়ে বড় উপহার—মায়ের বুকের দুধ...
26/07/2025

🌸 মায়ের দুধের সমতুল্য কিছুই নেই 🌸

প্রতিটি শিশুর জন্ম যেন এক আশ্চর্য সৃষ্টি। আর এই সৃষ্টির সবচেয়ে বড় উপহার—মায়ের বুকের দুধ।

📍 জন্মের পরের প্রথম ঘণ্টাই সোনালী সময়।
এই সময়েই বাচ্চাকে প্রথমবার বুকের দুধ দিন। প্রথম তিনদিনের ঘন, হলদে রঙের দুধ—শালদুধ, যা শিশুর প্রথম টিকা বলেই ধরা হয়। এতে থাকে প্রচুর রোগ প্রতিরোধকারী উপাদান, যা নবজাতকের ভবিষ্যৎ স্বাস্থ্য গড়ে তোলে।

🔄 প্রথম তিনদিন বাচ্চা কম দুধ পায়—এটাই স্বাভাবিক। তাই বাচ্চাকে বারবার স্তনে লাগান। এতে শরীর দুধ তৈরি করার বার্তা পায়।
------------------------------------------------------------

💡 বাচ্চা ঠিকভাবে দুধ পাচ্ছে কিনা বুঝবেন কিভাবে?
✔️ দিনে অন্তত ৬ বার প্রস্রাব করলে বুঝবেন যথেষ্ট দুধ পাচ্ছে।
✔️ সঠিকভাবে খাওয়াতে পারলে দুধের ঘাটতি হয় না।
------------------------------------------------------------

🧸 দুধ খাওয়ানোর সঠিক পজিশন:

🔹 বাচ্চার পুরো শরীরকে সাপোর্ট দিন
🔹 মায়ের গায়ে লাগিয়ে রাখুন
🔹 মাথা-গলা সোজা রাখুন
🔹 নাক নিপলের বরাবর রাখুন
🔹 মুখ স্তনের দিকে ঘুরানো থাকবে

👶 সঠিক এটাচমেন্ট কেমন হওয়া উচিত?

🔸 থুতনি মায়ের স্তনে লেগে থাকবে
🔸 মুখ বড় করে খোলা থাকবে
🔸 নিচের ঠোঁট বাইরের দিকে বাঁকানো থাকবে

👉 প্রথমবার চিকিৎসক বা নার্সের থেকে হাতে-কলমে শিখে নিন।
------------------------------------------------------------

🍼 দুধ খাওয়ানোর কিছু প্রয়োজনীয় টিপস:

✅ শিশুকে একটা স্তন পুরো শেষ করতে দিন। কারণ:

- প্রথম অংশে (foremilk) পানি ও চিনি

- পরের অংশে (hindmilk) চর্বি যা ওজন বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধা কমায়

⚠️ দুই স্তন থেকে অল্প অল্প খাওয়ালে বাচ্চা শুধু পানি ও ল্যাকটোজ পায়, যা ডায়েরিয়া বা সবুজ ফেনাযুক্ত পায়খানা করতে পারে।

🥄 খাওয়ানোর পর অতিরিক্ত দুধ গেলে তুলে সংরক্ষণ করুন।

বাইরে: ৮ ঘণ্টা
ফ্রিজে: ২৪ ঘণ্টা
কর্মজীবী মায়েদের জন্য এটি খুবই কার্যকর।

💧 দুধ খাওয়ানোর আগে ও পরে এক গ্লাস পানি পান করুন।
🥦 ডাল, লাউ, কালোজিরা ইত্যাদি দুধ বৃদ্ধিতে সহায়ক।
🩺 প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ (যেমনঃ Tab Omidon) নিতে পারেন।
------------------------------------------------------------

😮 আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

🔄 প্রথম ৩ মাস শিশুর পেটে গ্যাস, বাতাস জমা হতে পারে (Aerophagia)।
👉 প্রতিবার খাওয়ানোর পর বার্পিং করান।
------------------------------------------------------------

❌ যা করবেন না:

