Amira's Dental surgery

Amira's Dental surgery A complete centre for all modern Dental treatments
with all modern dental technology..

দাঁতের হলদেটে ভাব, চা–কফি বা ধূমপানের দাগ অনেক সময় আমাদের হাসির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এ অবস্থায় Tooth Whitening হতে পার...
17/09/2025

দাঁতের হলদেটে ভাব, চা–কফি বা ধূমপানের দাগ অনেক সময় আমাদের হাসির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এ অবস্থায় Tooth Whitening হতে পারে সঠিক সমাধান।

🦷 কখন করবেন?
👉দাঁতে স্থায়ী দাগ বা হলুদভাব থাকলে
👉বিশেষ অনুষ্ঠান, বিয়ে বা কর্পোরেট ইভেন্টের আগে
👉নিজের হাসিকে আরও আকর্ষণীয় করতে চাইলে

🦷 কেন করবেন?
👉দাঁতের দাগ দূর করে
👉ঝকঝকে সাদা দাঁত এনে দেয়
👉আত্মবিশ্বাস বাড়ায় ও স্মাইলকে করে আরও সুন্দর

🦷 কোথায় করবেন?
👉 সবসময় রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে

বছরে একবার অন্তত(সম্ভব হলে দুইবার) দাঁতের যত্নে রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের শরণাপন্ন হোন।

দাঁতের যেকোনো সমস্যা সমাধানে আপনার পাশে আছে "আমিরা'স ডেন্টাল সার্জারী"। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় কাউন্সেলিং সহ চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

(আমাদের চেম্বারের ম্যাপ লোকেশন কমেন্টে দিয়ে দেয়া হল)

অনেকেই দাঁতে ছোট গর্ত বা ব্যথাকে গুরুত্ব দেই না। কিন্তু সত্য হলো—👉 ক্যাভিটি বা দাঁতের ক্ষয় যদি শুরু হয়, সেটা নিজে থেকে ক...
10/09/2025

অনেকেই দাঁতে ছোট গর্ত বা ব্যথাকে গুরুত্ব দেই না। কিন্তু সত্য হলো—

👉 ক্যাভিটি বা দাঁতের ক্ষয় যদি শুরু হয়, সেটা নিজে থেকে কখনো বন্ধ হয় না।
👉 সময়মতো চিকিৎসা না করলে ক্ষয় ভেতরে গিয়ে দাঁতের নার্ভে পৌঁছে যায়, তখন করতে হয় রুট ক্যানাল বা দাঁত তুলতে হয়।

✅ ফিলিং হলো দাঁতের ক্ষয় বন্ধ করার সবচেয়ে সহজ ও নিরাপদ সমাধান। ফিলিং করার মাধ্যমে—

👉 ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে গর্ত পূরণ করা হয়।

👉 দাঁতের স্বাভাবিক আকার ও শক্তি ফিরে আসে।

👉 ঠান্ডা-গরমে শিরশির করা বন্ধ হয়।

👉 দাঁত দীর্ঘসময় সুস্থ থাকে।

👨‍⚕️ তাই দাঁতে ব্যথা, গর্ত বা শিরশির শুরু হলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে আসুন।

আমিরা'স ডেন্টাল সার্জারী
যমুনা ফিউচার পার্ক সংলগ্ন, বসুন্ধরা আবাসিক গেইট, ঢাকা

গরম-ঠান্ডা কিছু খেলেই দাঁতে শিরশির করে?এমন সমস্যায় ভুক্তভোগী রোগী আমরা প্রায় প্রতিদিনই পাই।অনেকেই পানি খেলেও দাঁতে হঠাৎ ...
01/09/2025

গরম-ঠান্ডা কিছু খেলেই দাঁতে শিরশির করে?

