29/11/2025
সাভার থেকে আগত আমাদের সন্মানিত রুগী ৭ দিন (সপ্তাহে দুই দিন করে ,তিনদিন পরপর চিকিৎসা) অ্যাডভান্স আকুপাংচার এবং মোক্সীবাসন চিকিৎসা নেয়ার আগে PLID জনিত সমস্যায় তীব্র কোমর ব্যথা,বাম পায়ে ঝি ঝি অবস অবস ভাব হতো।
তীব্র কোমর ব্যথা এবং পায়ে ঝি ঝি অবস এর কারণে এক পাশে বেঁকে গিয়েছিল।
১-২ মিনিট ও ঠিক ভাবে হাঁটাচলা করতে পারতো না এই ব্যথা এবং ঝিঁঝিঁ অবস এর কারণে।
হাঁটাচলা করতে না পারার কারণে কোনো কাজ কর্ম ও করতে পারতো না।
রুগীর অনুমতিক্রমে রুগীর নাম এবং মোবাইল নম্বর দেওয়া হলো।
নাম: Md. Fazlur Rahman
মোবাইল নম্বর: 01816665474
অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা কি?
অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা মূলত ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের সমন্বয়ে একটি বিশেষ চিকিৎসা, যার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রকমের ব্যথা এবং নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যাগুলো খুবই দ্রুত ভালো করা সম্ভব। সাধারন আকুপাংচার চিকিৎসা ও অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসার মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসায় বিভিন্ন সমস্যার জন্য, ভিন্ন ভিন্ন নিডল ব্যবহার করা হয়, যার মাধ্যমে সমস্যাগুলো খুবই দ্রুত এবং স্বল্প খরচে ভালো হওয়া সম্ভব।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
ডা:রাশেদ অ্যাডভান্স আকুপাংচার
লেভেল #৫ বাড়ি :তরী,
বাড়ি নম্বর:১৬/৮-এ,
হাজী চিনু মিয়া বাইলেন ,
শ্যামলী রিং রোড
মোহাম্মদপুর ঢাকা ১২০৭
মোবাইল নম্বর:01782380698
#আকুপাংচার #আকুপাংচারচিকিৎসা #আকুপাংচারক্লিনিক #আকুপাংচারিস্ট #কোমরব্যথা #হাঁটুব্যথা #ঘাড়ব্যথা