🚫 বাচ্চার মুখে মধু/চিনির পানি দিবেন না – এতে জীবনঘাতী ইনফেকশন হতে পারে
🚫 ১ বছরের আগে গরুর দুধ দেবেন না
🚫 বোতলে দুধ খাওয়ালে নিপল কনফিউশন হয়ে বুকের দুধ খাওয়া বন্ধ হয়ে যেতে পারে
------------------------------------------------------------

❤️ মা, আপনি একাই যথেষ্ট।
আপনার বুকের দুধই আপনার শিশুর জন্য সেরা খাদ্য, সেরা ভালোবাসা।
জানুন, শিখুন, নিজের মতো করে এগিয়ে যান।

শেয়ার করুন, জানুক আরও অনেক মা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
------------------------------------------------------------

#মাতৃত্ব

হিমোগ্লোবিন ( রক্তের পরিমাপক)বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে:গর্ভাবস্থায় হিমোগ্লোবিন ১১ বা তার বেশি হলে সেটা স্বাভাবিক...
26/07/2025

হিমোগ্লোবিন ( রক্তের পরিমাপক)
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে:

গর্ভাবস্থায় হিমোগ্লোবিন ১১ বা তার বেশি হলে সেটা স্বাভাবিক/গ্রহণযোগ্য

১০.৫–১০.৯ → হালকা অ্যানিমিয়া (সতর্ক হওয়া দরকার)

১০-এর নিচে → চিকিৎসা দরকার

ডেলিভারির সময় সমস্যা হবে কি না?

– হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকলে সাধারণত ডেলিভারির সময় বড় কোনো সমস্যা হয় না।
– তবে ডেলিভারিতে কিছু রক্তপাত হয়, তাই চেষ্টা করতে হবে হিমোগ্লোবিন ১১.৫ বা তার ওপরে রাখার।

এখন কী করণীয় ?

লোহা (Iron) সমৃদ্ধ খাবার খাবে – কলিজা, ডিম, ডাল, কিসমিস, ছোলা, পালং শাক, বিটরুট, আপেল, খেজুর

ডাক্তারের দেওয়া আয়রন ট্যাবলেট ঠিকমতো খাবে

ভিটামিন C (লেবু, আমলকি) – আয়রন শোষণে সাহায্য করে

চা বা কফি খাবার সঙ্গে খাবেনা – এগুলো আয়রন শোষণে বাধা দেয়

👶শিশুর ঘুম শুধু বিশ্রাম নয়,এটাই তাদের মস্তিষ্কের বিকাশ, শেখা আর মনোযোগের মূল সময়।প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো✅ দিনে-রা...
26/07/2025

👶শিশুর ঘুম শুধু বিশ্রাম নয়,
এটাই তাদের মস্তিষ্কের বিকাশ, শেখা আর মনোযোগের মূল সময়।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো
✅ দিনে-রাতে পর্যাপ্ত বিশ্রাম
✅ টিভি/মোবাইল দূরে রাখা
– এগুলোই শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে ভূমিকা রাখে।

🚫  সিজারিয়ান (C-section) এড়ানোর কিছু সম্ভাব্য উপায় 🤰মায়ের ও শিশুর সুস্থতার জন্য স্বাভাবিক ডেলিভারি অনেক সময় উপকারী হতে প...
26/07/2025

🚫 সিজারিয়ান (C-section) এড়ানোর কিছু সম্ভাব্য উপায় 🤰
মায়ের ও শিশুর সুস্থতার জন্য স্বাভাবিক ডেলিভারি অনেক সময় উপকারী হতে পারে। তবে সেটা সম্ভব করার জন্য কিছু সচেতন পদক্ষেপ নেওয়া জরুরি।

🟢 নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে যা করতে পারেন:

✅ গর্ভাবস্থায় হালকা ব্যায়াম ও পরিমিত খাওয়া-দাওয়া করে সুস্থ থাকুন
✅ প্রেগন্যান্সির সকল চেকআপ ঠিক সময়ে করুন
✅ শ্বাস প্রশ্বাস এবং প্রসবকালীন সময়ের কৌশলগুলো (বার্থিং টেকনিক) আগে থেকেই শিখে নিন
✅ এমন একজন অভিজ্ঞ ও সহানুভূতিশীল ডাক্তার বেছে নিন যিনি আপনাকে সাপোর্ট করবেন
✅ অপ্রয়োজনীয়ভাবে ডেলিভারি দ্রুত করানোর (ইন্ডাকশন) চেষ্টা থেকে বিরত থাকুন
✅ প্রসব ও জন্মপ্রক্রিয়া সম্পর্কে জানুন, প্রস্তুতি নিন

