
04/12/2024
স্বেচ্ছাসেবী নিয়োগ বিজ্ঞপ্তি।
আপনি কি শিশুদের ভালোবাসেন ? আপনি চান যে আপনার ছেলে মেয়ে শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হোক ? আপনি শিশুশ্রম এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চান ? আপনি কি চান শিশুশ্রম মুক্ত বাংলাদেশ হোক ?
তাহলে যোগ দিন আমাদের এই সংগঠনে,
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের হাতে কাজ নয়। শিশুশ্রম ঝুঁকিপূর্ণ। এতে শিশুর সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ হয় অন্ধকার। শিশুদের দিয়ে কাজ করালে, তাদের শারীরিক এবং মানসিক দুটোই মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই শিশুদের কাজে দেওয়ার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন।
আমাদের সংগঠন,
শিশুশ্রম প্রতিরোধ সোসাইটি
Child Labour prevention Society
বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শিশুশ্রম প্রতিরোধে সামাজিক ভাবে কাজ করে আসছে।
আমাদের সংগঠন তিনটি বিষয়ে কাজ করে থাকে,
১/ শিশুশ্রম বিষয়ক কর্মসূচি
২/ শিশু শিক্ষা বিষয়ক কর্মসূচি
৩/ শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি
চাইলে আপনিও আমাদের এই কাজে শিশুশ্রম বন্ধে সামাজিক ভাবে আপনার দায়বদ্ধতা থেকে যোগ দিতে পারেন।
যা প্রয়োজন,
১/ এনআইডি অথবা জম্ম সনদের কপি
২/ শিক্ষাগত যোগ্যতার কপি
৩/ পাসপোর্ট কপি ১ টি এবং স্ট্যাম্প কপি ১ টি ছবি
৪/ সিভি/ বায়োডাটা
পাঠানোর মাধ্যম,
CLPSBangladesh@gmail.com
আপনার প্রয়োজনীয় কাগজপত্র উক্ত ইমেইলে প্রেরণ করুন।
প্রচারেঃ শিশুশ্রম প্রতিরোধ সোসাইটি
Child Labour prevention Society