এমন সমস্যায় ভুক্তভোগী রোগী আমরা প্রায় প্রতিদিনই পাই।
অনেকেই পানি খেলেও দাঁতে হঠাৎ অস্বাভাবিক ব্যথা বা শিরশির অনুভব করেন।

👉 মনে রাখবেন, এটা অবহেলা করার মতো বিষয় নয়।
👉 যত দেরি করবেন, দাঁত বাঁচানোর সম্ভাবনা তত কমবে।
✅ সময়মতো একজন রেজিস্টার্ড BDS সার্জনের কাছে গেলে দাঁত না তুলে বরং Root Canal Treatment এর মাধ্যমে দাঁতটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখা যায়।

📌 তাহলে, RCT কখন করবেন?
✔ দাঁতে তীব্র ব্যথা থাকলে
✔ গরম-ঠান্ডায় সেনসিটিভিটি হলে
✔ দাঁতের ভেতরে ইনফেকশন হলে
✔ দাঁত ভেঙে গেলে

📌 কেন করবেন?
👉 নিজের প্রাকৃতিক দাঁত বাঁচানোর জন্য
👉 ব্যথা ও ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য
👉 দাঁত তোলা এড়িয়ে, দীর্ঘদিন দাঁত ব্যবহার করতে

📌 কোথায় করবেন?
✅ অভিজ্ঞ BDS ডেন্টাল সার্জনের কাছে
✅ আধুনিক যন্ত্রপাতি ও নিরাপদ পরিবেশে
✅ যেখানে সঠিক ডায়াগনসিস ও ব্যথাহীন চিকিৎসা হয়

বসুন্ধরা আবাসিক এলাকার সবচেয়ে অর্গানাইজড এবং মডার্ণ ইকুইপমেন্ট অরিয়েন্টেড ডেন্টাল "আমিরা'স ডেন্টাল সার্জারী" হতে পারে আপনার জন্য সেরা চয়েজ।
যোগাযোগঃ 01673 474438

Happy smile with healthy teeth. No more "adjustment"/"careless" attitude with your teeth as its a primary impression of ...
29/08/2025

Happy smile with healthy teeth. No more "adjustment"/"careless" attitude with your teeth as its a primary impression of your face.

Consult with our Specialized BDS doctors for any kind of Oral problems. We're available daily from 11AM to 2PM & 4PM to 10PM.

Our location: Munshi Plaza, 2nd floor(Opposite of Jamuna Future Park pocket gate), Basundhara Residential Area, Dhaka.

দাঁত এমন একটা পার্ট যেটার যত্নে সামান্য অবহেলা হলেও তার ফলাফল মারাত্মক হয়ে দাঁড়ায়। গতকালই আমরা বলেছিলাম কেন দাঁতে টুথপিক...
28/08/2025

দাঁত এমন একটা পার্ট যেটার যত্নে সামান্য অবহেলা হলেও তার ফলাফল মারাত্মক হয়ে দাঁড়ায়। গতকালই আমরা বলেছিলাম কেন দাঁতে টুথপিক বা খিলাল ব্যবহার করা উচিত না!এতে করে দুই দাঁতের মধ্যে যে গ্যাপ তৈরী হয় সেটা হাসতে গেলে একটা বাজে লুক দেয় আমাদেরকে।

যারা এরকম কনফিডেন্টলি হাসতে ভুলে গিয়েছেন, আমাদের চেম্বারে একবার এসে ঘুরে যাবেন।এরকম অসংখ্য কেস স্টাডি আছে আমাদের যারা কনফিডেন্টলি হাসতে ভুলে গিয়েছিল।

মুখের সুস্থতার সাথে সাথে ফিরে আসুক কনফিডেন্ট হাসি।

প্রতিদিন সকাল ১১ টা থেকে ২টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমরা আছি আপনার সমস্যা সমাধানে।

চলে আসুন মুন্সী প্লাজার ২য় তলায়।সহজ করে বললে যমুনা ফিউচার পার্কের পকেট গেইট সংলগ্ন।

ফোনঃ 01673-474438
(কমেন্টে আমাদের চেম্বারের গুগল ম্যাপ লোকেশন দেয়া থাকবে)