👩‍⚕️ তবে সবকিছুর আগে মনে রাখবেন — চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মায়ের ও শিশুর নিরাপত্তাই সবার আগে।

13/07/2025

মেডিসিন বিশেষজ্ঞ
ডা. নাজমুন নাহার
------------------------------------------------------------
এমবিবিএস,
এমডি (মেডিসিন) বিএসএমএমইউ
----------------------------------------------------------
যে সকল রোগী দেখবেন
১. মেডিসিন বিষয়ক যে কোন সমস্যা
২. সকল ধরনের জ্বর যেমন-ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড,যক্ষা
৩. ফুসফুস, লিভার, কিডনির প্রদাহ
৪. ডায়াবেটিস, গর্ভবতী মায়েদের ডায়াবেটিস, ডায়াবেটিসের যে কোন জটিলতা, হাত-পা জ্বালাপোড়া/কামড়ানো/ব্যাথা/অনুভ‚তি কমে যাওয়া
৫. ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ,স্থুলতা, স্ট্রোক, আমাসয়
৬. সকল প্রকার বাত ব্যথা
৭. যে কোন জটিল ও সাধারণ রোগ বিষয়ে পরামর্শ (যেমন- চিকিৎসা পদ্ধতি, টেস্টের রিপোর্ট, রোগ সম্পর্কে বিস্তারিত জানা ইত্যাদি)
----------------------------------------------------------------------------------------------------
চেম্বার: বিকাল ৪ টা - সন্ধ্যা ৭ টা, (শুক্রবার )
অ্যাপয়েন্টমেন্ট (২৪/৭) যোগাযোগ করুন:০১৭১৫৫৪৭৩৬৯
০১৯২৮১০০৯০০
০১৯১১৯৩০৯১৯
----------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------

13/07/2025

জেনারেল এন্ড কলোরেক্টাল সার্জন
ডা. নাজমুন নাহার
----------------------------------------------------------------------------------------------------------------------
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)
এমআরসিএস (এডিনবার্গ)
সিসিডি, সিপিআর (বারডেম)
এটিএলএস (আমেরিকা)
----------------------------------------------------------------------------------------------------------------------
চেম্বার:লতিফা ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর ১

সময়: বিকাল ৪টা - সন্ধ্যা ৭টা পর্যন্ত

✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে (২৪/৭) যোগাযোগ করুন: ০১৭১৫৫৪৭৩৬৯
০১৯২৮১০০৯০০
০১৯১১৯৩০৯১৯
----------------------------------------------------------------------------------------------------------------------
যে সকল রোগী দেখবেন

১. ফিশার, ফিস্টুলা, পাইলস-লেজার
২. হার্নিয়া
৩. হাইড্রোসিল
৪. এপেনডিক্স
৫. পিত্তথলির অপারেশন
৬. লাইপোমা
৭. সিষ্ট
৮. ফোঁড়া
৯. ব্রেষ্টের সকল রোগ
---------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------

13/07/2025

নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ
ডা. শামীমা ইয়াছমিন
--------------------------------------------------------------------------------------------------
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (শিশু রোগ)
নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ
--------------------------------------------------------------------------------------------------
যে সকল রোগী দেখবেন
১. নবজাতকের জন্মের পর দেরী করে কাঁদা, জন্ডিস, শ্বাসকষ্ট,
২. খিঁচুনি, স্বল্প ওজনের এবং সময়ের আগে জন্ম নেয়া নবজাতকের চিকিৎসা
৩. শিশুর খাবারে অরুচি, হজমে অসুবিধা, বমি, পাতলা পায়খানা, ওজন বৃদ্ধি না পাওয়া ।
৪. শিশুর ঠান্ডা, কাশি, হাঁপানী, নিউমোনিয়া
৫. দীর্ঘ মেয়াদী জ্বর, ঘন ঘন জ্বর/ অনিয়মিত জ্বর
৬. শিশুর যে কোন ধরনের র‌্যাশ
৭. কান পাকা, কানে ব্যাথা
৮. ওজন বেড়ে যাওয়া, উচ্চতা সঠিকভাবে না বাড়া, থাইরয়েড হরমোন জনিত সমস্যা
৯. শিশুর গিরা ব্যাথা, গিরা ফোলা
১০. প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে বিছানায় প্রস্রাব করা
১১. শিশুর জ্বর খিঁচুনি সহ খিঁচুনি জনিত অন্যান্য রোগ
--------------------------------------------------------------------------------------------------
চেম্বার: লতিফা ডায়াগনস্টিক সেন্টার

সময়: বিকাল ৪টা - সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)

✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে (২৪/৭) যোগাযোগ করুন: ০১৭১৫৫৪৭৩৬৯
০১৯২৮১০০৯০০
০১৯১১৯৩০৯১৯
----------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------

13/07/2025

একটি হাসি যেমন বদলে দিতে পারে দিন!!
তেমনি সুস্থ মন বদলে দিতে পারে জীবন!!!

প্রতি হাসিতে লুকিয়ে থাকে যত্নের গল্প
তাই বলবো লতিফা হাসপাতালের সেবা নিন সুস্থ থাকুন
মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী
----------------------------------------------------------------------------------------

আমাদের সেবাসমূহ:
১. আধুনিক আল্টাসাউন্ড মেশিন
২. পরিষ্কার ও জীবানুমুক্ত পরিবেশ
৩. অভিজ্ঞ, দক্ষ স্টাফ
৪. জরুরী ভাবে তাৎক্ষণিক ইমারজেন্সি সার্ভিস
৫. আধুনিক অপারেশন থিয়েটার
৬. সহজে ডাক্তার এপয়েন্টমেন্ট সুবিধা
৭. আধুনিক এক্সরে মেশিন
৮. সর্বাধুনিক ল্যাব সাপোর্ট

-----------------------------------------------------------------------------------------------
✅ অ্যাপয়নমেন্টের জন্য (২৪/৭) যোগাযোগ করুন: ০১৭১৫৫৪৭৩৬৯
০১৯২৮১০০৯০০
০১৯১১৯৩০৯১৯

13/07/2025

লতিফা হাসপাতালে সকল ধরণের সেবা গ্রহীতা ও শুভাকাঙ্খীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১-০৮-২০২৫ তারিখ থেকে লতিফা ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ চেম্বার করবেন
গাইনি
শিশু
কার্ডিওলজিস্ট
মেডিসিন বিশেষজ্ঞ

লতিফার সেবা নিন সুস্থ থাকুন-
মনে রাখবেন,
‘‘সুস্থ জীবন, সুন্দর পৃথিবী’’

✅ অ্যাপয়নমেন্টের জন্য যোগাযোগ
করুন
০১৭১৫৫৪৭৩৬৯
০১৯২৮১০০৯০০
০১৯১১৯৩০৯১৯

আপনি একজন ব্রেস্ট ফিডিং মা হয়ে থাকলে যে বিষয়গুলো এড়িয়ে চলবেনঃ- ✅ অতিরিক্ত মানসিক চাপ নিবেন না✅ অপ্রয়োজনে পেইনকিলার এবং জ...
01/07/2025

আপনি একজন ব্রেস্ট ফিডিং মা হয়ে থাকলে যে বিষয়গুলো এড়িয়ে চলবেনঃ-

✅ অতিরিক্ত মানসিক চাপ নিবেন না

✅ অপ্রয়োজনে পেইনকিলার এবং জন্মনিয়ন্ত্রণ পিল খাবেন না

✅ দিনে ১-২ বারের বেশি চা কফি খাবেন না

✅ সফট ড্রিংকস একদমই খাবেন না

✅ ধূমপান এড়িয়ে চলুন

25/06/2025

Address

Dhaka-1216

Telephone

+8801715547369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latifa General Hospital and Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category