বাংলাদেশে অনেকেই দাঁত পরিষ্কারের জন্য খিলাল (toothpick) ব্যবহার করেন, কিন্তু দাঁতের জন্য এটি সবসময় ভালো নয়।⚠️ সমস্যা / ক...
27/08/2025

বাংলাদেশে অনেকেই দাঁত পরিষ্কারের জন্য খিলাল (toothpick) ব্যবহার করেন, কিন্তু দাঁতের জন্য এটি সবসময় ভালো নয়।

⚠️ সমস্যা / ক্ষতির দিক:
▸ দাঁতের ফাঁক বড় হয়ে যাওয়া – বারবার শক্ত খিলাল ব্যবহার করলে দাঁতের ফাঁক ধীরে ধীরে বড় হয়ে যায়।
▸ মাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া – ধারালো কাঠের খিলাল মাড়িতে খোঁচা দিতে পারে, ফলে সংক্রমণ হতে পারে।
▸ দাঁতের ক্ষয় (cavity) – খিলাল ব্যবহারে মাড়ি বা দাঁতের উপরের অংশ ক্ষয়ে যেতে পারে।
▸ ভুল পরিষ্কার হওয়া – খাবারের কণা পুরোপুরি পরিষ্কার না হয়ে দাঁতের ফাঁকে থেকে যেতে পারে।

✅ ভালো বিকল্প:
▸ডেন্টাল ফ্লস – দাঁতের ফাঁক পরিষ্কারের জন্য সবচেয়ে নিরাপদ।
▸ইন্টারডেন্টাল ব্রাশ – যাদের দাঁতের ফাঁক একটু বড়, তাদের জন্য উপযুক্ত।
▸ গার্গল/মাউথওয়াশ – খাওয়ার পর মুখ ধোয়ার অভ্যাস করলে খাবারের কণা অনেকটাই সরে যায়।
▸ব্রাশ করা – দিনে অন্তত ২ বার সঠিকভাবে ব্রাশ করা সবচেয়ে কার্যকর উপায়।

আমরা সাধারণত খিলাল/টুথপিকের ব্যবহার নিরুৎসাহিত করে থাকি। তবে জরুরি অবস্থায় (যেমন রেস্টুরেন্টে খাওয়ার পর) হালকা করে ব্যবহার করা যায়, কিন্তু প্রতিদিনের অভ্যাস হিসেবে এটি ঠিক নয়।

ᴍᴇᴇᴛ ᴅʀ. ꜱᴀɪᴅᴜʟ ᴀʟᴀᴍ – ʏᴏᴜʀ ᴛʀᴜꜱᴛᴇᴅ ᴏʀᴀʟ & ᴅᴇɴᴛᴀʟ ꜱᴜʀɢᴇᴏɴYour smile and oral health are our top priority. Dr. Saidul Ala...
18/08/2025

ᴍᴇᴇᴛ ᴅʀ. ꜱᴀɪᴅᴜʟ ᴀʟᴀᴍ – ʏᴏᴜʀ ᴛʀᴜꜱᴛᴇᴅ ᴏʀᴀʟ & ᴅᴇɴᴛᴀʟ ꜱᴜʀɢᴇᴏɴ

Your smile and oral health are our top priority. Dr. Saidul Alam brings years of hands-on experience in advanced dental surgeries along with specialized training in Endodontics (Root Canal Treatment & related procedures).
Whether it’s a routine dental check-up, complex oral surgery, or precision root canal treatment, Dr. Alam ensures each patient receives world-class care with comfort and confidence.
💡 His patient-first approach, combined with modern dental techniques, makes treatment not just effective but also stress-free.
📍 Visit Amira’s Dental Surgery, Bashundhara Residential Area, and experience expert care for a healthier, brighter smile.
👉 Book your appointment today and step into a journey of pain-free, confident smiles!

দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি দিতে চান নিয়মিত 𝑫𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒉𝒆𝒄𝒌𝒖𝒑নিন। নিয়মিত 𝑫𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒉𝒆𝒄𝒌𝒖𝒑 আপনার দাঁত এবং মাড়িকে সুস্থ রাখবে...
11/08/2025

দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি দিতে চান নিয়মিত 𝑫𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒉𝒆𝒄𝒌𝒖𝒑
নিন। নিয়মিত 𝑫𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒉𝒆𝒄𝒌𝒖𝒑 আপনার দাঁত এবং মাড়িকে সুস্থ রাখবে।

✅ 𝑫𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒉𝒆𝒄𝒌𝒖𝒑 কেন দরকার?
🔹 প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়ে — ক্যাভিটি, মাড়ির প্রদাহ বা ইনফেকশন শুরুর আগেই শনাক্ত করা যায়।
🔹 দাঁত হারানোর ঝুঁকি কমে — অবহেলা করলে ছোট সমস্যা বড় হয়ে দাঁত তুলতে হতে পারে।
🔹 মুখের দুর্গন্ধ প্রতিরোধ — প্লাক, টারটার এবং ইনফেকশন দূর হয়।
🔹 সামগ্রিক স্বাস্থ্যের যত্ন — ডায়াবেটিস, হার্ট ডিজিজসহ অনেক রোগের সাথে দাঁতের স্বাস্থ্যের সম্পর্ক আছে।
🔹 হাসির সৌন্দর্য বজায় থাকে — ঝকঝকে দাঁত আত্মবিশ্বাস বাড়ায়।

✨ প্রতি ৬ মাসে অন্তত একবার 𝑫𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒉𝒆𝒄𝒌𝒖𝒑 আপনার দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় বিনিয়োগ।

📍 ক-৫/সি, মুন্সী প্লাজা,বসুন্ধরা আবাসিক এলাকা,ঢাকা।
📞 ০১৬৭৩ ৪৭৪৪৩৮

𝑨 𝒔𝒎𝒊𝒍𝒆 𝒔𝒂𝒚𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒘𝒐𝒓𝒅𝒔.But behind every beautiful smile is care, protection, and expert dental treatment.At Amira’...
10/08/2025

𝑨 𝒔𝒎𝒊𝒍𝒆 𝒔𝒂𝒚𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒘𝒐𝒓𝒅𝒔.

But behind every beautiful smile is care, protection, and expert dental treatment.
At Amira’s Dental Surgery, we treat your teeth like our own — because you deserve to smile without hesitation. 💙

📍 𝑴𝒖𝒏𝒔𝒊 𝑷𝒍𝒂𝒛𝒂, 𝑩𝒂𝒔𝒉𝒖𝒏𝒅𝒉𝒂𝒓𝒂 𝑹𝒆𝒔𝒊𝒏𝒅𝒆𝒏𝒕𝒊𝒂𝒍 𝑨𝒓𝒆𝒂, 𝑫𝒉𝒂𝒌𝒂
📞 𝟬𝟭𝟲𝟳𝟯-𝟰𝟳𝟰𝟰𝟯𝟴

Enhance your smile with the strength and aesthetics of   Full Contour Crowns! 🦷👑 Durable, biocompatible, and natural-loo...
19/11/2024

Enhance your smile with the strength and aesthetics of
Full Contour Crowns! 🦷👑
Durable, biocompatible, and natural-looking—perfect for a flawless finish. ✨️
Book your appointment today for a confident smile that lasts!"

03/11/2024


Of lower wisdom tooth

A complete centre for all modern Dental treatments
with all modern dental technology..

  smile 😁    A new level of confidence  ✨️    From spaced to stunning! See how closing the gap brings out the beauty in ...
02/11/2024

smile 😁
A new level of confidence ✨️

From spaced to stunning! See how closing the gap brings out the beauty in every tooth.

Address

KA 5/C, Munsi Plaza, Above(sumi’s Hot Cake Building), Bashundhara Main Gate, Jagannathpur, Vatara
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Amira's Dental surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amira's Dental surgery:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category